Piles Care Center

Piles  Care Center সুস্থতা আল্লাহর বড় নিয়ামত

নিম্ন মলদ্বার খালের ভিতরের মিউকোসাল প্রাচীরের একটি ছোট টিয়ারকে অ্যানাল ফিসার বা ফিসার-ইন-অ্যানো বলা হয়। এটি একটি ডিম্ব...
16/08/2023

নিম্ন মলদ্বার খালের ভিতরের মিউকোসাল প্রাচীরের একটি ছোট টিয়ারকে অ্যানাল ফিসার বা ফিসার-ইন-অ্যানো বলা হয়। এটি একটি ডিম্বাকৃতির আকৃতির টিয়ার যা সাধারণত পায়ুপথে উপস্থিত থাকে। পায়ুপথে ফিসারে ব্যথার পাশাপাশি মলত্যাগের সঙ্গে রক্তপাত হয়। কখনও কখনও, টিয়ার বা আলসার নীচের পেশী বা টিস্যু প্রকাশ করার জন্য যথেষ্ট বড় হতে পারে।

এটা অগত্যা যৌবনের রোগ নয়; এটি শিশুদের

❇️❇️এনাল ফিশার হওয়ার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় কোত দেয়া। এ ছাড়া শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফে...
15/08/2023

❇️❇️এনাল ফিশার হওয়ার জন্য দায়ী সাধারণত কোষ্ঠকাঠিন্য অথবা মলত্যাগের সময় কোত দেয়া। এ ছাড়া শক্ত মল বের হওয়ার সময় মলদ্বার ফেটে যায় বলে মনে করা হয়। যারা আঁশযুক্ত খাবার খান তাদের এ সমস্যাটি কম হয় বলে মনে করা হয়। আঁশযুক্ত খাবারের মধ্যে রয়েছে শাকসবজি, কাঁচা ফলমূল, আলু, ছোলা, ইসবগুলের ভূসি ইত্যাদি।❇️❇️

চা-কফি বা মদ খাওয়ার সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। ঘন ঘন মলত্যাগ বা ডায়রিয়া হলে ফিশার হওয়ার আশংকা বেড়ে যায়। বিজ্ঞানীরা মলদ্বারের ভেতরের চাপ মেপে দেখেছেন। ফিশারে চাপ তেমন একটা বাড়ে না যদিও আঙ্গুল দিয়ে পরীক্ষা করলে মলদ্বার অতিরিক্ত সংকুচিত বলে মনে হয়।✅✅

সুস্থতার আসল রহস্য হলো প্রতি মুহূর্তে খুশি থাকা.....➡️পাইলস.এনাল ফিসার,ফিস্টুলায় রোগে ভুগছেন তাহলে আর নয় চিন্তা আমরা নিয়...
15/08/2023

সুস্থতার আসল রহস্য হলো প্রতি মুহূর্তে খুশি থাকা.....
➡️পাইলস.এনাল ফিসার,ফিস্টুলায় রোগে ভুগছেন তাহলে আর নয় চিন্তা আমরা নিয়ে আসছি এমন একটি মেডিসিন যেটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান তৈরি।সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য থাকছে আমাদের বিশেষজ্ঞ স্পেশালিষ্ট।🌿

🏠কষ্টদায়ক একটি রোগের বিরুদ্ধে আমরা কোনো প্রকার অস্ত্রোপচার বা কৃত্তিম সাইড এফেক্ট যুক্ত মেডিসিন ছাড়াই ন্যাচারালি সমাধানের পক্ষে আমরা কাজ করছি।

🔰বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে মেসেজ করুন অথবা যোগাযোগ করুন...

🔰🔰রেকটাম ক্যান্সারের রোগীদের একই সঙ্গে পাইলস ও ক্যান্সার থাকতে পারে।  সে ক্ষেত্রে আমরা যদি পাইলসের চিকিৎসা করি, তা হলেও ...
15/08/2023

🔰🔰রেকটাম ক্যান্সারের রোগীদের একই সঙ্গে পাইলস ও ক্যান্সার থাকতে পারে। সে ক্ষেত্রে আমরা যদি পাইলসের চিকিৎসা করি, তা হলেও দেখা যায় যে, রোগীর সমস্যা যাচ্ছে না, তখন মলদ্বারের ভেতর লম্বা যন্ত্র দিয়ে পরীক্ষা (সিগময়ডস্কপি বা কোলনস্কপি) করলে ক্যান্সার ধরা পড়ে। এ জাতীয় সমস্যাও মাঝে মধ্যে দেখা যায়।❇️❇️

মলদ্বারের মুখ থেকেও রক্ত যেতে পারে আবার অনেক ভেতর অর্থাৎ রেকটাম বা বৃহদান্তের ভেতর থেকেও রক্ত যেতে পারে। কী কারণে যাচ্ছে তা বিশেষ ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে একজন উপযুক্ত চিকিৎসক বলে দিতে পারেন।✅✅

✅তীব্র বেদনাদায়ক রোগগুলোর মধ্যে এনাল ফিসার অন্যতম। শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্য এ রোগের নৈপথ্য কারিগর।❇️ পায়খানা এমন শক্...
15/08/2023

✅তীব্র বেদনাদায়ক রোগগুলোর মধ্যে এনাল ফিসার অন্যতম। শক্ত পায়খানা বা কোষ্ঠকাঠিন্য এ রোগের নৈপথ্য কারিগর।❇️ পায়খানা এমন শক্ত হয়ে যায় যে ত্যাগ করার কালে মলদ্বারে ক্ষতের সৃষ্টি হয়। এই সমস্যাটিকে বলা হয় এনাল ফিসার। এ রোগ ও মলদ্বার ক্যান্সার অনেক ক্ষেত্রে সমান ধরনের লক্ষণ নিয়ে আসে বিধায় কখনো অবহেলা করা উচিত নয়।🔰🔰

✅✅অ্যানাল ফিসার আর পাইলস এক জিনিস নয়। অ্যানাল ফিসারকে অনেকে বাংলায় গেজ বলে। এ রোগে মলত্যাগের সময় কিংবা মলত্যাগের পর কয়েক...
15/08/2023

✅✅অ্যানাল ফিসার আর পাইলস এক জিনিস নয়। অ্যানাল ফিসারকে অনেকে বাংলায় গেজ বলে। এ রোগে মলত্যাগের সময় কিংবা মলত্যাগের পর কয়েক ঘণ্টা পর্যন্ত কিংবা সারা দিন ব্যথা থাকে। ব্যথার কারণে রোগী ঠিকভাবে বসতেও পারে না। ফোঁটায় ফোঁটায় রক্ত বের হতে পারে। অনেকের অ্যানাল ফিসার থেকে পরে অ্যানাল ফিস্টুলা হতে পারে। তখন ব্যথার সঙ্গে মলদ্বারে চুলকানি হতে পারে।❇️

অ্যানাল ফিসারের অনেক রকম চিকিৎসা আছে। প্রথম চিকিৎসা হলো জীবনাচরণে পরিবর্তন। চর্বিযুক্ত মাংস কম খাওয়া, শাকসবজি, ফলমূল ও পানি বেশি করে পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এতে মলদ্বারে চাপ কমে। অনেক ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে অ্যানাল ফিসার সম্পূর্ণ নিরাময় হয়।❇️🔰

✅✅পায়ুপথ বা পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তায় যদি গোটার মত হয়...
14/08/2023

✅✅পায়ুপথ বা পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে রক্ত পড়ে কিংবা পায়খানার রাস্তায় যদি গোটার মত হয় তখন একে বলা হয় পাইলস। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এর নাম হেমোরয়েড। জটিল আকার ধারণ করার আগে অপারেশন ছাড়া অর্শ রোগের চিকিৎসা সম্ভব।🔰🔰

13/08/2023

আপনি কী পাইলস ফিস্টুলা, এনালফিসার নিয়ে কষ্ট পাচ্ছেন 😢

আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না ☘️

পায়ুপথ ব্যাথা করে ☘️

জ্বালাপড়া করে 🍀

ভাজা পড়া খাবার খেলে আপনার সমস্যা বেরে যাই 🌼

আর নয় চিন্তা পাইলস ফিস্টুলা এনালফিসার থেকে স্হায়ী সমাধান পেতে এখন কল করুন এই নাম্বারে,,,

মোবাইল:01644644625

অনেকেরই সকালে উঠে শৌচালয়ের কাজ সারতে এতটাই সময় লাগে যে কাজে বেরোতে দেরি হয়ে যায়।❤️❤️ দীর্ঘ দিন এ ভাবে চলতে থাকলে তা শুধু...
13/08/2023

অনেকেরই সকালে উঠে শৌচালয়ের কাজ সারতে এতটাই সময় লাগে যে কাজে বেরোতে দেরি হয়ে যায়।❤️❤️

দীর্ঘ দিন এ ভাবে চলতে থাকলে তা শুধু মানসিক শান্তির ব্যাঘাতই ঘটায় না, শরীরেও বাসা বাঁধতে পারে পাইলসের মতো জটিলতা।🥺🥺

শুধু বয়স্কদের মধ্যেই নয়, ইদানীং কমবয়সিদের মধ্যেও বেড়েছে এই সমস্যা।😭😭
অথচ বেশির ভাগ মানুষের সঠিক ভাবে চিকিৎসা না নিয়ে বসে থাকে কথা বলতে এক ধরনের অস্বস্তি কাজ করে।
ফলে রোগও আরও জটিল হতে থাকে।😍😍

স্থায়ী ভাবে সমাধান পেতে ইনবক্সে মেসেজ দিন 💓💓😊😊

▶️মলদ্বারে ফোঁড়া হচ্ছে ফিস্টুলা। মলদ্বারের বেতরে ফোড়া হওয়ার জন্য ফুলে যায় ও ব্যথা হয় ।এছাড়া ফোড়া ফেলে গেলে তা চারপাশে ছড়...
13/08/2023

▶️মলদ্বারে ফোঁড়া হচ্ছে ফিস্টুলা। মলদ্বারের বেতরে ফোড়া হওয়ার জন্য ফুলে যায় ও ব্যথা হয় ।এছাড়া ফোড়া ফেলে গেলে তা চারপাশে ছড়িয়ে পড়ে ও পুঁজ বের হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মলের সঙ্গে পুঁজ ও আম পড়তে থাকে। কিন্তু অনেক রোগী বুঝতে না পেরে দেরিতে ডাক্তারের কাছে আসেন। ফলে ক্ষতির সম্মুখীন হন। ✅✅
সরাসরি যোগাযোগ করলে নিচে এই নাম্বারে কল করুন 01644644625

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Piles Care Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Piles Care Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram