13/12/2021
সবাইকে মনের অন্তস্থল থেকে আমাদের পেইজে স্বাগতম😊
আপনার কাঙ্খিত বিশেষজ্ঞ ডাক্তারের তথ্য এখন আপনার হাতের মুঠোয়🤳
আমাদের হঠাৎ করেই এমন সময় এসে যায় যে,কোনো একজন বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল নিতে হয়,কিন্তু সিরিয়াল নেওয়ার ফোন নাম্বার পায় না। আবার বিশেষজ্ঞ ডাক্তারের শিডিউল কখন বা ওনি কাছের আরো কোন কোন ডায়াগনস্টিক সেন্টারে বসেন,সে বিষয়েও আমাদের নানান জনের সাহায্য নিতে হয়।
আর এই সমস্যা নিরসনে আমরা একটা অ্যাপ ডেভেলপ করছি যেটার নাম 🩺 Easy Health & Find Your Doctor 🩺
অ্যাপে যা যা সুবিধা পাওয়া যাবে👇
✅ নতুন ইউজার হলে, যে উপজেলা দিয়ে রেজিস্ট্রেশন করবেন,আপনাকে সে উপজেলার সমস্ত ডায়াগনস্টিক সেন্টার দেখানো হবে।
✅ সাথে উপরের সার্চ-বার থেকে আপনি যেকোনো ডাক্তারের নাম,ডায়াগনস্টিক সেন্টারের নাম কিংবা ডাক্তারের স্পেশালিটি দিয়ে কাঙ্খিত সেবা নিতে পারেন।
✅ডাক্তারের প্রোফাইলে ক্লিক করলেই, তিনি আরও কোন কোন ডায়াগনস্টিক-এ চেম্বার করেন,সেটা জানা যাবে।
✅ মেনুবার হতে জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক এডভান্স সার্চ অপশন রয়েছে।
✅জেলাভিত্তিক সার্চে আপনি নির্দিষ্ট জেলা সিলেক্ট করে, সে জেলার সমস্ত ডায়াগনস্টিক এবং ডাক্তারের ডিটেইল সার্চ করলেই পেয়ে যাবেন।
✅ আর যদি আপনি আপনার উপজেলার বাইরের কোনো নির্দিষ্ট উপজেলা কিংবা সিটির ডাক্তার ছোট পরিসরে খুঁজতে চান,সেক্ষেত্রে উপজেলা ভিত্তিক অপশন বেচে নিতে পারেন।
✅ ভাষা ইংরেজি এবং বাংলা উভয়েই রয়েছে।
✅আপনার নির্দিষ্ট বিশেষজ্ঞ ডাক্তার ফেবারিটে সেট করে রাখলে,পরবর্তীতে সহজেই ফেবারিট অপশনে সহজেই সেই বিশেষজ্ঞ ডাক্তার পেয়ে যাবেন।
আপনার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কিংবা আপনি কোনো তথ্য না পেলে, মেনুবার হতে মেসেজ অপশনে গিয়ে সরাসরি অ্যাপ অথোরিটিকে মেসেজ করে সমস্যার কথা জানাতে পারেন🔴
আপনি যাতে যেকোনো প্রয়োজনীয় মুহুর্তে ডাক্তারের শিডিউল সম্বন্ধে জানতে পারেন,সেজন্যে এখনই অ্যাপটি ইনস্টল করে রেখেদিন আপনার ফোনে📲
Easy health & FYD প্রয়োজনে সবসময়❤️
বিঃদ্রঃ প্রতিনিয়ত ডাটা আপডেট হচ্ছে। আপনার কাঙ্খিত বিষয় না পেলে আমাদের মেসেজে জানাতে পারেন।ডায়াগনস্টিক সমুহ নিজেদের এক্সেস নিবে বিধায় আশাকরি আপনারা সঠিক ডাটা পাবেন😊
App Link Comment Section Bellow👇