Dr. S.M Asifur Rahman

Dr. S.M Asifur Rahman “এবং আমি যখন অসুস্থ হয়ে পড়ি তখন তিনিই আমাকে সুস্থ করে তোলেন।”
(সূরা আশ শোয়ারা আয়াত-৮০)

জনস্বার্থে পোস্টঃজরুরী সতর্কতাঃআসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা  COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলো...
11/06/2025

জনস্বার্থে পোস্টঃ
জরুরী সতর্কতাঃ
আসুন আমরা আবার মাস্ক পরা শুরু করি। কারণ করোনা তথা COVID-Omicron XBB আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় ভিন্ন ও বিপজ্জনক। এটি সহজে শনাক্তও হয় না, তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি।

১. COVID-Omicron XBB এর নতুন উপসর্গগুলোঃ

ক) কাশি নেই।
খ) জ্বর নেই।
বেশিরভাগ উপসর্গ হলো—
গ) অস্থিসন্ধিতে ব্যথা।
ঘ) মাথাব্যথা।
ঙ) গলাব্যথা।
চ) পিঠে ব্যথা।
ছ) নিউমোনিয়া।
জ) ক্ষুধা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া।

২. এই ভ্যারিয়েন্টটি ডেল্টার চেয়ে ৫ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও বেশি।

৩. উপসর্গগুলো খুব অল্প সময়েই মারাত্মক আকার ধারণ করে এবং কখনও কখনও কোনো স্পষ্ট উপসর্গ না দেখিয়েই অবস্থা খারাপ হতে শুরু করে।

৪. তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন।

এই ভ্যারিয়েন্টটি নাসোফ্যারেঞ্জিয়াল (নাকের গভীর অংশ) অঞ্চলে পাওয়া যায় না, বরং সরাসরি ফুসফুসের “উইন্ডো” অংশে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয়।

৫. কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স-রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পলে (সোয়াব) পরীক্ষায় নেগেটিভ ফল আসছে, যা পরীক্ষায় ভুল রিপোর্ট (ফলস নেগেটিভ) এর সংখ্যা বাড়াচ্ছে। এ কারণে এই ভাইরাসকে ‘ধূর্ত’ বলা হচ্ছে।

এর মানে হলো— এটি সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি ফুসফুসে সংক্রমণ ঘটায়, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে। এই কারণে COVID-Omicron XBB এত বেশি ছোঁয়াচে ও প্রাণঘাতী হয়ে উঠেছে।

৬. যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, খোলা জায়গাতেও অন্তত ১.৫ মিটার দূরত্ব বজায় রাখুন, সঠিকভাবে মাস্ক পরুন, এবং নিয়মিত হাত ধুয়ে ফেলুন—even যদি কাশি বা হাঁচি না থাকে।

এই COVID-Omicron XBB "ওয়েভ" প্রথম COVID-19 মহামারির চেয়েও ভয়াবহ।

সতর্কতা, সচেতনতা ও বৈচিত্র্যময় সুরক্ষা ব্যবস্থাই আমাদের রক্ষা করতে পারে।

✅ দয়া করে এই বার্তাটি বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন।
✅ শুধুমাত্র নিজের কাছে রেখে দেবেন না।
✅ যত বেশি সম্ভব লোককে জানিয়ে দিন।

ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

লক্ষণ দেখা দেওয়া মাত্রই অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।।

23/05/2025

হাত ঝিনঝিন বা অবশ ভাব কোন রোগের লক্ষণ?

কার্পাল টানেল সিনড্রোম রোগ হলে হাত ঝিনঝিন করা, অবশ ভাব হওয়া সহো আরও কিছু লক্ষণ দেখা দেয়।যেমন :

🔹হাত দিয়ে কোন কিছু ধরতে কষ্ট হওয়া

🔹হাত মুষ্টিবদ্ধ করতে না পারা

🔹হাত দিয়ে খাবার খেতে না পারা

🔹জ্বলা ভাব

🔹 ঝিন ঝিন অনুভূতি ও জ্বলা ভাবের জন্য রাতে ঘুম ভেঙে যায়।

🔹এসব লক্ষণ আঙুল দিয়ে শুরু হয়ে উপরের দিকে বাহুতে চলে যেতে পারে।

এ সমস্যা দেখা দিলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।কারন এ রোগের চিকিৎসা না করালে আঙ্গুলের মাংসপেশি শুকিয়ে যেতে পারে।

ঘরোয়া ভাবে যা করবেনঃ

🔹যারা ডেস্ক জব করেন তারা টানা কাজ না করে ৩০ মিনিট অন্তর অন্তর একটা ছোট্ট ব্রেক নিবেন।

🔹কাজ করার সময় হাত আরামদায়ক পজিশনে রেখে কাজ করুন।

🔹চিকিৎসকের দেয়া ব্যায়াম গুলো অবশ্যই করবেন।

🔹কিছুদিন সব কাজ থেক ছুটি নিয়ে হাত কে বিশ্রাম দিন। খুব বেশিপ্রোয়োজন না হলে মোবাইলটি ও হাতে নিবেন না।

ডাঃ এস এম আসিফুর রহমান
এমবিবিএস(ঢাকা)
এমআরসিএস(ইংল্যান্ড)
সিসিডি,ডিএমইউ

15/01/2025
15/01/2025

এমপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিস্তারিত কমেন্টে....

15/01/2025
11/12/2024

More than a third of women experience lasting health problems caused by childbirth - some persist in the months or even years after giving birth, research shows

11/12/2024

This is how you can prevent high blood pressure:
❗️Reduce 🧂 to less than 5g/day
❗️Avoid saturated fats & trans fats 🍔
❗️Avoid 🚬
❗️Reduce 🍷
❕Eat 🍎 and 🥦 regularly
❕Be active

06/12/2024
Major risk factors that lead to noncommunicable diseases - such as heart disease, cancer, diabetes & respiratory disease...
20/10/2024

Major risk factors that lead to noncommunicable diseases - such as heart disease, cancer, diabetes & respiratory disease:

🚬 to***co
🍟 unhealthy diet
🍻 harmful use of alcohol
🛋️ physical inactivity
🏭 air pollution

Address

Chittagong

Telephone

+8801879152206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. S.M Asifur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. S.M Asifur Rahman:

Share

Category