Asthma -care BD

Asthma -care BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Asthma -care BD, Medical and health, Chittagong.

এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদিএকটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় স...
10/04/2023

এ্যা জমা বা হ্যা'পানী হলো শ্বাস নালির প্রদাহজনিত দীঘমেয়াদি
একটি রোগ। এই প্রদাহের ফলে শ্বাস নালি ফুলে যায় এবং অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে। এতে হা'নীর বিভিন্ন উপসর্গ দেখা দেয়। যেমন, কা শি, শ্বাস কষ্ট বু কে চাপ চাপ অনুভব করা দম নিতে কষ্ট হওয়া এবং বাঁশির মতো আওয়াজ হওয়া ইত্যাদি,
এ অবস্থায় শ্বাস নালিতে যদি ধুলা, ঠান্ডা বা গরম বাতাস প্রবেশ করে তাহলে রোগের মাত্রা বেড়ে যায়। তাই শীত আসার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এর প্রকোপ।

এ্যা জমার উপসর্গগুলো সাধারণত রাতে বা খুব সকালে বেশি হয় এবং শ্বাস নালিতে কোন ধরনের এ্যা লজেন প্রবেশ করলে বা তাপমাত্রা পরিবর্তিত হলে এ উপসর্গের তীব্রতা বেড়ে যায়। কারও কারও ক্ষেত্রে কা শি বা শ্বাস কষ্ট, বুকে বাঁশির মতো শোঁ শোঁ শব্দ শুরুর আগে নাক বা বুক চুলকায়, হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, চোখ লাল হয়ে যায়। ওপরের উপসর্গ গুলোর সঙ্গে বংশে কারও যদি এ্যাজমায় আক্রান্ত হওয়ার ইতিহাস থাকে, তাহলে ধরে নেওয়া যায় তার এ্যাজমা রয়েছে।

এ্যা জমা / হাঁপানি যে কোন বয়সে হতেই পারে। তবে শিশুদের ক্ষেএে এইরোগ বেশি দেখা যায়। দেখা গেছে কার ও কার বংশগত কারণে বা পরিবেশগত কারণে ও এ রোগ হতে পারে। এ ছাড়া ধুলোবালির মধ্যে থাকা মাইট নামের ক্ষুদ্র কীট, ফুলের পরাগরেণু থেকে, পশু পাখির পালক ছএাক,মল্ট, ইস্ট, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিগারেটের ধোঁয়ার মধ্যে যারা থাকে তাদের এ রোগ হতে পারে। এ ছাড়া মানসিক চাপে থাকলে হাঁ পানি / শ্বাস কষ্টের তীব্রতা বেড়ে যেতে পারে। কারও কার ও ক্ষেত্রে বিভিন্ন সুগন্ধি, মশার কয়েেল বা কার ও কার ও কিটনাশকের গন্ধ থেকে ও শ্বাস কষ্ট বেড়ে যেতে পারে।

এ্যাজমার বয়স যত বৃদ্ধি পাবে এর সমস্যার পরিধি ও তত বৃদ্ধি পাবে।তাই উক্ত সমস্যা থেকে স্থায়ী সমাধান পেতে ইনবক্সে নক দিয়ে আপনার বয়স এবং সমস্যা খুলে বলুন।

বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস করেই দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ
01966415505

06/04/2023
আমাদের অর্ডার সমূহ
06/04/2023

আমাদের অর্ডার সমূহ

06/04/2023
বিগত কয়েক দশকে এজমা ও এলার্জি রোগ ও রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ের অধিক ক্ষমতার ঔষধ উপসর্গ ভিত্ত...
06/04/2023

বিগত কয়েক দশকে এজমা ও এলার্জি রোগ ও রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময়ের অধিক ক্ষমতার ঔষধ উপসর্গ ভিত্তিক চিকিৎসায় কার্যকর প্রমাণিত হলেও এরোগ সমূহের নিরাময় ও পুরাপুরি আরোগ্য লাভে অকার্যকর।

অধুনা ব্যবহৃত ঔষধসমূহ এজমা ও এলার্জি রোগের উপশম ও নিয়ন্ত্রণে ‘সক্ষম’, কিন্তু ‘রোগ-প্রকৃতি’ (Disease process) পরিবর্তনে সম্পূর্ণভাবে অসমর্থ। ফলে ভুক্ত-ভুগিরা ঔষধ-নির্ভরতায় আজীবন এ রোগের সাথে যুদ্ধ করে চলে।

রোগের ‘মূল-প্রকৃতি পরিবর্তনে’ সক্ষম এমন একটি চিকিৎসা-ব্যবস্থার অভাব অনেকদিন ধরে অনুভূত হচ্ছিল। যাতে এ ধরণের রোগ থেকে সম্পূর্ণ নিরাময় বা আরোগ্য লাভ সম্ভব হয়। যা বহুল প্রত্যাশিত ও সময়ের দাবি।

‘এলার্জেন ইম্যুনো-থেরাপি’ (Allergen Immunotherapy AIT) বিশেষ ধরনের এলার্জি চিকিৎসা, যা ইতিপূর্বে Hyposensitization বা Desensitization নামে অভিহিত এবং অধুনা Allergy Vaccine নামে পরিচিত।

‘এলার্জেন ইম্যুনো-থেরাপি’ (AIT)- এজমা ও এলার্জিক রোগীর অসংযত, বিচ্যুত ‘প্রতিরোধ ব্যবস্থা’কে (Immune System) ইতিবাচক সংযত ও পরিমিত পরিবর্তনে যথাযথ কার্যকর ভূমিকা পালন করে।

‘এলার্জেন ইম্যুনো-থেরাপি’ রোগের ‘মূলীয় প্রকৃতি পরিবর্তনে’ (Disease process Modifying) কার্যকর বলেই এজমা ও এলার্জি –এ পদ্ধতিতে আরোগ্যলাভে সক্ষম। ইহাই অধুনা বিজ্ঞান ভিত্তিক এলার্জি চিকিৎসা।
বিস্তারিত জানতে ইনবক্স করুন বিশেষ প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন এই নাম্বারে ☎️ 01928048480

♦হাঁপানির শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়ে থাকে।যেমন:  বায়ু দূষণ,ধোঁয়া,ধূলিকণা, রাসায়নিক পদার্থের প্রভাব,পরাগ, খাবার,প্রাণ...
06/04/2023

♦হাঁপানির শ্বাসকষ্ট বিভিন্ন কারণে হয়ে থাকে।
যেমন: বায়ু দূষণ,ধোঁয়া,ধূলিকণা, রাসায়নিক পদার্থের প্রভাব,পরাগ, খাবার,প্রাণীজুল,নির্দিষ্ট গন্ধ এবং শীতল বায়ুর সংবেদনশীলতা।হাঁপানি খাবারের দ্বারাও উদ্দীপিত হতে পারে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন: ভাজা খাবার, চকোলেট, উচ্চ চর্বিযুক্ত খাবার, অতিরিক্ত আবেগ (স্ট্রেস, ক্রোধ, ভয়) এবং ধূমপান।এছাড়াও বংশগত ভাবেও শ্বাসকষ্টের প্রভাব রোগীর মধ্যে বিদ্যমান থাকতে পারে।

♦♦যখন হাঁপানিজনিত রোগ ট্রিগার ফ্যাক্টরের সংস্পর্শে আসে তখন শ্বাসযন্ত্রের দেয়ালগুলি সংকীর্ণ হয়ে ফুলে যায় এবং শ্বাসকষ্ট হয়।কখনও কখনও শ্বাস নালীর প্রাচীরটি স্টিকি শ্লেষ্মা/কফ দ্বারা আচ্ছাদিত যা শ্বাসকষ্টের আরও তীব্র সংকট তৈরি করে।
শিশুদের হাঁপানির প্রাথমিক লক্ষণগুলির মধ্যে বুকের গহ্বর বা ঘাড়ে চুলকানি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই লক্ষণগুলি যখন ভয় এবং উদ্বেগের সাথে মিলিত হয় তখন পরিস্থিতি আরও খারাপ হয়।

♦♦♦অনেক শ্বাসকষ্ট সমস্যার রোগীর শ্বাস ছাড়ার সময় শোনায়।হাঁপানির সমস্ত রোগীর শ্বাসকষ্টের সময় শব্দ শোনায় না।শ্বাস নেওয়ার সময় যার শব্দ রয়েছে তা হাঁফানি জনিত নয়।ব্রঙ্কি ট্র্যাক্ট সংকীর্ণ হওয়ার কারণে শ্বাসকষ্ট/হাঁপানিতে আক্রান্ত ব্যক্তিরা বুকের টানটান বা সংকীর্ণতা অনুভব করেন।তখনি গলায়/বুকে শব্দ হয়।রাতে বা আবহাওয়া শীতকালে রোগীর দীর্ঘস্থায়ী কাশি এবং সর্দি হয়।হাঁপানির আক্রমণ যখন শীর্ষে বা তীব্র হয়, তখন শ্বাস নিয়ন্ত্রণ করতে অসুবিধার কারণে রোগীর কথা বলা শক্ত হবে।

☞➤⇨শ্বাসকষ্ট/হাঁফানী সমস্যার সমাধান পেতে আজই যোগাযোগ করুন,✆01
92804848p নাম্বারে।অথবা পোস্টের ডান পাশে ✉মেসেজ বক্সে ক্লিক করে আপনার সমস্যাটি জানান।

আলহামদুলিল্লাহ আমাদের প্রতি দিন এর ডেলিভারি
06/04/2023

আলহামদুলিল্লাহ আমাদের প্রতি দিন এর ডেলিভারি

06/04/2023

ভয়ের কোন কারন নেই আমাদের প্রতিটি প্রোডাক্ট বাংলাদেশ সাইন্সল্যাবের অনুমোদন প্রাপ্ত কোন প্রকার সাইড এফেক্ট নেই,
সম্পুর্ন ন্যাচারাল উপদান এ তৈরিঃআদা,ওমেগা-৩, পিপুল,আকন্দমূল,লিং লাল বছ,বসাক,তুলসি, যষ্টিমধু, শিলজিত ইত্যাদি ন্যাচরাল উপাদান।

Address

Chittagong

Telephone

+8801966415505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma -care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram