QTM - Quraniq Treatment & Management

QTM - Quraniq Treatment & Management সম্পূর্ণ ইসলাম ও বিজ্ঞান ভিত্তিক অত্যাধুনিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান।

26/10/2022

কুরআনের প্রভাব!
বদলে যায় স্বভাব!
মিষ্টিগুরু (বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কুরআন শুনলে হৃদয়,প্রশান্ত হয়!
কুরআন স্পর্শ করলে,দেহ শিহরিত হয়!

কুরআন পড়লে,অন্তরে দোলা দেয়!
কুআনের অর্থ বুঝলে,জীবন বদলে দেয়!

কুরআন নিয়ে চিন্তা ও গবেষণা করলে,স্রষ্টার-
সৃষ্টির উদ্দেশ্য বুঝা যায়,ফলে জীবন হয় স্বার্থক!

22/10/2022

আল কুরআনের
অনুভব অনুভূতি!
প্রধানতঃপাঁচ ধরণের!
মিষ্টিগুরু (বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১/লিসিনিং ফীল (শ্রবণ অনুভূতি)!
অর্থাৎ কুরআন শুনলেও একটা সুন্দর অনুভূতি
তৈরি হয়!ফলে দেহ মন আত্মা প্রশান্ত হয়।
২/টাচিং ফীল (স্পর্শ অনুভূতি)!
অর্থাৎ কুরআন টাচ্ করলে,বুকে নিলে,চুমু দিলে
তখনো একটি সুন্দর অনুভূতি তৈরি হয়।ফলে
মন মেজাজ সতেজ ও ফুরফুরে থাকে।
৩/রিড়িং ফীল (পাঠ্যানুভূতি)!
অর্থাৎ কুরআন তিলাওয়াত বা পাঠ করলেও
একটা সুন্দর অনুভূতি তৈরি হয়!ফলে মন প্রান
সতেজ ও সুন্দর থাকে।
৪/মিনিং ফীল (অর্থানুভূতি)!
অর্থাৎ কুরআনের অর্থ বুঝলে তখন অন্যতম
সুন্দর এক অনুভূতি তৈরি হয়!ফলে মানুষের
কুসংস্কার ও মূর্খতা লোপ পায়!মানুষ সত্য-মিথ্যা
উপলব্ধি করতে পারে!অতপর মানুষের জীবন
হয় সুস্থ সুন্দর ও স্বার্থক!
৫/থিংকিং ফীল (চিন্তানুভূতি)!
অর্থাৎ কুরআনের প্রতিটা কথা নিয়ে চিন্তা ও
গবেষণা করলে জীবনের সর্ব শ্রেষ্ঠ অনন্য সুন্দর
অনুভূতি তৈরি হয়!ফলে মানবজীবন হয় স্বয়ং
সম্পূর্ণ স্রষ্টার প্রতিনিধিত্বশীল জীবন।
অতএব কুরআন তখনই হয় জীবন বিধান এবং
মানবজীবনের জীবন গ্রন্থ।এ কাজটা ইহুদী-
নাসারা-খৃষ্টানরা বেশি করে।মুসলমানরা খুবই
কম!তাই কুরআন মুসলমানদের কাছে এক
প্রকার ধর্মীয় গ্রন্থ জীবন গ্রন্থ নয়!

21/10/2022

রোগের সূত্রপাত
প্রধানতঃছয় ধরণের!
মিষ্টিগুরু (বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১/অযাচিত! ডাক্তার বৈদ্যের প্রয়োজন নাই।
২/পারিবারিক! -------------------×-------------------।
৩/সামাজিক! -------------------×-------------------।
৪/রাষ্ট্রিয়! -------------------×-------------------।
৫/মানসিক! --------------------×------------------।
৬/শারীরিক! --------------------√------------------।

# অযাচিত রোগঃ এক প্রকার কল্পনাতীত রোগ!
যাদু-টুনাসহ মনের ভাবনায় তৈরি রোগ ইত্যাদি।
এ রোগের জন্য কোন ডাক্তার বৈদ্য,ঔষধ পত্রের
প্রয়োজন নাই।উপায় জানলে নিজেই নিজের
চিকিৎসা করতে পারবেন ইনশা'ল্লাহ।

একিভাবে ২,৩,৪,৫,৬ নং রোগেরও উপায় জানলে নিজে নিজেই ব্যবস্থা নিতে পারবেন ইনশা'ল্লাহ।

তবে যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নিলে রোগগুলো
শারীরিক রোগে রূপান্তর হলে অবশ্যি বিশেষজ্ঞ
ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে।যা অত্যন্ত ব্যয়বহুল

তাই উল্লেখিত ছয় ধরণের রোগ শারীরিক রোগে
রূপান্তর হওয়ার আগেই কুরআনিক চিকিৎসার
উপায় জেনে নিজের চিকিৎসা নিজে করুন!
মহান রাব্বুল ইজ্জতের দয়ায় ভাল হয়ে যাবেন।

19/10/2022

তাবিজ নয়!
পানি পড়া নয়!
নিজের ডাক্তার,
নিজে হোন!
নিজের বৈদ্য নিজে!

কুরআন-হাদীস ও
বিজ্ঞানের আলোকে,
সুস্থ সুন্দর জীবন
গঠনের উপায় জানতে,
কিউটিমের সাথে থাকুন!

কুরআন,মানবজীবনের, অন্যতম অনুপ্রেরণা!মিষ্টিগুরু (বন্ধুস্যার)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!কুরআনের প্রত্যেকটা কথা,মনবজীব...
17/10/2022

কুরআন,
মানবজীবনের,
অন্যতম অনুপ্রেরণা!
মিষ্টিগুরু (বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কুরআনের প্রত্যেকটা কথা,
মনবজীবনের অন্যতম অনুপ্রেরণা!

তবে দুঃখজনক হলেও সত্য যে,
কুরআনকে আমরা সেভাবে বুঝিনা!

যেমন ধরুন শুধু একটা "আলিফ"!
"আলিফ'' দিয়ে যদি বলি " আল্লাহ"!
আর "আল্লাহ" হলো প্রবল শক্তির প্রতীক!

অতএব এ শক্তির উপর যখন যে কারো সুদৃঢ়-
বিশ্বাস তৈরি হবে!সে নিশ্চিত বিজয়ী নির্ভীক!

হাদীসের এপিট ওপিট!মিষ্টিগুরু (বন্ধুস্যার)!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!১/সন্তানের জন্য মা-বাবার দোয়া কবুল হয়।   (তিরমি...
16/10/2022

হাদীসের
এপিট ওপিট!
মিষ্টিগুরু (বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

১/সন্তানের জন্য মা-বাবার দোয়া কবুল হয়।
(তিরমিজি-৩৪৪৮)
২/মা-বাবার(মৃত্যুর পরে)নেক সন্তানের দোয়া
কবুল হয়।(আবু দাউদ-২৮৮০)

এবার আসুন মা-বাবার দোয়ায় নেক সন্তান তৈরি
হয়!অতপর সে নেক সন্তান মা-বাবার জন্য সদকায়ে জারিয়া।যা মা-বাবার মৃত্যুর পরে অনন্য
সম্পদ এবং মা-বাবার পূণ্য আমল জারি রাখার
অন্যতম মেশিন।
তা'হলে সে সন্তানকে যদি মা-বাবা বদ দোয়া তথা
অভিশাপ দেয়!তখন সন্তান কি নেক সন্তান হবে?
অতপর নেক সন্তান যদি না হয়!তা'হলে আসল
ক্ষতি কার?সন্তানের না মা-বাবার?
সুতরাং "তু'দিয়ারে মু'দিয়া-ন'দিয়ারে কি দিয়া"!
মা-বাবার আগে নেক সন্তানের জন্য আল্লাহ'র দরবারে দোয়া করতে হবে,তারপর নেক সন্তান
মা-বাবার জন্য আল্লাহ'র দরবারে দোয়া করবে।

মানুষেরবিবেকেকুরআন!মিষ্টিগুরু (বন্ধুস্যার)!!!!!!!!!!!!!!!!!!মানবজীবনের পূর্ণাঙ্গ বিধান,শুধুমাত্র একমাত্র আলকুরআন!পবিত্র ...
15/10/2022

মানুষের
বিবেকে
কুরআন!
মিষ্টিগুরু
(বন্ধুস্যার)!
!!!!!!!!!!!!!!!!!

মানবজীবনের পূর্ণাঙ্গ বিধান,
শুধুমাত্র একমাত্র আলকুরআন!

পবিত্র কুরআনের প্রতিটা কথা,
জীবনে বয়ে আনে সুস্থতা ও পবিত্রতা!

প্রতিটা মানুষের বিবেকে কুরআনের অবস্থান,
তাই কুরআন না পেয়েও,কুরআন না বুঝেও,
পৃথিবীর ভিন্ন ধর্মেরও,অনেক মানুষ চরিত্রবান!

14/10/2022

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when QTM - Quraniq Treatment & Management posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram