Asthma Solution Centre

Asthma Solution Centre Asthma problem solve centre

এ্যাজমা সমস্যার প্রাকৃতিক সমাধান। বিস্তারিত জানতে ইনবক্সে বার্তা পাঠান, ধন্যবাদ।
02/04/2023

এ্যাজমা সমস্যার প্রাকৃতিক সমাধান। বিস্তারিত জানতে ইনবক্সে বার্তা পাঠান, ধন্যবাদ।

এ্যাজমা থেকে প্রাকৃতিকভাবে মুক্তি পান।
30/03/2023

এ্যাজমা থেকে প্রাকৃতিকভাবে মুক্তি পান।

হাঁপানি কখন হয়?হাঁপানি হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। তবে,এ রোগ শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং বয়স বাড়ার সাথে সাথে এ সমস...
28/03/2023

হাঁপানি কখন হয়?
হাঁপানি হওয়ার কোনো নির্দিষ্ট বয়স নেই। তবে,এ রোগ শিশুদের মধ্যে বেশি দেখা যায় এবং বয়স বাড়ার সাথে সাথে এ সমস্যার প্রবলতাও বাড়তে থাকে।

হাঁপানি কেন হয়?
----> ছোটবেলায় নিউমোনিয়া কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে।
----> পরিবারের বা বংশের কারো এই সমস্যা হয়ে থাকলে।
----> ডাস্ট এলার্জি থাকলে।
----> কোল্ড এলার্জি থাকলে।
----> আবার অনেক সময় পরিবেশগত কারণেও হতে পারে।

কোল্ড এলার্জিঃসর্দি নাকের একটি সমস্যা, যা নাসিকা ঝিল্লির প্রদাহের ফলে হয়ে থাকে। এটি কোনো বড় বা বিপদজনক রোগ নয়।তবে এ রোগে...
27/03/2023

কোল্ড এলার্জিঃ
সর্দি নাকের একটি সমস্যা, যা নাসিকা ঝিল্লির প্রদাহের ফলে হয়ে থাকে। এটি কোনো বড় বা বিপদজনক রোগ নয়।তবে এ রোগের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।অনেক সময় দেখবেন, কোল্ড এলার্জির কারণে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন।

প্রিয় গ্রাহক আপনি কি এ্যা*জমা/শ্বাস-কষ্টে ভুগছেন?দেখুন একজন মানুষের শরীরে এ্যা*জমা/শ্বাস-কষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাক...
26/03/2023

প্রিয় গ্রাহক

আপনি কি এ্যা*জমা/শ্বাস-কষ্টে ভুগছেন?

দেখুন একজন মানুষের শরীরে এ্যা*জমা/শ্বাস-কষ্ট হওয়ার বিভিন্ন কারন হয়ে থাকে।

১.ছোট বেলায় নিউমোনিয়া বা ঠান্ডা জনিত রোগ।

২.পরিবারে বা বংশে কারো এই রোগ পূর্বে থাকলে।

৩.রক্তে এলা*র্জির পরিমান বেশি হয়ে থাকলে।

৪.অতিরিক্ত ধুলাবালি বা ঠান্ডায় থাকলে।

উপরিউক্ত সকল কারনে একজন মানুষের এ্যা*জমা/শ্বাস-কষ্ট রোগ হয়ে থাকে। তবে এর একটি স্থায়ী সমাধান অবশ্যই আছে। কিন্তু আমরা ক্ষনিকের সস্থির জন্য বিভিন্ন প্রকার মেডিসিন/ইনহেলার ব্যাবহার করে থাকি যার ফলে দীর্ঘ দিন মেডিসিন, ইনহেলার ব্যাবহারের ফলে আমাদের শরীরের ইমিউনিটি কমে আসে এবং শরীরের প্রয়োজনীয় কোষ গুলো নষ্ট করে ফেলে।এতে করে আমাদের বয়স বাড়ার সাথে সাথে সমস্যা আরো বেড়ে যায় এবং ভবিষ্যতে শরীরের বিভিন্ন অংশে হার্টের, কিডনির সমস্যা দেখা দেয়।

★সঠিক সেবা পেতে নিচে দেওয়া সেন্ড মেসেজে ক্লিক করুন।
★ আমরা গ্রাহকদের পুরো দেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির সেবা দিয়ে থাকি।।।।

★বিশেষ প্রয়োজনে:০১৩০৭৫৯৯৭০২

ডাস্ট এলার্জিঃধুলোর মাধ্যমে যে জীবাণু মানবদেহে শ্বাসপ্রশ্বাসে ব্যাঘাত ঘটায়,সাধারণত তাকে ডাস্ট এলার্জি বলে।প্রতিকারের উপা...
25/03/2023

ডাস্ট এলার্জিঃ
ধুলোর মাধ্যমে যে জীবাণু মানবদেহে শ্বাসপ্রশ্বাসে ব্যাঘাত ঘটায়,সাধারণত তাকে ডাস্ট এলার্জি বলে।

প্রতিকারের উপায়ঃ
(১) ঘর থেকে বের হলে সবসময় মাক্স ব্যবহার করতে হবে।
(২) বাসা-বাড়ির ফার্নিচারের ধূলা নিয়মিত পরিষ্কার করতে হবে।
(৩) প্রতিদিন ঘুম থেকে উঠার পর এবং ঘুমাতে যাওয়ার সময় বিছানা ভালোভাবে ঝেড়ে নিতে হবে।
(৪)প্রতিদিনের ব্যবহারের কাপড়-চোপড় মাঝেমাঝে কয়েক ঘন্টার জন্য কড়া রোদে দিতে হবে।
(৫) ঘরে যাতে আলো-বাতাস প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে, ইত্যাদি।

নিউমোনিয়াঃনিউমোনিয়া হওয়ার সাধারণ কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ।নিউমোনিয়া হওয়ার লক্ষণঃমানবদেহে নিউমোনিয়...
25/03/2023

নিউমোনিয়াঃ
নিউমোনিয়া হওয়ার সাধারণ কারণ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ।

নিউমোনিয়া হওয়ার লক্ষণঃ
মানবদেহে নিউমোনিয়া উদ্ভব হয়েছে কিনা, তা জানার অনেক লক্ষণ রয়েছে। যেমন--
(১) জ্বর (২) কাশি
(৩)শ্বাসকষ্ট (৪) কাঁপুনি
(৫) ঘাম হওয়া
(৬) বুকের ব্যাথা শ্বাসপ্রশ্বাসের সাথে উঠা নামা করলে
(৭)মাথা ব্যাথা (৮) মাংসপেশিতে ব্যাথা
(৯) বেশি ক্লান্তি অনুভব করলে, ইত্যাদি।

IgE কীঃIgE (Immunoglobulin E) হলো রক্তে পাওয়া একটি অ্যান্টিবডি, যা এলার্জি রোগের চিহ্নিতকারী। রক্ত IgE লেবেল এর মাত্রা ব...
25/03/2023

IgE কীঃ
IgE (Immunoglobulin E) হলো রক্তে পাওয়া একটি অ্যান্টিবডি, যা এলার্জি রোগের চিহ্নিতকারী। রক্ত IgE লেবেল এর মাত্রা বাড়ার কারন হলো পরিবেশগত বা খাবারের এলার্জি।

অ্যান্টবডিঃ
শরীরের অনাক্রম্যতন্ত্রের এক ধরনের প্রতিরক্ষিকা।

এ্যাজমার ৭ টি উপসর্গ সম্পর্কে সবার অবগত থাকা উচিত -------- (১)শ্বাসকার্যের সময় সাঁসাঁ বা চিঁচিঁ শব্দ হওয়া। (২)বয়স্কদের ম...
22/03/2023

এ্যাজমার ৭ টি উপসর্গ সম্পর্কে সবার অবগত থাকা উচিত -------- (১)শ্বাসকার্যের সময় সাঁসাঁ বা চিঁচিঁ শব্দ হওয়া। (২)বয়স্কদের মধ্যে এ্যাজমা আরম্ভ হওয়ার শ্রেষ্ঠ সময় হলো৪৫-৫০ বছর। (৩) অনেক ক্ষেত্রে কোনো ইনফেকশনের পরেও এ্যাজমা হতে পারে। (৪) দীর্ঘস্থায়ী কাশি এ্যাজমার লক্ষণ। (৫) বুকে টানটান অনুভব এ্যাজমার উপসর্গ। (৬)গভীর শ্বাস গ্রহণ করে দীর্ঘশ্বাস, হাই তুলে শ্বাস, প্রচুর দীর্ঘশ্বাস নিচ্ছেন, তার মানে এই নয় যে আপনি এ্যাজমায় ভুগছেন। তবে ভুগতেও পারেন - প্রকৃতপক্ষে, এসব এ্যাজমার উপসর্গ হতে পারে। (৭) ইনস্টিটিউট অব হেলথের ২০০৭ সালের একটি গবেষণা অনুসারে ৫০ শতাংশ এ্যাজমা রোগের সমস্যা এ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত এবং বিড়ালের প্রতি এ্যালার্জিক একটি শক্তিশালী ঝুঁকিপূর্ণ কারণ। প্রায় ৩০ শতাংশ এ্যাজমা রোগের ঘটনার ক্ষেত্রে ক্যাট এ্যালার্জেন জড়িত।এর প্রকৃত প্রভাব সম্পর্কে গবেষকরা এখনো গবেষণা করছেন।

হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে নিজেকে রক্ষা করুন, ইনহেলার ছাড়াই। আমাদের প্রডাক্ট সেবনের মাধ্যমে, আপনি খুব সহজেই ১৫-২০ দিনের ম...
22/03/2023

হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে নিজেকে রক্ষা করুন, ইনহেলার ছাড়াই। আমাদের প্রডাক্ট সেবনের মাধ্যমে, আপনি খুব সহজেই ১৫-২০ দিনের মধ্যে আপনার হাঁপানি বা শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। বিস্তারিত জানতে ইনবক্সে নক করুন, ধন্যবাদ।

Address

Chittagong

Telephone

+8801307599702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Solution Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Asthma Solution Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram