06/10/2025
হিজামা (Hijama) হলো একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি, যাকে বাংলায় অনেক সময় কাপিং থেরাপি বা রক্ত শোষণ থেরাপি বলা হয়। ইসলামিক চিকিৎসাশাস্ত্রে এবং চীনা প্রাচীন চিকিৎসায় এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে।
হিজামার ধরন
1. ড্রাই কাপিং (Dry Cupping):
শুধু কাচ/প্লাস্টিকের কাপ ব্যবহার করে শরীরে ভ্যাকুয়াম সৃষ্টি করা হয়। এতে রক্ত টেনে আনা হয়, কিন্তু কোনো কাটা দেওয়া হয় না।
2. ওয়েট কাপিং (Wet Cupping):
এতে শরীরে হালকা ক্ষুদ্র আঁচড়/কাটা দেওয়া হয়, এরপর কাপ বসিয়ে ভ্যাকুয়ামের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত বের করা হয়।
হিজামার উপকারিতা (গবেষণা ও অভিজ্ঞতার ভিত্তিতে)
শরীরের বিষাক্ত উপাদান ও অশুদ্ধ রক্ত বের করতে সাহায্য করে।
রক্ত সঞ্চালন উন্নত করে।
মাথাব্যথা, মাইগ্রেন, ঘাড় ও কোমরের ব্যথা উপশমে সহায়ক।
পেশি ও জোড়ার ব্যথা কমায়।
কিছু গবেষণায় দেখা গেছে, স্ট্রেস, উদ্বেগ ও অনিদ্রা কমাতেও উপকারি হতে পারে।
হজম ও রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার কথাও বলা হয়।
ইসলামিক দৃষ্টিকোণ
রাসূলুল্লাহ ﷺ হিজামা করার পরামর্শ দিয়েছেন এবং এটি সুন্নাহ হিসেবে মানা হয়। হাদীসে হিজামাকে উত্তম চিকিৎসা বলা হয়েছে।
🏥ঠিকানা :
ফরচুন দিপুমনি শপিং কমপ্লেক্স এর ২য় তলায় ইসলামি ব্যংকের পাশে আনোয়ারা চট্টগ্রাম
☎️মোবাইল 01860364848
01879-568847