Piles No More

Piles No More পাইলস নিয়ে চিন্তা আর নয়।
আপনার সুস্থতাই আমাদের কাম্য।

পাইলস মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগুলিকে প্রভাবিত করে। তারা মলত্যাগের সময় অস্বস্তি, ব্যথা এবং রক্তপাতের কারণ হতে পা...
17/05/2023

পাইলস মলদ্বার এবং নীচের মলদ্বারের শিরাগুলিকে প্রভাবিত করে। তারা মলত্যাগের সময় অস্বস্তি, ব্যথা এবং রক্তপাতের কারণ হতে পারে। এটি পুরুষদের একটি সাধারণ অবস্থা, বিশেষ করে 50 বছরের বেশি বয়সীদের।

পাইলস বা অর্শরোগে অনেকেই যন্ত্রণা ভোগ করেন। এটি খুব পরিচিত একটি সমস্যা। সমীক্ষা বলছে, ৪৫-৬৫ বছর বয়সীদের মধ্যে এই রোগের প...
16/05/2023

পাইলস বা অর্শরোগে অনেকেই যন্ত্রণা ভোগ করেন। এটি খুব পরিচিত একটি সমস্যা। সমীক্ষা বলছে, ৪৫-৬৫ বছর বয়সীদের মধ্যে এই রোগের প্রভাব সবচেয়ে বেশি। তবে কমবয়সীদের মধ্যেও এখন এই রোগ বাড়ছে। জীবনযাত্রায় অনিয়ম ও অপুষ্টিকর খাবার খাওয়া এই রোগের অন্যতম কারণ।

পাইলস রোগে যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের পাইলস রোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থা...
16/05/2023

পাইলস রোগে যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের পাইলস রোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে না। অন্যদিকে পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায় বা শৌচ করার টিস্যুতে তাজা রক্ত লেগে থাকে, মলত্যাগে ব্যথা লাগা, পায়ুর চারপাশে এক বা একের অধিক থোকা থোকা ফোলা থাকে।

আপনি কি পাইলস, এনাল ফিসার অথবা ফিস্টুলা সমস্যা নিয়ে চিন্তিত? তীব্র জালাপোড়া, ব্যাথা এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি...
15/05/2023

আপনি কি পাইলস, এনাল ফিসার অথবা ফিস্টুলা সমস্যা নিয়ে চিন্তিত? তীব্র জালাপোড়া, ব্যাথা এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি চাচ্ছেন?? অনেক চিকিৎসার পরেও স্থায়ী কোনো সমাধান পাচ্ছেন না??
তাহলে সুখবর টি আপনার জন্য। এলিট কর্পোরেশন নিয়ে এসেছে সম্পুর্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি মেডিসিন।
যা বাংলাদেশ সাইন্সল্যাবে এবং বাংলাদেশ খাদ্য ও পুস্টি গবেষণা কর্তৃক অনুমোদিত। সম্পুর্ণ সাইডইফেক্ট মুক্ত একটি মেডিসিন। আপনার মলধারের টক্সিক ব্যাকটেরিয়া গুলোকে বের করে দিবে আপনাকে স্থায়ী সমাধান।
সম্পুর্ন বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের মেডিসিন গ্রহন করতে পারবেন।
আরো রয়েছে আমাদের অভিজ্ঞ স্পেশালিস্টদের ২৪ ঘন্টা পর্যবেক্ষণ।
আমাদের সেবার বেপারে বিস্তারিত জানতে এখনি যোগাযোগ করুন।📞01605764481.😊

ব্রোকলি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, টমেটো এই সব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন। ফলে বিশাল পরিমাণে পুষ্টি...
15/05/2023

ব্রোকলি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, টমেটো এই সব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন। ফলে বিশাল পরিমাণে পুষ্টি,খনিজ এবং ভিটামিন থাকে যা অন্ত্র আন্দোলনে সাহায্য করে। আপেল, আঙুর, আলুবোখারা, কিশমিশ ইত্যাদি তন্তুজ ফল গুলি খোসাসহ খাওয়া খুব উপকারী। খোসা ছাড়া যে সব ফল খুব উপকারী সেগুলি হল-কলা,পেঁপে ইত্যাদি।

কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় চাপ দেয়ার কারণে এনাল ফিশার হয়। শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা ...
14/05/2023

কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় চাপ দেয়ার কারণে এনাল ফিশার হয়। শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়। যারা আঁশযুক্ত খাবার খান তাদের এ সমস্যাটি কম হয় বলে মনে করা হয়। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, কাঁচা ফলমূল, আলুর ছোলা, ইসবগুলের ভুসি ইত্যাদি। ঘনঘন মলত্যাগ বা ডায়রিয়া হলে ফিশার হওয়ার আশংকা বেড়ে যায়।

ভাজা খেতে সকলেরই ভালো লাগে। তাই ভাজা খাওয়ার বেশিরভাগ মানুষই পক্ষপাতী। তবে গবেষণা বলছে, এই ফ্রায়েড ফুড (Fried Food) বেশি ...
14/05/2023

ভাজা খেতে সকলেরই ভালো লাগে। তাই ভাজা খাওয়ার বেশিরভাগ মানুষই পক্ষপাতী। তবে গবেষণা বলছে, এই ফ্রায়েড ফুড (Fried Food) বেশি খেলে দেখা দিতে পারে অনেক সমস্যা। এক্ষেত্রে ফ্রায়েড ফুড চপচপে তেলে ভাজা হয়। এই তেল হয় খুবই খারাপ। পাশাপাশি থাকে এমন কিছু মশলা যা সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে এই ধরনের খাবার খেলেই সমস্যা বাড়ার আশঙ্কা থাকে। তবে মানুষের সেই ব্যাপারে একদম হুশ নেই। সময় বাঁচাতে এবং নিজের মনের খেয়াল রাখতে চেয়ে প্রচুর মানুষ ফ্রায়েড ফুড খান। যদিও এভাবে তেলেভাজা খেতে খেতে পাইলস তো বাড়ছেই পাশাপাশি দেখা দিতে পারে অন্যান্য ঘাতক সমস্যাও। তাই সতর্ক থাকুন।

ব্রোকলি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, টমেটো এই সব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন। ফলে বিশাল পরিমাণে পুষ্টি...
14/05/2023

ব্রোকলি, গাজর, বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, টমেটো এই সব সবুজ সবজি পাইলসের রোগীরা খেতে পারেন। ফলে বিশাল পরিমাণে পুষ্টি,খনিজ এবং ভিটামিন থাকে যা অন্ত্র আন্দোলনে সাহায্য করে। আপেল, আঙুর, আলুবোখারা, কিশমিশ ইত্যাদি তন্তুজ ফল গুলি খোসাসহ খাওয়া খুব উপকারী।

ফিস্টুলা রোগের কারণবিভিন্ন কারণে ফিস্টুলা হতে পারে। তাই কারণগুলো জেনে নিয়ে সেসব বিষয়ে অবশ্যই সর্তক থাকতে হবে। মলদ্বারের ...
14/05/2023

ফিস্টুলা রোগের কারণ

বিভিন্ন কারণে ফিস্টুলা হতে পারে। তাই কারণগুলো জেনে নিয়ে সেসব বিষয়ে অবশ্যই সর্তক থাকতে হবে।

মলদ্বারের ক্যান্সার, বৃহদান্ত্রের প্রদাহজনিত রোগে, যক্ষ্মাসহ বিভিন্ন কারণে ও ফিস্টুলা হতে পারে।

12/05/2023

No More পাইলস এনার ফিসার ফিস্টুলা চির বিদায় দিতে গ্রহণ করুন আমেরিকা ফর্মুলা তৈরি ওষুধ , স্থায়ীভাবে সমাধান পাবেন ইনশাআল্লাহ 🤲🤲 সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে৷👉 WhatsApp Namber01318325968

➕মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে এই রোগ হয়। মলদ্বারের ভেতরে অনেকগুলো গ্রন্থি রয়েছে । গ্রন্থিগুলো সংক্রমণের কারণে ফোঁ...
10/05/2023

➕মলদ্বারের বিশেষ ধরনের সংক্রমণের ফলে এই রোগ হয়। মলদ্বারের ভেতরে অনেকগুলো গ্রন্থি রয়েছে । গ্রন্থিগুলো সংক্রমণের কারণে ফোঁড়া হয়, যাকে আমরা ফিস্টুলা বলি।অনেক সময় দেখা যায় এসব ফোঁড়া ফেটে গিয়ে মলদ্বারের চারপাশে ছড়িয়ে পরে। ফলে পায়ুপথের ছিদ্র দিয়ে বের হয়ে আসে এবং পুঁজ ও রক্ত। এ সময় প্রচুর ব্যথা অনুভত হয়। এই ব্যথার তীব্রতা অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে দাঁড়ায়।একে আমরা ফিস্টুলা বা ভগন্দর বলি।➕

এনাল ফিসার হল মলদ্বার ছিঁড়ে যাওয়া। এনাল ফিসার হলে মলদ্বারে ব্যাথা হয় ও মলত্যাগ করার সময় মলদ্বার দিয়ে রক্ত বের হয়। এনাল ফ...
10/05/2023

এনাল ফিসার হল মলদ্বার ছিঁড়ে যাওয়া। এনাল ফিসার হলে মলদ্বারে ব্যাথা হয় ও মলত্যাগ করার সময় মলদ্বার দিয়ে রক্ত বের হয়। এনাল ফিসারের অনেক রুগি আছে। অনেকেই এনাল ফিসার কে পাইলস ভেবে ভুল করেন।

এনাল ফিসারের রোগের উপসর্গ কি?
মলতাগের সময় ও মলতাগের পর মলদ্বারে তীব্র ব্যাথা (যা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা পর্যন্ত থাকতে পারে)
মলের সাথে তাজা লাল রক্ত যেতে পারে
কিছু ক্ষেত্রে ব্যাথা অল্প বা নাও থাকতে পারে
মলদ্বারে বাইরে ও ভিতরে গোঁটা বা ফুলা থাকতে পারে
মলত্যাগে ভীতি, ব্যাথার কারনে মলত্যাগে অনীহা

Address

Chittagong

Telephone

+8801318325968

Website

Alerts

Be the first to know and let us send you an email when Piles No More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Piles No More:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram