28/11/2023
ম্যাডাম: বলতো কে প্রথম চাঁদে গিয়েছিলো??
ছাত্র: সোনা মিয়া।
ম্যাডাম: ফাজিল কথাকার।
ম্যাডাম এবার বললো,"কে প্রথম এভারেস্ট জয় করেছিলো??
ছাত্র: দানা মিয়া।
এবার ম্যাডাম রেগে ছেলেটার হাত ধরে টেনে হেডস্যারের কাছে নিয়ে গেলো।
ম্যাডাম: কি ফালতু ছাত্র রাখেন, এরা স্কুলের নাম খারাপ
করবে।
হেডস্যার: কেনো কি হয়েছে??
ম্যাডাম: কিছুই পারে না। সব উল্টা পালটা বলে।
হেডস্যার: ছাত্রকে, এই বলতো ২এ ২এ কতো হয়??
ছাত্র: স্যার, ৪ হয়।
হেডস্যার: ৪এ ৪এ কতো হয়??
ছাত্র: ৮ হয়।
হেডস্যার: এইতো পারে তো আস্তে আস্তে শিখে যাবে।
এবার ম্যাডাম আরও রেগে গেলেন। তিনি হেডস্যারকে বললেন, রাখেন আপনার প্রশ্ন। ওকে প্রশ্ন আমি করবো।
যদি ১টাও ভুল হয় তাহলে স্কুল থেকে বের করে দিবো।
ম্যাডাম: বল তোর পেন্টের ভিতর কি আছে। যা আমার শারীরের ভিতর নাই??
ছাত্র: পকেট।
ম্যাডাম: বল, গাভীর আছে ৪টা আমার আছে ২টা, বল এটা কি হবে??
ছাত্র: পা।
ম্যাডাম: কোন কাজটা খাটেই করতে মজা ও আরাম??
ছাত্র: ঘুম।
ম্যাডাম: বল কোন জিনিস মুখের ভিতর ঢুকে শক্ত হয় আর বের হয় নরম হয়ে??
ছাত্র: চুইংগাম।
ম্যাডাম: ছেলেরা উত্তেজিত হলে তাদের শরীরের কোন অঙ্গ ছোট থেকে বড় হয়ে যায়??
ছাত্র: হৃদপিন্ড।
!
!
!
!
!
!
হেডস্যার: ম্যাডাম, থামেন থামেন। স্কুল বাদ দেন, এই ছাত্রকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেন। আপনি যে ভাবে
প্রশ্ন করলেন আর 'ও' যে ভাবে উত্তর দিলো, আমি তো অন্য
উত্তর মনে করেছিলাম।
🖋️🤣
# মন ছুঁয়ে যেতে নতুন নতুন গল্প পেতে আইডি টা ফলো করে রাখুন ツ 🥰