Orthodontist Dr. Kamrul Hasan, FCPS

Orthodontist Dr. Kamrul Hasan, FCPS Best Orthodontist in Chittagong
BDS-Gold Medalist-CMC, FCPS (Orthodontics), FWFO (USA), FICD (USA).

A highly technical individual and Passionate Dentist with 12 years of extensive experience in oral diagnosis,
restorative dental treatment, prosthodontics, orthodontics cosmetic procedures, and more who has specialized
and proven medical expertise in general dentistry and orthodontics; excellent skills in communication,
organization, motivational and analytical skills; has the ability to provide all the types of restorative, cosmetic,
endodontic, prosthodontic and orthodontic treatment to patients who have conditions with their teeth, gums and
jaws. Provided consultative services for multidisciplinary patients referred from Oral Surgeon, Periodontist,
Endodontist, and Periodontist within the clinic. Successfully treated complex cased involving severe
malocclusions including, dento-facial growth discrepancies and early functional appliance treatment of
developing skeletal malocclusions. Detailed knowledge of the best treatment plans using different dental
appliances such as braces, space maintainers, aligners, palatal expanders, and jaw repositioning appliances. Adept in explaining and giving instructions to be followed post dental treatment as well as conducting informative
lectures in public/private schools to encourage dental hygiene amongst students. Having 97% positive feedback
from the patients attending last 5 years as well as exposure to more than 750 of various types of orthodontic
cases and more than 40,000 various types of dental cases.

27/09/2025

শুধু দাঁতের ক্ষয় বা মাড়ির ব্যথাই নয় , দাঁতের ইনফেকশন থেকে সরাসরি হৃদরোগ পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকে। কিভাবে জানুন👇

17/09/2025

ডায়াবেটিসের কারণে মুখ ও দাঁতে নানা রোগ হতে পারে। এটি শুধু হার্ট, কিডনি-চোখ নয়, দাঁত ও মাড়িতেও গুরুতর প্রভাব ফেলে। করণীয় জানুন👇

16/09/2025

সুস্থ জিব হয় হালকা গোলাপি। দুই পাশে সমান থাকে। অনেক সময় হালকা সাদা আবরণ থাকতে পারে। জিবের রং শরীরের যেসব লক্ষণ প্রকাশ করে 👇

স্কেলিং হলো দাঁত ও মাড়ির গভীরে জমে থাকা ময়লা, পাথর ও ব্যাকটেরিয়া পরিষ্কার করার একটি চিকিৎসা পদ্ধতি। এটি কোনো শল্যচিকিৎসা...
31/08/2025

স্কেলিং হলো দাঁত ও মাড়ির গভীরে জমে থাকা ময়লা, পাথর ও ব্যাকটেরিয়া পরিষ্কার করার একটি চিকিৎসা পদ্ধতি। এটি কোনো শল্যচিকিৎসা নয়, বরং বিশেষ যন্ত্রের সাহায্যে দাঁত পরিষ্কার করা হয়। সাধারণত মাড়ির হালকা বা মাঝারি তীব্রতার রোগের ক্ষেত্রে দন্তচিকিৎসকেরা স্কেলিং করার পরামর্শ দেন।

🦷✨ স্কেলিং করার সময়

দাঁতে জমে থাকা ময়লা বা পাথরের পরিমাণ বেশি হলে স্কেলিং করাতে সময় বেশি লাগতে পারে। তাই এ চিকিৎসায় গেলে কিছুটা অতিরিক্ত সময় হাতে নেওয়া উচিত।

স্কেলিং করলে যেসব উপকার পাওয়া যায় ✅

✨ দাঁতের ময়লা ও পাথর সম্পূর্ণ পরিষ্কার হয়
🪥 মাড়ির ব্যথা ও রক্ত পড়া কমে যায়
🛡️ মাড়ি ক্ষয় হওয়ার ঝুঁকি হ্রাস পায়
🌬️ মুখের দুর্গন্ধ অনেকটা দূর হয়
🦠 ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়ানোর ভয় কমে যায়
😃 দাঁত হয় আরও পরিষ্কার ও আকর্ষণীয়

স্কেলিংয়ের পর সাময়িক যেসব পরিবর্তন হতে পারে ⚠️

🩸 মাড়ি থেকে সামান্য রক্ত পড়তে পারে
🤕 কয়েকদিন হালকা ব্যথা বা অস্বস্তি থাকতে পারে
👀 মাড়ি ফোলা কমে যাওয়ায় দাঁতের গোড়া বেশি দেখা যেতে পারে
🥶 ঠান্ডা বা গরম খাবারে দাঁতে অতিসংবেদনশীলতা হতে পারে (সাধারণত ১–২ মাসের মধ্যে সেরে যায়)

স্কেলিং না করালে যা হতে পারে ❌

⚠️ মাড়ির রোগ ও সংক্রমণ বেড়ে যেতে পারে
🤢 মুখে দুর্গন্ধ ও ব্যথা বাড়বে
🦠 মারাত্মক সংক্রমণের ঝুঁকি তৈরি হবে
🦷 দীর্ঘমেয়াদে দাঁত পর্যন্ত পড়ে যেতে পারে

স্কেলিং দাঁত ও মাড়ির সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা। তবে এটি করানোর পর নিয়মিত যত্ন নেওয়া জরুরি, যাতে দ্রুত আবার স্কেলিংয়ের প্রয়োজন না হয়। কতদিন পর আবার স্কেলিং করা প্রয়োজন, সে বিষয়ে অবশ্যই দন্তচিকিৎসকের পরামর্শ নিন।

25/08/2025

ইনবক্সে পাওয়া প্রশ্নঃ নিয়মিত দাঁতের যত্ন নিয়ে থাকি, ব্রাশ করি তবুও দাঁতে কালো দাগ পড়ার সমস্যায় ভুগি। কেন এমন হয়? উত্তর কমেন্টে 👇

18/08/2025

শরীরের যে কোনো অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা হলে আমরা পেইন কিলার বা ব্যথানাশক ওষুধ সেবনে অভ্যস্ত। কিন্তু মজার ব্যাপার হলো দাঁতের ব্যথায় বেশির ভাগ ক্ষেত্রে পেইন কিলার কাজ করে না। কারণ 👇

শিশুর জন্মের পর সাধারণত ছয় মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করে, যাকে দুধদাঁত বলা হয়। এই দুধদাঁত ধীরে ধীরে পড়ে যায় এবং ছয় থেকে...
17/08/2025

শিশুর জন্মের পর সাধারণত ছয় মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করে, যাকে দুধদাঁত বলা হয়। এই দুধদাঁত ধীরে ধীরে পড়ে যায় এবং ছয় থেকে সাত বছর বয়সে স্থায়ী দাঁত উঠতে শুরু করে। কারও ক্ষেত্রে এই প্রক্রিয়া একটু আগে বা পরে হতে পারে। সাধারণত ১২ বছর বয়স পর্যন্ত দুধদাঁত পড়তে থাকে, যা শিশুদের স্বাভাবিক বিকাশের একটি অংশ।

দাঁত পড়া একটি শিশুর জন্য নতুন অভিজ্ঞতা। দাঁত নড়তে শুরু করলে অনেক শিশু খুশি হয় এই ভেবে যে তারা বড় হয়ে যাচ্ছে। আবার কেউ কেউ ভয় পেয়ে ভাবে, কোনো গুরুতর সমস্যা হচ্ছে। এ সময় অভিভাবকদের উচিত শিশুকে আশ্বস্ত করা যে এটি একেবারেই স্বাভাবিক প্রক্রিয়া—দুধদাঁত পড়ার পর স্থায়ী দাঁত গজাবে। প্রয়োজনে নিজের দাঁত দেখিয়েও শিশুকে বুঝিয়ে দেওয়া যায়।

দাঁত নড়তে শুরু করলে শিশুকে ধীরে ধীরে পরিষ্কার আঙুল বা জিহ্বা দিয়ে দাঁত নাড়াতে উৎসাহ দিতে হবে। তবে অতিরিক্ত চাপ দেওয়া যাবে না, কারণ এতে ব্যথা, রক্তপাত বা মাড়ির ক্ষতি হতে পারে। শিশুকে আগেই জানিয়ে রাখা ভালো যে দাঁত পড়ার সময় সামান্য ব্যথা বা রক্তপাত হতে পারে, তবে তা দ্রুতই বন্ধ হয়ে যাবে।

দাঁত পড়ে যাওয়ার পর শিশুকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে কুলি করাতে হবে। কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলি করালে ব্যথা কমবে এবং ফোলাও কিছুটা হ্রাস পাবে। প্রয়োজনে পরিষ্কার কাপড় দিয়ে দাঁতের গোড়ায় কিছুক্ষণ চাপ দিয়ে ব্যথা ও রক্তপাত নিয়ন্ত্রণ করা যেতে পারে। যদি ব্যথা বেশি হয়, তবে শিশুর বয়স ও ওজন অনুযায়ী সাধারণ ব্যথানাশক ওষুধ দেওয়া যেতে পারে।

তবে দাঁত পড়ার এক ঘণ্টা পরও যদি ব্যথা বা রক্তপাত না কমে, অবশ্যই একজন দন্তচিকিৎসকের কাছে নিতে হবে। একইভাবে, দাঁত নড়া শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরও যদি না পড়ে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বিশেষ সতর্কতা প্রয়োজন যেসব শিশুদের রক্ত জমাট বাঁধায় সমস্যা আছে বা হিমোফিলিয়া, ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরার মতো রক্তপাতজনিত রোগ আছে, কিংবা এসব রোগের ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে দাঁত তোলা উচিত।

আঁকা-বাঁকা, ফাঁকা ও উঁচু-নিচু দাঁতের ব্রেস সিস্টেম এর উপর এফসিপিএস ডিগ্রিধারী বিশেষজ্ঞ। দাঁতের আধুনিক সকল চিকিৎসা ও প্রয়...
10/08/2025

আঁকা-বাঁকা, ফাঁকা ও উঁচু-নিচু দাঁতের ব্রেস সিস্টেম এর উপর এফসিপিএস ডিগ্রিধারী বিশেষজ্ঞ। দাঁতের আধুনিক সকল চিকিৎসা ও প্রয়োজনীয় তথ্য পেতে পেইজে যুক্ত হোন। প্রয়োজনে ইনবক্সে যোগাযোগ করুন।

সিরিয়াল নিতে যোগাযোগ করুনঃ 01867-402369 নাম্বারে (সকাল ৮টা থেকে রাত ৮টা)

অনেকেই ইনবক্সে দাঁতের ছবি পাঠিয়ে জানতে চান, ‘এই ফাঁক বা সমস্যা ঠিক করতে কত খরচ হবে?’ কিন্তু বাস্তবে শুধুমাত্র ছবি দেখে স...
10/08/2025

অনেকেই ইনবক্সে দাঁতের ছবি পাঠিয়ে জানতে চান, ‘এই ফাঁক বা সমস্যা ঠিক করতে কত খরচ হবে?’ কিন্তু বাস্তবে শুধুমাত্র ছবি দেখে সঠিক চিকিৎসা বা খরচের ধারণা দেওয়া খুবই কঠিন। কারণ দাঁতের যে অংশ আমরা দেখি, তার বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ লুকিয়ে থাকে। সবগুলো বিষয় পরীক্ষা করে আমরা তারপর একটি সম্পূর্ণ চিকিৎসা পরামর্শ দিতে পারি। আজকের পোস্টে দাঁতের এনাটমি নিয়ে কিছু তথ্য শেয়ার করবো, যাতে বুঝতে পারেন কেন দাঁতের সঠিক চিকিৎসা অনলাইনে দেওয়া সম্ভব নয়।

আপনার দাঁত মূলত চার ধরনের টিস্যু দিয়ে গঠিত:
১. এনামেল
২. ডেন্টিন
৩. সিমেন্টাম
৪. পাল্প (দাঁতের কেন্দ্রস্থল, যেখানে স্নায়ু, রক্তনালী ও সংযোগকারী টিস্যু থাকে)

এনামেল: দাঁতের বাইরের শক্ত অংশ, যা ডেন্টিনকে ঢেকে রাখে। এতে জীবন্ত কোষ না থাকার কারণে নিজে থেকে মেরামত হয় না। তাই এনামেলের ক্ষতি শুধুমাত্র দন্তচিকিৎসকই ঠিক করতে পারেন।

অ্যানাটমিকাল ক্রাউন: দাঁতের দৃশ্যমান অংশ, যা সাধারণত এনামেল দিয়ে আবৃত থাকে।

মাড়ি (জিঞ্জিভা): নরম টিস্যু যা দাঁতের শিকড়কে ঢেকে সুরক্ষা দেয় এবং যেসব দাঁত এখনো ফুটেনি সেগুলোকেও রক্ষা করে।

পাল্প চেম্বার: দাঁতের কেন্দ্রস্থল যেখানে স্নায়ু ও রক্তনালী রয়েছে, এটি নরম টিস্যু দ্বারা ভরা।

ঘাড়: দাঁতের মুকুট ও মূলের সংযোগস্থল।

ডেন্টিন: এনামেল ও সিমেন্টামের নিচে থাকা অংশ, যেখানে ক্ষুদ্র টিউবিউল থাকে। এনামেল হারালে এসব টিউবিউল তাপ, ঠান্ডা বা অ্যাসিডিক খাবারের সংবেদনশীলতা সৃষ্টি করে।

জাওবোন (অ্যালভিওলার হাড়): চোয়ালের অংশ যা দাঁতের শিকড়কে ঘিরে সুরক্ষা দেয়।

রুট ক্যানেল: দাঁতের শিকড়ের ভিতরে পাল্প গহ্বরের অংশ।

সিমেন্টাম: দাঁতের শিকড় ঢেকে রাখে ও পেরিওডন্টাল লিগামেন্টের সাথে সংযুক্তি দেয়।

পেরিওডন্টাল লিগামেন্ট: কোলাজেনের সংযোগকারী টিস্যু যা দাঁতকে চোয়ালের সকেটের সাথে সংযুক্ত করে।

সুতরাং, দাঁতের স্বাস্থ্য ও চিকিৎসা বুঝতে হলে এই সব অংশের জ্ঞান থাকা জরুরি। ছবি দেখে অনুমান না করে, পথে ঘাটে কোয়াক বা ভুয়া দাঁতের ডাক্তার থেকে দূরে থেকে বিডিএস ডিগ্রিধারী দন্তচিকিৎসকের চেম্বারে এসে পরামর্শ নেওয়াই সর্বোত্তম।

#দাঁতের_সুরক্ষা #ডেন্টাল_কেয়ার #সুস্থ_দাঁত #দাঁতের_স্বাস্থ্য

04/08/2025

অর্থোডন্টিক চিকিৎসা আধুনিক ডেন্টাল কেয়ারের এক অসাধারণ অগ্রগতি। উঁচু-নিচু, বাঁকা কিংবা ফাঁকা দাঁতের সমস্যা দূর করে আপনি কীভাবে পেতে পারেন সোজা ও আকর্ষণীয় দাঁত—তা জানতে এই ভিডিওটি দেখুন!

📌 এই ভিডিওতে আপনি জানতে পারবেন:
✅ কীভাবে অর্থোডন্টিক চিকিৎসা কাজ করে
✅ ব্রেস কীভাবে দাঁতের গঠন পরিবর্তন করে
✅ দাঁতের পাশাপাশি মুখের সৌন্দর্যও কীভাবে ফিরে আসে
✅ চিকিৎসার সময়কাল এবং ফলাফল

এই অ্যানিমেশন ভিডিওটি দাঁতের চিকিৎসা সম্পর্কে সহজ ও ভিজ্যুয়াল ধারণা দিতে তৈরি করা হয়েছে। আপনি যদি ব্রেস পরার কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই।

📺 ভিডিওটি উপভোগ করুন এবং জানুন আপনার হাসি কীভাবে আরও সুন্দর হতে পারে!

👍 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও কমেন্টে আপনার মতামত জানান।

#দাঁতেরচিকিৎসা #সুন্দরহাসি

30/07/2025

মুখের দুর্গন্ধ সাধারণত গন্ধযুক্ত খাবার, দাঁত-মাড়ির সমস্যা, উপবাস বা ক্রাশ ডায়েট, মুখ শুকিয়ে যাওয়া, টনসিলের সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্স এবং ধূমপানের কারণে হয়ে থাকে। নিজেরা কিভাবে মুখের দুর্গন্ধ দূর করবেন জানতে👇

Address

QREX, Near AC Mosque, Halishahar R/A
Chittagong
4000

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 17:00 - 21:00
Thursday 09:00 - 17:00
Saturday 17:00 - 21:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801867402369

Alerts

Be the first to know and let us send you an email when Orthodontist Dr. Kamrul Hasan, FCPS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Orthodontist Dr. Kamrul Hasan, FCPS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram