25/06/2024
রাসেল’স ভাইপার এর মত সাপ থেকে বাঁচাবে বেজি
বেজি আর সাপের দ্বৈরথের কথা সবারই জানা। বেজি আর সাপের লড়াইয়ে সবসময় জিতে যায় বেজি। কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায়। অনেকের বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম পান। কারণ, যেখানে বেজি থাকে, সেই এলাকায় বিষধর গোখরা সাপও থাকার সাহস করে না।
বেজির শরীরের আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে যে কোনো ধরনের সাপ তাদের পরাস্ত করতে পারে না। অন্যদিকে কৌশল ব্যবহার করে সাপের মাথা কামড়ে ধরে মেরে ফেলতে পারে বেজিরা। বছরে দুই থেকে তিনবার বাচ্চা দেয় বেজি। প্রতিবার দুই থেকে পাঁচটি বাচ্চা হয়।বাচ্চাদের জন্য এবং নিজেদের খাবারের জন্য বেজি সবসময় সাপকে শত্রু হিসেবে দেখে। এ কারণে, সাপ দেখলেই তাড়িয়ে দেওয়া কিংবা মেরে ফেলার জন্য উঠেপড়ে লাগে বেজি।
সাম্প্রতিক সময়ে বিষধর রাসেল’স ভাইপার এর মত বিষধর সাপের উপদ্রব বেড়েছে। সাপ থেকে আপনাকে রক্ষা করতে পারে শুধু বেজি। আর এজন্য বেজি কে কেউ মারবেন না। কৃষকদের মাঠে এবং ফসলি জমিতে বেজি থাকে। বিষধর রাসেল ভাইপার ও অন্যান্য বিষধর সাপগুলো ফসলি জমিতে থাকে তাদেরকে বেজি ধরে ভক্ষণ করে।
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস:
জগৎ: Animalia
শ্রেণী: Mammalia
উপবর্গ: Feliformia
পরিবার: Herpestidae
বৈজ্ঞানিক নাম: Hepes Edwardsii
জনস্বার্থে প্রচার করুন প্লিজ