বুদ্ধ ও বোধি জ্ঞান

বুদ্ধ ও বোধি জ্ঞান ☸‘নমোঃ বুদ্ধায়’☸

🪷‘বুদ্ধ’ ‘ধর্ম’ ‘সংঘ’🙏

🌺‘সব্বে সত্তা সুখিতা হোন্তু’🌸

02/05/2025

সকল প্রাণী সুখী হোক

04/03/2025

ভিক্ষুদের বৈদ্য বা কালোজাদু শিক্ষা থেকে দূরে থাকা উচিত,, বুদ্ধের শিক্ষা যার আবরণ, তাকে কি মানায় দেবতার শরণ।

সৎ পুরুষের জন্ম সর্বদা সুখকর..
25/02/2025

সৎ পুরুষের জন্ম সর্বদা সুখকর..

সংঘের একতা সুখ কর...
13/02/2025

সংঘের একতা সুখ কর...

বাংলাদেশী বৌদ্ধদের  সর্বোচ্চ ধর্মীয় গুরু , একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের কিংবদন্তি , সংঘমনীষা মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ , ত...
18/11/2024

বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু , একুশে পদকপ্রাপ্ত, উপমহাদেশের কিংবদন্তি , সংঘমনীষা মহাসদ্ধর্মজ্যোতিকাধ্বজ , ত্রয়োদশ ‘সংঘরাজ ড . জ্ঞানশ্রী মহাথের’ মহোদয়ের ১০০ তম জন্মদিনের শুভেচ্ছাসহ শ্রদ্ধেয় ভান্তের সুস্থতা ও নীরোগ দীর্ঘায়ু কামনা করছি☸️🙏

▪️▪️▪️অনিত্য সংবাদ▪️▪️▪️এসব কি হচ্ছে বৌদ্ধ সমাজে!!!ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাস্হবিরের রহস্যময় মৃত্যু! বৌদ্ধ সমাজে জন্...
13/07/2024

▪️▪️▪️অনিত্য সংবাদ▪️▪️▪️

এসব কি হচ্ছে বৌদ্ধ সমাজে!!!
ধুতাঙ্গ সাধক ড. এফ দীপংকর মহাস্হবিরের রহস্যময় মৃত্যু! বৌদ্ধ সমাজে জন্য এক কালো অধ্যায়🥲

পরম পূজনীয়, ধুতাঙ্গ সাধক, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে ডবল এমএ করা, স্বর্ণপদক প্রাপ্ত, বৌদ্ধ সমাজ সদ্ধর্মের আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব ড. এফ দীপঙ্কর মহাস্হবির মহোদয়ের জীবন অবসান বৌদ্ধ সমাজের জন্য বিরাট এক ক্ষত। আজ ১৩ জুলাই দুপুর ১২ থেকে ২ টার মধ্যে বান্দরবানস্হ ধুতাঙ্গ কুটিরে পিণ্ড গ্রহণ করার পর ধুতাঙ্গ কুটিরে গলায় ফাঁস দেয়া অবস্হায় তাঁর মৃত্যু দেহ শিষ্যরা দেখতে পান।

অন্যান্য দিনের মতো আজও তিনি শিষ্যদের নিয়ে পিণ্ডাচারণ করেছিলেন। উল্লেখ্য যে, পূজনীয় ড. দীপংকর মহাস্থবির মহোদয় পিণ্ড গ্রহণের (চোয়াইং) সময় পাহাড়ের উপরের কুটিরে একা পিণ্ড গ্রহণ করতেন,ঐ সময় আশেপাশে কেউ থাকতো না,এলাকাটি অত্যন্ত নির্জন। শিষ্যরা নীচের কুটিরে অবস্হান করতেন।

এই বুদ্ধ পুত্র আত্মহত্যা করার মতন ভিক্ষু নন। তাঁর এই মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যায় না। এটা কখনো আত্মহত্যা হতে পারে না। পূজনীয় ড. এফ দীপংকর মহাস্হবির মহোদয়ের এই রহস্যময় মৃত্যুর সত্য উদঘাটনের জন্য স্হানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

03/07/2024

𝐋𝐮𝐦𝐛𝐢𝐧𝐢 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐬𝐭 𝐢𝐟 𝐥𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐩𝐞𝐚𝐜𝐞 🦋🌺

𝐍𝐚𝐦𝐨 𝐁𝐮𝐝𝐝𝐡𝐚☸️🙏

19/06/2024

When Buddha became enlightenment, the first thing he said to his disciples.🪷🙏

সুত্র নিপাত --ভগবান চুন্দকে বলিলেন, ‘জগতে চারি প্রকার শ্রমণ আছেন। কিন্তু, পঞ্চম নাই। তুমি যখন আমার সম্মুখে প্রশ্ন জিজ্ঞা...
19/06/2024

সুত্র নিপাত --ভগবান চুন্দকে বলিলেন, ‘জগতে চারি প্রকার শ্রমণ আছেন। কিন্তু, পঞ্চম নাই। তুমি যখন আমার সম্মুখে প্রশ্ন জিজ্ঞাসা করিয়াছ তদ্ধেতু তোমার অবগতির জন্য সেই চারি প্রকার কী কী তাহা প্রকাশ করিতেছি। যথা-মার্গজিন, মার্গদেশক, মার্গজীবী এবং মার্গদূষী এই চারি প্রকার শ্রমণ বিদ্যমান।
তখন কর্মকার পুত্র বলিলেন, ‘বুদ্ধগণ, কাহাকে মার্গজিন বলেন? মার্গদেশক অতুলনীয় কেন? মার্গজীবী ও মার্গদূষী সম্পর্কেও জিজ্ঞাসা করিতেছি। তাহা আমার নিকট প্রকাশ করুন।
১. ভগবান চুন্দকে বলিলেন, যিনি সন্দেহ মুক্ত, দুঃখশল্য অপসৃত; নির্বাণে অভিরমিত, লোভহীন দেব-মনুষ্যলোকের নায়ক। বুদ্ধগণ, তাঁহাকেই মার্গজিন বলেন।

২. যিনি এই জগতে সর্বোত্তমকে সর্বোত্তমভাবে জ্ঞাত হইয়া; জগতে নির্বাণধর্ম বর্ণনা করেন এবং অতি সুন্দরভাবে বিশ্লেষণ করেন; সেই সন্দেহবিনাশী কামলালসামুক্ত দ্বিতীয় পর্যায়ের ভিক্ষুকে মার্গদেশক বলা হয়।

৩. যিনি নির্বাণধর্ম অতি সুন্দরভাবে দেশনা করেন এবং যিনি শীল সংযমের দ্বারা কায়-ইন্দ্রিয়াদিতে সুসংযত এবং স্মৃতিমান হইয়া উত্তমধর্ম অনুশীলন করেন; সেই তৃতীয় পর্যায়ের ভিক্ষুই মার্গজীবী নামে কথিত হন।
৪. ধার্মিকের বেশে অহংকারী, কুলদূষক বা গৃহীদের শ্রদ্ধা ও ধর্মীয় গারবতা নষ্টকারী, চঞ্চল, মায়াবী, অসংযত, অন্তঃসারহীন আলাপচারী এবং অন্যায় প্রদুষ্ট আচরণকারী ভিক্ষুই মার্গদূষী বলিয়া অভিহিত হন।
(বর্তমানে ৪ নং টায় বেশি মনে হয়)..

Address

Chittagong

Telephone

+8801749897916

Alerts

Be the first to know and let us send you an email when বুদ্ধ ও বোধি জ্ঞান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram