Shuvo Homeo Pharmacy

Shuvo Homeo Pharmacy Dr.Ajay Barua D.H.M.S, B.H.B (Dhaka)
Critical & Chronic Disease Expert
Homeo & Biochamic Medicine

30/05/2025

টিউমার(Tumor) হল শরীরের কোষগুলোর অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি বা বংশবিস্তারজনিত একটি গঠন বা ফোলা, এটি একটি গুটি বা চাকা আকারে দেখা যায়। এবং শরীরের যে কোন স্থানে হতে পারে।

টিউমার দুই ধরনের হতে পারে :
১। বিনাইন (Beingn Tumor)-
এটি একটি নিরীহ টিউমার যা শরীরের অন্যান্য অংশে ছড়ায় না,সাধারণত এটি ধীরে বাড়ে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা ও সার্জারির মাধ্যমে সারিয়ে ফেলা যায়।
উদাহরণ -ফাইব্রয়েড(Fibroid), লাইপোমা ( চর্বিযুক্ত টিউমার)।

২। ম্যালিগন্যান্ট(Malignant Tumor)-
এটি একটি ক্যান্সারজাত টিউমার। এটি আশেপাশের টিসুতে ঢুকে পড়ে এবং রক্ত ও লসিকা ( Lymph) এর মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। উদাহরণ - স্তন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার,জরায়ু ক্যান্সার।

লক্ষণ( Symptoms) অস্বাভাবিক ফোলা বা গুটি ব্যথা ওজন হ্রাস দুর্বলতা রক্তপাত বা অস্বাভাবিক রস
চিকিৎসা :-
চিকিৎসা নির্ভর করে টিউমারের ধরন,অবস্থান,আকার এবং এটি ক্যান্সার কিনা তার উপর ভিত্তি করে।
চিকিৎসার মধ্যে থাকতে পারে # সার্জারি, # কেমোথেরাপি, # রেডিওথেরাপি, # ওষুধ।

হোমিওপ্যাথি চিকিৎসা:-
সঠিক রোগ নির্বাচন করে রোগের স্থান এবং রোগের অগ্রগতি বিবেচনায় সঠিকভাবে চিকিৎসা দেওয়া গেলে কম বয়সী রোগীর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে সেরে তোলা সম্ভব তবে অবশ্যই অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ ও ভালো গুণগত মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে হবে। তবে বেশি বয়সী রোগীর ক্ষেত্রে এই রোগ থেকে সেরে তোলার সম্ভববনা খুব কম হলে ও তাঁদের ক্ষেত্রে কষ্ট কমানো সম্ভব।
ক্যান্সার একটি জটিল রোগ বর্তমানে এই রোগ অনেক বৃদ্ধি পাচ্ছে তাই সবার প্রতি অনুরোধ খাদ্য অভ্যাস ও সুশৃঙ্খল জীবনযাপন করুন এবং প্রয়োজনে সম্ভব হলে নিয়মিত স্বাস্থ্য পরিক্ষা করে নিতে পারেন।

17/05/2025

অর্শ রোগ (যাকে ইংরেজিতে Piles বা Hemorrhoid বলা হয়) হলো মলদ্বারের (পায়ুপথের) ভেতরের বা বাইরের রক্তনালিগুলোর ফোলাভাব বা স্ফীতি। এটি খুব স্বাভাবিক একটি সমস্যা।

কারণসমূহ :১। নিয়মিত শক্ত মল ত্যাগ করতে চাপ হয়,ফলে মলদ্বারের রক্তনালিতে চাপ পড়ে।
২।দীর্ঘ সময় মলত্যাগে বসে থাকা : অনেক্ষণ টয়লেটে বসে বসে থাকলে নিচের দিকে রক্তপ্রবাহ বেড়ে যায়।
৩।গর্ভাবস্থা:গর্ভবতী নারীদের তলপেটে অতিরিক্ত চাপের কারণে এই রোগ হতে পারে।
৪।ওজনাধিক্য (স্হূলতা)শরীরের ওজন বেশি হলে তলপেটে বাড়তি চাপ পড়ে।
৫।কম ফাইবার যুক্ত খাবার খাওয়া : খাবারে আশেঁর পরিমাণ কম হলে কোষ্ঠকাঠিন্য হয়,ফলে মল শক্ত হতে পারে।
৬। অনেকক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকার কারণে রক্ত চলাচলের বাঁধা তৈরি হয় ফলে ফোলা ভাব হতে পারে।

অর্শের ধরন।
১। অভ্যন্তরীণ ( Internal) : মলদ্বারের ভেতরে হয়,এটি স্বাধারণত না থাকলেও রক্তপাত হতে পারে।

২।বহিঃস্থ (External) :মলদ্বারের বাইরের দিকে হয় এটি ব্যাথা, চুলকানি, জ্বলা ও ফোলাভাব দেখা যায়।

চিকিৎসা :
এ রোগে বর্তমানে অনেক রোগী কষ্ট পেতে দেখা যায়।
তবে অনেকেই চিকিৎসার নামে প্রতারিত হচ্ছেন।
তবে যথাযত হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই রোগ পরিপূর্ণ সেরে যায় ( অবশ্যই ভালো চিকিৎসক ও গুণগত মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে হবে এবং চিকিৎসা চলা কালীন সময়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

15/08/2023

হোমিওপ্যাথি চিকিৎসা একটি সহজ লভ্য চিকিৎসা, এই চিকিৎসার মাধ্যমে অনেক জটিল রোগে বিনা সার্জারিতে সারানো সম্ভব, তাই সন্মানিত রোগী এবং রোগীর অভিভাবকদের প্রতি অনুরোধ যে কোন জটিল রোগে এবং সার্জারির ক্ষেত্রে একবার হলেও অভিজ্ঞ ও পেশাদার রেজিস্ট্রাড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন এতে অনেক রোগী বিনা কষ্টে রোগ নিরাময় সম্ভব।

07/07/2023

সমপ্রতি লক্ষ্য করা যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত বেড়ে চলছে তাই সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি। সাথে কেউ যদি জ্বর আক্রান্ত হয়ে থাকেন এবং ডেঙ্গু জ্বরের উপসর্গ মনে হয় তাহলে প্রাথমিকভাবে হোমিওপ্যাথিক ওষুধ Eupatrium perf 200 ৪ফোটাঁ ওষুধ ১ চামচ পানিতে সকালে ও বিকেলে সাথে Rhus Tox 200 ৪ফোটাঁ ওষুধ ১ চামচ পানিতে দুপুর ও রাতে খাবেন, বায়ো কেমিক Ferrum Phos 6x ৬ বড়ি গরমপানিতে গুলে ২/৩ ঘন্টা পর পর খেতে দিন শিশুদের জন্য অর্ধেক মাত্রায় খেতে দিতে পারেন এতে করে ৩ দিনের মধ্যে জ্বর সেরে যাবে। আরো বিস্তারিত পরামর্শের জন্য অভিজ্ঞ রেজিস্ট্রাট হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নিজে সচেতন হোন অন্যকে সচেতন হতে বলুন সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি, সাথে সবার সুস্থতা কামনা করছি।

সাধারণত মানুষের ধারণা টিউমার মানেই ক্ষতিকর। আসলেই কি তাই আমরা এবার টিউমার সম্পর্কে কিছু ধারণা নেব, টিউমার ২ প্রকার ১/ বি...
14/06/2023

সাধারণত মানুষের ধারণা টিউমার মানেই ক্ষতিকর। আসলেই কি তাই আমরা এবার টিউমার সম্পর্কে কিছু ধারণা নেব, টিউমার ২ প্রকার ১/ বিনাইন টিউমার ( ক্ষতিহীন) এটি বৃদ্ধি খুব ধীর গতিতে হয় এবং খুব বেশি ব্যথা থাকে না। ২, ম্যালিগন্যান্ট টিউমার বা (ক্ষতিকর বা ক্যান্সার টিউমার) এই ধরনের টিউমার খুব দ্রুত বৃদ্ধি ঘটে এবং শুরুতেই হালকা ব্যথাসহ তীব্র ব্যথা হতে পারে। টিউমার যাইহোকনা কেন সার্জারির আগে কোন ধরনের টিউমার প্যাথলজিক্যাল পরিক্ষার দ্বারা রোগ নির্ণয়ের জন্য অভিজ্ঞ রেজিষ্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, এতে কষ্টকর ও জটিল সার্জারী ও তত পরবর্তী কেমোথেরাপি থেকে অনেকাংশে পরিত্রাণ পেতে পারেন।

ডা. অজয় বড়ুয়া।

মলদ্বারের বাইরে বা ভিতরে চারিদিকে শিরা গুলো যদি কোন কারণবশত ফোলে মটর দানার  মতো হয়ে ব্যথা হয় বা রক্তস্রাব অথবা মলত্যাগের...
07/06/2023

মলদ্বারের বাইরে বা ভিতরে চারিদিকে শিরা গুলো যদি কোন কারণবশত ফোলে মটর দানার মতো হয়ে ব্যথা হয় বা রক্তস্রাব অথবা মলত্যাগের পরে জ্বালাসহ অস্তিত্ব অনুভূতির লক্ষণকে অর্শ বলে। অর্শরোগের কারণ- দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য থাকা, লিভারের কার্য ক্ষমতা কমে যাওয়া, অলস জীবন যাপন করা,অতিরিক্ত মসল্লা যুক্ত খাবার ও মাংস খাওয়া, অতিরিক্ত রাত জাগা,মাদক সেবন ইত্যাদি প্রাথমিক কারণ। শুরু থেকে হোমিওপ্যাথিক চিকিৎসা ও যথাযথ খাদ্য গ্রহন করলে অতি দ্রুত অর্শরোগ থেকে আরোগ্য লাভ করা সম্ভব।

নাকের পলিপ  কেন হয়? এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা। আমাদের নাকের স্বাভাবিক কাজ হলো শ্বাস নেওয়া এবং ত্যাগ করা, যখনই এর ব্যত...
04/06/2023

নাকের পলিপ কেন হয়? এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা। আমাদের নাকের স্বাভাবিক কাজ হলো শ্বাস নেওয়া এবং ত্যাগ করা, যখনই এর ব্যতিক্রম ঘটে যেমন দীর্ঘ দিন ঠান্ডা লেগেথাকা,এলার্জি জনিত কারণে সর্দি লেগে থাকা,ঠান্ডা পানীয়ও লোড জাতীয় খাদ্য গ্রহনের ফলে নাকে ফুলে গিয়ে নাকে শ্বাস নিতে কষ্ট হয় এবং নাক দিয়ে তরল পানি নিসৃত হয়ে এক ধরনের বিরক্তিকর অবস্থা সৃষ্টি হয় তাহাই নাকের পলিপ। এ রোগে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার পাশাপাশি মায়াজম ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারলে পলিপ সারার পাশাপাশি এ রোগের পূনরায় আক্রান্ত হওয়ার সম্ভববনাও সেরে যায়। তাই আপনার নাকের পলিপ ও সাইনোসাইটিস জন্য অভিজ্ঞ রেজিস্ট্রার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. অজয় বড়ুয়া।

সন্মানিত রোগী ও শুভাকাঙ্ক্ষীদের আমার পেইজে সুস্বাগতম। আপনারা জেনে খুশি হবেন বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র পুরাতন ...
03/06/2023

সন্মানিত রোগী ও শুভাকাঙ্ক্ষীদের আমার পেইজে সুস্বাগতম। আপনারা জেনে খুশি হবেন বন্দর নগরী চট্টগ্রামের প্রাণ কেন্দ্র পুরাতন গীর্জা,লালদিঘীর পশ্চিম পাড় চট্টগ্রামে উন্নত চিকিৎসা ও উন্নত গুণগত মানসম্পন্ন ওষুধ নিয়ে আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনার যে কোন পুরাতন ও জটিল রোগের জন্য যোগাযোগ করুন।

Address

273, Old Church Compound, K. C Dey Road, Laldighi, Chattogram
Chittagong
4000

Telephone

+8801768673585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shuvo Homeo Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shuvo Homeo Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram