সুফি সেন্টার Sufi Centre

সুফি সেন্টার Sufi Centre Sufi Centre a place for seekers, finders and lovers of Truth. We are concerned with a person as a whole

SufiCentre is a spiritual Institution of distinction with a rich Islamic cultural and Sufi heritage

Our teachings are based on theChishtia Sufi Orde. সুফি সেন্টার কেন?
এসেছো যারা আসোনি যারা, হয়ে পথহারা, তোমাদের সবার নিমন্ত্রণ।

মানুষ বলে জ্ঞানই শক্তি, অথচ আজকের মানুষ হতবুদ্ধি হয়ে পড়েছে এই জ্ঞানের ধাক্কাতেই।
নতুন-নতুন মতবাদ, এক এক মানুষের এক একরকম চিন্তা,পুরনো ট্র্যাডিশন, নিজের সংস্কার চারদিকে জ্ঞানের ছড়াছড়ি, চিন্তা ও মতবাদের বড় বড় ঢেউ। এবং এর অনেকগুলিই পরস্পর-বিরোধী। মানুষ বিভ্রান্ত।

কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা ভাল কোনটা মন্দ, প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় কোনটি ?
বেছে নিতে অসুবিধা হচ্ছে। বাড়িতে জেনারেশন গ্যাপ, অফিসে মূল্যবোধের সংকট, সমাজে আচার-প্রথার বাহুল্য মানুষ আজ হতবুদ্ধি । এই অবস্থায় পাশ্চাত্য মনোবিজ্ঞান মানুষকে বলে সমাজের সঙ্গে অ্যাডজাস্ট করতে, খাপ খাওয়াতে। সুফি সেন্টার, এই ধারণার বিপক্ষে কারণ সমাজ অধিকাংশ বিষয়েই অসুস্থ। সুফিরা তাই উত্তরণের পথ দেখিয়েছেন, রূপান্তরের পথ বলেছেন।


পাশ্চাত্য মনোবিজ্ঞান আপনাকে সাহায্য করবে সাধারণ মানুষের মতো চেতনা নিয়ে বেঁচে থাকতে, খুব বেশি হলে, ইঁদুর-দৌড়ে প্রথম হতে বলবে।
সুফি সেন্টার বলছে স্বকীয়তা প্রকাশ করতে। জনতার একজন হয়ে নয়, নতুন মানুষ হয়ে বেঁচে থাকার কথা বলছে। সিগমুন্ড ফ্রয়েড জীবন-জিজ্ঞাসা তোলেননি। এটা তুললেন জাঁ পল সার্ত্রে, আলবেয়ার কামু, হাইডেগার, ফ্রানজ কাফকা । আরও পরে স্যামুয়েল বেকেট।
উত্তর তাঁরাও পাননি। পাশ্চাত্যের অস্তিত্ববাদী দর্শন তাই বিষাদ দর্শনে পরিণত। জীবন তাৎপর্যহীন, মূল্যবোধ অর্থহীন, মানুষের সমস্ত ইচ্ছা, সবকিছু মূল্যহীন। সার্ত্রে -কামু-কাফকা বেকেট বুদ্ধি দিয়ে এর উত্তর খুঁজছিলেন এবং সামান্য চেষ্টা করেই প্রয়াস ত্যাগ করেছিলেন।
সুফি সেন্টার দেখায়, বিষাদের এই আকুতির পেছনে আছে এক গভীরতর ডাক অন্তরতম সত্তার ডাক "আমি কি তোমাদের প্রভু নই?" (আল কুরআন)।

বিজ্ঞান দিয়ে শরীরকে জানা যায়, জীবনকে নয়। কারণ জীবন এক রহস্য। একে জানা যায় না, অনুভব করা যায়। জীবন কোনো সমস্যা নয়, জীবন এক চ্যালেঞ্জ। এ এক দুঃসাহসিক যাত্ৰা (adventure) অজানার উদ্দেশ্যে। যাত্রাপথের বাহন হচ্ছে সুফি সেন্টার।

মানুষ এত কিছু পড়ছে, শিখছে তবুও তার মনে তৃপ্তি নেই কেন? কারণ, আত্মজ্ঞানের অভাব। আজকের দুনিয়ায় এটিই চলছে। মানুষ অনেক কিছু জানছে, কিন্তু যে মন নিয়ে এই জ্ঞানগুলির প্রয়োগ করবে সেই মন সম্বন্ধে সে কিছু জানেনা, সেই মনটাই বিভ্রান্ত। তাই আপন মনের সন্ধান দিতেই সুফি সেন্টার।

নতুন মনোবিজ্ঞানের সমস্ত তত্ত্ব স্পষ্ট প্রবৃত্তিপূজা;
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রবণতা প্রকটতর হয়ে দেখা দেয় যে, সমস্ত মনস্তাত্ত্বিক এবং মানসিক কারণ প্রকৃতপক্ষে জৈবিক এবং শারীরিক। এ থেকে এই উপসংহার হয় যে, পাশ্চাত্যসমাজ আত্মাকে ইতোমধ্যেই ভুলে গিয়েছে। এখন মন, নফস থেকেও অপরিচিত হয়ে যাচ্ছে। অবশেষে একমাত্র 'দেহই' থেকে গেছে।
মনোবিজ্ঞানের পাশাপাশি এখানে নতুন আরেকটি জ্ঞানের উল্লেখ হওয়া উচিত, যাকে বলা হয় সাইবারনেটিক্স (Cybernetics)। এই জ্ঞানের সাহায্যে কম্পিউটার তৈরি করা হয়। অর্থাৎ এমন সব যন্ত্র, যেগুলো মানুষের মনের কিছু নির্দিষ্ট বিষয় নিজেরাই সম্পাদন করতে পারে।

যেমন জটিল গাণিতিক সমস্যা সমাধান করা, প্রশ্নের উত্তর দেওয়া, এমনকি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা। এই জ্ঞানের পেছনে ভিত্তি হল, মানুষের মন একটি যন্ত্রের মতো কাজ করে। আর যে আইনকানুন যন্ত্রগুলোকে পরিচালনা করে, ঠিক সেই আইনকানুন মনকেও পরিচালনা করে। তাই এই আইনগুলো জানা থাকলে মানুষ মন থেকে যেসব কাজ আদায় করে নেয়, যন্ত্র থেকেও একই কাজ নিতে পারে। ফলে আশা করা যায়, মানুষ যেভাবে মহাবিশ্ব ও প্রকৃতিকে জয় করতে পারে, সেভাবে মনকেও জয় করতে পারে এবং এটিকে তার পছন্দ অনুযায়ী গঠন করতে পারে। অর্থাৎ, মনও আসলে একটি কায়া বা বস্তু। আর বস্তুগত জিনিসের সাথে যে আচরণ করা হয়, মনের সাথেও অনুরূপ আচরণ করা যেতে পারে।

উনিশ শতকের অনেক লোক ‘আধ্যাত্মিকতা' (রূহানী.), ‘আত্মশুদ্ধি' (তাসাউফ) এবং ‘গুপ্ত জ্ঞান' (ইলমে বাতেনী)-এর এই অর্থ গ্রহণ করেছিল যে, এই জিনিসগুলোর উদ্দেশ্য হল মানুষের মনের ‘গোপন শক্তিগুলো' জাগিয়ে তোলা। যেমন কোনো বাহ্যিক উপায় ছাড়াই মানুষের মনে প্রভাব বিস্তার করা, কোনো মাধ্যম ছাড়াই কোনো শহর বা দেশের অবস্থা বলা ইত্যাদি।
কিন্তু উনিশ শতকের বিজ্ঞানীরা এগুলোকে অমূলক চিন্তা ও কুসংস্কার বলতেন। পক্ষান্তরে বিশ শতকের কিছু বিজ্ঞানী এ বিষয়গুলো নিয়ে গবেষণা করেছেন এবং নীতিগতভাবে এগুলোকে “সম্ভব” বলে বিবেচনা করতে শুরু করেছেন। তারা এ ধরনের মানসিক শক্তিকে ‘অতিন্দ্রিয় উপলব্ধি' বলেন। এই গবেষণায় আগ্রহী এমনকি রাশিয়ার বিজ্ঞানীরাও। এই প্রবণতা থেকে কখনো কখনো এই বিভ্রম হয় যে, বিজ্ঞান এখন আধ্যাত্মিকতা এবং ধর্মের কাছে আসছে। অথচ স্পষ্টতই এই তত্ত্বের ভিত্তিও বস্তুবাদের উপর; বরং এটি আত্মা ও ধর্মের বাস্তবতাকে অস্পষ্ট করে তুলতে আরও সহায়তা করে।

মোদ্দাকথা, কোথাও ধর্মের বাস্তবতা বোঝার চেষ্টা নেই, সেটা বর্তমান বিজ্ঞান হোক বা মনোবিজ্ঞান বা দর্শন। এ ধরনের লোকেরা ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি যে অনুরাগ প্রকাশ করে, তার অধিকাংশই প্রতারণা; আদতে কোনো পার্থক্য নেই। এতদিন পর্যন্ত বিজ্ঞান ধর্মের শত্রু হয়ে সামনে এসেছিল, এখন বন্ধু হয়ে আসছে; এটা আরও বিপজ্জনক না হলেও স্পষ্ট না।

ঊনবিংশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানের ধর্ম নিয়ে অনেক আপত্তি ছিল এবং সন্দেহ- সংশয় জাগিয়েছিল। বিজ্ঞান যুক্তিবাদকে পরিত্যাগ করেছে বলে নতুন বিজ্ঞান এখন এসব পুরোনো আপত্তি পরিত্যাগ করেছে; কিন্তু নতুন বিজ্ঞান ‘যৌনতাবাদ' বা 'জীবনবাদে'র চর্চা শুরু করেছে। সেজন্য সে ধর্মকে নির্মূল করার পরিবর্তে নতুন ধর্ম তৈরি করার চেষ্টা করছে। এই নতুন বিজ্ঞান পুরান বিজ্ঞানের চেয়ে বেশি ধ্বংসাত্মক।

পুরান বিজ্ঞান আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী ছিল, নতুন বিজ্ঞান নতুন খোদার আবিষ্কার করছে। এই নতুন ধর্ম আরও বেশি বিভ্রান্তিকর। এসব বিভ্রান্তির চিহ্নকে সহজ পদ্ধতিতে জাতির সামনে উপস্থাপন করতে পারে খুব সহজেই সুফিতত্ত্ব। এই কারণেই সুফি সেন্টার।

Sufi Centre is a platform to connect people worldwide to the breadth and depth of meditation practices, the science, techniques, information, community and inspiration about its purpose and its physical, emotional, and spiritual benefits.

🌿সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, সুফি গবেষক, লেখক ও মেডিটেশন মাস্টার খাজা ওসমান ফারুকী -এর জন্মদিন ৯ স...
09/09/2025

🌿

সুফি স্পিরিচুয়াল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, সুফি গবেষক, লেখক ও মেডিটেশন মাস্টার খাজা ওসমান ফারুকী -এর জন্মদিন ৯ সেপ্টেম্বর।

হযরতের জীবন ও কর্ম মানবতার জন্য এক অনন্য প্রেরণা। তাঁর আধ্যাত্মিক দর্শন, “সুফি মেডিটেশন মেথড” ও আত্মার বিজ্ঞান দর্শন মানুষের আত্মসচেতনতা, নৈতিকতা ও আধ্যাত্মিকতার পথে অগ্রযাত্রাকে নতুন মাত্রা দিয়েছে।

তিনি আমাদের শিক্ষা দেন—
▪️ ভালোবাসা ও সহমর্মিতায় জীবন গঠন,
▪️সৃষ্টির সেবায় নিজেকে নিবেদন,
▪️ আত্মজ্ঞান ও আল্লাহর সান্নিধ্যে সত্যিকার মুক্তি খোঁজা।

এই শুভ জন্মদিনে আমরা আন্তরিকভাবে দোয়া করি—আল্লাহ্‌ তাআলা খাজাজী হযরতের জীবন, স্বাস্থ্য ও কর্মকে বরকতময় করুন, এবং তাঁর আধ্যাত্মিক আলো মানবসমাজে বহমান থাকুক যুগের পর যুগ।

🤲 “আল্লাহুম্মা বারিক লাহু ফি উমুরিহি, ওয়া নাফাআ বিহি খালকাহু।”


#খাজা_ওসমান_ফারুকী



#আত্মার_বিজ্ঞান
#আত্মার_নকশা
#সুফি_মেডিটেশন

আজকের The Bangladesh Today পত্রিকায়

07/09/2025

📌 নোটিশ

খাজা ওসমান ফারুকী রচিত সদ্য প্রকাশিত গ্রন্থ “আত্মার নকশা”-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান পূর্বঘোষণা অনুযায়ী বিশ্বসাহিত্য কেন্দ্র, ঢাকা-এ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণবশত উক্ত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

🔹 আগামী ৯ সেপ্টেম্বর ২০২৫, থেকে সুফি সেন্টার, ঢাকা-এ বইটি সংগ্রহ করা যাবে।
🔹 ১০ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার বইগুলো কুরিয়ার করা হবে। এবং চট্টগ্রামেও পাওয়া যাবে।

🟧

◾আত্মার নকশা - আত্মশুদ্ধি, ধ্যান ও নূরের পথের এক অনন্য দিশা।
যারা খুঁজছেন হৃদয়ের শান্তি ও আত্মার জাগরণ
👉 এখনই সংগ্রহ করুন “আত্মার নকশা”। আজ ও আগামীকালই ৫০& ছাড়ে বুকিং দিতে পারবেন।

#আত্মার_নকশা
#খাজা_ওসমান_ফারুকী


#সুফি_মেডিটেশন

✦ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ✦এই মহিমান্বিত মাস আমাদের স্মরণ করিয়ে দেয়—আল্লাহর প্রিয়তম হাবিব ﷺ এর আগমন কেবল ইতিহাস নয়,...
05/09/2025

✦ পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ ✦
এই মহিমান্বিত মাস আমাদের স্মরণ করিয়ে দেয়—আল্লাহর প্রিয়তম হাবিব ﷺ এর আগমন কেবল ইতিহাস নয়, বরং হৃদয়ের পুনর্জাগরণ।
আসুন আমরা আমাদের অন্তরে সত্যের নির্মাণ করি;
চিন্তায় হোক শুদ্ধতার আলো,
জীবনধারায় হোক করুণার সুবাস,
পৃথিবীতে হোক শান্তির প্রস্ফুটন।
মানুষের অন্তর মুক্তি পাক ঘেন্না, হিংসা ও অস্থিরতার আঁধার থেকে।
যেন আমরা উপলব্ধি করি—চোখের সীমিত দৃষ্টি ছাড়িয়ে আছে আরেক অনন্ত জগত,
যেখানে আলোক-সত্য প্রবাহিত হয়,
যেখানে আত্মা তার প্রকৃত উৎসকে চিনে ফেলে।
এই মিলাদুন্নবীর বরকতে হৃদয়গুলো আলোকিত হোক,
আত্মা জেগে উঠুক,
আর আল্লাহর নূর আমাদের জীবনকে করে তুলুক চিরন্তন প্রশান্তির আঙিনা।

#সুফি_মেডিটেশন
#আত্মার_বিজ্ঞান
#খাজা_ওসমান_ফারুকী




#আত্মার_নকশা
#সুফি_সেন্টার

◼️“সুফি মেডিটেশন” — ধ্যান, যিকর ও আত্মশুদ্ধির এমন এক পথ, যা মানুষকে অন্তর থেকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়।◼️ “আত্মার ব...
05/09/2025

◼️“সুফি মেডিটেশন” — ধ্যান, যিকর ও আত্মশুদ্ধির এমন এক পথ, যা মানুষকে অন্তর থেকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেয়।
◼️ “আত্মার বিজ্ঞান” — আত্মার রহস্য, আধ্যাত্মিক শক্তি ও চূড়ান্ত মুক্তির সহজ বৈজ্ঞানিক ব্যাখ্যা, যা আধুনিক মানুষের জন্য এক নতুন রেনেসাঁর দিগন্ত উন্মোচন করে।

"আত্মার বিজ্ঞান" বইটি কেবল একটি আধ্যাত্মিক গ্রন্থ নয়—এটি এক নবতর অন্বেষণ।এই বইয়ে আল-কুরআনের সার্বিক বোধ, আত্মার রহস্য, এ...
03/09/2025

"আত্মার বিজ্ঞান" বইটি কেবল একটি আধ্যাত্মিক গ্রন্থ নয়—এটি এক নবতর অন্বেষণ।
এই বইয়ে আল-কুরআনের সার্বিক বোধ, আত্মার রহস্য, এবং অন্তর্জগতের গহন দিকসমূহ আধুনিক মনোবিজ্ঞান ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে।
এটি এমন একটি সেতুবন্ধন, যা ঐশী জ্ঞান ও আধুনিক গবেষণার মধ্যে এক অনন্য সংলাপ গড়ে তোলে।
আত্মার পরিচয়, লক্ষ্য ও পরিশুদ্ধির পথ—সবকিছুই এখানে নতুনভাবে ধরা দিয়েছে, যা পাঠককে যুক্তি ও হৃদয়ের এক যাত্রায় নিয়ে যায়।
✨ "আত্মার বিজ্ঞান" — আত্মা, জ্ঞান ও চেতনার নবজাগরণ।

#আত্মার_বিজ্ঞান
#খাজা_ওসমান_ফারুকী


#আত্মার_নকশা
#সুফি_সেন্টার

#

03/09/2025
“কুন” হলো আহ্বান—শূন্যতা ভেদ করে আল্লাহর নূরকে প্রতিফলিত করা। “ফায়াকুন” হলো সেই আহ্বানের অবিলম্বে সাড়া—সমস্ত Being-এর জন...
02/09/2025

“কুন” হলো আহ্বান—শূন্যতা ভেদ করে আল্লাহর নূরকে প্রতিফলিত করা। “ফায়াকুন” হলো সেই আহ্বানের অবিলম্বে সাড়া—সমস্ত Being-এর জন্ম ও ক্রমাগত উপস্থিতি। এই ধ্বনিতে সময় (Zama) ও স্থান (Makan) একসাথে ভেঙে যায়; প্রতিটি মুহূর্তই সেই একক নূরের প্রকাশ।

◾ কুন-ফায়াকুন◾
অস্তিত্বের শুরু ও প্রেমের চূড়ান্ত আহ্বান...

পবিত্র কুরআন যখন ঘোষণা করে—“যখন তিনি কোনো কিছুর ফয়সালা করেন, তখন কেবল বলেন ‘হও’, আর তা হয়ে যায়” (সূরা ইয়াসীন, ৮২) —তখন এ আয়াত শুধু একটি শব্দগুচ্ছ নয়; এটি সমগ্র সৃষ্টির রহস্য, মহাবিশ্বের অস্তিত্বের চাবিকাঠি, আর প্রেমের চূড়ান্ত আহ্বান।

“কুন ফায়াকুন”—এই দুটি শব্দে নিহিত আছে সমগ্র মহাবিশ্বের উৎপত্তি, জীবনের অর্থ এবং আল্লাহর অসীম মাহাত্ম্যের প্রতিফলন। এখানে মানুষের দৃষ্টির সীমা ভেঙে যায়, আর আত্মার অন্তর্লীন আকাঙ্ক্ষা জেগে ওঠে। এটি কেবল সৃষ্টির প্রক্রিয়া নয়; বরং মানুষের হৃদয়ে আল্লাহর প্রেমের সাড়া জাগানো এক অনন্ত আহ্বান।

এই গ্রন্থে আমরা প্রবেশ করবো সেই রহস্যের দরজায়, যেখানে মহাবিশ্বের প্রতিটি কণায় আল্লাহর নামের বারাকাহ প্রবাহিত হচ্ছে। আমরা খুঁজব— মহান আল্লাহর মাহাত্ম্যের সীমাহীন প্রতিচ্ছবি, তাঁর প্রেমের মধুর আহ্বান, এবং তাঁর নামগুলোর অলৌকিক রহস্য, যা মানুষের জীবনকে রূপান্তরিত করে দেয়। এখানে আলোচিত হবে আল্লাহর সৌন্দর্য (জামাল) ও মহিমা (জালাল), রহস্য ও প্রেম, মহাবিশ্ব ও মানুষের অন্তর—সব মিলিয়ে এক সমন্বিত যাত্রা।

“কুন” হলো আহ্বান—শূন্যতা ভেদ করে আল্লাহর নূরকে প্রতিফলিত করা। “ফায়াকুন” হলো সেই আহ্বানের অবিলম্বে সাড়া—সমস্ত Being-এর জন্ম ও ক্রমাগত উপস্থিতি। এই ধ্বনিতে সময় (Zama) ও স্থান (Makan) একসাথে ভেঙে যায়; প্রতিটি মুহূর্তই সেই একক নূরের প্রকাশ।

ওয়াহদাতুল উজুদ বলে, মানুষ ও মহাবিশ্ব আলাদা সত্তা নয়। মানুষের আত্মা হলো এক নূরের ক্ষুদ্র অংশ, যা নিজের অস্তিত্বের গভীরে মহান আল্লাহর আহ্বান শুনতে পারে। আত্মা যখন কুন ফায়াকুন অনুভব করে, তখন তা এক অনন্ত সৃষ্টির সঙ্গে মিলিত হয়। শূন্যতা আর সত্তার বিভাজন মুছে যায়; প্রতিটি শ্বাস, প্রতিটি দৃষ্টি, প্রতিটি অভিজ্ঞতা আল্লাহর নূরের প্রতিধ্বনি হয়ে ওঠে।

এই উপলব্ধি আত্মাকে এক নতুন দিকনির্দেশ দেয়—এটি মানুষকে অনন্ত প্রেম ও জ্ঞান-অন্বেষণের পথে পরিচালিত করে। কারণ ওয়াহদাতুল উজুদ-এর আলোকে দেখা যায়, জীবন মানে আল্লাহর আহ্বানে সাড়া দেওয়া এবং নিজের সীমিত অস্তিত্বকে চিরন্তন Being/Wujud-এর অংশ হিসেবে উপলব্ধি করা।

অতএব, “কুন ফায়াকুন” কোনো অতীতঘটিত বাক্য নয়; এটি প্রতিটি মুহূর্তে, প্রতিটি সত্তায় ঘটছে। জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি—সবই আল্লাহর একক নূরের প্রকাশ। আত্মার পূর্ণতা আসে তখন, যখন মানুষ তার সীমিত অস্তিত্বকে (Fana) ভেঙে অসীম নূরে (Baqa) মিলিয়ে নেয়।

আমার পরবর্তী গ্রন্থ ▪️কুন-ফায়াকুন▪️ পাঠককে সেই অভ্যন্তরীণ যাত্রার দিকে আহ্বান জানাবে।
এখানে মানুষ শেখাবে—

▪️অস্তিত্ব ও আত্মার এককতা
▪️শূন্যতা থেকে অনন্ত Being/Wujud -এ উত্তরণ
▪️সময় ও অনন্তকাল, দুনিয়া ও আখিরাতের অন্তর্নিহিত সম্পর্ক
▪️এবং আত্মার চূড়ান্ত দায়িত্ব: প্রভুর আহ্বানে সর্বদা সাড়া দেওয়া।

“কুন ফায়াকুন: অস্তিত্বের শুরু ও প্রেমের চূড়ান্ত আহ্বান”—এই গ্রন্থ পাঠককে অনন্তের দিকে দিক নির্দেশ করবে, যেখানে ওয়াহদাতুল উজুদ-এর আলোকে মানুষ নিজেকে খুঁজে পাবে প্রভুর নূরে বিলীন হয়ে, প্রেম ও Being-এর এক অমর যাত্রায় নিমজ্জিত হয়ে।

▪️▪️
আগামী বইমেলায় আসতে পারে ইনশাআল্লাহ

▪️▪️

#খাজা_ওসমান_ফারুকী



#আত্মার_নকশা
#সুফি_মেডিটেশন
#আত্মার_বিজ্ঞান

#সুফি_সেন্টার

https://dailycapitalviews.com/news/9286
01/09/2025

https://dailycapitalviews.com/news/9286

The global order today is tumultuous and unsettled.Chaos and disorder have become stark realities at every level individual, familial,societal and national.

আলহামদুলিল্লাহ! সুফি সেন্টার থেকে প্রকাশিত- খাজা ওসমান ফারুকীর বইগুলো মক্কা-মদিনায় পৌঁছেছে। পাঠকরা আমাদের পাঠিয়েছেন অসাধ...
31/08/2025

আলহামদুলিল্লাহ!

সুফি সেন্টার থেকে প্রকাশিত-
খাজা ওসমান ফারুকীর বইগুলো মক্কা-মদিনায় পৌঁছেছে।
পাঠকরা আমাদের পাঠিয়েছেন অসাধারণ ছবি, যেখানে দেখা যাচ্ছে এই বইগুলো পবিত্র নগরীর আলোয় আলোকিত। জাবালে নূরের পাদদেশে সুফি মেডিটেশন ও আত্মার বিজ্ঞান।
খাজাজী হযরত এর গ্রন্থগুলো শুধু পৃষ্ঠা নয়—এগুলো আত্মার পথপ্রদর্শক, চেতনার দিশারি ও আল্লাহর নিকটবর্তী হওয়ার যাত্রার সঙ্গী।
চলুন, এই আলোকিত পাঠ ছড়িয়ে দিই এবং আরও মানুষকে আত্মা ও চেতনার আলোতে উদ্ভাসিত করি।

#সুফি_মেডিটেশন
#আত্মার_বিজ্ঞান
#আত্মার_নকশা
#খাজা_ওসমান_ফারুকী



#সুফি_সেন্টার

31/08/2025

▪️রূহানী জিকির ও “হু”-এর শক্তি

১. দেহ-মন-হৃদয়ের পরিশুদ্ধি

দেহকে শুদ্ধ করুন—আল্লাহর নামের জিকিরে।
মনকে শুদ্ধ করুন—শূন্য হয়ে, সমস্ত ব্যস্ততার কোলাহল থেকে মুক্ত হয়ে।
হৃদয়কে শুদ্ধ করুন—তাঁকে ভালোবেসে, প্রেমে ডুবে গিয়ে।

এক মিনিটের জন্য চোখ বন্ধ করুন।
অনুভব করুন—প্রতিটি শ্বাসই একেকটি জিকির।
শ্বাস নিতে বলুন—“আল্লাহু”।
শ্বাস ছাড়তে বলুন—“হু”।

যখন ভেতর ও বাহির একাকার হয়ে যায়,
তখন সমগ্র অস্তিত্ব উচ্চারণ করে—
“হু আল্লাহ হু...”

◾ ২. জিকিরের সুর

জিকির বা তাসবিহ শুধু উচ্চারণ নয়—এটি এক নীরব দরজা,যার ওপারে লুকানো আছে আল্লাহর নূরের গুণাবলী।

▪️“লা ইলাহা ইল্লাল্লাহু” — অন্তরকে করে মুক্ত।
▪️“সুবহানাল্লাহ” — মনের অন্ধকার মুছে দেয়।
▪️“আলহামদুলিল্লাহ” — কৃতজ্ঞতার আলো ছড়িয়ে দেয়।
▪️“আল্লাহু আকবার” — হৃদয়কে করে মহিমায় ভরপুর।
অস্থির মন শান্ত হয়—“আল্লাহু” ধ্বনিতে।
ভীত মন প্রশান্ত হয়—“ইয়া রাহমান” ধ্বনিতে।
যখন মন অশান্ত, কুচিন্তায় ভারাক্রান্ত,
তখন দ্রুত উচ্চারণ করুন—“হু আল্লাহ হু...”
মনে হবে ভেতরের সব অশান্তি বাতাসে মিলিয়ে যাচ্ছে।

🟧 বি.দ্র. ফেইসবুক পোস্টে সংক্ষিপ্ত করা হয়েছে।

◼️ #আত্মার_নকশা বইয়ের প্রতিটি অধ্যায়ে
এই রকম জিকির, মুরাকাবা, ধ্যান ও শ্বাসের অনুশীলন উপহার দেওয়া হয়েছে। প্রতিটি পাঠ শেষে পাঠক — নিজেই একটি দমের অনুশীলন, একটি জিকির-মুরাকাবা, অথবা এক অতীন্দ্রিয় ধ্যান চর্চা করতে পারবেন।

◼️ আত্মার নকশা ◼️
মানব চেতনার রহস্যময় মানচিত্র।

#আত্মার_নকশা
#খাজা_ওসমান_ফারুকী
#সুফি_মেডিটেশন
#আত্মার_বিজ্ঞান



@
30/08/2025

@

Address

Harualchhari, Fatikchhari
Chittagong
4354

Alerts

Be the first to know and let us send you an email when সুফি সেন্টার Sufi Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to সুফি সেন্টার Sufi Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram