Dr. Ameer Khosru H

Dr. Ameer Khosru H Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ameer Khosru H, Chittagong.

Dr. Ameer Khosru H
MBBS (DU)
BCS (Health)
CCD (Diabetology - BIRDEM)
PGT(Critical Care Medicine Unit-ICU- Dhaka Medical College Hospital, Dhaka)
Specially Trained in Device & Cosmetic Circumcision

24/09/2025

#নাকের #বাকা #হাড় #পলিপ #অপারেশন

ডিভাইস কসমেটিক খতনালেজার কসমেটিক খতনাসারজিকাল কসমেটিক খতনা সহ যে কোন খতনার জন্যে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্ত এ
11/09/2025

ডিভাইস কসমেটিক খতনা
লেজার কসমেটিক খতনা
সারজিকাল কসমেটিক খতনা সহ যে কোন খতনার জন্যে যোগাযোগ করতে পারেন নিশ্চিন্ত এ

আপনার সন্তানের খতনার জন্যে যোগাযোগ করতে পারেন কোন দুশ্চিন্তা ছাড়া।
11/09/2025

আপনার সন্তানের খতনার জন্যে যোগাযোগ করতে পারেন কোন দুশ্চিন্তা ছাড়া।

বিশ্ব এগিয়ে যাচ্ছে। মেডিকেল সাইন্স ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ এ বিভক্ত হচ্ছে।যেমন Cardiologist , Neurologist etc.সময়ের সাথে তা...
03/09/2025

বিশ্ব এগিয়ে যাচ্ছে। মেডিকেল সাইন্স ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ এ বিভক্ত হচ্ছে।যেমন Cardiologist , Neurologist etc.
সময়ের সাথে তাল মিলিয়ে কবিরাজি তেও এর ছোয়া লেগেছে। আজ দেখলাম Stroke কবিরাজ। কাল হয়তো দেখবো বাত কবিরাজ বা হার্ট কবিরাজ। Appreciate করার মতো ব্যাপার।By the way , লক্ষ্য করলাম Stroke কবিরাজ সাহেবের মোবাইল নাম্বারের মধ্যেও #420 সংখ্যা টা আছে। কাকতালীয় নয় কি?

©Dr Sawgat Ehsan

যাদের যাদের লাগবে তারা তারা নিন দায়িত্বে যুগাযুগ করুনবিফলে মূল্য ফেরত নয় 😜😜😜
02/09/2025

যাদের যাদের লাগবে তারা তারা নিন দায়িত্বে যুগাযুগ করুন

বিফলে মূল্য ফেরত নয় 😜😜😜

25/08/2025

এত তীব্র জ্বর,বমি, সারা শরীর যেন হাতুড়ে দিয়ে পিঠাচ্ছে-এমন মনে হয় গত ৫/৭ বছরে হয় নি।
দুয়ার দরখাস্ত

23/08/2025

আমাদের অনেকেই কিছুটা খরচ বাচানোর জন্যে একজন এম বি বি এস ডাক্তার না দেখায়ে ফার্মেসির লোক জন কিংবা ফার্মেসি বসে থাকা ভুয়া ডাক্তার নামধারী ব্যক্তি থেকে চিকিৎসা নেন। কথায় আছে "সময়ের এক ফোড়, অসময়্ব্র দশ ফোড়!" এ বাচ্চাটি এভাবে ভূল চিকিৎসা পাওয়ার কারণে প্রথমে চার হাত-পা হারিয়ে এখন জীবন টাও হারালো। সবাই সচেতন হবেন। এম বি বি এস ,*রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিবেন।

21/08/2025
মুখে যখন দাউদ হয়________________সাধারনত আমাদের শরীরের বগলে, দুই রানের মাঝখানে, পেটে, পিঠে, হাতে দাউদ হয়। দাউদ যথেষ্ঠ বির...
21/08/2025

মুখে যখন দাউদ হয়
________________

সাধারনত আমাদের শরীরের বগলে, দুই রানের মাঝখানে, পেটে, পিঠে, হাতে দাউদ হয়।
দাউদ যথেষ্ঠ বিরক্তিকর ,কষ্টকর একটা রোগ। কিন্তু যত যাই হোক শরীরের অন্য কোথাও হলে কেও দেখে না। কাপড়ের মধ্যে ঢেকে থাকে।

কিন্তু লজ্জাজনক পরিস্থিতি হয় যখন কারো মুখে দাউদ হয়।

গত কয়েক দিনে আমার কাছে আসা দাউদ আক্রান্ত রোগীদের মধ্যে যাদের মুখে দাউদ হয়েছে তাদের কিছু ছবি দিলাম যেন সবাই চিনতে পারেন, সচেতন হোন।

প্রায় বেশির ভাগ রোগীই দাউদ/যে কোন চর্মরোগ কে অবহেলা করেন। দোকান থেকে কিংবা অন্য কারো মুখে শুনে বিভিন্ন ক্রিম মাখেন এবং আল্টিমেটলি রোগ টাকে আরো জটিল করে ফেলেন।

অতএব সময় থাকতে সচেতন হোন।
রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ নিন।

*** চিকিৎসা সংক্রান্ত তথ্যের জন্যে ইনবক্সে মেসেজ দিন।

*** জনসচেতনতা বৃদ্ধির জন্যে পোস্ট টি শেয়ার করে দিন।

***পেইজে দাউদ ,স্ক্যাবিস ও অন্যান্য চর্ম রোগ নিয়ে বেশ কিছু তথ্য বহুল ভিডিও আছে। সেগুলো দেখে নিজে সচেতন হোন ,অন্যকেও সচেতন করুন।

#দাউদ #দাদ #মুখ #এলার্জি #চুলকানি

এই নশ্বর পৃথিবীতে সবচেয়ে UNDERRATED/Unrecognised/Thankless Job খুব সম্ভবত একজন বাবার। এক জন পিতা - তার সন্তান, তার পরিবা...
21/08/2025

এই নশ্বর পৃথিবীতে সবচেয়ে UNDERRATED/Unrecognised/Thankless Job খুব সম্ভবত একজন বাবার।
এক জন পিতা - তার সন্তান, তার পরিবার এর জন্যে যতটা পরিশ্রম, ত্যাগ স্বীকার করেন ততটা কখনোই তিনি রিকগনিশন পান না।

বাদশাহ, সম্রাট বাবর নিজ প্রাণের বিনিময়ে সন্তানের জীবন ভিক্ষক চেয়েছিলেন আল্লহর কাছে।

আর এই পিতা নিজ প্রাণের বিনিময়ে সন্তান এর প্রাণ রক্ষা করে গেলেন।

সংগৃহীত সংবাদ টা এরূপ:

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক হৃ'দয়বিদারক দৃশ্যের জন্ম হলো।

মাত্র ৭ বছরের ছেলেকে আঁকড়ে ধরে প্রাণপণ চেষ্টা করেছিলেন বাবা মনিরুল ইসলাম (৩০)। শেষ মুহূর্তে ছেলেকে বাঁ'চাতে সক্ষম হলেও নিজে আর ফিরে আসতে পারেননি তিনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরে কায়েমপুর ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে ধান বোঝাই নৌকা ডু'বে গেলে ঘটে এ ঘটনা। মনিরুল ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী।

স্থানীয়রা জানান- নৌকা ডো'বার সময় ছেলেকে বুকের ওপর তুলে ধরে ভেসে থাকার চেষ্টা করছিলেন মনিরুল। চারপাশে হা'হাকার, চিৎ'কার আর অ'সহায় ছটফটানি। কিছুক্ষণ পর স্থানীয়রা দৌড়ে এসে তার ছেলে, ভাগনে ও মাঝিকে টেনে তুলতে সক্ষম হন। কিন্তু সেই বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

অবশেষে দীর্ঘ চেষ্টার পর তাকে উ'দ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কিন্তু সবার চোখের জল ফেলে, পরিবারের হৃদয়ে শূন্যতা রেখে বিদায় নেন মনিরুল।

গ্রামের মানুষদের ভাষায়—
“বাবা শেষ মুহূর্ত পর্যন্ত ছেলেকে হাত উঁচু করে বাঁচানোর চেষ্টা করছিলেন। এমন বাবাকে ভুলে থাকা সম্ভব নয়।”

শাহজাদপুর থানার ওসি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। সবাই শুধু বলছে-
“মনিরুল নিজের জীবন দিলেন, কিন্তু সন্তানের জীবন রেখে গেলেন।”

২৩ শে জুলাই ২০২৫রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।ভর্তি রোগী সংখ্যা ২৮৪১।সীট সংখ্যা ১২০০।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত ...
19/08/2025

২৩ শে জুলাই ২০২৫
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

ভর্তি রোগী সংখ্যা ২৮৪১।
সীট সংখ্যা ১২০০।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গত ২৩ জুলাইয়ের 'ডেইলি পেশেন্ট স্টেটমেন্ট' এটা। ২৩ জুলাইয়ের জায়গায় আপনি অন্য যেকোনো বার বসান, যেকোনো মাসের যেকোনো তারিখ, সংখ্যাটা একই থাকবে। কিংবা, আরও কিছু বাড়বে।

দেখতেই পাচ্ছেন, এই হসপিটালে রোগী ভর্তি করার ক্যাপাসিটি ১২০০ জন। সেখানে ভর্তি হচ্ছে ২৮৪১ জন। মানে, ধারণক্ষমতার আড়াই গুণ। বহির্বিভাগে ১০ টাকা মূল্যের টিকেট কেটে ডাক্তার দেখিয়ে গেছেন সাড়ে পাঁচ হাজার মানুষ। সংখ্যাটা সকাল আটটা থেকে দুপুর দুইটার মধ্যে। ওই আলাপটুকু আজ তোলাই থাকুক।

তবুও এখানে প্রশ্ন বেশ কয়েকটা।

১. এই যে অতিরিক্ত ১৬০০ রোগী ভর্তি হচ্ছেন, তাদের থাকার বন্দোবস্ত কী?

২. অতিরিক্ত ১৬০০ রোগীর কথা মাথায় রেখে কি ওষুধ-পত্র সরবরাহ আসছে হসপিটালে?

৩. সরকার যখন ডাক্তার-নার্স-হসপিটাল স্টাফ নিয়োগ দিচ্ছে, তখন কি 'অতিরিক্ত ১৬০০ রোগী ভর্তি হবে', সেই ভাবনা থেকে প্রয়োজনীয় জনবল নিয়োগ দিচ্ছে? নাকি ১২০০ রোগী সামলানোর সামর্থ্য যেই ক'জন মানুষের, তাদের সামর্থ্যটা শুষে সেবা দিতে বাধ্য করা হচ্ছে।

এই উত্তরগুলো মনের মধ্যে সাজালেই আপনার উত্তর পেয়ে যাওয়ার কথা, সরকারি মেডিকেলের 'ডাক্তাররা কেন আপনাকে আপনার মনমতো টাইম দেয় না', 'কেন নার্সরা আপনাকে ওষুধ দেয় না'।

রেজওয়ান রহমান সাদিদ

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ameer Khosru H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ameer Khosru H:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram