S.A Health Care Diagnostic Center

S.A Health Care Diagnostic Center S.A Health Care Diagnostic Center aims to provide the best possible cost effective Health Care to people with ultramodern techniques and equipment

বর্তমান বিশ্বে খেলাধুলা একটি বিশেষ স্থান দখল করে আছে। আর যাদের জন্য এই স্থান তারা হচ্ছেন খেলোয়াড়। ভাল খেলার পেছনে যে জ...
25/09/2025

বর্তমান বিশ্বে খেলাধুলা একটি বিশেষ স্থান দখল করে আছে। আর যাদের জন্য এই স্থান তারা হচ্ছেন খেলোয়াড়। ভাল খেলার পেছনে যে জিনিসটি বেশি দরকার সেটি হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ফিটনেস ছাড়া কেনো খেলোয়ারই ভাল কিছু করতে পারে না। এই শারীরিক ক্ষমতার মূল বিষয়ে যারা বিশেষ ভূমিকা রাখে তারা হচ্ছে ফিজিওথেরাপিস্ট।

1 খেলোয়াড়দের ইনজুরি বা আঘাত জনিত সমস্যায় একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা-
2 ইনজুরি থেকে রেহাই পাওয়ার উপায়-
খেলোয়াড়দের ইনজুরি বা আঘাত জনিত সমস্যায় একজন ফিজিওথেরাপিস্টের ভূমিকা-
সূক্ষ্মভাবে আঘাতপ্রাপ্ত অংশটি পর্যবেক্ষণসহ পর্যালোচনা করা
পরিপূর্ণভাবে অ্যাসেসমেন্টের মাধ্যমে সঠিক রোগ নির্ণয় করা
তারপর স্বল্পকালীন এবং দীর্ঘ চিকিৎসা প্ল্যান করে ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা
আঘাতপ্রাপ্ত অংশটির ব্যথা উপশম করা
খেলোয়াড়কে প্রশিক্ষণ দেয়া ও পরবর্তী খেলাধুলার জন্য তৈরি করা
খেলায় অংশগ্রহণের জন্য খেলোয়াড়গণ উপযুক্ত কি না তা নির্ধারণ করা
ইনজুরি থেকে রেহাই পাওয়ার উপায়-
খেলায় অংশগ্রহণের পূর্বে ওয়ার্মআপ করা
সঠিকভাবে শারীরিক ফিটনেসের দিকে খেয়াল রাখা
বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও জয়েন্টের মুভমেন্ট ঠিক রাখা
খেলার সময় বিভিন্ন ধরনের সহায়ক উপকরণ ব্যবহার করা
ছোটখাট ইনজুরি থাকলে বা এড়াতে টেপিং করা
পরিবেশগত দিক খেয়াল রাখা কারণ বিভিন্ন দেশের আবহাওয়া বিভিন্ন ধরনের প্রতিটি খেলোয়াড়কে সঠিক নৈপুণ্যর জন্য মানসিকভাবে তৈরি করা।
খেলোয়ারদের বিভিন্ন ফিজিওথেরাপির প্রক্রিয়া অবশ্যই সায়েন্টিফিক বা বিজ্ঞানসম্মত উপায়ে প্রয়োগ করতে হবে। তা না হলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। তাই একজন ফিজিওথেরাপিস্টের উচিত শরীরের মাংস, জয়েন্ট ও হাড় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা। এবং একজন ডিগ্রীধারী ফিজিওথেরাপিস্ট এসব

ভাল জ্ঞান রাখে। যদি একজন ফার্স্ট বলারের কথা চিন্তা করা যায় তাহলে দেখা যায় মাঝে মাঝেই এরা ইনজুরির কারণে দলের বাইরে অবস্থান করে। এর কারণ হয়তো তার জয়েন্ট ম্যাকানিজম সম্পর্কে ধরণা কম অথবা তার বলিং স্পিডের চেয়ে মাংস বা জয়েন্টের ষ্ট্রেংথ কম। আর একজন ফিজিওথেরাপিস্টের সহযোগিতায় যদি উক্ত খেলেয়ার সঠিক প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে এ সমস্ত সমস্যার সম্মুখীন হতে হয় না। খেলোয়াড় যখন ইনজুরিতে পড়ে তখন তাকে আস্তে আস্তে ট্রেনিং দিয়ে পুরোপুরি রিহ্যাবিলিটেশন করা হয়। তাই খেলার মান খেলোয়াড়দের মান এবং খেলার নৈপুণ্যের মান বজায় রাখতে একজন ফিজিওথেরাপিস্টের সহযোগিতা অবশ্যই দরকার।

আজই চলে আসুন- এস এ হেলথ কেয়ার পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার-এ।
সিরিয়াল এর জন্য
০১৮১৮৪৬৮৮৯৯ ০১৮৮৬১৪১৪৪৭
দেশের যেকোনো প্রান্তে যেকোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা-পুরুষ কর্মী।

দাঁত সম্পর্কিত বিষয়গুলো জেনে রাখুন১। আপনার বাচ্চার দুধ দাঁত উঠবে ৬ মাস বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত।২। আপনার বাচ্চার ম...
25/09/2025

দাঁত সম্পর্কিত বিষয়গুলো জেনে রাখুন
১। আপনার বাচ্চার দুধ দাঁত উঠবে ৬ মাস বয়স থেকে আড়াই বছর বয়স পর্যন্ত।
২। আপনার বাচ্চার মূল দাঁত উঠবে ছয় বছর বয়সের পর থেকে ১৩ বছর বয়স পর্যন্ত।
৩। আপনার সন্তানের আক্কেল দাঁত উঠবে সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সের মধ্যে।
৪। বাচ্চা দুধ দাঁতগুলো সাধারণত ৬ বছর বয়সের আগে থেকে ক্রমানুসারে পড়তে থাকবে।
৫। বাচ্চাকে অন্তত ২ বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন যা দাঁত ও চোয়ালের গড়নে সহায়তা করে।
৬। ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে ফিডার দিয়ে দুধ খাওয়াবেন না। ফিডারে দুধ খাওয়ালে দাঁতে ক্ষয়রোগ করে।
৭। বাচ্চাকে দুধ খাওয়ানোর পর তুলাতে সামান্য পানি ভিজিয়ে দাঁতের পৃৃষ্ঠ ঘষে দেবেন যা ক্ষয়রোগ থেকে
দাঁতকে রক্ষা করবে।
৮। বড়দের দাঁতের ক্ষেত্রে যদি দাঁতের মধ্যে কালোদাগ বা ক্ষয় রোগ বা ডেন্টাল ক্যারিজ দেখা যায়, তাহলে ব্যথা হওয়ার আগেই ডাক্তারের কাছে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা বা ফিলিং করিয়ে নিবেন। মনে রাখবেন যত দেরি করবেন, তত বিপদ অর্থাৎ, দাঁতে ব্যথা শুরু হবে এবং সে ক্ষেত্রে আর ফিলিং-এর মাধ্যমে দাঁতের চিকিৎসা করা সম্ভব হবে না।
৯। ব্যথাযুক্ত দাঁতের ফিলিং করা যায় না। সেক্ষেত্রে রুট ক্যানেল করে দাঁতকে ব্যথামুক্ত করতে হয়। মনে রাখবেন, রুট ক্যানেল চিকিৎসা বয়বহুল তাই ব্যথা শুরুর আগেই দাঁত ফিলিং করিয়ে নিন।
১০। দাঁতের মুকুট বা ক্রাউন যদি বেশি ভেঙ্গে যায় অথবা চারদিকের যে কোন একদিকে দাঁতের দেয়াল ভাঙ্গা থাকে সেৰেত্রে ফিলিং দীর্ঘস্থায়ী হয় না। ব্যথাযুক্ত দাঁত হলে রুট ক্যানেল করে তার উপর কৃত্রিম মুকুুট বা ক্রাউন পরিয়ে দেয়া হয় যা দাঁতকে দীর্ঘস্থায়ী রূপ দেয়।
১১। দাঁতের ক্রাউন কয়েক ধরনের হয়। যেমন_
(ক) পোরসেলিন ক্রাউন (সিরামিক মুকুট)
(খ) মেটালিক ক্রাউন (স্টিলের মুকুট)
(গ) সিরামেজ ক্রাউন
(ঘ) অ্যাক্রেলিক জ্যাকেট ক্রাউন (শুধুমাত্র সামনের দাঁতের প্লাস্টিক মুকুট)
(ঙ) মেটাল ফিউজড টু পোরসেলিন ক্রাউন,
(চ) ক্যাড-ক্যাম মিল্‌ড জিরকোনিয়া ক্রাউন,
(ছ) ই ম্যাক্স ক্রাউন, ইত্যাদি।
১২। উপরের ক্রাউন বা মুকুট বা ক্যাপগুলোর মধ্যে আমাদের দেশের অবস্থা অনুযায়ী মেটাল ফিউজড টু পোরসেলিন ক্রাউন সবচেয়ে সুন্দর, দীর্ঘস্থায়ী ও উন্নত।
১৩। তাই দাঁতের মুকুট বা ক্রাউন বা ক্যাপ ধরতে হলে একটু বেশি দাম দিলে উন্নত ক্যাপ লাগানোই উচিত হবে।
১৪। প্রতি ৬ মাস অন্তর উন্নত দেশে দাঁত ওয়াশ বা স্কেলিং করে থাকে। রোগীরা আমাদের দেশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজনে প্রতি বছর অন্তত একবার স্কেলিং করানো ভালো।
১৫। আজকাল দাঁতে অনেক উন্নত ধরনের ফিলিং করা যায় দাঁতের কালারের সাথে মিশে যায়।
১৬। আপনার শিশুর দাঁতের যত্ন নিন ও নিয়মিত পরিচর্যা করুন। প্রথম ৬ বছর অন্তত ৩ বার ডাক্তারের পরামর্শ নিবেন, নতুবা দুধ দাঁতগুলো ঠিক সময়ে না পড়ে অনেক দেরিতে পড়তে পারে এবং সে ৰেত্রে মূল দাঁত ঠিক সময় ঠিক জায়গায় না উঠে আঁকা-বাঁকাভাবে অন্যত্র উঠবে পারে। ফলে চোয়াল ও দাঁতে অসামঞ্জস্য দেখা দিতে পারে। আবার সময়ের আগেই দুধ দাঁত পড়ে গেলে ও পরে উঠার মূল দাঁত আকা-বাঁকা হতে পারে।
১৭। বাচ্চার আকা-বাঁকা দাঁতগুলো সাধারণ ৮ থেকে ১৩ বছরে মধ্যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করিয়ে নিতে হবে।
১৮। আকা-বাঁকা দাঁতের এ ধরনের চিকিৎসা অর্থোডেন্টিক ট্রিটমেন্ট বলে।
১৯। তুলনামূলক কম খরচে রিমুভেল অ্যাপস্নায়েন্স দিয়ে যথাসময়ে চিকিৎসা সম্ভব।
২০। তবে ফিক্সড অর্থোডেন্টিক ট্রিটমেন্টটি বা ব্রেইস পদ্ধতির চিকিৎসা অত্যাধুনিক কিন্তু ব্যয়বহুল ও অধিক কার্যকরী।
২১। মনে রাখবেন দাঁতে ক্যারিজ বা ক্ষয় থাকলে যদি ফিলিংয়ে সমাধান না হয়, সেৰেত্রে দাঁতের ক্যাপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে রুট ক্যানেল চিকিৎসা ছাড়াও ক্যাপ বা ক্রাউন করা যায়।
২২। মনে রাখবেন রুট ক্যানেল ছাড়া দাঁতে ক্যাপ করলে ভবিষ্যতে যদি ব্যথা হয় সেক্ষেত্রে ঐ ক্যাপ না খুলে ডেন্টাল ড্রিল মেশিনের সাহায্যে ক্যাপ ফুটো করে কেটে আক্রান্ত দাঁতের রুট ক্যানেল করে নিতে হবে।
২৩। মনে রাখবেন, দাঁত স্কেলিং করলে দাঁতের মাড়ি সুস্থ ও সবল থাকে।
২৪। অনেকের ধারণা স্কেলিং করলে দাঁতের গোড়া আলগা হয়ে যায়। আসলে ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং দাঁতের গোড়ার পাথর তা দাঁতকে মাড়ি থেকে আলগা করতে থাকে এবং দীর্ঘদিন একরকম পাথর জমতে থাকলে মাড়ির প্রদাহ জনিত রোগ হয়।
২৫। আপনার ভাঙ্গা দাঁত বা দাঁতের গোড়া ব্যথা না করলে ও ফেলে দিন নতুবা দীর্ঘদিন এ অবস্থা থাকলে মারাত্মক রোগ যেমন_ চোয়ালে সিস্ট, টিউমার এমনকি ক্যান্সার রোগ সৃষ্টি করতে থাকে।
২৬। দাঁত তোলার আগে রোগীর রক্তচাপ (ব্লাড প্রেসার) হৃদরোগ (হার্ট ডিজিজ), জন্মগত হৃদরোগ, প্রোস্থেটিক বডি পার্টস, ডায়াবেটিস, এন্ডোকার্ডাইটিস ইত্যাদি সম্পর্কে অবহিত হতে হবে।
কিছু রোগ থাকলে দাঁত তোলার ১ ঘন্টা আগে রোগীকে প্রয়োজনীয় এন্টিবায়োটিক ড্রাগ খাওয়াতে হবে যাতে হৃদরোগের ঝুকি কম থাকে। মনে রাখবেন এন্টিবায়োটিক খেলে দাঁতের ক্ষত জলদি শুকায় না।
দাঁত তুলতে বেশিরভাগ ক্ষেত্রেই এন্টিবায়োটিক লাগে না। কিছু রোগের ক্ষেত্রে আগে প্রতিষেধক এন্টিবায়োটিক ছাড়া দাঁত তোলা নিষেধ।
২৭। দাঁত তোলার আগে ব্যথানাশক ঔষধ খেয়ে নিতে পারেন। তাহলে পরে আর ঝামেলা হবে না। ব্যাথা না করলে ব্যাথানাশক ঔষধ খাওয়ার প্রয়োজন নেই।
২৮। দাঁত তোলার পর অন্তত ২৪ ঘন্টা গরম ও শক্ত খাবার খাওয়া যাবে না। দাঁত তোলার পর ঘণ্টা খানেক পর প্রেশার প্যাক এর গজ ফেলে দেবেন। ২৪ ঘন্টা ঠাণ্ডা ও পাতলা খাবার খেতে হবে।
২৯। গজ ফেলে দেয়ার পর শুকনো তুলো ব্যাবহার করবেন না। তাহলে রক্ত পড়া শুরু হতে পারে। ২৪ ঘন্টা জোরে কুলি করা বা থুথু ফেলা নিষেধ। কারন এতে দেন্টাল সকেটে জমাটবাধা রক্ত সরে গিয়ে এখানে ফাঁকা জায়গা তৈরি করতে পারে এবং সেখানে খাবার জমে ড্রাইসকেট নামক যন্ত্রনাদায়ক ইনফেকশান তৈরি করতে পারে।
৩০। দাঁত ফেলার পর আইসক্রিম খাওয়া একটি বোকামী। কারন আইসক্রিম এর চিনি জমাটবাঁধা রক্তের সাথে মিশে ব্যাক্টেরিয়ার উৎকৃষ্ট খাবার হতে পারে। এতে ইনফেকশান হওয়ার সুযোগ বেশী থাকে।
৩২। বাচ্চাকে চকলেট জাতীয় খাবার খেতে বারণ করা উচিত। এগুলো দাঁতের ক্ষয়রোগ সৃষ্টি করে !

আমাদের আছেন অর্থোডোন্টিক বিশেষজ্ঞ সার্জন ও
আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন এর অভিজ্ঞ ডেন্টাল সার্জন
#চট্রগ্রাম_শহরে_আমরাই_একমাএ_কম_খরচে_এবং_কম_সময়ে অর্থোডোন্টিক_চিকিৎসা_সেবা_দিয়ে_আসতেছি

১. ডাঃ সাইফুল ইসলাম (ফিরোজ খাঁন)
বি ডি এস (সি ইউ), এমপিএইচ(নর্থ-সাউথ ইউনিভার্সিটি)
পি জি টি(অর্থোডন্ট্সি)
অ্যাডভান্স ট্রেইনড ইন ডেন্টাল ইমপ্লান্টলোজি,
বেসিক এন্ডোডন্টিকস, স্মাইল ডিজাইন, প্রস্থোডন্টিকস
এডিএ ইন্টারন্যাশনাল মেম্বার ডেন্টিস্ট(আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন)
২.ডাঃ আবদুল্লাহ কাশেম (আকিব)
অর্থোডনটিক্স, এম.এস(অর্থোডন্টিক্স)
এফ.সি.পি.এস.
৩. ডাঃ তহুরা জান্নাত
বি ডি এস (সি ইউ), এমপিএইচ
অ্যাডভান্স ট্রেইনড ইন ডেন্টাল ইমপ্লান্টলোজি এন্ড
স্মাইল ডিজাইন
পি জি টি (শিশু দন্ত রোগ), চট্টগ্রাম মেডিকেল কলেজ

আমাদের রয়েছেঃ
🧿বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন(বিডিএস)।
🧿আধুনিক এবং জীবাণু মুক্ত যন্ত্রপাতি।
🧿আন্তরিক সেবার নিশ্চয়তা।
🧿মনোরম এবং নিরাপদ পরিবেশ।
🧿কম খরচ, সব সময়, সকলের জন্য।
আজই যোগাযোগ করুন-
01911-273624
01886979757
শাইনিং স্মাইল ডেন্টাল এন্ড ইম্প্ল্যান্ট সেন্টার
মিয়া বিল্ডিং (২য় তলা), আমান বাজার, হাটহাজারী রোড, চট্টগ্রাম।
https://g.page/r/CZOmkbiYgC8DEAE

আজ ২৫.০৯.২০২৫ ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭:০০মিনিট হতে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত  প্রসূতী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ড...
25/09/2025

আজ ২৫.০৯.২০২৫ ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা ৭:০০মিনিট হতে রাত ৮.৩০ মিনিট পর্যন্ত প্রসূতী ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ নুজহাত-ই-নুর, এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), ডিজিও(গাইনী এন্ড অবস্), এফসিপিএস(গাইনী এন্ড অবস্) এস. এ. হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন।
সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন-

☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣7️⃣
☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣8️⃣
゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚viralシalシ

সুস্থ ও ব্যথা মুক্ত জীবনের জন্য সেলুলার থেরাপির পাশাপাশি একজন রোগীর পরিপূর্ণ সুস্থতা পেতে হলে প্রয়োজন অ্যাডভান্সড ফিজিক্...
24/09/2025

সুস্থ ও ব্যথা মুক্ত জীবনের জন্য সেলুলার থেরাপির পাশাপাশি একজন রোগীর পরিপূর্ণ সুস্থতা পেতে হলে প্রয়োজন অ্যাডভান্সড ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি ।
আপনি যদি, দীর্ঘমেয়াদি জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার,আর্থ্রাইটিস,লিগামেন্ট ইনজুর্‌ পিএলআইডি, কনুই ও হাতের কব্জি ব্যথা, সায়াটিকা ও মাংসপেশির দুর্বলতা, স্ট্রোক পরবর্তী পুনর্বাসন, পারকিনসন ডিজিজ, ফেসিয়াল প্যারালাইসিস/ বেলস পালসি এবং অন্যান্য সমস্যায় ভোগেন তাহলে নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন আমাদের উপর!!
তাই সঠিক চিকিৎসা পেতে আজই চলে আসুন- পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার-এ।
নিয়মিত রুগী দেখছেন-
ডা. আবদুর রহিম
এম বি বি এস এফ সি পি এস
ফিজিক্যাল মেডিসিন

আজ ২৪.০৯.২০২৫ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫টা    থেকে বিকাল  ৭.০০টা পর্যন্ত  বাত ব্যথা, হাড় জোড়া,  জনিত এবং ক্লাবফুট(জম্মগত...
24/09/2025

আজ ২৪.০৯.২০২৫ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫টা থেকে বিকাল ৭.০০টা পর্যন্ত বাত ব্যথা, হাড় জোড়া, জনিত এবং ক্লাবফুট(জম্মগত পাঁয়ের পাতা বাকা) রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এস. এম. কাউসার, এমবিবিএস, ডি অর্থো (নিটোর), জাতীয় পঙ্গু হাসপাতাল, (ঢাকা), কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারী, এবং আর. এস. অর্থো সার্জারী এস এ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এ রোগী দেখছেন।
👇👇👇👇👇👇👇👇
সিরিয়ালের জন্য যোগাযোগ করুন
☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣7️⃣
☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣8️⃣
☎️0️⃣1️⃣4️⃣0️⃣4️⃣0️⃣0️⃣5️⃣6️⃣2️⃣1️⃣
☎️0️⃣1️⃣4️⃣0️⃣4️⃣0️⃣0️⃣5️⃣6️⃣2️⃣2️⃣

দাঁতকে উজ্জ্বল সাদা রাখার ইচ্ছা সবার। অনেক সময় আমাদের দাঁতের রঙ বিভিন্ন কারনে বিবর্ণ হয়ে যায়।বাহ্যিক কারনে দাঁত বিবর্ণ হ...
24/09/2025

দাঁতকে উজ্জ্বল সাদা রাখার ইচ্ছা সবার। অনেক সময় আমাদের দাঁতের রঙ বিভিন্ন কারনে বিবর্ণ হয়ে যায়।
বাহ্যিক কারনে দাঁত বিবর্ণ হলে বিজ্ঞানসম্মতভাবে স্কেলিং ও পলিশিং এর মাধ্যমে তা দূর করা সম্ভব। বিশেষ ক্ষেত্রে প্রয়োজন হয় টুথ হোয়াইটেনিং এর।
এই পদ্ধতিতর কিছু ডেন্টাল ম্যাটেরিয়ালস ব্যাবহার করে টুথ হোয়াইটেনিং করা যায়।

আমাদের রয়েছেন-
ডাঃ সাইফুল ইসলাম (ফিরোজ খাঁন)
বি ডি এস (সি ইউ), এমপিএইচ(নর্থ-সাউথ ইউনিভার্সিটি)
পি জি টি(অর্থোডন্ট্সি)
অ্যাডভান্স ট্রেইনড ইন ডেন্টাল ইমপ্লান্টলোজি,
বেসিক এন্ডোডন্টিকস, স্মাইল ডিজাইন, প্রস্থোডন্টিকস
এডিএ ইন্টারন্যাশনাল মেম্বার ডেন্টিস্ট(আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন)

ডাঃ তহুরা জান্নাত
বি ডি এস (সি ইউ), এমপিএইচ
অ্যাডভান্স ট্রেইনড ইন ডেন্টাল ইমপ্লান্টলোজি এন্ড
স্মাইল ডিজাইন
পি জি টি (শিশু দন্ত রোগ), চট্টগ্রাম মেডিকেল কলেজ
এডিএ ইন্টারন্যাশনাল মেম্বার ডেন্টিস্ট(আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন)

ডাঃ আবদুল্লাহ কাশেম (আকিব)
অর্থোডনটিক্স, এম.এস(অর্থোডন্টিক্স)
এফ.সি.পি.এস(পার্ট ১)

আমাদের রয়েছেঃ
* জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন।
* মুখমন্ডলের অসামঞ্জস্যতার চিকিৎসা।
* অর্থোডন্টিস্ট এর সহায়তায় আঁকা-বাঁকা, উঁচু-নিচু দাঁতের চিকিৎসা।
* ইমপ্লান্ট পদ্ধতিতে হারানো দাঁতের পুনঃস্থাপন।
* আধুনিক পদ্ধতিতে সঠিক রুট ক্যানেল থেরাপী।
* আল্ট্রাসনিক স্কেলিং, টুথ হোয়াইটেনিং।
* দাঁতের সঠিক রং মিলিয়ে লাইট কিওর ফিলিং
* ফিক্সড ব্রীজ পদ্ধতিতে হারানো দাঁতের পূনঃস্থাপন।

তাই দেরী না করে আজই যোগাযোগ করুন-
শাইনিং স্মাইল ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সেন্টার এ
মিয়া বিল্ডিং ২য় তলা আমান বাজার
হাটহাজারি রোড়, চট্রগ্রাম

01911273624
01831516241
01886979757

https://g.page/r/CZOmkbiYgC8DEAE

শাইনিং স্মাইল ডেন্টাল এবং ইমপ্লান্ট সেন্টার দিচ্ছে আধুনিক ডেন্টাল সেবা।আমাদের রয়েছেন-১. ডাঃ সাইফুল ইসলাম (ফিরোজ খাঁন)বি ...
23/09/2025

শাইনিং স্মাইল ডেন্টাল এবং ইমপ্লান্ট সেন্টার দিচ্ছে আধুনিক ডেন্টাল সেবা।
আমাদের রয়েছেন-
১. ডাঃ সাইফুল ইসলাম (ফিরোজ খাঁন)
বি ডি এস (সি ইউ), এমপিএইচ(নর্থ-সাউথ ইউনিভার্সিটি)
পি জি টি(অর্থোডন্ট্সি)
অ্যাডভান্স ট্রেইনড ইন ডেন্টাল ইমপ্লান্টলোজি,
বেসিক এন্ডোডন্টিকস, স্মাইল ডিজাইন, প্রস্থোডন্টিকস
এডিএ ইন্টারন্যাশনাল মেম্বার ডেন্টিস্ট(আমেরিকান ডেন্টাল এসোসিয়েশন)

আমাদের রয়েছেঃ
* জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা অপারেশন।
* মুখমন্ডলের অসামঞ্জস্যতার চিকিৎসা।
* অর্থোডন্টিস্ট এর সহায়তায় আঁকা-বাঁকা, উঁচু-নিচু দাঁতের চিকিৎসা।
* ইমপ্লান্ট পদ্ধতিতে হারানো দাঁতের পুনঃস্থাপন।
* আধুনিক পদ্ধতিতে সঠিক রুট ক্যানেল থেরাপী।
* আল্ট্রাসনিক স্কেলিং, টুথ হোয়াইটেনিং।
* দাঁতের সঠিক রং মিলিয়ে লাইট কিওর ফিলিং
* ফিক্সড ব্রীজ পদ্ধতিতে হারানো দাঁতের পূনঃস্থাপন।
তাই দেরী না করে আজই যোগাযোগ করুন-
শাইনিং স্মাইল ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সেন্টার এ
মিয়া বিল্ডিং ২য় তলা আমান বাজার
হাটহাজারি রোড়, চট্রগ্রাম
01911273624
01831516241
01886979757

সুস্থ ও ব্যথা মুক্ত জীবনের জন্য সেলুলার থেরাপির পাশাপাশি একজন রোগীর পরিপূর্ণ সুস্থতা পেতে হলে প্রয়োজন অ্যাডভান্সড ফিজিক্...
23/09/2025

সুস্থ ও ব্যথা মুক্ত জীবনের জন্য সেলুলার থেরাপির পাশাপাশি একজন রোগীর পরিপূর্ণ সুস্থতা পেতে হলে প্রয়োজন অ্যাডভান্সড ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি ।
আপনি যদি, দীর্ঘমেয়াদি জয়েন্ট পেইন, ফ্রোজেন শোল্ডার,আর্থ্রাইটিস,লিগামেন্ট ইনজুর্‌ পিএলআইডি, কনুই ও হাতের কব্জি ব্যথা, সায়াটিকা ও মাংসপেশির দুর্বলতা, স্ট্রোক পরবর্তী পুনর্বাসন, পারকিনসন ডিজিজ, ফেসিয়াল প্যারালাইসিস/ বেলস পালসি এবং অন্যান্য সমস্যায় ভোগেন তাহলে নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন আমাদের উপর!!
তাই সঠিক চিকিৎসা পেতে আজই চলে আসুন- পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার-এ।

০১৮১৮৪৬৮৮৯৯ ০১৮৮৬১৪১৪৪৭

আজ ২৩.০৯.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার রাত ৮.৩০টা হতে রাত ৯,৩০টা পর্যন্ত  নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃমোঃশরীফুজ্জামান খান, এমবিবিএ...
23/09/2025

আজ ২৩.০৯.২৫ইং তারিখ রোজ মঙ্গলবার রাত ৮.৩০টা হতে রাত ৯,৩০টা পর্যন্ত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃমোঃশরীফুজ্জামান খান, এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য), সিসিডি(বারডেম), ডিএমইউ(আল্ট্রা), এম.এস. কোর্স (নাক-কান-গলা) এস. এ. হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন।
👇👇👇👇👇👇👇👇
সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন-
☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣7️⃣
☎️0️⃣1️⃣8️⃣8️⃣6️⃣1️⃣4️⃣1️⃣4️⃣4️⃣8️⃣
☎️0️⃣1️⃣4️⃣0️⃣4️⃣0️⃣0️⃣5️⃣6️⃣2️⃣1️⃣
☎️0️⃣1️⃣4️⃣0️⃣4️⃣0️⃣0️⃣5️⃣6️⃣2️⃣2️⃣

আজ ২৩.০৯.২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার  রাত ৯.৩০ মিনিট হতে বাত, ব্যথা, প্যারালাইসিসবিশেষজ্ঞ ডা. মুহম্মদ আব্দুর রহিম এমবিবিএ...
23/09/2025

আজ ২৩.০৯.২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার রাত ৯.৩০ মিনিট হতে বাত, ব্যথা, প্যারালাইসিস
বিশেষজ্ঞ ডা. মুহম্মদ আব্দুর রহিম
এমবিবিএস, এফসিপিএস, বিসিএস (স্বাস্থ্য),
সহযোগী অধ্যাপক (ফিজিক্যাল মেডিসিন)
এস. এ. হেলথ্ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন।

সিরিয়াল এর জন্য যোগাযোগ করুন- ☎️01886141447,
☎️01886141448.

এস এ হেলথ কেয়ার পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা হাটহাজারী স...
22/09/2025

এস এ হেলথ কেয়ার পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার দক্ষ, অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা হাটহাজারী সহ চট্টগ্রামের বিভিন্ন যায়গায় ফিজিওথেরাপি হোম সার্ভিস সরবরাহ করে আসছি।
কেন ফিজিওথেরাপি হোম সার্ভিসের সেবা গ্রহণ করবেন!
• আপনি কি ব্যাক-পেইন সম্মুখীন?
• আপনার প্যারলাইসিসএর কারনে শারীরিক ভারসাম্য হারিয়েছেন?
• আপনি কি হল ফ্লোজেন সোল্ডার সমস্যায় ভুগছেন?
• আপনি কি হাটা চলায় অক্ষম?
• আপনার ব্যথার কারনে ঘুম নিয়ে সমস্যা হচ্ছে?
আপনারা আমাদের অভিজ্ঞ এবং প্রত্যয়িত ফিজিওথেরাপিস্টদের সাথে পরামর্শ করা উচিত যারা আপনার প্রয়োজন অনুসারে হোম সার্ভিস সরবরাহ করতে পারে। আপনি আমাদের দৈনিক, সাপ্তাকি কিংবা মাসিক ভিত্তিতে সেবা গ্রহন করতে পারেন।
হোম ফিজিওথেরাপি কী?
ফিজিওথেরাপি অর্থ শারীরিক চিকিৎসা ফিজিওথেরাপিস্টরা প্রতিরোধের পাশাপাশি পুনর্বাসনের জন্যও কাজ করে। ফিজিওথেরাপি চিকিৎসা প্রাপ্তি কেবল ব্যথা হ্রাস করবে না বরং নমনীয়তাও বাড়িয়ে তুলবে।
এভাবেই আমরা আমাদের কাজ নিয়ে প্রক্রিয়া করি
• আমাদের বিশেষজ্ঞরা প্রথমে আপনার অসুস্থতা এবং চিকিৎসার ইতিহাস সম্পর্কে জানবেন।
• তারপরে তারা আপনার অবস্থা এবং করণীয় মূল্যায়ন ও পরীক্ষা করবে।
• তারা একটি চিকিৎসা পরিকল্পনার ফর্ম্যাট করবে যা তাদের সর্বোত্তম হবে
• আপনি প্রত্যাশিত চিকিৎসা এবং কার্যধাপগুলি পাবেন।
• হোম ফিজিওথেরাপি চিকিৎসার সুবিধা
• বর্তমানে ফিজিওথেরাপির প্রয়োজন ক্রমবর্ধমান।
• আমাদের লক্ষ্য আপনার সুবিধাজনক পরিবেশে একটি চাপ-মুক্ত থেরাপি সেশন সরবরাহ করা।
বাড়িতে, ফিজিওথেরাপি সমর্থন কার্যকর হিসাবে প্রমাণিত হয়েছে। বাচ্চাদের থেকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এটি সবার জন্য প্রযোজ্য।
আমাদের হোম ফিজিওথেরাপি থেকে আপনি যে সকল সুবিধা পাবেন
একান্ত গুরুত্বের সাথে
রোগীদের যত্ন চিকিৎসা এমনভাবে যাতে এটি দ্রুত পুনরুদ্ধারের জন্য প্রচার করে। ফিজিওথেরাপিস্ট নির্দিষ্ট জীবনযাত্রার পরিবর্তনের পরামর্শ দিতে পারেন। যখন সে আপনাকে দেখবে তখন সে আপনাকে 100% মনোযোগ দেবে।
সময় সাশ্রয়
ফিজিওথেরাপিস্ট আপনার বাড়িতে পৌঁছে এবং সেশন শুরু করে। আপনি যতক্ষণ এটি বুক করেছেন ততক্ষণ এটি স্থায়ী থাকবে। অভ্যর্থনাটির অপেক্ষায় আপনি যাত্রাপথে সময় সাশ্রয় করবেন। পরিবর্তে, আপনি সরাসরি অন্য কাজে ফিরে যেতে পারেন।
কমফোর্ট হোম
সবাই ক্লিনিক এবং হাসপাতাল পছন্দ করে না। হাসপাতালে যাতায়াতও ব্যস্ত ও সময়সাপেক্ষ। ইতিমধ্যে, আপনি বাড়িতে থাকার আরাম উপভোগ করতে পারেন। আপনি পুরো সময়টি কেবল নিরাময়ে ব্যয় করতে পারেন।
অধিক কার্যকরি
হোম থেরাপিগুলি আরও নিবিড় এবং এক থেকে এক সেশন। পরিচিত আশেপাশের দ্রুত নিরাময়ে সহায়তা করতে পারে। একান্ত গুরুত্বের সাথে চিকিৎসার পরিকল্পনাগুলি আরও কার্যকর করে তোলে।
উপভোগ করুন দেশ সেরা স্বাস্থ্য সেবা, আপনার নিজ বাসায়
পেতে আজই চলে আসুন- এস এ হেলথ কেয়ার পেইন,ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার-এ।
সিরিয়াল এর জন্য
০১৮১৮৪৬৮৮৯৯ ০১৮৮৬১৪১৪৪৭
দেশের যেকোনো প্রান্তে যেকোনো লোকেশনে আন্তরিক সেবা নিয়ে আপনার পাশে থাকছি আমরা, প্রশিক্ষিত ও সুদক্ষ মহিলা-পুরুষ কর্মী।

আঁকাবাঁকা, উচুনীচু অথবা ফাঁকা দাঁতের চিকিৎসায় বিভিন্ন ধরনের ব্রেসঃআঁকাবাঁকা, উচুনীচু অথবা ফাঁকা দাত সৌন্দর্য্য হানির পাশ...
22/09/2025

আঁকাবাঁকা, উচুনীচু অথবা ফাঁকা দাঁতের চিকিৎসায় বিভিন্ন ধরনের ব্রেসঃ
আঁকাবাঁকা, উচুনীচু অথবা ফাঁকা দাত সৌন্দর্য্য হানির পাশাপাশি ডেন্টাল ক্যারিজ, মাডির রোগ, চোয়ালের হাড়ের জয়েন্টে সমস্যা, চেহারায় অসামঞ্জস্যতা এবং পরবর্তীতে দীর্ঘমেয়াদী মাথার কারন হতে পারে। আকাবাঁকা, উচুনীচু অথবা ফাঁকা দাঁত খুব সহজেই Orthodontic Treatment এর মাধ্যমে পুরোপুরিভাবে ঠিক করা যায়। এ চিকিৎসার আনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে বেশী কার্যকর পদ্ধতি হচ্ছে Brace System। এটি একটি টেকনিক সেনসিটিভ চিকিৎসা, এটির সফলতা ও স্থায়ীত্ব আধুনিক ডেন্টাল সরঞ্জামের ব্যবহার, চিকিৎসা-পদ্ধতি, ম্যটেরিয়ালসের কোয়ালিটি ও সর্বপরী ডাক্তারের দক্ষতা ও অভিজ্ঞতার উপরে নির্ভর করে। বর্তমানে মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়ায় অর্থডন্টিক চিকিৎসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে এ চিকিৎসার পদ্ধতিও উন্নত হয়েছে।

ডাক্তার পরিক্ষা নিরিক্ষা, মডেল এবং এক্স রে বিশ্লেষন করে অভিজ্ঞতার আলোকে সিদ্ধান্ত নিয়ে থাকেন কোন ধরনের পদ্ধতি প্রযোজ্য হবে। রোগীরা সবচেয়ে কমন যে প্রশ্নটি করে থাকে তা হল কোন ধরনের ব্রেস বা পদ্ধতি ভাল? আসনে এক কথায় এর উত্তর দেয়া ডিফিকাল্ট। সব ধরনের পদ্ধতিতেই কিছু সুবিধা আসুবিধা আছে । সবচেয়ে প্রচলিত কয়েকটি পদ্ধতি সম্পর্কে একটা ধারনা দেয়ার চেস্ট্রা করছি।

* প্রচলিত মেটাল ব্রেস: এই ধরনের ব্রেসের সঙ্গে মোটামুটি সকলেই পরিচিত। উচ্চমানের স্টেনলেস স্টিলের তার ও ব্র্যাকেট বা ক্লিপের সাহায্যে এই ব্রেস দাঁত সমান করতে সাহায্য করে। এই ব্রেসে ইচ্ছেমত ইলাস্ত্রিক, স্প্রিং ইত্যাদি ব্যবহার করা যায় বলে সব ধরনের এমনকি আনেক জটিল ধরনের চিকিৎসাও খুব সহজেই করা যায়, এটি কথা বলা বা হাসার সময়ে মুখ খুললেই খুব সহজে চোখে পড়ে।

* সেরামিক ব্রেস: মেটাল ব্রেসের পরিবর্তে অনেকেই সেরামিক ব্রেস ব্যবহার করেন। এতে তারটি স্টিলের হলেও ক্লিপটি হয় দাঁতের রঙের। ফলে সহজে বোঝা যায় না যে, দাঁতে ক্লিপ পরানো রয়েছে। কিন্তু ওরাল হাইজিন মেনে না চললে এই ব্রেস হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি মেটাল ব্রেসের তুলনায় কম আরামদায়ক।

* লিঙ্গুয়াল ব্রেস: মেটাল ব্রেসের রকমফের বলা যায় লিঙ্গুয়াল ব্রেসকে। দাঁতের সামনের দিকের পরিবর্তে এটি বসানো হয় দাঁতের লিঙ্গুয়াল সাইড বা পিছন দিকে তাই বাইরে থেকে চোখে পড়ে না। এটি দ্বারা সব ধরনের প্রব্লেমের চিকিৎসার করা যায় না, এটির খরচ বেশি। এটি পরিষ্কার করাও বেশ ঝক্কির কাজ।

* অ্যালাইনার: এই পদ্ধতিতে মূলত স্বচ্ছ প্লাস্টিকের অ্যালাইনার ব্যবহার করা হয়। এই অ্যালাইনারগুলি অন্যান্য ব্রেসের মতো স্থায়ী নয়। সহজেই খুলে ফেলা যায়। এগুলি ব্যবহার করা সবচেয়ে সহজ।এটি দ্বারা সব ধরনের প্রব্লেমের চিকিৎসা করা যায় না এবং দাঁতের জটিল সমস্যায় খুব একটা কাজে দেয় না। এটি সবচেয়ে বেশী ব্যয়সাপেক্ষ।

* সেলফ লাইগেটিং ব্রেস: প্রচলিত ব্রেসগুলি ইলাস্টিকের সাহায্যে তার ও ব্র্যাকেটগুলিকে দাঁতের উপরে বিন্যস্ত রাখা হয়। কিন্তু এই ব্রেসে কোনও রকম ইলাস্টিক ব্যবহার করা হয় না। স্লাইড মেকানিজ়মের সাহায্যে পুরো ব্রেসটি সুবিন্যস্ত থাকে। এটি তুলনামুলক আরামদায়ক তবে এটিও বেশ ব্যয়সাপেক্ষ।
সাধারনত প্রব্লেমের ধরন ভেদে এবং কোন ধরনের পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে তার উপর খরচ ও সময় নির্ভর করে।সাধারণত গড়ে দেড় থেকে দু’বছরের মত সময় লাগতে পারে। অনেক সময় চিকিৎসার পরে স্থায়ী ব্রেসের জায়গায় একটি অস্থায়ী ব্রেস দেওয়া হয়। ডাক্তারি পরিভাষায় এটিকে রিটেনার বলে। তবে বর্তমানে ফিক্সড রিটেইনার খুবই প্রচলিত। আনুসাংগিক অবস্থা বিবেচনা করে আজকাল আধুনিক পদ্ধতিতে যে কোনও বয়সেই দাঁতে ব্রেসিং করানো যায়। তবে শিশুদের ক্ষেত্রে কিছু বিশেষ অবস্থা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে দুধের দাঁত পড়ে যাওয়া অবধি অপেক্ষা করতে হয় . শাইনিং স্মাইল ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সেন্টার বিগত প্রায় ৬ বছরের অধিককাল থেকে সুনামের সাথে এই চিকিৎসা সেবাসমূহ দিয়ে আসছে। অর্থডন্টিকস,কসমেটিক ডেন্ট্রিস্ট্রী ও আধুনিক ডেন্ট্রিস্ট্রীর যে কোন সেবা নিতে

আসুন আমাদের ঠিকিনায়

আমাদের রয়েছেঃ
🧿বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন(বিডিএস)।
🧿আধুনিক এবং জীবাণু মুক্ত যন্ত্রপাতি।
🧿আন্তরিক সেবার নিশ্চয়তা।
🧿মনোরম এবং নিরাপদ পরিবেশ।
🧿কম খরচ, সব সময়, সকলের জন্য।
আজই যোগাযোগ করুন-
01911-273624
01886979757

শাইনিং স্মাইল ডেন্টাল এন্ড ইম্প্ল্যান্ট সেন্টার
মিয়া বিল্ডিং (২য় তলা), আমান বাজার, হাটহাজারী রোড, চট্টগ্রাম।

Address

Amanat Shah Plaza(Ground Floor), Aman Bazar, Hathazari
Chittagong
4217

Telephone

+8801886141447

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.A Health Care Diagnostic Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to S.A Health Care Diagnostic Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category