Emon Health Care

Emon Health Care বাদাম শেখ হলো বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে পরীক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওয়েট গেইনার �

আমাদের এটি ন্যচরাল মেডিসিন এর ওপর পিএইচডি করা ডঃ শিবেন্দ্র কমর্কার  এর এনালাইসিস করা প্রডাক্টএবং ঢাকা পুষ্টিবিজ্ঞান বিভা...
12/06/2023

আমাদের এটি ন্যচরাল মেডিসিন এর ওপর পিএইচডি করা ডঃ শিবেন্দ্র কমর্কার এর এনালাইসিস করা প্রডাক্টএবং ঢাকা পুষ্টিবিজ্ঞান বিভাগের ইনচার্জ ডঃ জহির অনুমোদনকৃত। আমাদের প্রডাক্টি বাংলাদেশ সাইন্স ল্যাব এবং বিএসটিআই কতৃক অনুমোদিত। আপনি আশা করি জানেন যে হেল্থ রিলেটেড প্রডাক্টগুলো তখনই বাংলাদেশ সাইন্স ল্যাব এবং বিএসটিআই অনুমোদন দেয় যখন প্রডাক্টগুলো ১০০% কার্যকরী এবং পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত!

12/06/2023
আপনার ওজন বাড়ানোর লক্ষে নতুন উপায়: ওজন বাড়ানো মিল্কশেক!আপনি একটি পথ হেঁটে চলেছেন যেখানে অতিরিক্ত ওজন বাড়ানো খুবই কঠিন? আ...
11/06/2023

আপনার ওজন বাড়ানোর লক্ষে নতুন উপায়: ওজন বাড়ানো মিল্কশেক!

আপনি একটি পথ হেঁটে চলেছেন যেখানে অতিরিক্ত ওজন বাড়ানো খুবই কঠিন? আপনি কি একটি পণ্য চান যা সার্থক এবং সুস্বাদু একটি সমাধান হবে? বেশি দেরি করেন না! আমরা আপনার ওজন বাড়ানো প্রক্রিয়ার জন্য একটি আদ্যগতবিধান প্রদান করতে চলেছি - ওজন বাড়ানো মিল্কশেক!

আমরা আপনার সঙ্গে পারিচালিত নিরাপত্তার সহিত পরিমাণ প্রভাবশালী ও সুস্বাদু একটি সমাধান বিবেচনা করেছি। অসীম খাদ্য ও বাজার ভাড়া দূর করে, আমরা স্বাস্থ্যকর ও প্রাকৃতিক ঔষধী মিশ্রণ ব্যবহার করে ওজন বাড়ানোর লক্ষ্যে এই অভিযানবাজি পণ্যটি তৈরি করেছি যার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

ডাবের পানি অত্যন্ত সুস্বাদু। ছোট-বড় প্রায় সবাই এটি পছন্দ করে। প্রাকৃতিকভাবে উৎপন্ন এই পানীয়টির রয়েছে নানা উপকারিতা।ডাবের...
10/06/2023

ডাবের পানি অত্যন্ত সুস্বাদু। ছোট-বড় প্রায় সবাই এটি পছন্দ করে। প্রাকৃতিকভাবে উৎপন্ন এই পানীয়টির রয়েছে নানা উপকারিতা।

ডাবের পানির উপকারিতা

বিভিন্ন খনিজ পদার্থে পূর্ণ ডাবের পানি ক্লান্ত শরীরের পানিশূন্যতা দূর করে এবং সতেজ রাখে। এক কাপ (২৪০ মিলি) ডাবের পানিতে আছে ৬০ ক্যালরি, ১৫ গ্রাম কার্বোহাইড্রেট, ৮ গ্রাম চিনি।

এ ছাড়া দৈনিক চাহিদার ৪% ক্যালসিয়াম, ৪% ম্যাগনেসিয়াম, ২% ফসফরাস এবং ১৫% পটাশিয়ামও পাওয়া যায়।

ডাবের পানিতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট দেহকোষ ধ্বংসকারী ফ্রি-র‍্যাডিকাল থেকেও শরীরকে রক্ষা করে।

ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ডাবের পানি কার্যকর। কেননা এটি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

কিডনিতে পাথর হওয়া রোধেও ডাবের পানি উপকারী। এতে থাকা ম্যাগনেসিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়। তাছাড়া কোলেস্টেরলের মাত্রা কমানো, রক্তচাপের মাত্রা কমানো এবং স্বাভাবিক রাখাতেও এই পানীয়র জুড়ি নেই।

রক্ত জমাট বাঁধা প্রতিরোধে এর অ্যান্টি- থ্রমবোটিকের ভূমিকা রয়েছে। ডাবের পানির পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম হৃদপিণ্ড সচল রাখে এবং ওজন কমাতেও সহায়তা করে। এটি অ্যান্টিভাইরাল রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়।

গবেষণা বলে, ব্যায়ামের পর অন্যান্য পানীয়র চাইতে ডাবের পানি অধিক কার্যকর। কেননা এতে প্রচুর পরিমাণ ইলেক্ট্রোলাইটস থাকে। আর এতে থাকা অ্যান্টি-এজিং প্রপার্টি ত্বকের দাগ ও বলিরেখা দূর করে উজ্জ্বলতা বাড়িয়ে তোলে।

বদলাচ্ছে দিন বদলাচ্ছে স্বা'স্থ্যবিজ্ঞান। তাই আধুনিক বিশ্বে স্মা'র্ট'নেস সবারই প্রত্যাশা।✅বিশ্বমানের সেবা নিন ঘরে বসেই।ন্...
10/06/2023

বদলাচ্ছে দিন বদলাচ্ছে স্বা'স্থ্যবিজ্ঞান। তাই আধুনিক বিশ্বে স্মা'র্ট'নেস সবারই প্রত্যাশা।

✅বিশ্বমানের সেবা নিন ঘরে বসেই।ন্যাচারাল উপাদানের তৈরি বাংলাদেশে এই প্রথম মি,ল্ক শে,ইক সেবনের এর মাধ্যমে নিজেকে করে তুলুন ফি'ট এবং স্মা:র্ট।

বিস্তারিত জানতে মেসেজ অপশন এ ক্লিক করুন ❤️❤️

🌿✴️*"লট"কন" অত্য"ন্ত পুষ্টি"কর ও সু'স্বাদু একটি ফ'ল। পরিপক্ব লটকনের প্রতি ১০০ গ্রাম শাঁসে আছে ১.৪২ গ্রাম আমিষ, ০.৪৫ গ্রা...
10/06/2023

🌿✴️*"লট"কন" অত্য"ন্ত পুষ্টি"কর ও সু'স্বাদু একটি ফ'ল। পরিপক্ব লটকনের প্রতি ১০০ গ্রাম শাঁসে আছে ১.৪২ গ্রাম আমিষ, ০.৪৫ গ্রাম চর্বি, ০.৯ গ্রাম মোট খনিজ পদার্থ, ০.৩ গ্রাম লৌহ এবং ৯১ কিলো ক্যালরি খাদ্যশক্তি। (লৌহ যা শরীরের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি করে থাকে) এছাড়াও লটকনে রয়েছে ০.০৩ মিলিগ্রাম ভিটামিন বি১ এবং ০.১৯ মিলিগ্রাম ভিটামিন বি২। সাধারণত লটকনকে ভিট'মিন বি২ সমৃদ্ধ ফল বলা হয়ে থাকে। ভিটামিন বি২ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন, যা শরীরের জন্য খুব প্রয়োজনীয় উপাদান। এই ফলে চর্বি অত্যন্ত কম থাকায় ও কোন শর্ক'রা নেই বি'ধায় সকল বয়সের মানুষ নিশ্চিন্তে খেতে পারেন।✅

আমাদের পোডাক্ট--সম্পূর্ণ প্রাকৃতিক উপদান এর সমন্বয়ে তৈরী "বাদাম সেক'" 🥰🥰এটা খেলে ইনশাআল্লাহ ওজন বাড়বে স্থায়ী ভাবে ✅
10/06/2023

আমাদের পোডাক্ট--সম্পূর্ণ প্রাকৃতিক উপদান এর সমন্বয়ে তৈরী "বাদাম সেক'" 🥰🥰এটা খেলে ইনশাআল্লাহ ওজন বাড়বে স্থায়ী ভাবে ✅

আমাদের এটা হলো  সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি একটি ফুড  সাপ্লিমেন্ট 🥰 এটি বাংলাদেশ BSTI এবং বাংলাদেশ সাইন্স ল্যাব থেক...
09/06/2023

আমাদের এটা হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি একটি ফুড সাপ্লিমেন্ট 🥰 এটি বাংলাদেশ BSTI এবং বাংলাদেশ সাইন্স ল্যাব থেকে অনুমোদিত, আপনি যেনে থাকবেন যে বাংলাদেশ সাইন্স ল্যাব তখই অনুমোদন দেয় যখন একটা প্রোডাক্ট এ কোনো ধরনের মেডিসিন বা কেমিক্যাল ইউজ করা হয় না।অর্থাৎ এটি নিরাপদ। এর মধ্যে কোন ঝুঁকির বা ক্ষতির আশঙ্কা নেই 🥰

আমলা এর উপকারিতা: এটি অনেক রোগের জন্য চিকিৎসা প্রদান করে এবং এই কারণে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমলা...
09/06/2023

আমলা এর উপকারিতা: এটি অনেক রোগের জন্য চিকিৎসা প্রদান করে এবং এই কারণে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আমলা প্রচুর ভিটামিন সি রয়েছে এবং ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক খনিজ ও ভিটামিন রয়েছে। চোখের জন্য: মধুর সঙ্গে আমলকীর রস মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি উন্নত হয়।

এটা শরীরে হরমোন ব্যালেন্স করে,  মাংসপেশী গঠন করবে, পারমানেন্ট ভাবে খাওয়ার রুচি বাড়াবে যা পরবর্তীতে কমে যাওয়ার কোন সু্যোগ...
09/06/2023

এটা শরীরে হরমোন ব্যালেন্স করে, মাংসপেশী গঠন করবে, পারমানেন্ট ভাবে খাওয়ার রুচি বাড়াবে যা পরবর্তীতে কমে যাওয়ার কোন সু্যোগ নেই। হাত পা মুখ এবং শরীরের যে অংশগুলো দেখতে চিকন তা ভরাট করে আপনাকে স্বাস্থ্যবান করে তুলবে।

কাস্টমার রিভিউ ❤️❤️
08/06/2023

কাস্টমার রিভিউ ❤️❤️

বিভিন্ন ধরনের বীজ: ওজন বাড়ানোর আরেকটা উপায় হল খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। সম্ভব হলে মিষ্টিকুমড়ার বিচি, ...
08/06/2023

বিভিন্ন ধরনের বীজ: ওজন বাড়ানোর আরেকটা উপায় হল খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। সম্ভব হলে মিষ্টিকুমড়ার বিচি, সূর্যমুখীর বিচি, তিসির বীজ, তিলের বীজ — এগুলো ভাত বা তরকারির ওপর হালকা করে ছিটিয়ে খেতে পারেন। একেকটা বীজ একেক ধরনের পুষ্টি বহন করে।

Address

GEC, Sunmar Ocean City, Nasirabad, Chattogram
Chandgaon

Alerts

Be the first to know and let us send you an email when Emon Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram