Doctor: The Real Life SuperHero

Doctor: The Real Life SuperHero People have lots of query regarding health & treatment. we like to solve them via online as much as Somebody asked: "You're a Doctor? How much do I make?

How much
do you make?"
I replied: "HOW MUCH DO I MAKE?" ...
I can make holding your hand seem like the most
important thing in the world when you're scared...
I can make your child breathe when they stop...
I can help your father survive a heart attack...
I can make myself get up at 4AM to make sure
your mother has the medicine she needs to
live...and I will work straight
through until 4am to keep

her alive and start the
day all over again! I work all day to save the lives of strangers...
I will drop everything and run a code blue for
hours trying to keep you alive!!! I make my family wait for dinner until I know your
family member is taken care of...
I make myself skip lunch so that I can make sure
that everything I did for your wife today was
correct...
I work weekends and holidays and all through the
night because people don't just get sick Monday
though Saturday and during normal working
hours. Today, I might save your life. All I know is, I make a difference.:
Proud to be a Doctor......

৮০ জন চিকিৎসকের ১০ ঘণ্টার চেষ্টায় ঢামেকে আলাদা হলো জোড়া লাগা দুই যমজ বোনপ্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবারপ...
24/09/2024

৮০ জন চিকিৎসকের ১০ ঘণ্টার চেষ্টায় ঢামেকে আলাদা হলো জোড়া লাগা দুই যমজ বোন
প্ল্যাটফর্ম নিউজ, ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার
পেটে ও বুকে জোড়া লাগানো যমজ দুই বোন শিফা ও রিফাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের মধ্যমে আলাদা করা হয়েছে । গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে শিশু দুটিকে সফলভাবে আলাদা করার কথা জানায়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহনুর ইসলাম জানান, “গত ৭ সেপ্টেম্বর রিফা ও শিফাকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা হয়। বিভিন্ন বিভাগের ৮০ জন চিকিৎসক প্রায় ১০ ঘণ্টা ধরে এই অস্ত্রোপচার করেন। চলতি বছরের ১৪ জুন মাহমুদা বুক পেট জোড়া লাগানো শিশু দুটিকে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন।২১ জুন তাদের হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এক মাস পর তাদের আসতে বলা হয়। এক মাস পর তাদের চিকিৎসা দিয়ে আরো এক মাস পর দেখা করতে বলা হয়।”
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার পর দুই বোনকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়। ৮ সেপ্টেম্বর রিফাকে ও ৯ সেপ্টেম্বর শিফাকে ভেন্টিলেটর মুক্ত করা হয়। এর মধ্যে রিফা সম্পূর্ণ সুস্থ থাকলেও শিফার হার্টের সমস্যা দেখা দেয়। তাকে হার্ট ফাউন্ডেশনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে শিফার পিত্তনালির সংযোগ খুলে যাওয়ায় আবার অস্ত্রোপচার করা হয়। শিফা বর্তমানে আইসিইউতে আছে।
শিফা ও রিফার চিকিৎসার খরচ বহন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সমাজসেবা দপ্তর, আকিজ গ্রুপ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, বিএসএমএমইউ, বারডেমের ট্রান্সফিউশান মেডিসিন বিভাগ, ল্যাবরেটরি মেডিসিন বিভাগ এবং নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক ও তার মা-বাবা।
-নিজস্ব প্রতিবেদক,
জার্নালিজম ডিপার্টমেন্ট, প্ল্যাটফর্ম ডক্টরস ফাউন্ডেশন।

21/09/2024

পার্কভিউ হসপিটালে প্রতি শুক্রবার নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডা. সৈয়দ আফতাব উদ্দীন।

সিরিয়াল নিতে ফ্লায়ারে দেয়া নাম্বারে কল করার পাশাপাশি ওয়েবসাইটে গিয়ে বা এন্ড্রয়েড/আইওএস এপের মাধ্যমে সহজে নিতে পারবেন।

⬇️ওয়েসাইটঃ www.parkviewappointment.com
📱Android: https://play.google.com/store/apps/details?id=com.appointment.parkview.parkviewappointment
📱IOS: https://apps.apple.com/us/app/parkview-appointment/id1660447155

26/07/2023
19/07/2023

আপনারা যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন ভাবছেন।

সরকারী হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরনের চেষ্টা করেই দেখুন না, ক...
13/03/2023

সরকারী হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরনের চেষ্টা করেই দেখুন না, কি ফল পাওয়া যায় !

১. সরকারী হাসপাতালে অপরিচিত যে লোকটি উপযাজক হয়ে আপনার ঘনিষ্ট হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে বা আপনার জন্য এখানে সেখানে ছুটোছুটি করবে, বুঝে নেবেন সে একজন দালাল। শুরুতেই মার্ক করে রাখুন। এড়িয়ে চলুন। তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে।

২. জরুরী বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন। অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে।

৩. ইমার্জেন্সীর ইএমও বা ওয়ার্ডের ডিউটি ডাক্তাররা ( ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্টার, আইএমও ) উচ্চশিক্ষিত ও আপনার রোগীর চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ট কোয়ালিফাইড।
সেখানে গিয়ে নিজের ক্ষমতা, শিক্ষাগত যোগ্যাতা,
স্মার্টনেসের প্রমান দিতে যাবেন না। আপনি যতটুকু ভদ্রলোক হবেন, তারা তার চাইতে বেশি ভদ্র লোকের মত আপনাকে চিকিৎসা দিবে।

৪. হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইএমও/ ইন্টার্ন/সিএ/আইএমও / রেজিস্টারের হাত দিয়েই। তারা জানে কিভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণ রক্ষাকারী চিকিৎসা দিতে হয়। বড় স্যার কখন দেখবে, কেন এখনো প্রফেসর / কন্স্যালট্যান্ট/ বড় ডাক্তার আসছে না বলে অতি স্মার্টনেসের পরিচয় দিবেন না। এতে চিকিতসা প্রদানকারী চিকিতসকের প্রতি আপনার অনাস্থা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সী চিকিতসা দেয়াটা তার পক্ষে বিব্রতকর হয়ে উঠলে আপনারই ক্ষতি।

৫. শুক্রবার সাধারনত হাসপাতালের কন্স্যালটেন্ট/প্রফেসর এর রাউন্ড বন্ধ থাকে। বন্ধের দিনে ইএমও/ আইএমও/ এইচএমও/ ইন্টার্নরা থাকেন। এসময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে হুলস্থুল বা চেচামেচী করে কাউকে বিব্রত করবেন না বা অন্য রোগীর অসুবিধা সৃষ্টি করবেন না। ডাক্তাররাও মানুষ। মনে রাখবেন, সরকারের অন্য সব বিভাগ সপ্তাহে ২ দিন ছুটি পায়, আর হাসপাতালের ডাক্তারদের ছুটি ১ দিন।

৬. হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষুধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষুধের জন্য নার্স বা ইনচার্জকে
ভদ্রভাষায় বলুন।

৭. রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয় স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোন কল্যানে আসবে না। তাদের জন্য চিকিৎসা প্রদানে দেরি হয়, এতে এমনকি রোগী মারাও যেতে পারে। রোগীর পাশে মানুষ যত কম থাকবে, তত রোগীর তাড়াতাড়ি সুস্থ্য হবার সম্ভাবনা বাড়বে।

৮. সরকারী হাসপাতালে বেড এর জন্য অযথা অনুযোগ / অনুরোধ করে করে চিকিতসক বা নার্সদের অস্থির করে তুলবেন না। হাসপাতালে কেউ অযথা বেড দখল করে শুয়ে থাকেনা। সবাই অসুস্থ্য রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবেনা। বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ্য হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। আর, রোগী বেড বা মেঝে যেখানেই থাকুক, সবাইকে সমান চিকিৎসাই দেওয়া হয়।

৯. কোন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে অতিরিক্ত এটেনশন আদায়ের চেষ্টা করবেন না। যদি কোন রোগী বা তাদের আত্মীয় স্বজন হাসপাতালের ডাক্তার, নার্স বা ষ্টাফদের খুব বেশী বিরক্তির কারন হয়ে দাড়ান, অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য তখন হয়তো তারা সবাই ঐ রোগীকে এড়িয়ে চলতে পারেন। এটা খুবই স্বাভাবিক। এতে কিন্তু ক্ষতিটা আপনারই।

১০. রোগী খাবে কি… বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবেনা। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষন না খেলে আপনার রোগী মারা যাবেনা।

১১. ক্যানুলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষুধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষুধটা চেক করে দিন তো…. এই প্রশ্নগুলো নার্সকে ভদ্রভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন। তাদের সম্মান করুন।এগুলো ডাক্তারের কাজ নয়।

১২. চিকিৎসককে সুন্দর ও ভদ্র ভাষায় সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে " নার্স'" সম্বোধন করুন। আয়া বা কর্মচারীদেরকেও সুন্দর ভাষায় সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে সাহায্য ও সম্মান করবে।

১৩. সরকারী হাসপাতাল কিন্তু আপনার ট্যাক্সের টাকায় তৈরী! এই হাসপাতালকে নিজের টাকায় বানানো বাড়ির মতই পরিষ্কার ও সুন্দর রাখতে চেষ্টা করুন। আপনি যেখানে থুথু বা নোংরা ফেলবেন, অন্যেরা সবাই আপনার ফেলা জায়গাতেই আরো থুথু বা ময়লা ফেলে ভাসিয়ে দেবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন!

১৪. হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনিই লাভবান হবেন। কারণ আপনাকে সেবা কম দিলে ডাক্তাররা লাভবান হবে না।

১৫. রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না
করে স্ব-স্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে অনুযোগ বা অভিযোগ করুন।
ডাক্তার একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন কিন্তু
সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থ্যতা চাননি।❤️❤️

অনেকদিন থেকেই বাংলাদেশের কিছু তরুণ ডাক্তার হার্টের অপারেশন করছেন নতুন পদ্ধতিতে, এতে বুকের হাড় কাটতে হয় না বরং বুকের মাঝে...
13/08/2022

অনেকদিন থেকেই বাংলাদেশের কিছু তরুণ ডাক্তার হার্টের অপারেশন করছেন নতুন পদ্ধতিতে, এতে বুকের হাড় কাটতে হয় না বরং বুকের মাঝে ছিদ্র করে হার্টের সমস্যা সমাধান করা হয়। এই পদ্ধতিকে বলা হয় AICS, এবং এটা খুবই নিরাপদ রুগীর জন‍্য।
এই চিকিৎসা পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। এবার এই চিকিৎসা পদ্ধতি দেখার জন‍্য আসলেন কোলকাতার এ‍্যাপোলো হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন ডাক্তার সুসান মুখোপাধ‍্যয়। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় হৃদরোগ ইন্সটিউটে ডাক্তার আশরাফুলের নেতৃত্বে একদল তরুণ সার্জন এই পদ্ধতিতে অপারেশন করে ডাক্তার সুসান মুখোপাধ‍্যয়কে দেখান।
ডাক্তার সুসান বাংলাদেশের তরুণ ডাক্তারদের ভূয়সী প্রশংসা করেন এবং কোলকাতায় এই পদ্ধতিতে চিকিৎসা শুরুর আশাবাদ ব‍্যক্ত করেন।

Salute surgeons of CMCH.....
09/06/2022

Salute surgeons of CMCH.....

চট্টগ্রাম: রক্তাক্ত শরীর, বাম হাতে চাপ দিয়ে ধরে আছেন বেরিয়ে যাওয়া ভুঁড়ি। অন্য হাতের ৪টি আঙ্গুল উড়ে গেছে বিস্ফোরণে....

Salute surgeons of CMCH.....
09/06/2022

Salute surgeons of CMCH.....

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের কিছু সময় পরই নিজের নাড়িভুঁড়ি হাতে নিয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলে....

Salute surgeons of CMCH......
09/06/2022

Salute surgeons of CMCH......

সীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক নিজের পেট.....

What is your dx?
09/08/2021

What is your dx?

https://www.daily-sun.com/printversion/details/513771/Complex-angioplasty-by-Bangladeshi-doctorrecognised-as-world%E2%80...
25/10/2020

https://www.daily-sun.com/printversion/details/513771/Complex-angioplasty-by-Bangladeshi-doctorrecognised-as-world%E2%80%99s-best?fbclid=IwAR2HaRsXCBlm30daBCVflrHo51c3FQ08MuLBGDNrBU2eXgHbY5zmFF4G31o

Complex angioplasty done by a cardiologist of National Heart Foun-dation Hospital and Research Institute (NHFHRI) has got international recognition as best complex angioplasty of the world. In its continuation, the European Bifurcation Club in the year 2020 awarded an angioplasty procedure

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Doctor: The Real Life SuperHero posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share