Genetic Lab

Genetic Lab "Known For Excellency In Testing"
All Kinds Of Diagnosis Are Done “Known For Excellency In Testing”
All Kinds of Diagnosis are Done

19/07/2023

🚨 খেয়াল রাখা জরুরী 🚨

ডেঙ্গু আক্রান্ত রোগীর যত্ন নিন।




সবাই সচেতন হলে, তবেই ডেঙ্গু পরাস্ত হবে !
16/07/2023

সবাই সচেতন হলে, তবেই ডেঙ্গু পরাস্ত হবে !




চট্রগ্রামের ডেংগু পরিস্থিতি০৯/০৭/২০২৩
09/07/2023

চট্রগ্রামের ডেংগু পরিস্থিতি
০৯/০৭/২০২৩




চট্রগ্রামের ডেংগু পরিস্থিতি০৮/০৭/২০২৩
08/07/2023

চট্রগ্রামের ডেংগু পরিস্থিতি
০৮/০৭/২০২৩




⚠️ নতুন ধরনের ডেংগুর প্রকোপ বাড়ছে।এই নতুন ধরনের ডেংগুর লক্ষণের সাথে পূর্বের ডেংগুর আংশিক মিল থাকলেও পুরোপুরি মিল নাও থা...
07/07/2023

⚠️ নতুন ধরনের ডেংগুর প্রকোপ বাড়ছে।
এই নতুন ধরনের ডেংগুর লক্ষণের সাথে পূর্বের ডেংগুর আংশিক মিল থাকলেও পুরোপুরি মিল নাও থাকতে পারে।

সাধারণত ডেঙ্গুতে আক্রান্ত হলে জ্বর, প্রচন্ড মাথাব্যথা, শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়।

⛔️ এবার হাসপাতালে যারা ভর্তি হচ্ছেন তাদের মধ্যে দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা বেশি।

প্রথম বারের তুলনায় দ্বিতীয় বা তৃতীয়বার ডেঙ্গু আক্রান্তদের উপসর্গ প্রথাগত উপসর্গের তুলনায় ভিন্ন হতে পারে।

🚨পরিবর্তিত উপসর্গ 🚨

১. দীর্ঘমেয়াদি ডায়রিয়া
২. জ্বর না থাকা
৩. স্থায়ী বমি
৪. প্রচণ্ড মস্তিস্কে প্রদাহ
৫. হাত-পা ফুলে যাওয়া।
৬. শরীরের বিভিন্ন জায়গায় - বিশেষ করে বুকে এবং পেটে পানি আসা
৭. অসহ্য রকমের পেট ব্যথা

⚠️ ডেঙ্গুর এসব পরিবর্তিত উপসর্গ একটি একটি করেও আসতে পারে। আবার বেশ কয়েকটি উপসর্গ এক সাথেও দেখা দিতে পারে।





30/06/2023
ত্যাগের শিক্ষায় শিক্ষিত হোক আত্মা।আল্লাহ সবার কুরবান কবুল করুন।Genetic Lab পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছ...
28/06/2023

ত্যাগের শিক্ষায় শিক্ষিত হোক আত্মা।
আল্লাহ সবার কুরবান কবুল করুন।
Genetic Lab পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা।

🕌 ঈদ মুবারাক 🕋



জেনেটিক ল্যাবের সম্মানিত বিজ্ঞ চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাজল কান্তি দাশ মহোদয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডি...
27/06/2023

জেনেটিক ল্যাবের সম্মানিত বিজ্ঞ চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাজল কান্তি দাশ মহোদয় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদ্দোন্নতি হওয়ায় Genetic Lab পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
স্যারের উত্তোরত্তর সফলতা কামনা করছি।

13/05/2023

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি :
জেনেটিক ল্যাব এর জন্য ২ জন রিসিপশনিস্ট (ফিমেইল)আবশ্যক।
অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।সম্মানী আলোচনা সাপেক্ষে।
যোগাযোগ :
পরিচালক প্রশাসন
জেনেটিক ল্যাব
01300060757

বাংলা নতুন বছর ১৪৩০ সবার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য ।Genetic Lab এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা।
14/04/2023

বাংলা নতুন বছর ১৪৩০ সবার জীবনে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য ।
Genetic Lab এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা।

বয়স ৪০ পেরোনো মানুষ, বিশেষ করে যাঁদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে, তাঁদের কিডনির সুস্থতার জন্য রুটিন পরীক্ষা করা ভালো।ক...
07/04/2023

বয়স ৪০ পেরোনো মানুষ, বিশেষ করে যাঁদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ আছে, তাঁদের কিডনির সুস্থতার জন্য রুটিন পরীক্ষা করা ভালো।

কিডনির সক্ষমতা বুঝতে রক্তে ইউরিয়া ও সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করা হয়। কিডনি বিকলে এ দুটি বেড়ে যায়। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে কিডনি রোগের লক্ষণগুলোর কথা।

১. প্রস্রাবে পরিবর্তন
কিডনি রোগের একটি বড় লক্ষণ হলো প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি হয় বা কম হয়। বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয়। অনেক সময় প্রস্রাবের বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না।

২. প্রস্রাবের সময় ব্যথা�প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালাপোড়া- এগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন জ্বর হয় এবং পিঠের পেছনে ব্যথা করে।

৩.প্রস্রাবের সাথে রক্ত যাওয়া
প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই ঝুঁকির বিষয়।এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ।

৪. দেহে ফোলা ভাব
কিডনি শরীর থেকে বর্জ্য এবং বাড়তি পানি বের করে দেয়। কিডনিতে রোগ হলে এই বাড়তি পানি বের হতে সমস্যা হয়। বাড়তি পানি শরীরে ফোলাভাব তৈরি করে।

৫. মনোযোগ দিতে অসুবিধা হওয়া
লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিস্কে অক্সিজেন পরিবহন কমে যায়। এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয়।

৬. সবসময় শীত বোধ হওয়া
কিডনি রোগ হলে গরম আবহাওয়ার মধ্যেও শীত শীত অনুভব হয়। আর কিডনিতে সংক্রমণ হলে জ্বরও আসতে পারে।

৭. ত্বকে র‍্যাশ হওয়া
কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে। এটি ত্বকে চুলকানি এবং র‍্যাশ তৈরি করতে পারে।

৮. বমি বা বমি বমি ভাব
রক্তে বর্জ্যনীয় পদার্থ বেড়ে যাওয়ায় কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে।

৯. ছোটো ছোটো শ্বাস
কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এ ছাড়া কিডনি রোগে শরীরে রক্তশূন্যতাও দেখা দেয়। এসব কারণে শ্বাসের সমস্যা হয়, তাই অনেকে ছোট ছোট করে শ্বাস নেন।

১০. পেছনে ব্যথা
কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়। পিঠের পাশে নিচের দিকে ব্যথা হয়। এটিও কিডনি রোগের একটি অন্যতম লক্ষণ।

সময় থাকতে সর্তক হউন।



06/04/2023

প্রায় সব বাড়িতেই ইফতারে সেই ছোলা, পেঁয়াজু, বেগুনী, নানা ধরনের চপ আর কাবাব ছাড়া ইফতার হয় না।
আর এগুলো এতো বেশি খাওয়া হয় যে সবচেয়ে প্রয়োজনীয় পানির জন্য আর পেটে জায়গা থাকে না। ফলাফল এসিডিটি...সারাদিন বুকজ্বালা-অসস্তি।

এই অবস্থা থেকে মুক্তি পেতে রমজান মাসে অতিরিক্ত না খেয়ে পরিমিত ও সুষম খাদ্য খান। একবারে বেশি পরিমাণে না খেয়ে অল্প অল্প করে খেতে পারেন। ছোলা-মুড়ি পেটে এসিডিটি বাড়ায়। সুস্থ থাকতে এগুলো বাদ দিতে পারেন। সেই সাথে ভাজাপোড়া ও মসলাযুক্ত খাবার কম খান।

অ্যাসিডিটি এড়াতে যা যা করবেন :-

* যখনই অ্যাসিডিটির সমস্যা বোধ করবেন, তখনই চেষ্টা করবেন ঠাণ্ডা পানি পান করতে। এ সময়টাতে কোমল পানীয় এড়িয়ে যাওয়াই ভালো। কফি না খাওয়ার চেষ্টা করুন।

* সাইট্রাস ফল থেকে দূরে থাকুন। এতে পেটে গ্যাস আরো বাড়বে। বরং দুধ-চিনি ছাড়া হার্বাল চা পান করতে পারেন।

* ঘন ঘন পেটে গ্যাস হওয়ার প্রবণতা থাকলে প্রতিদিন কলা ও তরমুজ খেলে উপকার পাবেন। এমন পরিস্থিতিতে শসাও বেশ উপকারি।

* আদা খেলেও অ্যাসিডিটিতে আরাম পাওয়া যায়। তাই বাড়িতে আদার গুঁড়া রাখতে পারেন।


Address

1287, O. R Nizam Road
Chittagong

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801841828009

Alerts

Be the first to know and let us send you an email when Genetic Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Genetic Lab:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram