Chattogram Diagnostic & Research Center

Chattogram Diagnostic & Research Center চট্টগ্রাম ডায়াগনস্টিক এন্ড রিসার্চ সেন্টারের যে কোনো আপডেট পেতে পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।

11/04/2024
মেডিসিনের কিংবদন্তি,গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্হা (WHO) এর ক্লিনিক্যাল মনিটর প্রফেসর ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে আমর...
25/10/2023

মেডিসিনের কিংবদন্তি,গবেষক ও বিশ্ব স্বাস্থ্য সংস্হা (WHO) এর ক্লিনিক্যাল মনিটর প্রফেসর ডা. রিদওয়ানুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

24/09/2023

শিশুর অন্ধত্ব

ডাঃ এ এম শাহজাহান

"শিশুর অন্ধত্ব কনটেন্টটিতে শিশু অন্ধত্বের কারণ, প্রতিরোধের উপায়, বিনামূল্যে ভিটামিন ‘এ’ক্যাপসূল খাওয়ানোর জন্য যোগাযোগ এসব সন্পর্কে বর্ণনা করা হয়েছে।

শিশু অন্ধত্ব বাংলাদেশে শিশু স্বাস্থ্যের জন্য একটি মারাত্মক সমস্যা। অন্ধত্বের দিক থেকে ছানির পরেই শিশু অন্ধত্বের অবস্থান।

শিশু অন্ধত্বের কারণ

- ছানি

- ভিটামিন এ’র অভাবে কর্ণিয়া নষ্ট

- হাম ও মারাত্মক ডায়রিয়া

- এফাকিয়া/এমরাইওপিয়া

- অন্যান্য ( অফথালমিয়া নিওনেটারাম, গাছ গাছড়া ব্যবহার, চোখের আঘাত ইত্যাদি)

প্রতিরোধের উপায়

সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ করলে শিশু অন্ধত্বের হার অনেক কমিয়ে আনা সম্ভব, আর এ জন্য প্রয়োজন সর্বস্তরের সচেতনতা।

শিশু অন্ধত্ব প্রতিরোধের উপায় গুলো হলো

ক) শিশু জন্মের পর পরই শিশুর চোখ পরিষ্কার করতে হবে এবং শিশুর চোখে কোন ময়লা বা পুঁজ দেখা মাত্র চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খ) প্রসবের পর মাকে ভিটামিন এ খাওয়াতে হবে।

গ) জন্মের পর পরই শিশুকে শাল দুধ খাওয়াতে হবে এবং ৬ মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে হবে।

ঘ) জন্মের এক বছরের মধ্যে হামের টিকা সহ সব কয়টি টিকা দিতে হবে।

ঙ) ৫ (পাঁচ) বছরের নিচের শিশুদের হাম, নিউমোনিয়া, ডায়রিয়া এবং অপুষ্টিজনিত অবস্থায় ভিটামিন এ খাওয়াতে হবে। ছয়মাস বয়স থেকে ছয় মাস অন্তর অন্তর ১টা করে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়াতে হবে।

চ) শিশু ঠিক মত দেখতে না পেলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ছ) শিশুর চোখের মনি সাদা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

জ) চোখ ট্যারা হলে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ঝ) চোখে কখনই গাছ-গাছালি বা কবিরাজী ঔষধ দেওয়া যাবে না।

ঞ) শিশুকে স্কুলে ভর্তির পূর্বে চোখ পরীক্ষা করতে হবে।

ট) শিশুর চোখে আঘাত লাগলে সংগে সংগে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিনামূল্যে ভিটামিন ‘এ’ক্যাপসূল খাওয়ানোর জন্য যোগাযোগ

শিশু (৯-৫৯ মাস) ও প্রসূতি মায়েদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসূল খাওয়ানোর জন্য যোগোযোগ করুন:

নিকটস্থ টিকাদান কেন্দ্র
স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা ও জেলা হাসপাতাল
মেডিকেল কলেজ হাসপাতাল
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী,ঢাকা
সম্প্রসারিত টিকাদান কেন্দ্র, মহাখালী,ঢাকা
সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন.১.শিশু অন্ধত্বের কারণ গুলো কি কি?

উত্তর.
- ছানি

- ভিটামিন এ অভাবে কর্ণিয়া নষ্ট

- হাম ও মারাত্মক ডায়রিয়া

- এফাকিয়া/এমরাইওপিয়া

- অন্যান্য ( অফথালমিয়া নিওনেটারাম, গাছ গাছড়া ব্যবহার, চোখের আঘাত ইত্যাদি)

প্রশ্ন.২.শিশুর চোখে কোন ময়লা বা পুঁজ দেখা দিলে কি করতে হবে?

উত্তর. চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

প্রশ্ন.৩.শিশু অন্ধত্ব প্রতিরোধের জন্য শিশুকে কি ধরনের খাবার খাওয়াতে হবে?

উত্তর. শিশুকে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার যেমন: হলুদ ফলমূল, সবুজ শাকসব্জী, ডিমের কুসুম, ছোটমাছ-মলা, ঢেলা এবং নিয়মিত ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে।

প্রশ্ন.৪.শিশুকে ভিটামিন ‘এ’ কখন খাওয়ানো শুরু করতে হবে?

উত্তর.ছয়মাস বয়স থেকে ছয় মাস অন্তর অন্তর ১টা করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে। ডায়রিয়া ও হামে আক্রান্ত শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াতে হবে।

প্রশ্ন.৫.শিশুদের চোখ ভাল রাখতে হলে কি করতে হবে?

উত্তর.শিশুদের চোখ ভাল রাখতে হলে জন্মের পরপরই শাল দুধ এবং ছয় মাস শুধু মায়ের দুধ এবং মাকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দিতে হবে।

প্রশ্ন.৬.চোখের সমস্যা দেখা দিলে কবিরাজী ঔষধ দেয়া যাবে কি?

উত্তর. চোখে কখনোই গাছ-গাছালী বা কবিরাজী ঔষধ দেয়া যাবে না। শিশুকে চক্ষু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা ও পরামর্শ নিতে হবে।

 #শোক-বার্তা চট্টগ্রাম মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিনাত মে...
23/09/2023

#শোক-বার্তা

চট্টগ্রাম মেডিকেল কলেজের ডার্মাটোলজি বিভাগের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

সদ্য প্রয়াত বাংলাদেশের নারী ডার্মাটোলজিস্টদের পথিকৃত অধ্যাপক ডা. জিনাত মেরাজ স্বপ্না ছিলেন অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ডার্মাটোলজীক্যাল সোসাইটির আজীবন সদস্য।

ডা. জিনাত মেরাজ স্বপ্নার বিদেহী আত্নার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

উল্লেখ্য :- তিনি ক্যান্সারে আক্রান্ত একজন লড়াকু সৈনিক ছিলেন।

হঠাৎ হার্ট এটার্ক হলে কি করবেন ? ? ?মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একাবাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্যকামরাতে বস...
09/06/2023

হঠাৎ হার্ট এটার্ক হলে কি করবেন ? ? ?

মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা
বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য
কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে
আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং
সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার
নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু
করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি
বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া
বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি
করবেন???
হার্ট এটাক হবার ফলে অধিকাংশ সময় মানুষ
মারা যান, কারণ তারা একা থাকেন। অন্য
কারো সাহায্য ছাড়া তাদের বুকের ওপর
পাম্প করে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন সম্ভব
হয় না, এবং ব্যথা শুরু হবার পরে অজ্ঞান
হয়ে যাবার আগ পর্যন্ত সাধারণত তাদের
হাতে ১০ সেকেণ্ড সময় থাকে ।
এমতাবস্থায় বুকে ব্যথার শিকার ব্যক্তি
নিজেকে সাহায্য করতে পারেন বারংবার
জোরে জোরে উচ্চস্বরে কাশি দিয়ে।
- লম্বা করে শ্বাস নিন। অার কাশি দিন।
- শ্বাস – কাশি, শ্বাস – কাশি’ এই
প্রক্রিয়া প্রতি দুই সেকেণ্ডে একবার করে
করতে থাকুন, যতক্ষণ না কেউ আপনার
সাহায্যে এগিয়ে আসে অথবা যতক্ষণ আপনার
হৃদযন্ত্র একা একাই স্বাভাবিকভাবে স্পন্দিত
হতে থাকে।
- লম্বা করে শ্বাস নেবার ফলে আপনি
পর্যাপ্ত অক্সিজেন পাবেন। আর কাশির
ফলে আপনার হৃদযন্ত্র সংকোচন প্রসারণ
হবে যার ফলে আপনার হৃদপিণ্ডের ভিতর
দিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত
থাকবে।
- এভাবে কয়েকবার কাশির ফলে উৎপন্ন
সংকোচন-প্রসারণে হৃদযন্ত্রের স্বাভাবিক,
স্বয়ংক্রিয় স্পন্দনে ফিরে আসতে সহায়তা
করে৷
এরপরে অপর কোনো ব্যক্তির সাহায্যে
দ্রুত হাসপাতালে পৌঁছতে চেষ্টা করুন৷
বিষয়টি সবাইকে শিখিয়ে দিন৷ সাহায্যহীনতার কারণে
অার একটি প্রানও যেন না হারাতে হয়৷

(পোস্টটি শেয়ার করুন, বাঁচাতে পারেন একটি
জীবন)

ঈদ মোবারক,সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।
21/04/2023

ঈদ মোবারক,
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ। ৫.
10/04/2023

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ।
৫.

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ। ৪.
10/04/2023

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ।
৪.

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ। ৩.
10/04/2023

বিভিন্ন মেডিক্যাল টেস্টের নাম ও পূর্ণরূপ।
৩.

Address

আলী প্লাজা ৩, চকবাজার, কাচা বাজার মোর, চট্টগ্রাম।
Chittagong

Telephone

+8801600354535

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chattogram Diagnostic & Research Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chattogram Diagnostic & Research Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram