30/05/2025
টিউমার(Tumor) হল শরীরের কোষগুলোর অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা বংশবিস্তারজনিত একটি গঠন বা ফোলা, এটি একটি গুটি বা চাকা আকারে দেখা যায়। এবং শরীরের যে কোন স্থানে হতে পারে।
টিউমার দুই ধরনের হতে পারে :
১। বিনাইন (Beingn Tumor)-
এটি একটি নিরীহ টিউমার যা শরীরের অন্যান্য অংশে ছড়ায় না,সাধারণত এটি ধীরে বাড়ে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সারিয়ে ফেলা যায়।
উদাহরণ -ফাইব্রয়েড(Fibroid), লাইপোমা ( চর্বিযুক্ত টিউমার)।
২। ম্যালিগন্যান্ট(Malignant Tumor)-
এটি একটি ক্যান্সারজাত টিউমার। এটি আশেপাশের টিসুতে ঢুকে পড়ে এবং রক্ত ও লসিকা ( Lymph) এর মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। উদাহরণ - স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার,জরায়ু ক্যান্সার।
লক্ষণ( Symptoms) অস্বাভাবিক ফোলা বা গুটি ব্যথা ওজন হ্রাস দুর্বলতা রক্তপাত বা অস্বাভাবিক রস
চিকিৎসা :-
চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন,অবস্থান,আকার এবং এটি ক্যান্সার কিনা তার উপর ভিত্তি করে।
চিকিৎসার মধ্যে থাকতে পারে # সার্জারি, # কেমোথেরাপি, # রেডিওথেরাপি, # ওষুধ।
হোমিওপ্যাথি চিকিৎসা:-
সঠিক রোগ নির্বাচন করে রোগের স্থান এবং রোগের অগ্রগতি বিবেচনায় সঠিকভাবে চিকিৎসা দেওয়া গেলে কম বয়সী রোগীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সেরে তোলা সম্ভব তবে অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ও ভালো গুণগত মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে হবে। তবে বেশি বয়সী রোগীর ক্ষেত্রে এই রোগ থেকে সেরে তোলার সম্ভববনা খুব কম হলে ও তাঁদের ক্ষেত্রে কষ্ট কমানো সম্ভব।
ক্যান্সার একটি জটিল রোগ বর্তমানে এই রোগ অনেক বৃদ্ধি পাচ্ছে তাই সবার প্রতি অনুরোধ খাদ্য অভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপন করুন এবং প্রয়োজনে সম্ভব হলে নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করে নিতে পারেন।