Dr. Ameer Khosru H

Dr. Ameer Khosru H Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Ameer Khosru H, Chittagong.

Dr. Ameer Khosru H
MBBS (DU)
BCS (Health)
CCD (Diabetology - BIRDEM)
PGT(Critical Care Medicine Unit-ICU- Dhaka Medical College Hospital, Dhaka)
Specially Trained in Device & Cosmetic Circumcision

fun post!ফিট থাকুন বয়স যাই হোক না কেন 😀
10/08/2025

fun post!ফিট থাকুন বয়স যাই হোক না কেন 😀

ডিভাইস খতনা কি জিনিস?
09/08/2025

ডিভাইস খতনা কি জিনিস?

(সরকারি হাসপাতালের অসংখ্য সীমাবদ্ধতা স্বত্বেও যখন একদল চিকিৎসক ,হাসপাতাল কর্কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় দুইটা জীবন একস...
09/08/2025

(সরকারি হাসপাতালের অসংখ্য সীমাবদ্ধতা স্বত্বেও যখন একদল চিকিৎসক ,হাসপাতাল কর্কর্মচারীর ঐকান্তিক প্রচেষ্টায় দুইটা জীবন একসাথে রক্ষা পায়)

#অজ্ঞাতনামা

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ কাজ করার সুবাদে প্রায়ই অনেক বর্ননাতীত ঘটনার সাক্ষী হতে হয়।

কাল ছিল এমন এক দিন!

আমাদের গাইনী ইউনিট ২ এর এডমিশন, শুক্রবার ছুটির দিন হওয়ায় রোগীর ভিড় কিছুটা কম!

হঠাৎ ই একটার দিকে হালকা শোরগোল,

কি হল! কি হল!

সারসংক্ষেপ এ বুঝলাম একজন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন মহিলা রাস্তায় প্রসব করেছেন,ফুল বের না হওয়ায় যারা সাথে থেকে ডেলিভারি করিয়েছিলেন সেই মহিলারা আর সাথে থাকা পুলিশ উনাকে হাসপাতালে নিয়ে এসেছেন।

রোগীর দিকে তাকিয়ে মন খারাপ হয়ে গেল,৩৮-৪০ বছর বয়েস হবে,ছোট করে বয়কাট করা চুল,সারা শরীর প্রস্রাব পায়খানায় মাখামাখি,

পায়ের কাছে বাচ্চাটা পড়ে আছে,তখনো নাড়ী কাটা হয়নি,কি সুন্দর ফুটফুটে দেবশিশুটা,হাত পা ছুড়ে কান্না করছে!

সাথে সাথে আমাদের এফসিপিএস ট্রেইনি ডা. সুলতানা লেবাররুম এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে রোগীর চিকিৎসা শুরু করেন,স্যালাইন ইঞ্জেকশন এন্টিবায়োটিক সহ সব ওষুধ দিয়ে রোগীর ফুল যেটা আটকে ছিল সেটা বের করেন।

অপারেশন পরবর্তী চিকিৎসার জন্য উনাকে লেবারের পাশে পিপিএইচ রুমে অব্জারভেশনে রাখা হয়।

এবার পরবর্তী সমস্যা, রোগীর তো কোন অভিভাবক নেই,তাহলে এত ওষুধ, রক্ত এত কিছু কিভাবে জোগাড় হবে!

বাচ্চাটাকেও তো নবজাতক বিভাগে পাঠানো দরকার!

এগিয়ে এলেন এম এস রেসিডেন্ট ডা. মুনিরা রোগীর ওষুধ পত্র সব নিজের টাকায় কিনলেন।

আরেক রেসিডেন্ট ডা. মৌসুমী বাচ্চাকে নিজের রেফারেন্স এ নবজাতক বিভাগে ভর্তি করালেন,ওর সব ওষুধ কিনে চিকিৎসার শুরু করালেন!

সমস্যা তো তারপর ও শেষ হয়না,রোগী একেবাইরেই বোধহীন, উনি প্রস্রাব পায়খানা বুঝতে পারেন না,বারবার কাপড়চোপড় নস্ট করতে লাগলেন!

ডা. তৃষিতা পরম মমতায় ওটি থেকে ম্যাক্সি পেটিকোট জোগাড় করে পালটে দিলেন পোশাক, ক্যাথেটার করে দিলেন যাতে বার বার প্রস্রাব এর কারনে রোগী ভিজে না যান!

সিএ ডা. সামিহা আর এম ও ডা.কানিজ ডা. নুজহাত রোগীর খাবার সহ যাবতীয় দরকারি জিনিস ব্যাবস্থা করে দিলেন!

সব তো হল!মা যে মানসিক ভারসাম্যহীন, উনি তো বাবুকে খাওয়াতে পারছেন না,বাবুর কি হবে!!

এগিয়ে এলেন ইন্টার্ন ডা. খাদিজা, পরম মমতায় বুকের দুধ দিয়ে শিশুটির জীবন রক্ষা করলেন!

যাদের কথা না বললেই নয়,গতকাল থেকে আজ পর্যন্ত ৩৩ নং ওয়ার্ড এ যেসব ডাক্তার নার্স এবং আয়ারা কর্তব্যরত ছিলেন,নিজের বোনের মত এই রোগীকে সেবা দিয়েছেন।নবজাতক বিভাগের ডা. এবং নার্সরা যারা বাবুর যত্ন করছেন!

বিভাগীয় প্রধান Fahmida Islam ইউনিট প্রধান Shoyela Shampa ম্যাডাম,নবজাতক বিভাগের প্রধান ডা. মোহাম্মদ শাহীন স্যার চমেকহা এর পরিচালক বি. জে তসলিম উদ্দিন স্যার সকল ধরনের এডমিনিস্ট্রেটিভ সহায়তা প্রদান করেছেন।

সেই নাম না জানা বোনেরা যারা রাস্তায় ডেলিভারি করেছেন এবং পুলিশ সদস্য মাজহারুল যিনি রোগিকে হাসপাতালে আনা, সকল ফরমালিটিস পালন ও ওষুধ এবং রক্ত জোগাড় করেছেন!

মাননীয় চট্রগ্রাম জেলা প্রশাসক রোগিকে দেখতে আসেন এবং সহযোগিতা প্রদান করেন,
সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেক দাতব্য সংস্থা.....

আমরা যারা নিত্যদিনের শত রকম ঝন্ঝাট সহ্য করেও দেশের মায়া ছাড়তে না পেরে মাটি কামড়ে পড়ে থাকি তাদের জন্য এই ধরনের ঘটনা যেন ছাই থেকে উঠে আসা ফিনিক্স পাখি..৷

এখানে মানসিক ভারসাম্যহীন রোগীকে গর্ভবতী করার মত কুলাংগার যেমন আছে,
রাস্তায় ডেলিভারি করিয়ে হাসপাতালে আনার মত মানবিক মানুষ ও এখনো আছে

সকলের সন্মিলিত প্রচেষ্টা যেভাবে এই রোগী আর তার বাচ্চাকে বাচাতে পেরেছে,

এই দেশের জন্যও ভাল কিছু বয়ে আনবে ইনশাআল্লাহ....

কার্টেসি : Dr Samira Amir Chy

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে ক্রনিক কম্পলিকেশন এর সাথে একিউট কম্পলিকেশন হয়। একিউট হচ্ছে যেটা খুব দ্রুত তৈরি ...
09/08/2025

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে ক্রনিক কম্পলিকেশন এর সাথে একিউট কম্পলিকেশন হয়।
একিউট হচ্ছে যেটা খুব দ্রুত তৈরি হয় এবং মৃত্যুঝুকিও বেশি।

এই ধরনের কন্ডিশন এ ভিডিওতে আলোচনা করা হচ্ছ্ব।

Follow Dr. Ameer Khosru H & Share the post 😊

রোগীর নাম?-আমার বউ। বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখকপালে উঠল। -বউতো বুঝলাম,নাম বলেন।-আমার নাম কলিমউদ্দিন। রোগী আমার বউ। ...
06/08/2025

রোগীর নাম?
-আমার বউ।
বৃদ্ধের সলাজ হাসি দেখে আমার চোখকপালে উঠল।
-বউতো বুঝলাম,নাম বলেন।
-আমার নাম কলিমউদ্দিন। রোগী আমার বউ।
-আরে চাচা বুঝলামতো! আপনার নাম কলিমউদ্দিন,রোগী আপনার বউ,রোগীর নামটা বলেন।
মনে মনেভাবলাম,কী আপদ!
তখন বেলা সাড়ে এগারটা। সরকারী হাসপাতালের বহির্বিভাগ। রোগী দেখছি। একজন বিশেষজ্ঞ স্যার ছুটিতে আছেন। হাসপাতালের অন্তর্বিভাগের রোগী দেখা শেষ করে মাত্রই এসে বসেছি স্যারের সুনির্দিষ্ট চেয়ারে, আমি নাদান মেডিকেল অফিসার। বাইরে আরো শ দুই রোগী লাইনে দাঁড়ানো।
সামনে পিঠ কুজো করে বসে থাকা নোংরা,মলিন শার্ট পরিহিত প্রায় অশীতিপর বৃদ্ধ তার গালের ঝুলে পড়া চামড়ায় একটু হাত বুলিয়ে ইতস্তত হয়ে হাসলেন। নাকের উপর মোটা কাঁচের চশমাটা ঠিক করলেন। ভাঙা কন্ঠস্বর।
-বউয়ের নাম স্মরন করতি পারছুইন্না মা। বিয়ে হয়েছে আজকা ষাইট বৎসরের মত। হ্যায় ছিল এতিম,হের বয়স ছিল নয়, আমার সতের। আমি তহন থেইকা ডাকি বউ,আর বাকীরা সব ডাকত কলিমউদ্দিনের বউ। আমার ছাওয়ালরা ডাকত আম্মা, হেগো নাতিরা ডাকে দাদী। হ্যার নাম হের নিজেরো স্মরনে নাই। হিহি।
আমুদে রোমান্টিক বুড়ো দেখি!
ঢোক গিললাম একটা।
কী মুশকিল। প্রেসক্রিপশনে রোগীর নামতো আর কলিমউদ্দিনের বউ,অমুকের আম্মা,তমুকের দাদী লেখা যায়না। আমি তাই ভাঙাচোরা হস্তাক্ষরে গটগট করে লিখলাম, রোগীর নাম, মিসেস কলিমউদ্দীন।
-বয়স কত দিব চাচা?
-হের বয়স আর কত অইব। আমারতো এহনো আঠার বছর মনে অয়। সাজলে মনে অয় লায়িকা শাবনূর।
এবার আমি হেসে ফেললাম। ঘোলাটে চশমার আড়াল হতে বৃদ্ধ যেভাবে প্রেমময় দৃষ্টিতে স্ত্রীর মুখপানে চেয়ে কথাটি বললেন না হেসে পারা গেল না। বৃদ্ধাকে দেখলাম স্বামীর চোখে চোখ রেখে ইশারা করছেন। মৃদু শাসন বোধহয়। মুখে হাসি। সামনের সারির একটা দাঁত বোধহয় কোথাও ঘুরতে গেছে। পান খেয়ে লাল টুকটুকে ঠোঁট।
-কী সমস্যা আপনার চাচী?
চাচী উত্তর দেওয়ার আগেই চাচার ত্বরিতগতিতে জবাব,
- রাইতে নাক ডাকে। আমি ঘুম যাতি পারিনা।
এবার চাচীর বাঁজখাই গলা শোনা গেল
-মিছা কথা বলবেননা আব্বাসের বাপ। আমি নাক ডাকিনা। আপনে কানে বেশি শোনেন। কতবার বললাম আপনেরে কানের ডাক্তর দেখান।
চাচা মিনমিন করে বললেন,
-আল্লার কিরা।
-কিরা কাটি মিছা কথা বলবেন না। আমি নাক ডাকিনা। নাক ডাকলে আমার ক্যান ঘুম ভাঙে না?
প্রমাদ গুনলাম,বৃদ্ধ দম্পতির ঝগড়া দেখে। বাইরে রোগীর শোরগোল বাড়ছে। এরি মাঝে আমার মুঠোফোনে একটা বার্তা এসেছে।
মুঠোফোন হাতে নিলাম। বার্তাটা পাঠ না করেই রেখে দিলাম।
তারপর প্রেসক্রিপশনে রেফারড টু ইএনটি লেখার আগে শেষবারের মত প্রশ্ন করলাম।
-আর কোন সমস্যা আছে চাচী?
-আপনে এট্টু বাইরে যান। আমি আপার লগে এট্টু কথা বলব।
-আমার সামনে বলো।
-যান না বাহিরে।
চাচা মুখ বেজার করে বের হয়ে গেলেন।
আমি মনযোগ দিয়ে চাচীর বাদবাকী সমস্যা শুনলাম। শোনা শেষে বললাম,
-আপনারতো গাইনির ডাক্তার দেখাতে হবে। চাচাকে নিয়ে দুইশ দশ নাম্বার রুমে চলে যান।
বৃদ্ধা খুশিমনে প্রেসক্রিপশন হাতে বেরিয়ে গেলেন।
আমি হাঁক ছাড়লাম পরবর্তী রোগী পাঠানর জন্য। আরো ঘন্টাখানিক বসে বসে হাতের ব্যায়াম করো থুড়ি প্রেসক্রিপশন লিখো।
লিখতে লিখতে ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই। খিদেটা চাগিয়ে উঠেছে,
রোগী দেখায় ইস্তফা দিয়ে ক্যান্টিনে যাচ্ছি হালকা কিছু খেয়ে নিতে।
হাসপাতালের সামনে একটা গোল চত্বর আছে। এপ্রনটা ব্যাগে ঢুকিয়ে হাঁটতে হাঁটতে চত্বরের কাছাকাছি এসে দেখি সেই বৃদ্ধা মহিলা বসে আছেন। হাপুস নয়নে কাঁদছেন।
আমি কৌতূহলবশত কাছে গেলাম।
-কী হয়েছে চাচী?
-আপনের চাচাকে খুঁজি পাতিসিনা।
-সে কী! সাথে আর কেউ আসেনি?
- ছাওয়ালরাতো আমরার লগে থাকেনা। খোঁজও নেয়না।
-মোবাইল আছে সাথে?
-আমরার আবার মোবাইল!
-তাহলেতো সমস্যা।
আমি সমবেদনা জানালাম।
-বসে থাকেন চাচা হয়ত আশেপাশে বাথরুমে গেছে। চলে আসবে।
আমার সান্ত্বনাসূচক বাক্যেও বৃদ্ধার কান্না থামলনা।
-ও আববাসের বাপ,আপনে কই...
বলতে বলতে বোরখার খুটে বারবার চোখ মুছতে লাগলেন।
বৃদ্ধার বিলাপকে পেছনে রেখে অস্বস্তি নিয়ে পা বাড়ালাম।
ক্যান্টিনে ঢুকেই একটা সমুচা,আর এক কাপ চা। চিনিটা এত বেশি হয়ে গেছে। চা শেষ করতে সময় লাগল। বিল দিতে যেয়ে খেয়াল হলো পার্সখানা বহির্বিভাগের চেম্বারে ফেলে এসেছি। ক্যান্টিনের ম্যানেজারকে ডেকে বললাম বিষয়টা।
চিরাচরিত হাসিটা হেসে ম্যানেজার কাশেম মিঞা বলল,আপা কেনো সমস্যা নাই। আপনে যাওয়ার সময় টেকা দিয়ে গেলেই হবে।
ক্যান্টিন হতে বের হয়ে গুটি গুটি পায়ে হেঁটে ফের হাসপাতালে ঢুকব দেখি সেই গোল চত্বরে বৃদ্ধার পাশে এখন বৃদ্ধ বসে আছেন, এক হাতে দুটো সবুজ রংয়ের সস্তা আইসক্রিম।
আরেকটু সামনে যেয়ে দেখি বৃদ্ধা তখনো কাঁদছেন, আর কলিমউদ্দীন সাহেব অন্য হাতে বউয়ের ভেজা গাল মুছে দিচ্ছেন।
দ্বিপ্রহরের কড়া রোদ তখন মাথার উপর। ঈশানকোণে এক টুকরো মেঘ জমেছে যদিও। রোদের তীব্রতা তাতে কমেনি। পশ্চিম দিকে মর্গের পাশে থাকা আকাশমনি গাছটা হতে একটা বেনে বউ পাখি ডাকল কি ডাকল না,আমি মুগ্ধ চোখে বৃদ্ধ দম্পতিকে দেখতে থাকি।
কাছে গিয়ে বললাম,
-কী চাচা কই হারায়ে গিয়েছিলেন?
-একটু পলায়ে ছিলাম। দেখতাছিলাম আমারে না পালি আপনার চাচী কী করে। কেমন কানতাসিল। হিহি।
-কথা বলবেন না আমার লগে।
বৃদ্ধার কন্ঠ শুনে বোঝা গেল বাড়ি গেলে চাচার আজকে দফারফা হয়ে যাবে।
-আইসকিরিম খাও বউ। ও বউ।
আমি মৃদু হাসলাম।
কে বলবে এনারা নববিবাহিত দম্পতি নয়। ছেলেমানুষের মত ঝগড়া করছেন,মান অভিমান করছেন।
-তুমি আমারে তহন বাহির করে দিলা ক্যান?
-শরমের কথা আপনের সামনে বলা যায়? আস্তাকফিরুল্লাহ।
-আচ্ছা আইসকিরিম খাও।
আমি হাসলাম। জীবন সায়াহ্নে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুজন মানুষ,একটা জীবন এক সাথে হাতে হাত রেখে কাটিয়ে দেওয়া দুজন মানুষ, সবুজ রংয়ের সস্তা আইসক্রিম খেতে খেতে ফোঁকলা মুখে হাসছেন। বার্ধক্যে জরাজীর্ণ একের হাতের উপর অন্যের হাত রাখা, দুর্বল হাতে সেই হাতখানা শক্ত করে ধরে রাখা। মৃত্যু ছাড়া সে বাঁধন ছিন্ন করবে সাধ্যি আছে কার?
দৃশ্যটা পেছনে ফেলে অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকি। অন্যমনস্ক হয়েই ব্যাগ হতে মুঠোফোন বের করলাম। সকাল সাড়ে এগারটায় বার্তা এসেছে,
-ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি।
ফোনের ইনবক্সে অন্তত শ খানেক বার্তা এসেছিল এর আগে, যার সারাংশ ছিল " আরেকবার ভেবে দেখবে,প্লিজ?"
থমকে গেলাম খানিক। আকাশের রং বদলাল কী ভীষন দ্রুত। ছায়াময় হয়ে উঠেছে আমার চারপাশ। এখন একটু হাহাকার নিয়ে হাত বাড়ালেই প্রকৃতি সে হাত ভরিয়ে দেবে বিরামহীন বর্ষণে।
একসময়কার প্রিয় নাম্বারটায় ফোন দিলাম আমি। গলা কাঁপছে। রিং বাজতেই অন্য পাশ হতে আসাদ ফোনধরবে। ওকে আজ বলতে হবে অনেকদিন এক সাথে আইসক্রিম খাইনি।
#কলিমউদ্দীনের_বউ
লেখাঃ Dr.Jahan sultana

(লেখাটি হয়তোবা কাল্পনিক, সত্য নয়। তবে কখনো সখনো ভ্রান্তিই ভাল লাগে। ভূল থেকে যদি বাস্তবের কোন ভূল শুধরায় তবে খারাপ কি!)

The Choice is aways yours! সিদ্ধান্ত সব সময় আপনার।ভিজিট নিয়েএতো কথা বলার কিছু নেই॥অন‍্যান‍্য দেশে ভিজিট আরো বেশি॥ভিজিট ক...
06/08/2025

The Choice is aways yours!
সিদ্ধান্ত সব সময় আপনার।

ভিজিট নিয়েএতো কথা বলার কিছু নেই॥
অন‍্যান‍্য দেশে ভিজিট আরো বেশি॥

ভিজিট কতো!!! চা/কফি যদি শেরাটনে হোটেলে খেতে চান ৫০০ টাকা আর টং এর দোকানে ১০-১৫টাকা॥

রোগীর ভিজিট কত হবে তা নির্ভর করে আপনি কোথায় কার কাছে চিকিৎসা নিচ্ছেন তার উপরঃ
১)সরকারি হাসপাতালে ১০ টাকার টিকেট॥
২)MBBS চিকিৎসক-৩০০-৪০০ টাকা॥
৩)স্পেশালিস্ট Asst Professor/Associate Prof/Professor -1000-3000tk.

***আপনাকে কেউ জোর করে ডেকে আনেনা, আপনি স্বেচ্ছায় পছন্দ ও সামর্থ্য অনুযায়ী ডাক্তার দেখাবেন॥

***আর আপনি গরীব এটা বলার পর ভিজিট কমায় না এমন ডাক্তার নেই॥

***যেখানে রোগীর চাপ বেশি সেখানে সার্ভিস এর কোয়ালিটি ও খারাপ।

*** চিকিৎসা নিতে এসে যদি আপনি মামা বাড়ির আবদার করে বসেন তখন আপনাকে বিব্রত হতেই হবে।

*** আর ঐকিক নিয়মে অংক করবেন না, ৫০-৬০ টা রোগী দিনে এতো হাজার মাসে এতো লাখ॥Actual scenario is not like that বেশিরভাগ ৯৫% ডাক্তারের এতো রোগী হয় না

©ইসমে আজম জিকো।।
ইয়াং নিউরোসার্জন

হৃদরোগ/হার্ট এটাক এর রোগী যাদের হার্টে রিং পড়ানো লাগে তাদের জন্যে সুখবর। করোনারী ষ্ট্যান্টের দাম তৃতীয় দফায় কমলো। আমেরিক...
05/08/2025

হৃদরোগ/হার্ট এটাক এর রোগী যাদের হার্টে রিং পড়ানো লাগে তাদের জন্যে সুখবর।

করোনারী ষ্ট্যান্টের দাম তৃতীয় দফায় কমলো। আমেরিকান ৩য় জেনারেশন সবচেয়ে ভালো ষ্ট্যান্টের দাম নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা। ৪/৫ বছর আগে ও এগুলোর দাম ছিলো ২ লাখের উপরে। ৩য় ধাপে কমে এই মুল্যে এসে ঠেকেছে।
আমেরিকান ২য় জেনারেশন ষ্ট্যান্ট এর মুল্য ৭০ থেকে ৭২ হাজার টাকা।
ইউরোপীয়, জাপান, কোরিয়া, সিংগাপুর, ভারতীয় ষ্ট্যান্টের মুল্য ৪৫ হাজার থেকে ৬৮ হাজার টাকা।

তবে দাম কমার খুশিতে আবার বেশি বেশি গরু গোশত,খাসির গোশত খাইয়েন না।

নিয়ন্ত্রিত জীবন যাপন করুন
সুস্থ থাকুন।

#রিং #স্টেন্ট #সুখবর

আমাদের চিকিৎসক দের অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। বার বার বলার পরেও মানুষ যখন শর্ট কার্ট চায়, সঠিক জায়গা থেকে(রেজিস্টারড)  এম ...
02/08/2025

আমাদের চিকিৎসক দের অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। বার বার বলার পরেও মানুষ যখন শর্ট কার্ট চায়, সঠিক জায়গা থেকে(রেজিস্টারড) এম বি বি এস চিকিৎসক থেকে চিকিৎসা না নিয়ে পথে ঘাটের ক্যানভেসার কিংবা ঔষধ এর দোকানের পরফেসার সাহেব থেকে চিকিৎসা নিতে চায় তখন এমনি হয়।

নিম্নোক্র ছবিও তথ্য আমার এক চিকিৎসক ভাই এর কাছ থেকে নেয়া।

"আমি হাল ছেড়ে দিয়েছি সেই কত কাল আগেই🥲🥲

যে বা যারা নিজের চর্মচক্ষু খুলে প্রকৃতিকে দেখতেই চায়না তাকে আপনি জোর করে কতটুকুই বা দেখাতে পারবেন???

বাচ্চার মুখে দাদ বা সম্ভবতঃ এমন কিছু হয়েছে।ছোট বাচ্চা, বয়স আর কত। বাচ্চার বাবা আর মা খুব সম্ভবত ফেইসবুকের চটকদার বিজ্ঞাপন বা ক্যানভেসার এর কাছ থেকে শুনে এই "গ্যাকোজিমা" নামক বাচ্চার মুখে লাগিয়েছেন।

পরিণতি আপনারাই দেখুন ছবিতে।

ছোট্ট শিশুটির চামড়া পুড়ে গেছে।কি বিভৎস!!!!
আজীবনের জন্যে মুখে ক্ষত/এর দাগ নিয়ে তাকে বাচতে হবে। "

অথচ একজন রেজিস্টারড এম বি বি এস চিকিৎসক এর পরামর্শ নিলে,কিছু অর্থ ব্যয় করলে, সচেতনতার পরিচয় দিলে এই অবস্থা হতো না।

- আমি জানি এসব না লিখে ফানি কন্টেন্ট, কমেডি কিংবা সুড়সুড়ি জাতীয় কিছু দিলে ভিউ, এনগেজমেন্ট ,রিচ , শেয়ার এসব ভালো হতো।

কিন্তু আমার বিবেক এ বাধে।তাই বারবার এসব বলি।

ফেইসবুক এর কন্টেন্ট ক্রিয়েটর একজন পুলিশ কর্মকর্তা/কর্মচারী তার পেইজের ফলোয়ার, এনগেজমেন্ট,ভিউজ মতান্তরে ইনকাম বাড়ানোর জন্...
02/08/2025

ফেইসবুক এর কন্টেন্ট ক্রিয়েটর একজন পুলিশ কর্মকর্তা/কর্মচারী তার পেইজের ফলোয়ার, এনগেজমেন্ট,ভিউজ মতান্তরে ইনকাম বাড়ানোর জন্যে চিকিৎসক দের নিয়ে যা না তা লিখে যাচ্ছেন।

আমার একটা প্রশ্ন-" মানুষ চিকিৎসা সেবা তো পাচ্ছে। রাস্তায় রাস্তায় তো আর লাশ পড় নেই। সরকারি তে কম পেলে ,অন্তত বেসরকারী তে তো চিকিৎসা পাচ্ছে।

কিন্তু পুলিশে সার্ভিস না পেলে কি হবে?
দেশে বেসরকারি পুলিশ কি আছে?
বেসরকারি বিচার ব্যবস্থা কি আছে?

হাজার হাজার মানুষ তার উপর ঘটে যাওয়া অন্যায়ের বিচার কি পাচ্ছে?
দেশের আইন শৃংখলা পরিস্থিতি কি সবার মন মত আছে?"

নাকি কিছুদিন পর মানবিক পুলিশ শওকত সাহেব এর মত ইনি চাকুরি ছেড়ে ব্যবসায় নামবেন?

****Very Important Information******জনস্বার্থে শেয়ার করুন। পরিচিত সংশ্লিষ্ট রোগী/ব্যক্তিদের জানিয়ে দিন।* আপনার আন্তরিক শ...
01/08/2025

****Very Important Information***
***জনস্বার্থে শেয়ার করুন। পরিচিত সংশ্লিষ্ট রোগী/ব্যক্তিদের জানিয়ে দিন।
* আপনার আন্তরিক শেয়ার/প্রচারে একজন রোগাক্রান্ত ব্যক্তি/তার পরিবার এর কিছুটা হলেও উপকার হতে পারে।

স্থান: চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।
সমাজসেবা বিভাগ, ৫ম তলা(প্রশাসনিক ভবন)

যেসব ব্যক্তি
১. ক্যান্সার জনিত রোগ
২. কিডনি রোগ ও তার জটিলতা
৩. লিভার সিরোসিস
৪. স্ট্রোক এর কারণে প্যারালাইজড
৫. জন্মগত হৃদরোগ
৬. থ্যালাসেমিয়া

এই সকল রোগের আক্রান্ত ব্যক্তিগণ নির্ধারিত আবেদন ফরম সঠিক ভাবে পূরণ করে সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্ট সহ রেজিষ্ট্রেশন করুন ২/০৮/২০২৫ দুপুর ২ টার মধ্যে।

এখানে যাদের নাম্বার আছে তাদের সাথে যোগাযোগ করে রেজিষ্ট্রেশন করতে পারবেন। অথবা সরাসরি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে এসে রেজিষ্ট্রেশন করতে পারবেন।

***বিস্তারিত তথ্যের জন্যে সংযুক্ত নোটিশ টি দেখুন।

(আমার সাথে এই অনুদানের কোন সংশ্লিটতা নেই। সরাসরি উল্লেখিত স্থানে দ্রুত যোগাযোগ করুন)

*** শেয়ার করে জানিয়ে দিন তাদের , যাদের আসলেই প্রয়োজন।
©

যে কোন অবস্তাতেই নিজের স্বাস্থ্য সম্পর্কে , রোগ সম্পর্কে অবহেলা করবেন না। নতুবা এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতেও হ...
01/08/2025

যে কোন অবস্তাতেই নিজের স্বাস্থ্য সম্পর্কে , রোগ সম্পর্কে অবহেলা করবেন না। নতুবা এমন বেদনাদায়ক পরিস্থিতির মুখোমুখি হতেও হতে পার আমাদের।

সংগৃহীত পোস্ট।
সবার সচেতনতার জন্যে শেয়ার করা।

***পুত্রবধুর আশায় পথ চেয়ে থাকা মায়ের কোলে ফিরল নিথর ছেলে..

মা পথ চেয়ে বসেছিল ছেলে তার পুত্রবধূ নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে এলো নিথর দেহে!

সারাদিনের আনন্দময় বিয়ের অনুষ্ঠান শেষে বিয়ের পিড়িতে বসা হলোনা অমিত কুমারের। বর অমিত কুমার সরকার তার মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হয়ে আবেগভরে বিদায় নিচ্ছিলেন কনের বাড়িতে। সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জড়িয়ে ধরেন তিনি। পাশে ছিল আরও কয়েকটি গাড়ির বহর, সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত।☹️

কিন্তু কে জানতো জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটিই হবে অমিতের জীবনের শেষ যাত্রা⁉️

যাত্রাপথেই হঠাৎ অমিতের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে গৌরীপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হয়। ঢাকার ল্যাবএইড হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার।😪

এই হৃদয়বিদারক মৃত্যু শুধু একটি প্রাণকেই নিভিয়ে দেয়নি, ভেঙে দিয়েছে দু'টি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যানভাস। বিয়ের সিঁদুর পরার অপেক্ষারত কনের জন্য এ যেন এক অন্ধকার পৃথিবীর দ্বার!

গতকাল অর্থাৎ ৩১শে জুলাই ২০২৫-এর এই মর্মান্তিক ঘটনা প্রমাণ করে জীবনের অনিশ্চয়তা কতটা নিষ্ঠুর হতে পারে‼️🤗🥺😭😭

⚠ বন অধিদপ্তরের উদ্যোগে সর্পদংশনে সচেতনতা অ্যাপ ⚠!!! সঠিক তথ্যই জীবন বাঁচাতে পারে !!!বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ লক্ষ মা...
27/07/2025

⚠ বন অধিদপ্তরের উদ্যোগে সর্পদংশনে সচেতনতা অ্যাপ ⚠
!!! সঠিক তথ্যই জীবন বাঁচাতে পারে !!!

বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪ লক্ষ মানুষ সর্পদংশনের শিকার হন, যার মধ্যে ৭৫০০ জনের মৃত্যু ঘটে। বেশিরভাগ মৃত্যু হয় প্রচলিত কুসংস্কার, ওঝা বা বেদের কাছে ভুল চিকিৎসা ও দেরিতে হাসপাতালে নেওয়ার কারণে। সর্পদংশন প্রতিরোধ ও অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা ও সঠিক তথ্য জানা।

আপনি জানেন কি?
সর্পদংশন প্রতিরোধ ও দ্রুত চিকিৎসার মাধ্যমে আপনি/আপনার জীবন বেঁচে যেতে পারে।

বন অধিদপ্তরের উদ্যোগে তৈরি "সর্পদংশনে সচেতনতা অ্যাপ" আপনার জন্য নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সব তথ্য, যা আমাদের জীবন বাঁচাতে পারে।

সর্পদংশনে সচেতনতা অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারসমূহ:

🔍 বিষধর ও নির্বিষ সাপ চেনার সহজ উপায়-বিভিন্ন প্রজাতির সাপ ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবেন।

🩺 সর্পদংশন পরবর্তী লক্ষণ, উপসর্গ ও করণীয়- বিষধর ও নির্বিষ দংশনের লক্ষণ এবং তাৎক্ষণিক করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য।

📌 সর্পদংশনের প্রাথমিক চিকিৎসা – সঠিক প্রাথমিক চিকিৎসা কীভাবে করবেন এবং কী করবেন না, সে সম্পর্কে দিকনির্দেশনা।

🏥 সর্পদংশনের পর নিকটস্থ হাসপাতাল ও এন্টিভেনমের তথ্য প্রাপ্যতা – দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা হাসপাতালের ঠিকানা ও জরুরি মোবাইল নম্বর।

🚨সর্পদংশন সম্পর্কিত প্রচলিত কুসংস্কার ও বৈজ্ঞানিক ব্যাখ্যা – ভুল ধারণা ও কুসংস্কার দূর করতে সঠিক তথ্য।

📱 আপনার এলাকায় সাপ উদ্ধারের জন্য প্রশিক্ষিত রেস্কিউয়ারদের মোবাইল নম্বর – নিরাপদে সাপ উদ্ধার ও স্থানান্তরের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ।

🚨 জরুরি চিকিৎসা ও জাতীয় জরুরি নাম্বার সংরক্ষণ– সাপসহ যে কোন বন্যপ্রাণী উদ্ধারে দ্রুত সাহায্যের জন্য প্রয়োজনীয় নম্বর সংগ্রহ করুন।

💡 সর্পদংশনের সময় কী করবেন ও কী করবেন না – জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

✅ সর্পদংশন প্রতিরোধে করণীয় – ঘর ও আশেপাশের পরিবেশ কীভাবে সাপমুক্ত রাখবেন তার বিস্তারিত গাইডলাইন।

সঠিক সময়ে সঠিক তথ্য জানুন, নিজের ও প্রিয়জনের জীবন রক্ষা করুন– সর্পদংশন থেকে রক্ষা পেতে এখনই অ্যাপটি ডাউনলোড করুন।

ডাউনলোড লিংক:
📲 Android: https://play.google.com/store/apps/details?id=com.smartsoftware.snakebite
📲 iOS: https://apps.apple.com/us/app/snake-bite-awareness-app/id6504925995

📌 অথবা নিচের QR কোড স্ক্যান করুন:

🚨 বেশি বেশি শেয়ার করুন ও সকলকে সচেতন করুন!

#সর্পদংশন #বনঅধিদপ্তর #জীবন_বাঁচান #সচেতনতা #জরুরি_তথ্য

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ameer Khosru H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ameer Khosru H:

Share