Be Fit

Be Fit We provide food supplement products made with 100% natural ingredients.

এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন। দিন দিন ও/জ/ন বেড়েই যাচ্ছে ? শত চেষ্টার পরেও ভুড়ি কমাতে পারছেন নাহ!বাবুর ম...
01/07/2024

এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার করুন।

দিন দিন ও/জ/ন বেড়েই যাচ্ছে ? শত চেষ্টার পরেও ভুড়ি কমাতে পারছেন নাহ!
বাবুর মা হওয়ার পর মে/দ বেড়ে গেছে!

আর নেই চিন্তা, আমাদের একটি মাত্র কোর্স নিয়ম অনুযায়ী কমপিল্ট করলেই আপনার সমস্যা হবে স্থায়ীভাবে সমাধান।

আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশ বিসিএস সাইন্সল্যাব কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত!

তাই এটি আপনাকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মাত্র এক মাসে করে তুলবে মনের মত আকর্ষণীয়!

বিস্তারিত জানতে Send Message অপশনে ক্লিক করুন অথবা সরাসরি যোগাযোগ করুন স্পেশালিস্টের সাথে।
01304714468

22/05/2024

অসাধারণ রিভিউ বাই নুসরাত পুরবিতি
ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর অথেনটিক প্রোডাক্ট পেতে চাইলে যোগাযোগ - Nano Sliming Juice ( যেহেতু বাজারে অনেক অনেক ন্যানো স্লিমিং জুসের নকল পন্য আছে So অরিজিনাল পন্য পেতে উনাদের সাথেই যোগাযোগ করুন)

আর “PURBITA30” কোড ব্যাবহার করলে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের রয়েছে ৩০% ডিসকাউন্ট! So এখনি অর্ডার করে ফেলুন...

ঢাকার ২৬৮টি হোটেল-রেস্টুরেন্টে পঁচা মাংস রান্না হয়...পল্টনের বিজয় ৭১ হোটেল, উত্তরার জোনাকি রেস্টুরেন্ট, ধানমণ্ডি-কাচা লং...
21/05/2024

ঢাকার ২৬৮টি হোটেল-রেস্টুরেন্টে পঁচা মাংস রান্না হয়...

পল্টনের বিজয় ৭১ হোটেল, উত্তরার জোনাকি রেস্টুরেন্ট, ধানমণ্ডি-কাচা লংকা, স্প্রিং অনিয়ন, ক্যাফে ঝিল, খুশবু বিরিয়ানি, ক্যাফে-৫২, ক্যাফে নাম্বার-১, আনন্দ রেস্টুরেন্ট, আল মুসলিম হোটেল, খাজা কাবাব, ঢাকা বিশ্ববিদ্যালয়-বঙ্গবন্ধু হল, মুহসীন হল, এফ রহমান হল, রাজধানীর একটি পাঁচতারকা হোটেল, ধানমণ্ডির হোটেল খাবার, মগবাজারের আমিনা রেস্টুরেন্ট, নিকুঞ্জের মক্কা বিরিয়ানি, খিলগাঁওয়ের কুমিল্লা হোটেল, নয়াটোলার জিয়া হোটেল, বিমানবন্দর হজ ক্যাম্পের মদিনা হোটেল, কুড়িলের দারুচিনি, মালিবাগের মীম বিরিয়ানি, ওয়ান স্টপ ফুড, শাহ আলী তেহারি, ঘোষ বিরিয়ানি, বাড্ডা কাবাব, গোল্ডেন গেট, ওয়াটার গার্ডেন, এম এম মাংস বিতান, সততা মাংস বিতান, ভাই ভাই ট্রেডার্স, ফকিরাপুলের বিসমিল্লাহ হোটেল, পল্টনের আকাশ হোটেল, শুদ্ধ রেস্টুরেন্ট, মিরাজ বিরিয়ানি, মৌটুসী হোটেল, আজমপুরের আবুল হোটেল, কক্সবাজার রেস্টুরেন্ট, কদমতলীর মায়ের দোয়া হোটেল, সোনালী হোটেল, বায়েজিদ হোটেল, মদিনা হোটেল, মা-আমিনা হোটেল, খাজা কাবাব, ঊর্মি বিরিয়ানি, তাজমহল কাবাব, মোগল দরবার, বিসমিল্লাহ বিরিয়ানি, ভাই ভাই ট্রেডার্স, আল-হালাল মিট, আল মুসলিম হোটেল, আজাদ বিরিয়ানি, কর্ণফুলী রেস্টুরেন্ট, ওয়ান স্টপ ফুড, তিন কন্যা খাবার হোটেল, সাগর হোটেল, হায়দরাবাদ বিরিয়ানি, লালবাগ বিরিয়ানি, শাহীন মাংস বিতান, লাটমিয়া মাংস বিতান, ডিপেন্ড ট্রেডার্স, ঘরোয়া হোটেল, চায়না পার্ক রেস্টুরেন্ট, ভাগ্যকূল হোটেল, হ্যালো চিকেন, অপূর্ব হোটেল, এ আর সুপারশপ, বরিশাল হোটেল, ক্যাফে গ্র্যান্ড অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ চিকেন, রয়েল বিরিয়ানি, সিটি ক্যাফে, কর্ণফুলী রেস্টুরেন্ট, গুলশান বিরিয়ানি, চট্টগ্রামের শামীম স্টোর, হোটেল কস্তুরী, পাতিল রেস্টুরেন্ট, কাশেম হোটেল, আহমদিয়া হোটেল, মোহাম্মদীয়া হোটেল, ক্যাফসিকেফ ফুড, আল নূর রেস্টুরেন্ট, মা হোটেল, জাহাঙ্গীর গোস্ত বিতান, সজীব মাংস বিতান, ফ্রেন্ডস-৩৩, আনন্দ রেস্টুরেন্ট, শাহজাহান কসাই, আমন্ত্রণ বিরিয়ানি, এম এম এন্টারপ্রাইজ, এআর রহমান হোটেল, সিজারস রেস্টুরেন্ট, চট্টগ্রামের টেন-১১, চট্টগ্রামের কলাপাতা, চট্টগ্রামের মা হোটেল ও মোতাহার হোটেল প্রভৃতি।

(মেয়াদোত্তীর্ণ হিমায়িত মাংস আমদানিকারক প্রতিষ্ঠান থেকে যারা নিয়মিত মাংস কিনত তাদের মধ্যে এই ২৬৮টি হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে বলে বেশ আগে দৈনিক সমকালের অনুসন্ধানে উঠে আসে।, পূর্বে প্রকাশিত তথ্যে যে প্রতিষ্ঠানের নাম যেভাবে বলা হয়েছে এখানে সেটিই উল্লেখ করা হয়েছে।)

আমরা ১০ বছর ধরে প্রোডাক্ট সেল করতেছি এখন পর্যন্ত কোন খারাপ রিভিও আসে নাই আসবে ও না আপনার কাছে ১ টা প্রোডাক্ট বিক্রি আমার...
14/05/2024

আমরা ১০ বছর ধরে প্রোডাক্ট সেল করতেছি এখন পর্যন্ত কোন খারাপ রিভিও আসে নাই
আসবে ও না

আপনার কাছে ১ টা প্রোডাক্ট বিক্রি আমার লক্ষ্য না, আপনি আমার প্রোডাক্ট ব্যবহার করে ১০ জন কে বলবেন এটা আমার লক্ষ্য😊😊।আপনি এই প্রোডাক্ট টি নিয়ে উপকৃত হলে,আরো অনেকে প্রোডাক্ট নিতে আগ্রহী হবেন,
এটাই তার প্রমাণ

আগে কথার সাথে কাজ মিলান তারপর সিদ্ধান্ত নিন। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে সেবা দেওয়া না!!আপনাকে পরিপূর্ণ সমাধান দেওয়ার ...
12/05/2024

আগে কথার সাথে কাজ মিলান তারপর সিদ্ধান্ত নিন।

আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে সেবা দেওয়া না!!
আপনাকে পরিপূর্ণ সমাধান দেওয়ার পর আপনার কাছ থেকে আরো দশ জন গ্রাহক আদায় করে নেওয়া।

দিন দিন ও/জ/ন বেড়েই যাচ্ছে ? শত চেষ্টার পরেও ভুড়ি কমাতে পারছেন নাহ!
বাবুর মা হওয়ার পর মে/দ বেড়ে গেছে!

আর নেই চিন্তা, আমাদের একটি মাত্র কোর্স নিয়ম অনুযায়ী কমপিল্ট করলেই আপনার সমস্যা হবে স্থায়ীভাবে সমাধান।

আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশ বিসিএস সাইন্সল্যাব কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত!

তাই এটি আপনাকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মাত্র এক মাসে করে তুলবে মনের মত আকর্ষণীয়!

বিস্তারিত জানতে sent Massage অপশনে ক্লিক করুন। সরাসরি যোগাযোগ করুন 01645941329

আগে কথার সাথে কাজ মিলান তারপর সিদ্ধান্ত নিন। আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে সেবা দেওয়া না!!আপনাকে পরিপূর্ণ সমাধান দেওয়ার ...
21/03/2024

আগে কথার সাথে কাজ মিলান তারপর সিদ্ধান্ত নিন।

আমাদের উদ্দেশ্য শুধু আপনাকে সেবা দেওয়া না!!
আপনাকে পরিপূর্ণ সমাধান দেওয়ার পর আপনার কাছ থেকে আরো দশ জন গ্রাহক আদায় করে নেওয়া।

দিন দিন ও/জ/ন বেড়েই যাচ্ছে ? শত চেষ্টার পরেও ভুড়ি কমাতে পারছেন নাহ!
বাবুর মা হওয়ার পর মে/দ বেড়ে গেছে!

আর নেই চিন্তা, আমাদের একটি মাত্র কোর্স নিয়ম অনুযায়ী কমপিল্ট করলেই আপনার সমস্যা হবে স্থায়ীভাবে সমাধান।

আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট বাংলাদেশ বিসিএস সাইন্সল্যাব কর্তৃক পরীক্ষিত এবং অনুমোদিত!

তাই এটি আপনাকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই মাত্র এক মাসে করে তুলবে মনের মত আকর্ষণীয়!

বিস্তারিত জানতে sent Massage অপশনে ক্লিক করুন।

আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার🖤
20/03/2024

আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার🖤

কেন ওজন কমাবেন?* স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে ...
20/03/2024

কেন ওজন কমাবেন?
* স্থূল ব্যক্তিদের ডায়াবেটিস বা বহুমূত্র সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। আবার ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে গেলে তার সঙ্গে ডায়াবেটিসজনিত জটিলতাগুলোও বেশি মাত্রায় দেখা দেয়।
* শরীরে অতিরিক্ত চর্বি বা ডিজলিপিডিমিয়া প্রায়ই দেখা দেয়। রক্তে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ইত্যাদি বৃদ্ধি পায়। রক্তনালির দেয়ালে অতিরিক্ত চর্বি জমা হওয়ার কারণে হৃদ্যন্ত্রের সমস্যা ও উচ্চ রক্তচাপ সাধারণ মানুষের তুলনায় বেশি হয়। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার ঝুঁকি থাকে। রক্তনালিতে থ্রম্বোসিস হয়ে তা বন্ধ হয় এবং বিভিন্ন জটিল রোগ হতে পারে। যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, মাথার রক্তনালি বন্ধ হয়ে মৃত্যুও ঘটতে পারে।

✅সাইড ইফেক্ট মুক্ত ন্যাচারাল প্রোডাক্ট★--------------------------------➡️ প্রত্যেক কাস্টমার এর একটা কমন প্রশ্ন থাকে যে আ...
20/03/2024

✅সাইড ইফেক্ট মুক্ত ন্যাচারাল প্রোডাক্ট★
--------------------------------
➡️ প্রত্যেক কাস্টমার এর একটা কমন প্রশ্ন থাকে যে আমাদের প্রোডাক্ট টি তার কোনো ক্ষতি করবে কিনা বা এটার কোনো সাইড ইফেক্ট আছে কিনা! তার এক কথায় যদি উত্তর দিতে যাই তাহলে সেটা হবে অবশ্যই না।

কারণ- আমাদের সকল প্রোডাক্ট ১০০% অর্গানিক উপাদান এর সমন্বয়ে প্রস্তুত করা,, যাতে বিন্দু পরিমাণ ক্যামিকেল বা ক্ষতিকর কোনো উপাদান ব্যাবহার করা হয়না।

এবং আমাদের সকল প্রোডাক্ট বাংলাদেশ সাইন্স ল্যাব অনুমোদিত এবং পরিক্ষিত প্রোডাক্ট তাই আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন, ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্ট ইউজ করে আপনার কোনো ক্ষতি হবে না।🍁

আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের প্রোডাক্ট এর ফলাফল ভালো পাওয়াতে পরিবারের সদস্যদের জন্য ৫বার প্রোডাক্ট অর্ডার করেছে।
19/03/2024

আলহামদুলিল্লাহ ম্যাম আমাদের প্রোডাক্ট এর ফলাফল ভালো পাওয়াতে পরিবারের সদস্যদের জন্য ৫বার প্রোডাক্ট অর্ডার করেছে।

ওজন বেড়েই যাচ্ছে, কত ব্যায়াম আর ডায়েট ফলো করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না!!!তাই তো???? ভুলটা কোথায় জানতে আমাদের সাথে...
19/03/2024

ওজন বেড়েই যাচ্ছে, কত ব্যায়াম আর ডায়েট ফলো করছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না!!!
তাই তো????
ভুলটা কোথায় জানতে আমাদের সাথেই থাকুন

ওজন কমবে খুব সহজে!! মেদ ভুড়ি নিমিষেই শেষ!! ফ্যাট কমিয়ে ফিট হওয়ার এইতো সুযোগ!! বাংলাদেশের যে কোনো যায়গা থেকে অর্ডার করুন!...
19/03/2024

ওজন কমবে খুব সহজে!! মেদ ভুড়ি নিমিষেই শেষ!!
ফ্যাট কমিয়ে ফিট হওয়ার এইতো সুযোগ!!

বাংলাদেশের যে কোনো যায়গা থেকে অর্ডার করুন!অগ্রীম ১ টাকাও পেমেন্ট করতে হবেনা!!

সম্পূর্ণ ক্যাশ-অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পাওয়ার পর পেমেন্ট করবেন।

বিস্তারিত জানতে সেন্ড মেসেজ অপশনে ক্লিক করুন।

Address

Muradpur
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Be Fit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram