Asthma treatment

Asthma treatment Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma treatment, Medical and health, Chittagong, nasirabad, Chittagong.

23/10/2024

আমাদের প্রতিষ্ঠান এবং পেইজে যারা ২৪ ঘন্টা পেশেন্টদের অক্লান্ত শ্রমের বিনিময়ে ট্রিটমেন্ট দিয়ে থাকে,তারা সকলেই স্বনামধন্য আয়ুর্বেদিক ডাক্তার।তারা,DUMS এবং DAMS কোর্সটি কমপ্লিট করে চেম্বার খুলে পেশেন্টদের ট্রিটমেন্ট দিয়ে আসছে দীর্ঘ ৮ বছর ধরে ১০০% সফলতা সাথে।তারা সর্বদা রোগীকে সুস্থ করার জন্য,সঠিক ট্রিটমেন্ট দেয়ার জন্য মুখিয়ে থাকে।

তাই,আপনি সঠিক-কার্যকরী-যুগোপযোগী ট্রিটমেন্ট পাবেন।এবং কোন সন্দেহ ছাড়াই সুস্থ হয়ে উঠবেন বলে আমরা বিশ্বাস করি

23/10/2024

আমাদের ট্যাবলেট সরাসরি আমেরিকার শিকাগো থেকে আমদানি করা হয়। এটি আমেরিকার লং লাইফ ফুড সাপ্লিমেন্ট প্রতিষ্ঠান তৈরী করে থাকে। আর আমরা দীর্ঘ ৮ বছর ধরে এই প্রোডাক্ট আমদানি করে সারাদেশে প্রোভাইড করছি।এটি বাংলাদেশ সাইন্স ল্যাব কর্তৃক পরিক্ষিত এবং অনুমোদিত।

কারণ -* এলার্জিক এ্যাজমা  সাধারণত কোন এলার্জেন বা এন্টিজেন নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকলে আমাদের ইমিউন সিস্টেম-এর বিরু...
26/03/2023

কারণ -* এলার্জিক এ্যাজমা সাধারণত কোন এলার্জেন বা এন্টিজেন নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকলে আমাদের ইমিউন সিস্টেম-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে। যেমন- ফুলের রেণু, বিভিন্ন প্রাণীর লোম, মাইট ও ধুলাবালি ইত্যাদি। ফলশ্রুতিতে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হয় ও হাপানী দেখা দেয়। একে এটোপিক এ্যাজমা বা এলার্জিক এ্যাজমাও বলা হয়।

* নন এলার্জিক এ্যাজমা এ ধরনের এ্যাজমা এলার্জি ঘটিত নয় বরং ধূমপান, রাসায়নিক দ্রব্য, জীবাণুর সংক্রমণ, মানসিক চাপ, অট্টহাসি, অধিক ব্যায়াম, এস্পিরিন জাতীয় ঔষধ সেবন, খাদ্য সংরক্ষণকারী উপাদান, পারফিউম, অত্যাধিক ঠান্ডা, গরম, আর্দ্র ও শুষ্ক বাতাসের কারণে দেখা দেয়।

এ্যাজমা বা হাঁপানি এ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালীর দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত এবং সংবেদনশীল...
26/03/2023

এ্যাজমা বা হাঁপানি এ্যাজমা বা হাঁপানি হলো শ্বাসনালীর দীর্ঘমেয়াদি প্রদাহজনিত রোগ। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত এবং সংবেদনশীল হয়ে পড়ে। সারা বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ এই রোগে ভুগছেন। বাংলাদেশেও এই রোগের প্রকোপ কম নয়। ১৯৯৯ সালে পরিচালিত প্রথম জাতীয় এ্যাজমা প্রিভিলেন্স (হাঁপানির ব্যাপকতা) সমীক্ষা মতে, এদেশে প্রায় ৭০ লাখ মানুষ এ রোগে ভুগছে। এর মধ্যে ৪০ লাখই শিশু, যাদের বয়স ১ থেকে ১৫ বছর। এছাড়া শতকরা ৯০ ভাগ রোগীই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা থেকে বঞ্চিত। এ্যাজমা রোগের উপসর্গ এ রোগের ফলে শ্বাসনালী সঙ্কুচিত বা সংবেদনশীল হয়ে পড়ে। ফলে কাশি, শ্বাসকষ্ট, বুকে চাপ অনুভব, বুকে বাঁশির মতো আওয়াজ বা বুকে ব্যথা হতে পারে। কারও কারও ক্ষেত্রে কেবল কাশির মাধ্যমেই এই রোগটি প্রকাশ পায়। সাধারণ এই উপসর্গগুলো রাতে বেশি দেখা দেয়। এ রোগের কারণ এবং যেসব কারণে এর উপসর্গ বাড়ে এ্যাজমা রোগের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। তবে বংশগত ও পরিবেশগত এই দুটি কারণ এ্যাজমার জন্য দায়ী। সাধারণত কিছু কিছু জিনিস আছে যা এ্যাজমার উপসর্গকে বাড়িয়ে দিতে পারে। তাদের বলা হয় এ্যাজমার উত্তেজক। সকল এ্যাজমা রোগীর আবার একই উত্তেজক রোগের প্রকোপ বাড়ায় না। উত্তেজক আবার দুই ধরনের হয়ে থাকে; ১. শ্বাসনালীর বা শরীরে প্রবেশ করে যা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হিস্টামিন নিরসন করে রোগের উপসর্গকে বাড়িয়ে দেয় তাদের বলা হয় এ্যালার্জেন। যেমন : ফুলের রেণু, ফাঙ্গাস, ছত্রাক, ধুলা, মাইন্স, পশু-পাখির লোম, তেলাপোকা, পশম বিশিষ্ট খেলনা, কিছু কিছু খাবারÑ যেমন : চিংড়ি, ইলিশ মাছ, গরুর মাংস ইত্যাদি। অন্যদিকে যা শ্বাসনালীতে প্রবেশ করে কোন রাসায়নিক প্রক্রিয়া দ্বারা এর উপসর্গ বাড়িয়ে দেয় তাদের বলা হয় ইরিটেন্ট। যেমন : সিগারেটের ধুঁয়া, কাঠ বা রান্নার চুলার ধুঁয়া, রং বা পারফিউমের গন্ধ, মোটরযান বা কলকারখানার ধুঁয়া ইত্যাদি। এ ছাড়াও শ্বাসনালীর যে কোন ধরনের ইনফেকশন, কিছু কিছু ওষুধ, যেমন : এনএসআইও এর জন্য দায়ী। কারও কারও ক্ষেত্রে ব্যায়াম করার সময় এ রোগের প্রকোপ বেড়ে যায়। তাছাড়া ঋতু পরিবর্তনের সময় আবহাওয়া পরিবর্তন বা হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হলেও এ্যাজমার উপসর্গ বেড়ে যেতে পারে। যাদের এ রোগ হওয়ার ঝুঁকি বেশি ১. যদি কারও রক্তের সম্পর্কের কোন আত্মীয়ের এই রোগ থাকে। যেমন : দাদা-দাদি, নানা-নানি, বাবা-মা, ভাই-বোন। ২. যদি কারও অন্য কোন ধরনের এ্যালার্জি-জনিত রোগ; যেমন : চামড়ার এ্যালার্জি, নাকের এ্যালার্জি, চোখের এ্যালার্জি থাকে। ৩. কেউ যদি শিশুকালে ব্রঙ্কাইটিসে ভোগে। ৪. শরীরের ওজন বেশি হলে। ৫. ধূমপান করলে। ৬. গর্ভাবস্থায় মা যদি ধূমপান করে তবে গর্ভের শিশুর এ রোগ হতে পারে। ৭. যদি কেউ পেশাগত কারণে দীর্ঘদিন কোন এ্যালার্জেন বা ইরিটেন্টের সংস্পর্শে থাকেন। কীভাবে এ রোগ নির্ণয় করা যায়? বেশিরভাগ ক্ষেত্রেই এ রোগটি, রোগের ইতিহাস এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যায়। তবে কখনও কখনও লাং ফাংশান টেস্ট বা ইসপাইরোমেট্রি পিক ফ্লো মিটার, কফের ইজোনোফিল পরীক্ষা বা মিথাফেলিন চ্যালেঞ্জ টেস্টের মাধ্যমে এ রোগটি নির্ণয় করা যায়। এ্যাজমা রোগের চিকিৎসা এ চিকিৎসার মূল হলো শ্বাসনালীর প্রদাহ কমিয়ে দেয়া, যাতে রোগী দীর্ঘদিন উপসর্গ ছাড়া থাকতে পারেন। এছাড়া রোগীকে এটা জানানো যে, সে যেন তার রোগের উপসর্গ বাড়িয়ে দেয়া বিষয়গুলো পরিহার করেন। হঠাৎ কষ্ট হলে তাৎক্ষণিক নিরাময়ের জন্য শ্বাসনালীর প্রসারিত করার ওষুধ ব্যবহার করতে হবে। তবে সব ধরনের চিকিৎসার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট ট্রিটমেন্ট,। তারপরেও যদি এ্যাজমার উপসর্গগুলো খুব বেশি বেড়ে যায় আমাদের সাথে পরামর্শ করতে পারেন
যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৮৩৬০১২২২৭

এ্যা*জমা বা হাঁ*পানি হলো শ্বাস*নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস*নালি ফুলে যায় এবং অতিমাত্রায়...
21/03/2023

এ্যা*জমা বা হাঁ*পানি হলো শ্বাস*নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস*নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল/সরু হয়ে পড়ে। এতে হাঁ*পানির বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন-হা*চিঁ-কা*শি,অক্সি*জেন এর লেভেল কমে গিয়ে-শ্বাস*কষ্ট/বু কে চাপ চাপ অনুভব করা/দম নিতে কষ্ট হওয়া, বাঁশির মতো শোঁ শোঁ আওয়াজ হওয়া ইত্যাদি। এ অবস্থায় শ্বাস*নালিতে যদি ধুলা,ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়।অনেকের গলায় সারাক্ষণ কফ/শ্লেষ্মা জমে থাকায় নাক বন্ধ হয়ে থাকে।
এ্যা*জমা/হাঁ*পানি যে কোন বয়সেই হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা যায়। দেখা গেছে, কারও কারও বংশগত কারণে বা পরিবেশগত কারণেও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু,পশুপাখির পালক, ছত্রাক,মল্ট,ইস্ট,প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেট/যান্ত্রিক ধোঁয়ার মধ্যে যারা প্রতিনিয়ত থাকে তাদের এ রোগ হতে পারে।
তাছাড়া দীর্ঘদিন যাবত এলা*র্জী এর সমস্যায় ভুগলে তা এ্যা*জমায় রূপান্তর হয়।
এছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি/শ্বাস*কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে।কারও কারও বিভিন্ন সুগন্ধি,মশার কয়েল বা কারও কারও কীটনাশকের গন্ধ থেকেও শ্বাস*কষ্ট বেড়ে যেতে পারে।বাংলাদেশে শীতকালে এ্যা*জমার প্রকোপ বেশি দেখা দেয়।
বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা যে ভুলটা করে, তারা শুরুতে রোগ টাকে সাধারন মনে করে অবহেলা করে।ধীরে ধীরে সমস্যা বেগতিক মনে হলে ডাক্তারের শরণাপন্ন হয়।আর ডা*ক্তার মেডি*সিন/ইন*হেলার দিয়ে থাকলেও সেগুলো ক্যা*মিকেল/স্টে*রয়েডযুক্ত হওয়ায় সমস্যাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়।ফলে রোগ শরীরের মধ্যে থেকে যায় এবং
বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরো মারাত্মক আকার ধারন করে।
এই সমস্যার জন্য আমরা দীর্ঘ ৮ বছর ধরে দিয়ে আসছি Natural & Organic Medi-cation।
ক্যামিকেল শরীরের সাথে মিশে না,তাই একটা এ্যালো প্যথিক মেডিসিনে ১৬ঘন্টা-১ দিন সুস্থ থাকা যায়।কিন্তু আমাদের এই Natural ওষুধ সেবনের ফলে তা রক্ত এবং শরীরের সাথে মিশে যায়।ফলে এটার গুনগত মান কয়েক যুগ(১২ বছর+) আপনার শরীরে লাস্টিং করবে।যার ফলে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কোর্স সেবন করলে আপনি কোন ইন-হেলার/মেডি*সিন ছাড়াই চিরস্থায়ীভাবে সুস্থ থাকতে পারবেন।
উপরওয়ালা আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে এবং প্রকৃতিতে সকল উপকরণ দিয়েছে।রোগ/ব্যাধির ক্ষেত্রে ও একই।তিনি প্রকৃতিতে এমন কিছু মহাও*ষৌধ দিয়েছেন যেগুলো সেবনে আমাদের দূরারোগ্য রো*গ ও সেরে যায়।কিন্তু আমরা শুরুতেই ডা ক্তারের কাছে ছুটে যাই এবং হাতের কাছে যে উপরওয়ালা প্রদত্ত সহজ সমাধান ছিল সেটাকে ভুলে যাই।আসুন উপরওয়ালা কে স্মরণ করি এবং তার দেয়া উছিলার মাধ্যমে সুস্থ হই..
আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি হল"Food supplement"।
এটি একবিংশ শতাব্দীর Unique এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি।যেটা Nature & Science এর কম্বিনেশন তৈরি করা
আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়নি এমন পেশেন্ট বাংলাদেশ একটাও নেই।কারন আমরা আপনাকে গ্যারান্টি দিব যে,আপনি অবশ্যই সুস্থ হবেন।কারন,আমরা বিশ্বাস করি মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধান রয়েছে
বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে ঘুরে আসুন এবং চিকিৎসা নিতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

বিভিন্ন বস্তুর প্রতি শ্বাসনালির অ্যালার্জি এবং ফুসফুসের প্রদাহের জন্য শ্বাসনালিতে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। ফলে স্বাভাবিকভ...
19/03/2023

বিভিন্ন বস্তুর প্রতি শ্বাসনালির অ্যালার্জি এবং ফুসফুসের প্রদাহের জন্য শ্বাসনালিতে বাতাস চলাচলে বিঘ্ন ঘটে। ফলে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অ্যাজমার আক্রমণে শ্বাস-প্রশ্বাসে বাতাস চলাচলের গতি কমে যায় ও শ্বাস নেওয়া কষ্টকর হয়।

অ্যাজমা বা হাঁপানি খুবই মারাত্মক একটি রোগ। অ্যাজমা সাধারণত শীতকালে বেড়ে যায়। খুশখুশে কাশি থেকে শুরু করে শ্বাস নিতেও কষ্ট...
17/03/2023

অ্যাজমা বা হাঁপানি খুবই মারাত্মক একটি রোগ। অ্যাজমা সাধারণত শীতকালে বেড়ে যায়। খুশখুশে কাশি থেকে শুরু করে শ্বাস নিতেও কষ্ট হয় রোগীর।

সারা বিশ্বের প্রায় ১০ কোটি লোক শ্বাসনালীর সচরাচর সমস্যা-হাঁপানি বা এ্যাজমায় আক্রান্ত। এদের ৯০% এরও বেশি অত্যাধুনিক চিকিৎ...
16/03/2023

সারা বিশ্বের প্রায় ১০ কোটি লোক শ্বাসনালীর সচরাচর সমস্যা-হাঁপানি বা এ্যাজমায় আক্রান্ত। এদের ৯০% এরও বেশি অত্যাধুনিক চিকিৎসা পায় না এবং প্রতি বছর অনেক রোগী মারা যায়

খাদ্যতালিকায় যদি বিভিন্ন নিউট্রেন্ট ব্যালেন্স করে রাখা যায়, তবে একজন অ্যাজমা বা হাঁপানি রোগীর কষ্ট কমে যায়।
15/03/2023

খাদ্যতালিকায় যদি বিভিন্ন নিউট্রেন্ট ব্যালেন্স করে রাখা যায়, তবে একজন অ্যাজমা বা হাঁপানি রোগীর কষ্ট কমে যায়।

পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে ৩০ কোটিরও বেশি মানুষ এ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত। বাংলাদেশে এর সংখ্যা প্রায় ৭০ লাখের মতো
08/03/2023

পরিসংখ্যান বলছে, সারা বিশ্বে ৩০ কোটিরও বেশি মানুষ এ্যাজমা বা হাঁপানিতে আক্রান্ত। বাংলাদেশে এর সংখ্যা প্রায় ৭০ লাখের মতো

এ্যাজমা রোগীর কটন জাতীয় নরম ঢিলে-ঢালা পোশাক পরিধান করতে হবে; সিল্ক, সিনথেটিক, পশমি কাপড় পরিধান না করাই উত্তম; পাতলা বালি...
07/03/2023

এ্যাজমা রোগীর কটন জাতীয় নরম ঢিলে-ঢালা পোশাক পরিধান করতে হবে; সিল্ক, সিনথেটিক, পশমি কাপড় পরিধান না করাই উত্তম; পাতলা বালিশ ও নরম বিছানায় শোয়া উচিত; বাসস্থান শুষ্ক ও পর্যাপ্ত সূর্যের আলো-বাতাস সম্পন্ন হওয়া উচিত।

এ্যা*জমা বা হাঁ*পানি হলো শ্বাস*নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস*নালি ফুলে যায় এবং অতিমাত্রায়...
03/03/2023

এ্যা*জমা বা হাঁ*পানি হলো শ্বাস*নালির প্রদাহজনিত দীর্ঘমেয়াদি একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস*নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল/সরু হয়ে পড়ে। এতে হাঁ*পানির বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন-হা*চিঁ-কা*শি,অক্সি*জেন এর লেভেল কমে গিয়ে-শ্বাস*কষ্ট/বু কে চাপ চাপ অনুভব করা/দম নিতে কষ্ট হওয়া, বাঁশির মতো শোঁ শোঁ আওয়াজ হওয়া ইত্যাদি। এ অবস্থায় শ্বাস*নালিতে যদি ধুলা,ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়।অনেকের গলায় সারাক্ষণ কফ/শ্লেষ্মা জমে থাকায় নাক বন্ধ হয়ে থাকে।

এ্যা*জমা/হাঁ*পানি যে কোন বয়সেই হতে পারে। তবে শিশুদের ক্ষেত্রে এ রোগ বেশি দেখা যায়। দেখা গেছে, কারও কারও বংশগত কারণে বা পরিবেশগত কারণেও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু,পশুপাখির পালক, ছত্রাক,মল্ট,ইস্ট,প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেট/যান্ত্রিক ধোঁয়ার মধ্যে যারা প্রতিনিয়ত থাকে তাদের এ রোগ হতে পারে।

তাছাড়া দীর্ঘদিন যাবত এলা*র্জী এর সমস্যায় ভুগলে তা এ্যা*জমায় রূপান্তর হয়।

এছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি/শ্বাস*কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে।কারও কারও বিভিন্ন সুগন্ধি,মশার কয়েল বা কারও কারও কীটনাশকের গন্ধ থেকেও শ্বাস*কষ্ট বেড়ে যেতে পারে।বাংলাদেশে শীতকালে এ্যা*জমার প্রকোপ বেশি দেখা দেয়।

বেশিরভাগ ক্ষেত্রেই রোগীরা যে ভুলটা করে, তারা শুরুতে রোগ টাকে সাধারন মনে করে অবহেলা করে।ধীরে ধীরে সমস্যা বেগতিক মনে হলে ডাক্তারের শরণাপন্ন হয়।আর ডা*ক্তার মেডি*সিন/ইন*হেলার দিয়ে থাকলেও সেগুলো ক্যা*মিকেল/স্টে*রয়েডযুক্ত হওয়ায় সমস্যাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়।ফলে রোগ শরীরের মধ্যে থেকে যায় এবং
বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যা আরো মারাত্মক আকার ধারন করে।

এই সমস্যার জন্য আমরা দীর্ঘ ৮ বছর ধরে দিয়ে আসছি Natural & Organic Medi-cation।

ক্যামিকেল শরীরের সাথে মিশে না,তাই একটা এ্যালো প্যথিক মেডিসিনে ১৬ঘন্টা-১ দিন সুস্থ থাকা যায়।কিন্তু আমাদের এই Natural ওষুধ সেবনের ফলে তা রক্ত এবং শরীরের সাথে মিশে যায়।ফলে এটার গুনগত মান কয়েক যুগ(১২ বছর+) আপনার শরীরে লাস্টিং করবে।যার ফলে আমাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কোর্স সেবন করলে আপনি কোন ইন-হেলার/মেডি*সিন ছাড়াই চিরস্থায়ীভাবে সুস্থ থাকতে পারবেন।

উপরওয়ালা আমাদের বেঁচে থাকার জন্য পৃথিবীতে এবং প্রকৃতিতে সকল উপকরণ দিয়েছে।রোগ/ব্যাধির ক্ষেত্রে ও একই।তিনি প্রকৃতিতে এমন কিছু মহাও*ষৌধ দিয়েছেন যেগুলো সেবনে আমাদের দূরারোগ্য রো*গ ও সেরে যায়।কিন্তু আমরা শুরুতেই ডা ক্তারের কাছে ছুটে যাই এবং হাতের কাছে যে উপরওয়ালা প্রদত্ত সহজ সমাধান ছিল সেটাকে ভুলে যাই।আসুন উপরওয়ালা কে স্মরণ করি এবং তার দেয়া উছিলার মাধ্যমে সুস্থ হই..

আমাদের ট্রিটমেন্ট পদ্ধতি হল"Food supplement"।
এটি একবিংশ শতাব্দীর Unique এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি।যেটা Nature & Science এর কম্বিনেশন তৈরি করা

আমাদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়নি এমন পেশেন্ট বাংলাদেশ একটাও নেই।কারন আমরা আপনাকে গ্যারান্টি দিব যে,আপনি অবশ্যই সুস্থ হবেন।কারন,আমরা বিশ্বাস করি মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধান রয়েছে

বিস্তারিত জানতে আমাদের কমেন্ট বক্সে ঘুরে আসুন এবং চিকিৎসা নিতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

Address

Chittagong, Nasirabad
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram