Optic Nerve

Optic Nerve Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Optic Nerve, Medical and health, Chittagong.

দাঁত সুস্থ রাখতে স্কেলিং :হাত দিয়ে খাবার শেষে তৎক্ষণাত ধুয়ে ফেলা সহজ, কিন্তু দেরি হলে সাবান বা অন্য মাধ্যম প্রয়োজন। তেমন...
15/12/2022

দাঁত সুস্থ রাখতে স্কেলিং :

হাত দিয়ে খাবার শেষে তৎক্ষণাত ধুয়ে ফেলা সহজ, কিন্তু দেরি হলে সাবান বা অন্য মাধ্যম প্রয়োজন। তেমনি সঠিক নিয়মে ও সঠিক সময়ে মুখ পরিষ্কার না করলে দাঁতের পৃষ্ঠে জমে ক্ষতিকর পদার্থ। বিশেষ যন্ত্র দিয়ে তা নিরাপদভাবে পরিষ্কার করার নাম স্কেলিং। মূলত আলট্রাসনিক বা হাত স্কেলারের মাধ্যমে এ চিকিৎসা দেওয়া হয়। কত দিন পরপর স্কেলিং করতে হবে সেটা নির্ভর করে মুখের স্বাস্থ্য সচেতনতার ওপর, নিয়ম মাফিক দাঁত পরিষ্কার, ফ্লস ব্যবহার, খাদ্যাভ্যাস, শরীরের অবস্থা, দাঁতের গঠন, লালার স্বাভাবিকতা ইত্যাদির ওপর।

উপকারিতা : মাড়ি ও দাঁতের স্বাভাবিক সংযুক্তি নষ্ট হলে সুস্থ করে, দাঁতের ফাঁকে খাবার জমা, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, মন গড়া পদ্ধতিতে মুখ পরিষ্কার- ইত্যাদি ক্ষেত্রে সুরক্ষা দেয়। মুখ গহ্বরকে রোগমুক্ত রাখে। মুখের দুর্গন্ধ ও দাঁতে অবাঞ্ছিত দাগ দূর হয়। ধূমপায়ীদের জন্য অতি জরুরি।

সাময়িক অস্বস্তি : স্কেলিং অনেকটা ব্যথামুক্ত চিকিৎসা, তবে মাড়ি রোগের তীব্রতা বাড়লে দাঁত শিন শিন ও মাড়িতে ব্যথা লাগতে পারে। চিকিৎসা শেষে ২ থেকে ৩ দিন বেশি ঠাণ্ডা পানি বা শক্ত খাবার না খাওয়া ভালো। সাময়িক দাঁতে অতিসংবেদনশীলতা অনুভব হতে পারে, চিকিৎসকের পরামর্শ মেনে চললে অল্প সময়ে সব স্বাভাবিক হয়ে ওঠে। ধূমপান, পান, জর্দা পরিহার করা উচিত।

সাবধানতা : শরীরের অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হৃদরোগ, লিভারের রোগ, রক্তের কোনো রোগ যেমন এনিমিয়া, হিমোফেলিয়া বা ক্যানসার বা প্রেগনেন্সির বিষয় থাকলে স্পষ্টভাবে বলতে হবে। কোনো রক্ত পাতলা রাখা ওষুধ সেবন করলে তাও জানাতে হবে। এসব ক্ষেত্রে চিকিৎসককে বিশেষ ব্যবস্থা নিতে হয়।

স্কেলিং অতি সাধারণ চিকিৎসা পদ্ধতি হলেও চিকিৎসকের পর্যাপ্ত জ্ঞান ও যন্ত্রপাতি জীবাণুমুক্ত করণে অবহেলা থাকলে রোগীর বিপদ হতে পারে, তাই বিডিএস ডিগ্রিধারী বৈধ চিকিৎসক খুঁজে নিন

গ্লুকোমা কি?গ্লুকোমা হল এমন একটি রোগ যেটাতে চোখের মধ্যে চাপ বৃদ্ধির ফলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। যখন অতিরিক্ত তরল চো...
08/12/2022

গ্লুকোমা কি?

গ্লুকোমা হল এমন একটি রোগ যেটাতে চোখের মধ্যে চাপ বৃদ্ধির ফলে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। যখন অতিরিক্ত তরল চোখের সামনের অংশে চাপ বাড়ায় তখন এটি গ্লুকোমা হিসাবে অভিহিত হয়। গ্লুকোমা দুই ধরনের হয়:

ওপেন-এঙ্গেল গ্লুকোমা- এটি সবচেয়ে সাধারণ ধরণের গ্লুকোমা এবং এটিকে ওয়াইড-এঙ্গেল গ্লুকোমাও বলা হয়।
এঙ্গেল-ক্লোজার গ্লুকোমা- এটি কম সাধারণ এবং এটি একিউট অথবা ক্রনিক অ্যাঙ্গেল-ক্লোসার অথবা ন্যারো-অ্যাঙ্গেল গ্লুকোমা নামেও পরিচিত। এটি সাধারণত ছানি এবং দূরদর্শিতার সঙ্গে সম্পর্কযুক্ত।
এর প্রধান লক্ষণ এবং উপসর্গগুলি কি কি?

এই রোগের লক্ষণ ও উপসর্গগুলি এত হালকা যে এগুলিকে দীর্ঘ সময়ের জন্য লক্ষ্য করা যায়না। প্রথম লক্ষণটি হল সীমান্তবর্তী দৃষ্টি প্রায় হারিয়ে ফেলা।

নীচে গ্লুকোমার উপসর্গগুলি দেওয়া হল:

কম-নির্গত আলোর চারিপাশে বর্ণবলয় দেখা।
দৃষ্টিহীনতা।
চোখে লালভাব।
একটি চোখের অস্পষ্ট দৃষ্টি (বাচ্চাদের মধ্যে)।
চুলকানি ও চোখে ব্যাথা।
সংকীর্ণ বা ঝাপসা দৃষ্টি।
বমি বমি ভাব এবং বমি করা।
এর প্রধান কারণগুলি কি কি?

অতিরিক্ত তরলের কারণে চোখে চাপ বৃদ্ধি হওয়াই হল গ্লুকোমার অন্যতম কারণ। তবে, আরো অনেকগুলি কারণ আছে যেগুলি গ্লুকোমা বাড়ার ঝুঁকি বৃদ্ধি করে। এবং সেগুলি হল:

বয়স - বয়স বৃদ্ধির সাথে সাথে গ্লুকোমা বাড়ার সম্ভাবনা থাকে।
জাতিগত - আফ্রিকান, ক্যারিবিয়ান এবং এশিয়ার জনগনের এটি হওয়ার প্রবল ঝুঁকি আছে।
পারিবারিক ইতিহাস - যদি কোন পিতা-মাতা বা ভাইবোনের এটা থাকে তবে সেখানে গ্লুকোমা নির্ণয়ের অধিক সম্ভাবনা থাকে।
অন্যান্য চিকিৎসা শর্ত - যেমন অল্পদর্শিতা, দূরদর্শিতা এবং ডায়াবেটিস।
এটি কিভাবে নির্ণয় এবং চিকিৎসা করা হয়?

নিয়মিত চোখের চেক-আপ গ্লুকোমার মতো চোখের অবস্থা সনাক্ত করতে উপযোগী। চোখের চাপ পরিমাপ করার জন্য, টনোমেট্রি নামক একটি পরীক্ষা করা হয়। এছাড়া, সীমান্তবর্তী দৃষ্টির হানি পরিক্ষা করতে একটি ভিজুয়াল ফিল্ড টেস্ট করা হয়।

গ্লুকোমা নির্ণয় হওয়ার আগেই হারিয়ে যাওয়া দৃষ্টিশক্তিকে পুনরায় ফিরিয়ে আনা অসম্ভব কিন্তু চিকিৎসা অবস্থাটির খারাপ হওয়া থামাতে পারে। চিকিৎসা গ্লুকোমার ধরনের উপর নির্ভর করে। নীচে গ্লুকোমার জন্য উপলব্ধ সবচেয়ে প্রচলিত চিকিৎসাগুলি দেওয়া হল:

স্টেরয়েড চোখের ড্রপ - চোখের চাপ হ্রাস করতে।
লেসার চিকিৎসা - বন্ধ হয়ে যাওয়া অপটিক ড্রেনেজ টিউবগুলি খুলতে বা চোখের তরল উৎপাদন কমিয়ে আনতে।
সার্জারি - চোখের কোণে একটি সংকীর্ণ অংশ বিস্তারিত করে তরলের নিষ্কাশন বাড়াতে।

💥  ড্রপ দেওয়ার সঠিক নিয়ম কি...? ★ ১ ফোঁটার বেশি দিলে কি সমস্যা? ★ ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দিবো?★ একটা ড্রপ সর্বোচ্...
06/12/2022

💥 ড্রপ দেওয়ার সঠিক নিয়ম কি...?

★ ১ ফোঁটার বেশি দিলে কি সমস্যা?
★ ড্রপ আর মলমের মধ্যে কোনটি আগে দিবো?
★ একটা ড্রপ সর্বোচ্চ কতোদিন ব্যবহার করা যায়?
★ ড্রপ/ মলম দেয়ার পর কতোক্ষন চোখ বন্ধ রাখবো?
★ ড্রপ/ মলম দেওয়ার কতক্ষণ পর চোখ ধুয়ে ফেলবো? আদৌ প্রয়োজন আছে কি?

আসুন একটু ভালোভাবে খেয়াল করি...

- চোখে ড্রপ ব্যবহারের পূর্বে হাত ভালো করে ধুয়ে নিন।

- আই ড্রপের বোতলে এর ব্যবহার শুরুর তারিখটি লিখে রাখুন। কারণ আই ড্রপের বোতলের মুখ খোলার পর এক মাসের বেশি আই ড্রপ ব্যবহার করা উচিৎ নয়।

- যদি ড্রপটি সাসপেনশনের মত হয় তাহলে ব্যবহারের পূর্বে হালকা ঝাঁকিয়ে নিন।

- মাথা পেছনের দিকে নিয়ে চোখের উপরের পাতা হালকা করে টেনে ধরে চোখের কোণায় ড্রপ দিন (চিত্রে দেখানো নিয়মে)।

- ড্রপ দেয়ার পড়ে চোখের কোনার নাকের পাশটা চেপে ধরুন যাতে তৎক্ষণাৎ গলায় ড্রপ না চলে যায়।

- ড্রপ ব্যবহারের পর ১০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন। তারপর কিছুক্ষণ চোখ পিটপিট করুন। কিছুক্ষণ পরে স্বাভাবিক কাজে ফিরে যান।

- যদি আপনার আই ড্রপ ও আই অয়েন্টমেন্ট উভয়টিই ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আগে আই ড্রপ ব্যবহার করুন এবং তারপর আই অয়েন্টমেন্ট ব্যবহার করুন। অয়েন্টমেন্ট ব্যবহারের পরে অন্তত ২ ঘন্টা গ্যাপ দিয়ে অন্য ড্রপ ব্যবহার করবেন যদি প্রয়োজন হয়।

- একাধিক ড্রপ ব্যবহারের ক্ষেত্রে অন্তত ১০-১৫ মিনিটের সময় পার্থক্য রাখুন। প্রেস্ক্রিপশনে লেখা ঔষধের সিরিয়াল মেনে চলার চেষ্টা করুন। সবার শেষে মলম (যদি উল্লেখ থাকে) দিন।

তবে চিকিৎসকের পরামর্শ জেনে নেয়াটা সবচেয়ে নিরাপদ।

আই ড্রপ ব্যবহারের ক্ষেত্রে এড়িয়ে চলুন :

- চোখ লাল হলে নিজে নিজে আই ড্রপ ব্যবহার করবেন না।

- আই ড্রপের বোতলটি যেন চোখে লেগে না যায় সেদিকে খেয়াল রাখুন।

- কখনোই চোখের কালো অংশে অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ ফেলবেন না।

- কন্টাক্ট লেন্স পড়া অবস্থায় আই ড্রপ ব্যবহার করবেন না।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Optic Nerve posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram