Ultimate Weight Loss

Ultimate Weight Loss Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ultimate Weight Loss, Medical and health, New market, Chittagong.

ভাত ছাড়াই নয়, সঠিক নিয়মেই বদলায় জীবন। 💚৩ মাসে ১১ কেজি কমানো সম্ভব—প্রমাণ সামনে।
11/01/2026

ভাত ছাড়াই নয়, সঠিক নিয়মেই বদলায় জীবন। 💚
৩ মাসে ১১ কেজি কমানো সম্ভব—প্রমাণ সামনে।

11/01/2026
প্রতিদিনের শুরু হোক স্বাস্থ্যকর এক অভ্যাস দিয়ে – Slimming Green Tea! ✨🌿আপনি কি ওজন কমাতে চান কিন্তু সময়ের অভাবে ডায়েট বা...
08/01/2026

প্রতিদিনের শুরু হোক স্বাস্থ্যকর এক অভ্যাস দিয়ে – Slimming Green Tea! ✨🌿

আপনি কি ওজন কমাতে চান কিন্তু সময়ের অভাবে ডায়েট বা জিম করা সম্ভব হয় না?
তাহলে আপনার জন্যই রয়েছে –
👉 Fatless Beauty Slimming Premium Green Tea 🍵

💚 ১০০% অর্গানিক ও প্রাকৃতিক উপাদানে তৈরি, সম্পূর্ণ সেফ এবং কার্যকর।

🌟 এক কাপ চা, অনেক উপকার:
✔️ হজম শক্তি বৃদ্ধি করে
✔️ মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্নে সহায়তা করে
✔️ ক্ষুধা ও ঝোঁকের খাওয়া কমায়
✔️ ওজন কমাতে কার্যকর
✔️ মন ও শরীর রাখে ফ্রেশ ও চাঙা

👉 প্রতিদিন সকালে এবং বিকেলে ১ কাপ করে এই চা পান করুন
👉 শুধু চা নয়, এটি আপনার ফিটনেসের গোপন সঙ্গী

🎁 এক প্যাকেটে ৩০টি চা ব্যাগ – সহজে ব্যবহারযোগ্য

🔥 এখনই অর্ডার করুন এবং শুরু করুন আপনার ওজন কমানোর যাত্রা!
📞 ইনবক্সে অর্ডার করুন বা কল করুন এখনই!

ওজন কমানো মানে শুধু কম খাওয়া নয়, বরং শরীরকে সঠিকভাবে বোঝা ও সাপোর্ট করা।অনেকেই খুব দ্রুত ওজন কমানোর আশায় হঠাৎ করে খাব...
08/01/2026

ওজন কমানো মানে শুধু কম খাওয়া নয়, বরং শরীরকে সঠিকভাবে বোঝা ও সাপোর্ট করা।

অনেকেই খুব দ্রুত ওজন কমানোর আশায় হঠাৎ করে খাবার কমিয়ে দেন বা বাদ দেন। কিন্তু এতে শরীর যায় survival mode-এ। তখন কী হয় জানেন?
🔹 শরীর ফ্যাট জমিয়ে রাখতে শুরু করে
🔹 ক্ষুধা ও craving আরও বেড়ে যায়
🔹 শক্তি কমে যায়, দীর্ঘ সময় না খেলে শরীর দুর্বল লাগে
🔹 হরমোনাল ব্যালান্স নষ্ট হতে পারে
🔹 কিছুদিন পর ওজন কমা বন্ধ হয়ে যায় বা আবার বেড়ে যায়

📌 কারণ শরীর মনে করে— “খাবার আসছে না, যা আছে তা জমিয়ে রাখো”।

✅ সাস্টেইনেবল ওজন কমাতে দরকার
✔️ নিয়মিত ও পর্যাপ্ত খাবার
✔️ সঠিক পরিমাণ প্রোটিন, ফাইবার ও হেলদি ফ্যাট
✔️ রক্তে শর্করার ব্যালান্স
✔️ পর্যাপ্ত পানি ও ঘুম
✔️ ধৈর্য ও কনসিস্টেন্সি

👉 মনে রাখবেন, ওজন কমানো কোনো শাস্তি নয়—এটা নিজের শরীরের যত্ন নেওয়ার একটি প্রক্রিয়া।
দ্রুত ফল নয়, বরং দীর্ঘমেয়াদী সুস্থতাই আসল লক্ষ্য।
আপনার শরীরকে শত্রু নয়, বন্ধু বানান 🌿

🌿 খাদ্যই ওষুধ—প্রকৃতির শক্তিতে সুস্থতা 🌿শরীর ভালো রাখতে সব সময় বড় ওষুধ নয়—সঠিক খাবারই পারে ভেতর থেকে সুস্থ করতে। প্রতিদি...
07/01/2026

🌿 খাদ্যই ওষুধ—প্রকৃতির শক্তিতে সুস্থতা 🌿

শরীর ভালো রাখতে সব সময় বড় ওষুধ নয়—সঠিক খাবারই পারে ভেতর থেকে সুস্থ করতে। প্রতিদিনের খাবারে এই প্রাকৃতিক উপাদানগুলো রাখলে শরীর পায় নিজের মতো করে সারিয়ে ওঠার শক্তি 💚

🥬 বিটরুট → যকৃত
রক্ত পরিষ্কার করে, লিভারের কাজকে সহায়তা করে।

🍇 আঙুর → ফুসফুস
অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর—শ্বাসতন্ত্র সুস্থ রাখে।

🥜 বাদাম → হাড়
ক্যালসিয়াম ও ভালো ফ্যাট—হাড় মজবুত করে।

🍍 আনারস → জয়েন্ট
প্রদাহ কমাতে সাহায্য করে, জয়েন্টে আরাম দেয়।

🍎 আনার → রক্ত
হিমোগ্লোবিন বাড়াতে ও রক্ত সঞ্চালন উন্নত করতে সহায়ক।

🍄 মাশরুম → ত্বক
ভিটামিন ও মিনারেলে ভরা—ত্বক রাখে উজ্জ্বল।

🧄 রসুন → রোগ প্রতিরোধ ক্ষমতা
ইমিউন সিস্টেম শক্তিশালী করে।

🥬 পালং শাক → চুল
আয়রন ও ভিটামিনে চুল হয় শক্ত ও ঝলমলে।

✨ মনে রাখুন: নিয়মিত, পরিমিত আর বৈচিত্র্যময় খাবারই সুস্থতার চাবিকাঠি।
আজ থেকেই প্লেটে প্রকৃতির ওষুধ রাখুন! 💪🌱

#খাদ্যইওষুধ #সুস্থজীবন

আয়নায় নিজেকে দেখে হতাশ? 😔পেটের মেদ কমাতে চাইলে ভরসা রাখুন আমাদের Slimming Green Tea-তে 🌿পরিবর্তন শুরু হোক আজ থেকেই ✨
07/01/2026

আয়নায় নিজেকে দেখে হতাশ? 😔
পেটের মেদ কমাতে চাইলে ভরসা রাখুন আমাদের Slimming Green Tea-তে 🌿
পরিবর্তন শুরু হোক আজ থেকেই ✨

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
30/12/2025

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবর্তন কখনো হঠাৎ আসে না—সঠিক যত্নে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়া যায়
29/12/2025

পরিবর্তন কখনো হঠাৎ আসে না—সঠিক যত্নে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়া যায়

আসসালামু আলাইকুম,আমি সবসময় আপনাদের উপকারের উদ্দেশ্যে বিভিন্ন রকম হেল থ রিলেটেড উপকারী ভিডিও বানিয়ে থাকি..তবে অনেকেই আমাক...
28/12/2025

আসসালামু আলাইকুম,

আমি সবসময় আপনাদের উপকারের উদ্দেশ্যে বিভিন্ন রকম হেল থ রিলেটেড উপকারী ভিডিও বানিয়ে থাকি..তবে অনেকেই আমাকেই আমাকে রিকুয়েষ্ট করেন যেন আমি এমন একটা প্রো ডাক্ট সাজেস্ট করি যেটার মাধ্যমে খুব সহজেই যেন ও জন কমে যায়!!!

তাই আমি অনেক যাচাই-বাছাই করে এমন একটা প্রো ডাক্ট ল্যা ব টেস্ট করে এনেছি যেটা খুব সহজেই আপনাদের কমিয়ে আপনাকে ন্যাচা রালি ফি ট করবে এবং আপনার অন্যান্য শা রি রীক সম স্যা দূর করবে..তবে এক্ষেত্রে ২/৩ ধরণের কোর্স রয়েছে..আপনার শারী রিক সম স্যার উপর ভিত্তি করে আপনাকে কোর্স সাজেস্ট করা হবে..যদি কোর্স দরকার না হয় তাহলে আপনাকে শুধুমাত্র কিছু তথ্য দিয়ে দেওয়া হবে..
ধন্যবাদ..আসসালামু আলাইকুম❤️

🤰 গর্ভাবস্থায় আয়রন কমে গেলে কী ঝুঁকি?গর্ভাবস্থায় আয়রনের চাহিদা দ্বিগুণ হয়ে যায়। এই সময় আয়রন কমে গেলে মা ও শিশুর দুজনেরই ...
27/12/2025

🤰 গর্ভাবস্থায় আয়রন কমে গেলে কী ঝুঁকি?

গর্ভাবস্থায় আয়রনের চাহিদা দ্বিগুণ হয়ে যায়। এই সময় আয়রন কমে গেলে মা ও শিশুর দুজনেরই সমস্যা হতে পারে।

⚠️ আয়রন কম থাকার লক্ষণ

🔹 অতিরিক্ত ক্লান্তি
🔹 মাথা ঘোরা
🔹 শ্বাস নিতে কষ্ট
🔹 বুক ধড়ফড় করা
🔹 ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া

🥗 আয়রন সমৃদ্ধ খাবার

🥬 পালং শাক, কচু শাক
🥩 গরু/খাসির কলিজা
🥜 ছোলা, মসুর ডাল
🍎 খেজুর, কিশমিশ
🍊 আয়রন শোষণে ভিটামিন C জরুরি

📌 টিপস:
চা–কফি খাবারের সাথে খাবেন না, এতে আয়রন শোষণ কমে যায়।

💊 আয়রন সাপ্লিমেন্ট নিজে নিজে না খেয়ে ডাক্তারের পরামর্শ নিন।

Address

New Market
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ultimate Weight Loss posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram