01/12/2025
কয়েকদিন আগে বলেছিলাম এই ব্যক্তির সুন্দর চুল, ভ্রু, দাঁড়ি গজিয়েছে আমার চিকিৎসায়। রোগের কারনসহ বুঝিয়ে বলেছি। তারপরও কিছু গাধার দল বলেছিল আমি নাকি বাটপারি করছি।
এইবার দেখেন।
এইবার কি চেহারা মিলে?
সারাজীবন ভুয়া তেল লাগান চুল গজানোর জন্য। অথচ অথেনটিক ডাক্তারদের পেজে এসে বলেন বাটপার।
এসব বাঙ্গালীর কারনে আজকে আমাদের বদনাম হয়। কিছুই না জেনে কমেন্ট করে বসে। গাধার দল।
বি.দ্র.
আমি কারো চেহারা পাবলিশ করি না। কিন্তু রোগীর পারমিশন নিয়ে উনার ছবি পাবলিশ করলাম।