Our Story
বন্দরনগরী চট্টগ্রামের সর্বপ্রথম টেস্ট টিউব বেবী সেন্টার এবং বাংলাদেশের প্রথম Modular IVF Lab সমৃদ্ধ
সারা বিশ্বে প্রতি ১০ জন দম্পতির মধ্যে ১ জন বন্ধ্যাত্বে ভুগছে। বন্ধ্যাত্বের জন্য শুধু নারী নয়, পুরুষদের সমস্যাও দায়ী। বন্ধ্যাত্ব থেকে সন্তান ধারণ পর্যন্ত সব পর্যায়ের পরিপূর্ণ সুচিকিতসার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত সুদক্ষ চিকিতসকদল ও অত্যাধুনিক ল্যাবরেটরি নিয়ে সার্জিস্কোপ হসপিটালে রয়েছে “সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার”।
আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) বা টেস্ট টিউব পদ্ধতি হচ্ছে মানবদেহের বাইরে ভ্রুণ তৈরি করে জরায়ুতে পুনঃস্থাপনের মাধ্যমে গর্ভ ধারণ করার পদ্ধতি। এটি হচ্ছে বন্ধ্যত্বের চিকিত্সায় সর্বজন স্বীকৃত আধুনিক একটি পদ্ধতি। বিভিন্ন রোগের যেমন বিভিন্ন চিকিত্সা পদ্ধতি রয়েছে, তেমনি এইপদ্ধতিরও বিভিন্ন কৌশল রয়েছে। এই চিকিৎসার দ্বারা অনেক বন্ধ্যা নারী ও পুরুষ সন্তানের মাতা পিতা হতে পারেন।
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার-এর সেবাসমূহঃ
১. টেস্ট টিউব বেবী / ইন-ভিট্রো ফার্টিলাইজেশন ( IVF)
২. ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন (ICSI)
৩. ইনট্রাইউটেরাইন ইনসেমিনেশন (IUI)
৪. পারকিউটিনিয়াস এপিডিডাইমাল স্পার্ম এস্পিরেশন (PESA)
৫. টেস্টিকুলার স্পার্ম এস্পিরেশন (TESA)
৬. টিউবাল রিকনস্ট্রাক্টিভ সার্জারি
৭. জরায়ুর বিভিন্ন সমস্যার সার্জারি যেমনঃ মায়োমেকটমি, এডিনোমায়োমেকটমি, সাইনোকিয়া ইত্যাদি
৮.বার বার গর্ভপাতের চিকিতসা (RPL)
৯. শুক্র ও ভ্রুনের দীর্ঘমেয়াদী সংরক্ষন (Cryopreservation)
১০. ল্যাপারস্কপিক / হিস্টেরস্কপিক সার্জারি
১১. হিস্টেরোসালফিনগ্রাম, স্যালাইন ইনফিউশন সনোগ্রাম
১২. ট্রান্সভেজাইনাল সনগ্রাফি ( TVS)
১৩. বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে বীর্য পরীক্ষা (Semen Analysis) ১৪. স্পার্ম ডিএনএ ফ্রাগমেন্টেশন ( SDFI)
১৫. স্পেশাল টেস্টঃ ফ্রুক্টোস, ভাইটালিটি ও এইচওএস (HOS)
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টারের বিশেষজ্ঞ চিকিতসকবৃন্দঃ
১. ডাঃ রোকেয়া বেগম
এফসিপিএস, এমএস (অবস এন্ড গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ
ল্যাপারস্কপিক এন্ড হিস্টেরস্কপিক সার্জন
প্রফেসর
অবসটেট্রিকস এন্ড গাইনিকোলজি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, বাংলাদেশ।
২. ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস, এমসিপিএস, এমএস
(অবস এন্ড গাইনী)
ইনফার্টিলিটি স্পেশালিস্ট
এসোসিয়েট প্রফেসর (অবস এন্ড গাইনী)
ইউএসটিসি, ফয়’স লেক, চট্টগ্রাম, বাংলাদেশ।
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টারের অন্যান্য স্টাফবৃন্দঃ
১. তরুন কান্তি পাল
ম্যানেজার
ফোনঃ ০১৭১১৮০৯৫৯৪
২. ডাঃ নার্গিস
এমবিবিএস
মেডিকেল অফিসার।
৩. আল মামুন
এসিস্ট্যান্ট এমব্রায়োলজিস্ট (ট্রেইন্ড ইন এসিস্টেড রিপ্রোডাকশন এন্ড এম্ব্রায়োলজি)
বিএসসি (সম্মান), এমএস (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ফোনঃ ০১৮১৪২৬৬৬৭৩
৪. ফাহমিদা হক
এসিস্ট্যান্ট এমব্রায়োলজিস্ট
বি ফার্ম, এমবিএ।
৫. মোঃ আশিফুর রহমান (বিপ্লব)
ল্যাব এসিস্ট্যান্ট
ফোনঃ ০১৭১২১২৭৭১১
যোগাযোগঃ সার্জিস্কোপ ফার্টিলিটি (টেস্ট টিউব বেবী) সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিঃ, ইউনিট-২, ৪৪৫/৪৬৬, কাতালগঞ্জ, চট্টগ্রাম-৪২০৩, বাংলাদেশ। ফোন : +৮৮ ০৩১২৫৫৫১০১-৪, +৮৮০১৭৯৮৮৮১৯৩৯, +৮৮০১৭৭৭২২২৮৮৪।