Hijama center chittagong.

Hijama center chittagong. Hijama center chittagong is a clinic providing Hijama / Cupping Therapy in chittagong last 8 year's.

13/08/2025

মাগরিবের পর থেকে হিজামা সুন্নাহ তারিখ শুরু 🌿🌷
For appointment 01815-375435

06/08/2025

জ্বিন আসর ও তার ওয়াসওয়াসার মধ্যে পার্থক্য:

আমাদের দেশে জিনে আসর ও ওয়াসওয়াসার মধ্যে পার্থক্য করতে না পারায় অনেক জিনের রোগীকে মানসিক রোগী এবং অনেক ওয়াসওয়াসা রোগীকে জিনে আক্রান্ত বলে আখ্যায়িত করা হয়; এমনকি কিছু "রুকইয়াহ সেন্টার" রোগীদের জিন এক্টিভের নাম করে ওয়াসওয়াসার দিক ঠেলে দেয় এবং একসময় মানসিক ভারসাম্যহীন করে তুলে৷ যারদরুন রোগী সুস্থ হয় না, পরিবার বুঝে উঠতে পারে না এবং রাকি বা চিকিৎসকও তার ক্যাস ধরতে পারে না। জিন আসর ও ওয়াসওয়াসা সমস্যা উভয়টি জিনের সমস্যা হলেও মৌলিকভাবে এরকিছু পার্থক্য আছে। চিকিৎসায়ও আছে ভিন্নতা। তাই এই সমস্যা যথাযথ বুঝা অপরিহার্য।

জিন আসর ও তার ওয়াসওয়াসার পার্থক্য নিয়ে দীর্ঘ গবেষণার পর ড. ইব্রাহিম কামাল আদহাম (হাফিজাহুল্লাহ) বলেন—

"আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন ও সুযোগ দিয়েছেন যেন আমি এই বাস্তব অভিজ্ঞতাগুলো উপস্থাপন করতে পারি। আমি এগুলোর ওপর ঈমানভিত্তিক বৈজ্ঞানিক বিশ্লেষণ চালিয়েছি, যা কিছুটা আমার দীর্ঘদিনের গবেষণা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। আমি প্রায় পনেরো বছর ধরে হিপনোটিজমের (Hypnosis) উপর গবেষণা করেছি ও প্র্যাকটিস করেছি—গবেষক হিসেবে, কোনো ব্যবসায়ী বা পেশাজীবী হিসেবে নয়। এতে আমি জানলাম, প্রভাবিত করার শক্তি মানুষের মানসিক অবস্থার ওপর কতটা প্রভাব ফেলে। একজনকে ভুলকে সঠিক আর সঠিককে ভুল মনে করিয়ে দেওয়া যায়, কালোকে সাদা আর সাদাকে কালো মনে করানো যায়, গরমকে ঠান্ডা আর ঠান্ডাকে গরম মনে করানো যায়! একইভাবে ইচ্ছা করলে কেবল এই প্রভাবের মাধ্যমে অসুস্থও করে তোলা যায়।

তবে প্রভাবিত করা বা কেবল ওয়াসওয়াসা-প্রবণতার সাথে, আর প্রকৃত জ্বিনের আসর ও শয়তানী প্রভাবের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এই পার্থক্য বোঝা যায় মূলত রোগমুক্তির প্রক্রিয়া থেকে।

—প্রথমত:
ওয়াসওয়াসার ক্ষেত্রে একজন রোগী কখনো এক সেশনেই সম্পূর্ণ ভালো হয়ে যায় না। কিন্তু জ্বিন আসর বা রূহানী আছরজনিত রোগীর ক্ষেত্রে অনেক(?) সময় দেখা যায় রোগী এক সেশনেই সুস্থ হয়ে যায়।

—দ্বিতীয়ত:
ওয়াসওয়াসা আক্রান্ত রোগী বহু সেশন শেষে সুস্থ হলেও কিছুদিন পর ভিন্ন ধরনের ওয়াসওয়াসাহতে পুনরায় আক্রান্ত হয়। কিন্তু যে ব্যক্তি জ্বিন আসরে আক্রান্ত ছিল, আর সুস্থ হয়ে গেছে—সে সাধারণত আবার এ ধরনের আসরে আক্রান্ত হয় না; বিশেষত যদি চিকিৎসকের নির্দেশনা মেনে চলে।

—তৃতীয়ত:
ওয়াসওয়াসার রোগীর চিকিৎসায় মানসিক থেরাপি ও মনোবিশ্লেষণ কার্যকর হয়। কিন্তু জ্বিন আসরের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক প্রভাবের চিকিৎসা তেমন কাজে দেয় না। বরং যখন তার ওপর কুরআনের নির্দিষ্ট আয়াতসমূহ পড়া হয়, তখন জ্বিন কষ্ট পায়, বিরক্তি প্রকাশ করে, এবং কুরআন পড়া বন্ধ করার দাবি জানায়।

—চতুর্থত:
ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি কখনো তার জানা ভাষা ছাড়া অন্য ভাষায় কথা বলে না। কিন্তু জ্বিন আসরে আক্রান্ত ব্যক্তি কখনো কখনো এমন ভাষায় কথা বলে যা সে আগে জানত না, কিংবা তার কণ্ঠস্বর ও উচ্চারণও পরিবর্তিত হয়ে যায়।

—পঞ্চমত:
ওয়াসওয়াসা আক্রান্ত ব্যক্তি নিজের জ্ঞান ও অনুভূতির সীমাবদ্ধতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু জ্বিন আসরে আক্রান্ত ব্যক্তির মুখে এমন সব তথ্য বা ঘটনা উচ্চারিত হতে পারে যা তার স্বাভাবিক অভিজ্ঞতার বাইরে, এমনকি দূরের কোনো ঘটনার সঠিক বিবরণও সে দিতে পারে। কখনো এমন সমস্যার সমাধানও বলে দিতে পারে যা স্বাভাবিক অবস্থায় সে পারত না।

—ষষ্ঠত:
ওয়াসওয়াসাহ আক্রান্ত ব্যক্তি যদি আঘাত প্রাপ্ত হয়, তার চিহ্ন অনেকদিন পর্যন্ত শরীরে থাকে এবং ব্যথা অনুভব করে। কিন্তু জ্বিন আসরে আক্রান্ত ব্যক্তিকে প্রহার করে যদি জ্বিন বের হয়ে যায়, তখন সে সাথে সাথে স্বাভাবিক হয়ে যায়, চোখ খোলে, স্বস্তি পায়, খুশি হয়।
(العلاقة بين الجن والإنس:١٨٤-١٨٦)

::: ড. ইবরাহিম কামাল আদহাম হাফি.র উপরোক্ত গবেষণা সম্পর্কে শায়খ আবুল বারা উসামা বলেন: এগুলোই হলো সঠিক যুক্তি ও সঠিক দৃষ্টিভঙ্গি, যা আহলুস সুন্নাহ ওয়াল জামা‘আহ-এর মতামতকে শক্তিশালী করে—যেখানে তারা জ্বিনের মানুষের শরীরে প্রবেশ ও তাকে কষ্টদানের বিষয়টি স্বীকার করেন। তবে এখানে কয়েকটি মন্তব্য করা প্রয়োজন—

—প্রথম মন্তব্য: জ্বিন আসরে আক্রান্ত ব্যক্তির এক সেশনেই সুস্থ হয়ে যাওয়া অবশ্যই বাধ্যতামূলক নয়। কখনো কখনো একাধিক সেশন প্রয়োজন হতে পারে।

—দ্বিতীয় মন্তব্য: কোনো শরঈ দলিল নেই যা এক সেশনেই নিরাময়ের নিশ্চয়তা দেয়। তবে বাস্তবে এমন ঘটনা বহুবার ঘটেছে, যা প্রমাণিত হয়েছে ইমাম ইবনু তায়মিয়াহ, ইবনুল কাইয়্যিম, শায়খ ইবন বায (রহিমাহুমুল্লাহ) এবং অনেক অভিজ্ঞ রুকইয়াহ চিকিৎসকের ক্ষেত্রে।

—তৃতীয় মন্তব্য:
জ্বিন আসরে আক্রান্ত ব্যক্তি কখনো এমন তথ্য বলে যা তার জ্ঞানের সীমার বাইরে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে তা গায়েবের খবর নয়; বরং জ্বিনদের নিজেদের যোগাযোগ ব্যবস্থা দ্বারা প্রাপ্ত তথ্য। তাই এটা গায়েবের জ্ঞান মনে করা ভুল। গায়েবের জ্ঞান কেবল আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট।

—চতুর্থ মন্তব্য (সতর্কবার্তা):
বর্তমানে কিছু রুকইয়াহ চিকিৎসক এক ধরনের ভুল প্র্যাকটিসে লিপ্ত হয়েছেন—বিশেষত প্রহার করার ক্ষেত্রে। অনেকেই যথাযথ শরঈ জ্ঞান, প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই রুকইয়াহর দায়িত্ব নিচ্ছেন এবং মারধরের মতো পদ্ধতি প্রয়োগ করছেন, যা রোগীর শারীরিক ক্ষতি এমনকি মৃত্যুর কারণ হয়েছে। কিছু দেশে এই ভুল চিকিৎসার কারণে ইসলাম ও রুকইয়াহ সম্পর্কে নেতিবাচক প্রচার হয়েছে।
সবিশেষ— এতে এই কথার অস্বীকৃতি নেই যে কখনো কখনো সঠিক পদ্ধতিতে প্রহার করে জ্বিনকে তাড়ানো বৈধ হতে পারে—যেমনটি শায়খুল ইসলাম ইবনু তায়মিয়াহ (রহ.)-এর ক্ষেত্রে ঘটেছে। তবে এর জন্য সঠিক সময়, স্থান, পদ্ধতি ও পরিমাণ জানা এবং দক্ষতার সাথে ব্যবহার করা জরুরি।

(الفواكه الدواني للطب النبوي والقرآني : ٢٨-٣٠)

আল্লাহ তায়ালা আমাদেরকে সালফে সালেহীনদের ফাহম-সমঝ অনুযায়ী বুঝার তাউফিক দিন৷ আমিন৷

Sukunlife

খনার চিকিৎসা বচন (১)“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বলদুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল” অর্থ:মাংস খেলে মাংস বাড়ে,ঘি খেল...
14/07/2025

খনার চিকিৎসা বচন (১)

“মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল
দুধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল”

অর্থ:
মাংস খেলে মাংস বাড়ে,
ঘি খেলে শরীরে বল আসে।
দুধ খেলে বীর্য বৃদ্ধি হয়,
আর শাক খেলে পেট পরিষ্কার থাকে।

খনার চিকিৎসা বচন (২)

“রসুনে রক্ত, আদায় গতি,
হলুদের গুণ ধরে না স্মৃতি।
তুলসী পাতায় কাশি যায়,
পেঁয়াজ খেলে যৌবন চায়।”

অর্থ:
রসুন রক্ত পরিষ্কার করে, আদা হজম বাড়ায়,
হলুদ রোগ প্রতিরোধে কার্যকর, তুলসী কাশি সারায়।
পেঁয়াজ খেলে যৌনশক্তি বাড়ে।

খনার চিকিৎসা বচন (৩)

“কাঁচা আমে পেটের শান্তি,
পাকা আমে রসের ভাঁড়।
বেলের শাঁসে পেটের জাদু,
তেঁতুল খেলে মুখে ছাঁদ।”

অর্থ:
কাঁচা আম হজমে সহায়ক, পাকা আম শক্তি দেয়,
বেল পেট পরিষ্কার করে,
তেঁতুল মুখে স্বাদ বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৪)

“ধনে পাতা গরম কমায়,
পুদিনা মুখ ঠান্ডা চায়।
লেবুতে মল, কচুতে রক্ত,
এই সবজিতে জীবন শক্ত।”

অর্থ:
ধনে গরম কমায়, পুদিনা ঠান্ডা দেয়,
লেবু হজমে সহায়, কচু রক্ত বাড়ায়।

খনার চিকিৎসা বচন (৫)

“তেঁতুল দিলে মুখে রস,
পাকা কলায় চলে গস।
নিম পাতা করে শোধন,
তুলসী পাতায় হয় রোগ ক্ষয়ন।”

অর্থ:
তেঁতুল মুখে টক-মিষ্টি স্বাদ আনে,
পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে।
নিম পাতা রক্ত পরিশোধ করে,
তুলসী রোগ প্রতিরোধে সহায়।

খনার চিকিৎসা বচন (৬)

“আদায় গরম, রসুনে বল,
মেথি খেলে কমে কল।
চিরতা জলে পিত্ত ধোয়,
তেতো কাহার কভু ক্ষয়?”

অর্থ:
আদা গরম, রসুন শক্তিদায়ক,
মেথি গ্যাস-অম্বল কমায়।
চিরতা পিত্ত দূর করে,
আর তেতো শরীরের রোগ কমায়।

খনার চিকিৎসা বচন (৭)

“কচুতে রক্ত, চাল কুমড়ো ঠান্ডা,
তালের রসে শীতল ফাঁদা।
আনারসে গ্যাসে শান্তি,
দুধে খেলে শরীর ভারী।”

অর্থ:
কচু রক্ত বাড়ায়, চাল কুমড়ো ঠান্ডা দেয়,
তালের রস ঠান্ডা রাখে, আনারস গ্যাস কমায়।
দুধ শরীর মজবুত করে।

খনার চিকিৎসা বচন (৮)

“মধু মুখে দিলে জ্বালা যায়,
তিলের তেলে চুলে আয়।
লাউয়ে জ্বর, করলাতে পিত্ত,
জ্বরের দিনে করো না হিত।”

অর্থ:
মধু মুখ ঠান্ডা রাখে,
তিলের তেল চুলে দিলে উজ্জ্বল হয়।
লাউ জ্বর কমায়, করলা পিত্ত দূর করে,
তবে জ্বরে করলা খাওয়া ঠিক নয়।

08/07/2025

🕌
মাথায় হিজামা করাকে “হিজামাত আর-রাস” বলা হয় এবং হাদীসে প্রমাণিত যে নবী মুহাম্মদ (সা.) এটি করেছেন। এটি সুন্নাহ চিকিৎসা পদ্ধতির অন্তর্ভুক্ত এবং নির্দিষ্ট রোগের ক্ষেত্রে এটি করার পরামর্শ দেওয়া হয়।

✅ মাথায় হিজামা করার উপকারিতা:
১. মাথাব্যথা ও মাইগ্রেন উপশমে সহায়ক
• নিয়মিত মাথাব্যথা বা মাইগ্রেনে ভোগা ব্যক্তিরা হিজামা করার পর অনেকাংশে আরাম পান। এটি রক্তসঞ্চালন বাড়ায় এবং জমে থাকা দূষিত রক্ত অপসারণ করে।

২. মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি
• হিজামার মাধ্যমে অনেকেই বলেন যে তারা মানসিক স্বচ্ছতা, মনোযোগ ও স্মৃতিশক্তিতে উন্নতি অনুভব করেন।

৩. চিন্তা ও মানসিক চাপ হ্রাস
• মাথায় হিজামা মানসিক প্রশান্তি এনে দিতে পারে। এটি নার্ভাস সিস্টেমকে শান্ত করে, যার ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ কমে যেতে পারে।

৪. ঘুম
• মানসিক চাপ কমে যাওয়ার ফলে ঘুম ভালো হয়। যারা অনিদ্রায় ভোগেন, তাদের জন্য হিজামা উপকারী হতে পারে।

৫. সাইনাস ও মাথার ভার কমানো
• সাইনাস সমস্যা বা মাথা ভার ভার অনুভব করলে হিজামা কিছুটা স্বস্তি দিতে পারে।
৬. চুল ও মাথার ত্বকের স্বাস্থ্যের উন্নয়ন (অনেকে বিশ্বাস করেন)
• যদিও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, অনেকেই মনে করেন যে মাথার রক্ত সঞ্চালন বাড়লে চুল পড়া কমে এবং চুল গজাতে সাহায্য করে।
⚠️ সতর্কতা ও করণীয়:
• অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে করাতে হবে — মাথার ত্বক অত্যন্ত স্পর্শকাতর এবং সেখানে অনেক রক্তনালী থাকে, তাই প্রশিক্ষিত হিজামা বিশেষজ্ঞের কাছে করানো উচিত।
• রোগী যদি রক্তপাতজনিত সমস্যা (যেমন: হিমোফিলিয়া, অ্যানিমিয়া) ভোগ করেন, তবে আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
• পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও যন্ত্রপাতি ব্যবহার করা অত্যন্ত জরুরি, নইলে সংক্রমণের ঝুঁকি থাকে।

28/06/2025

#বাত ব্যথায় ভুগছেন! #মাথা_ব্যথায় ভুগছেন!কোমর ব্যথায় ভুগছেন! হাঁটু ব্যথায় ভুগছেন! #ইউরিক_এসিডে ভুগছেন! শরীর ইনফ্লামেশনে ভুগছে!কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন?শরীর দুর্বল,আগের মত শক্তি পান না শরীরে। অতিরিক্ত ওজন এবং অবসিটিতে ভুগছেন!

তাহলে আর নয় চিন্তা,ওষুধ বিহীন হিজামা চিকিৎসা নিন। হিজামা হলো আসমানী চিকিৎসা। সুন্নাহ্ চিকিৎসা। আমাদের মেইল অফিসিয়াল ফেসবুক পেইজ লিংক 👇

https://www.facebook.com/share/15uUqiVZSJ/

গত ৯ বছর ধরে হিজামা চিকিৎসা দিয়ে আসতেছি।
✓ 01815375435 কল করুন যেকোনো সময়,চেম্বারে চলে আসুন যেকোনো সময় ফ্রি কনসালটেন্সি।

ঠিকানা: একে খান মোড়,কুটুম বাড়ী রেস্তোরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তলায়,মেইন রোড থেকে ১৫ হাত দূরে।

✓ মহিলার জন্য আলাদা থেরাপি রুম,আলাদা মহিলা ডা,পর্দা সহকারে সুন্দর পরিবেশে হিজামা ব্যবস্থা আছে
✓ রুকাইয়া সার্ভিস দেওয়া হয়।
✓ রেজিষ্টার ডা এবং থেরাপিস্ট আছেন।
✓ ক্লিনিক্যাল পরিবেশ।
✓ সম্পূর্ণ সুন্নাহ্ এবং শরীয়াহ ভিত্তিক।
✓ রুকাইয়া শরীয়াহ সার্ভিস আছে।
✓চুল না ফেলেও হিজামা করতে পারবেন।

#হিজামার_খরচ:
✓ মাথার হিজামা ১০০০ টাকা।
✓প্যাকেজ ১: ১৫ কাপ ১০০০ টাকা।
✓প্যাকেজ ২: ২২ কাপ ১৫০০ টাকা।
✓ প্যাকেজ ৩: ফুল বডি ৩০ কাপ ২০০০ টাকা।

ইন্টারন্যাশনাল কাপিং থেরাপি এসোসিয়েশন বলছে #কাপিং একই সাথে একজন মানুষের একাধিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার উপশম করতে পারে।
এপয়েন্টমেন্ট নিতে কল করুন☎01815375435

হিজামার উপর কৃত অনেক পেপার ই স্বীকার করেছে ক্লিনিক্যালি হিজামা মাথাব্যথার জন্য উপকারী।

“সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য শরীরের অপরিহার্য এক আশ্চর্য অণু #নাইট্রিক _অক্সাইড যা হিজামাতে প্রাকৃতিক ভাবে তৈরি হয়!”

এছাড়াও ইনফার্টাইলিটি বা বন্ধাত্ব, পুরুষত্বহীনতা সহ প্রজনন, অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যার জন্য চমৎকার প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে।
সম্পর্কে আরও জানতে 👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=207966445395611&id=100085467704369&mibextid=Nif5oz

আমাদের শরীরের প্রথম বৃহত্তম অঙ্গ ত্বক। দ্বিতীয় লিভার। শরীরের আরেক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। আমাদের শরীরকে সুস্থ রাখার পিছনে এই লিভার ও কিডনি প্রধান ভূমিকা পালন করে। গবেষণা থেকে জানা গেছে হিজামাতে ত্বককে যে নেগেটিভ প্রেশার দেয়া হয় তা ৩৫ গুণ বেশি এই একই কাজ করে। অর্থাৎ ত্বকে নেগেটিভ প্রেশার দেয়া হলে যে পদার্থ টেনে নিয়ে আসে তাতেই থাকে সেসব বর্জ্য যা লিভার ও কিডনি ডায়ালাইসিস করে।

্রতি_রোগীর_জন্য_সম্পূর্ণ_নতুন_কাপ_ব্যবহার_করা_হয়।
#হিজামা #কাপিং

24/06/2025

#বাত ব্যথায় ভুগছেন! #মাথা_ব্যথায় ভুগছেন!কোমর ব্যথায় ভুগছেন! হাঁটু ব্যথায় ভুগছেন! #ইউরিক_এসিডে ভুগছেন! শরীর ইনফ্লামেশনে ভুগছে!কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন?শরীর দুর্বল,আগের মত শক্তি পান না শরীরে। অতিরিক্ত ওজন এবং অবসিটিতে ভুগছেন!

তাহলে আর নয় চিন্তা,ওষুধ বিহীন হিজামা চিকিৎসা নিন। হিজামা হলো আসমানী চিকিৎসা। সুন্নাহ্ চিকিৎসা।

গত ৯ বছর ধরে হিজামা চিকিৎসা দিয়ে আসতেছি।
✓ 01815375435 কল করুন যেকোনো সময়,চেম্বারে চলে আসুন যেকোনো সময় ফ্রি কনসালটেন্সি।

ঠিকানা: একে খান মোড়,কুটুম বাড়ী রেস্তোরাঁর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তলায়,মেইন রোড থেকে ১৫ হাত দূরে।

✓ মহিলার জন্য আলাদা থেরাপি রুম,আলাদা মহিলা ডা,পর্দা সহকারে সুন্দর পরিবেশে হিজামা ব্যবস্থা আছে
✓ রুকাইয়া সার্ভিস দেওয়া হয়।
✓ রেজিষ্টার ডা এবং থেরাপিস্ট আছেন।
✓ ক্লিনিক্যাল পরিবেশ।
✓ সম্পূর্ণ সুন্নাহ্ এবং শরীয়াহ ভিত্তিক।
✓ রুকাইয়া শরীয়াহ সার্ভিস আছে।
✓চুল না ফেলেও হিজামা করতে পারবেন।

#হিজামার_খরচ:
✓ মাথার হিজামা ১০০০ টাকা।
✓প্যাকেজ ১: ১৫ কাপ ১০০০ টাকা।
✓প্যাকেজ ২: ২২ কাপ ১৫০০ টাকা।
✓ প্যাকেজ ৩: ফুল বডি ৩০ কাপ ২০০০ টাকা।

# আমাদের হোম সার্ভিস আছে, হোম সার্ভিস অতিরিক্ত খরচ গাড়ী ভাড়া। ফুল বডি ছাড়া হোম সার্ভিস দেওয়া হয়না। (শর্ত সাফেক্ষে)

ইন্টারন্যাশনাল কাপিং থেরাপি এসোসিয়েশন বলছে #কাপিং একই সাথে একজন মানুষের একাধিক শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার উপশম করতে পারে।
এপয়েন্টমেন্ট নিতে কল করুন☎01815375435

হিজামার উপর কৃত অনেক পেপার ই স্বীকার করেছে ক্লিনিক্যালি হিজামা মাথাব্যথার জন্য উপকারী।

“সুস্থতার সাথে বেঁচে থাকার জন্য শরীরের অপরিহার্য এক আশ্চর্য অণু #নাইট্রিক _অক্সাইড যা হিজামাতে প্রাকৃতিক ভাবে তৈরি হয়!”

এছাড়াও ইনফার্টাইলিটি বা বন্ধাত্ব, পুরুষত্বহীনতা সহ প্রজনন, অনিয়মিত মাসিক বা মাসিকের সমস্যার জন্য চমৎকার প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে।
সম্পর্কে আরও জানতে 👇👇

https://m.facebook.com/story.php?story_fbid=207966445395611&id=100085467704369&mibextid=Nif5oz

✓কুমিল্লা ব্র্যাঞ্চ 01752167352

আমাদের শরীরের প্রথম বৃহত্তম অঙ্গ ত্বক। দ্বিতীয় লিভার। শরীরের আরেক গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। আমাদের শরীরকে সুস্থ রাখার পিছনে এই লিভার ও কিডনি প্রধান ভূমিকা পালন করে। গবেষণা থেকে জানা গেছে হিজামাতে ত্বককে যে নেগেটিভ প্রেশার দেয়া হয় তা ৩৫ গুণ বেশি এই একই কাজ করে। অর্থাৎ ত্বকে নেগেটিভ প্রেশার দেয়া হলে যে পদার্থ টেনে নিয়ে আসে তাতেই থাকে সেসব বর্জ্য যা লিভার ও কিডনি ডায়ালাইসিস করে।

্রতি_রোগীর_জন্য_সম্পূর্ণ_নতুন_কাপ_ব্যবহার_করা_হয়।
#হিজামা #কাপিং

23/06/2025

রুজী রোজকার বন্ধের যাদু

১। কোন কিছু করতে গেলেই বাঁধা আসে।

২। যব চলে যাওয়া বিনা কারনে।

৩। ব্যবসায় হঠাৎ ধস পড়া, অথচ সেইম ব্যবসবা অন্যজনের ঠিকই করে যাচ্ছে।

৪। নিজ দোকানে বেচা-কেনা না হওয়া; কিন্তু পাশের সেইম দোকানে বেচা-কেনা হওয়া।

৫। ঋন নেওয়া, অথচ ঋন নেওয়ার দরকার ছিলোনা।

৬। দোকান পাঠে কিংবা ব্যবসায়ী প্রতিষ্ঠাতে গেলে শরির জ্বালাপোড়া করা, অস্থির লাগা।

৭। দোকান পাঠে ব্যবসায়ী প্রতিষ্ঠাতে গেলে আজব গন্ধ পাওয়া।

৮। চাকরীর কথা শুনলে শরীর জ্বলে, ব্যথা করে।

৯। চাকরীর কথা শুনলে শরীর অস্থির হয়ে যায়।

এসবের সাথে মিল থাকলে রুকাইয়া চিকিৎসা করুন।

12/05/2025

আসসালামু আলাইকুম

বিশাল ছাড় হিজামাতে এই রমজানে ❤️০১৮১৫ ৩৭৫৪৩৫, ০১৭৫২১৬৭৩৫২   প্যাকেজ ১: ১৫ কাপিং পয়েন্ট ১০০০ টাকা।প্যাকেজ ২: ৩০ কাপিং পয়েন...
09/03/2025

বিশাল ছাড় হিজামাতে এই রমজানে ❤️
০১৮১৫ ৩৭৫৪৩৫, ০১৭৫২১৬৭৩৫২

প্যাকেজ ১: ১৫ কাপিং পয়েন্ট ১০০০ টাকা।
প্যাকেজ ২: ৩০ কাপিং পয়েন্ট ১৭০০ টাকা।
প্যাকেজ ৩: ৪০ কাপিং পয়েন্ট ২০০০ টাকা।

ডিসকাউন্ট প্যাকেজ নেওয়ার জন্য কল করবেন এবং উপরোক্ত প্যাকেজগুলি শুধুমাত্র বড়িতে দেয়া হবে মাথা ছাড়া। এই ডিসকাউন্ট প্যাকেজ পুরো রমজান জুড়ে থাকবে।

রমজানে সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা এবং সন্ধ্যা ৭ টা থেকে রাত ১ টা পর্যন্ত চেম্বার খোলা।

√রোজা রেখে হিজামা করা যাবে কী?

উত্তরঃ রোজাবস্থায় হিজামা করা যাবে। এতে কোনো বিধিনিষেধ নেই। তিন ইমাম (ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফেঈ রফি.) এই মতামত দিয়েছেন। ইমাম আহমাদ রহি. ভিন্ন মত দিয়েছেন। কিন্তু জমহুর উলামায়ে কেরাম জায়েজ হওয়ার প্রবক্তা।

🔹ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোজাবস্থায় হিজামা করেছেন। ( বুখারী -৫৬৯৪)

হিজামা (cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। উচ্চ রক্তচাপ
২। রক্তদূষণ
৩। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
৪। ডায়াবেটিস
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। ঘাড়ে ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী / সাধারন মাথা ব্যাথা
১০। পায়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। ব্যাক পেইন
১৩। মাংসপেশীর ব্যাথা
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনোসাইটিস
১৮। হাঁপানি
১৯। হৃদরোগ
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিল
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। মানসিক সমস্যা
২৪। চুল পড়া
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ।
২৮। ঘুমের ব্যাঘাত
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান
৩০। মুটিয়ে যাওয়া
৩১। গ্যাস্ট্রিক সহ আরও অনেক রোগ।

হিজামা এমন একটি চিকিৎসা যেটা মানুষের শরীরকে ফ্রেশ রাখে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুতরাং, আমাদের সবার উচিৎ নিরাপদ থাকতে, সুস্থ থাকতে একবার হলেও এই নববী চিকিৎসা গ্রহণ করা।
অভিজ্ঞ ও অনুমোদিত চিকিৎসক দ্বারা হিজামা করানো হয়।

মহিলাদের জন্য পর্দা সহকারে আলাদা রুমে মহিলা চিকিৎসক দ্বারা চিকিৎসা করানো হয়।

#রুকাইয়া শরিয়াহ চিকিৎসার মাধ্যমে জিন এবং ব্ল্যাকমেজিকে আক্রান্ত রোগীর চিকিৎসা করানো হয়। অভিজ্ঞ রাক্বি দ্বারা।

ঠিকানা: একে খান মোড় কুটুম বাড়ি রেস্তরাঁয় এর ঠিক পিছনের বিল্ডিং এর নিচ তালায়, পাহাড়তলী,চট্টগ্রাম।




Hijama

10/02/2025

★হিজামা কি আমাদের শরীরে কিডনির কাজ করে?★

এক কথায় হিজামার সায়েন্টিফিক সংজ্ঞা হল - '𝐇𝒊𝒋𝒂𝒎𝒂 𝒊𝒔 𝒂 𝒔𝒌𝒊𝒏 𝒃𝒂𝒔𝒆𝒅 𝒆𝒙𝒄𝒓𝒆𝒕𝒐𝒓𝒚 𝒑𝒓𝒐𝒄𝒆𝒅𝒖𝒓𝒆'

এখন প্রশ্নটা হল - সেটা কীভাবে?

আমরা সবাই জানি আমাদের শরীরের ক্ষতিকর পদার্থগুলো বের করে দেয়ার দ্বায়িত্বে যারা যারা নিয়োজিত তাদের মধ্যে কিডনীর কাজটাই প্রধান এবং সবচেয়ে বেশি।

কিডনিকে ডাক্তাররা বলে থাকেন শরীরের ছাঁকনি। ছাঁকনি যেমন ছেঁকে ছেঁকে ভালো যা লাগবে তা রেখে দেয় এবং যা লাগবে না তা বের করে দেয়, কিডনি ঠিক সেই কাজটাই করে থাকে।

এইটুকু আমরা কম বেশি সবাই জানি।
কিডনীর মত এই ছাঁকনির কাজটা আমাদের শরীরের অন্য কোন অর্গান কি করতে পারে? এই প্রশ্নটা নিয়ে conventional medicine অতটা না ভাবলেও হিজামার তাইয়িবাহ মেকানিজম কিন্তু আমাদের বাধ্য করছে নড়েচড়ে বসতে!
হিজামার excretory benefit নিয়ে যত রিসার্চ হয়েছে তার সব কয়টি এ দাবি করে যে, হিজামার মাধ্যমে স্কিন এর ক্যাপিলারি দিয়েও wide range এ excretion সম্ভব যা স্বাভাবিক অবস্থায় স্কিন করেনা।

অর্থাৎ কিডনির মত আমাদের স্কিনও excretion (নিষ্কাশন) এর কাজটা করতে পারবে - যদি হিজামার মাধ্যমে স্কিন এর প্রাকৃতিক গঠনটাকে কিডনীর মত ছাঁকন বৈশিষ্ট্য সম্পন্ন যায় তাহলে!

রিসার্চ এ উঠে এসছে যে, হিজামার মাধ্যমে কিডনির ছাঁকন কাজটার চেয়েও স্কিনের ছাঁকন কাজ অনেক বেশি শক্তিশালী করা সম্ভব!
গঠনের দিক থেকে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে দেখব -

আমাদের স্কিনের নিচে যে বিস্তৃত রক্ত নালীর নেটওয়ার্ক(Dermal Capillaries) রয়েছে তা রীতিমত কল্পনাতীত। এই রক্তনালীগুলো আবার ছাঁকনির মত ছিদ্রিত। ঠিক কিডনির ছাঁকনির মত। কিন্তু, কিডনির ছাঁকনি যে কাজগুলো করতে পারে না, সেটাই এই ছাঁকনিগুলো দিয়ে করিয়ে নেয়া সম্ভব! হিজামার মাধ্যমে!!
কিভাবে সেটা?

দেখুন, আপনার উপর যখন ডাক্তার হিজামা করছেন, তখন যে সাকশান প্রেশার ব্যবহার করছেন তা কিডনির স্বতঃস্ফূর্ত Filtration pressure এর চেয়েও ৩০-৪০ গুণ বেশি! অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তবতা!
অন্যদিকে কিডনির ছাঁকন যন্ত্র যাকে Glomerulous বলে, তা সাধারণত শুধু এমন সব জিনিস বের করে যা পানিতে দ্রবীভূত হতে পারে। আবার সেই জিনিসগুলোই বের করে যার সাইজ এই ছাঁকনির সাইজের চেয়ে ছোট। কিন্তু দেখা যাচ্ছে এমন অনেক জিনিস থাকছে যা বের করা দরকার কিন্তু, সাইজে বড় এবং এদের গঠনগত কিছু কারণে এসব ছাঁকনি দিয়ে বের হতে পারছে না। অথচ বের করা দরকার। (উদাহরণ হিসেবে বলা যায় কোলেস্টেরল এর কথা। সাইজেও বড়। আবার পানিতেও দ্রবণীয় নয়।

অবশেষে বলা যায়, হিজামার মাধ্যমে স্কিন কে দিয়ে কিডনির মত excretion এর কাজ করিয়ে নেয়া সম্ভব।

তাই হিজামার সময় রোগীর শরীরে বসানো প্রতিটি কাপকে কাজের সামঞ্জস্যের দিক থেকে এক প্রকার আর্টিফিশিয়াল কিডনি বললে খুব বেশি আসলে অত্যুক্তি করা হয়না!

যারা প্রচুর যাদু-আইন-হাসাদে(বদনজর-হিংসা) আক্রান্ত তাদের জন্য ছোট একটা টিপস। ♦️বদনজর হিংসা১, ফজর পরে মাসনুন আমল (সকাল-সন্...
18/01/2025

যারা প্রচুর যাদু-আইন-হাসাদে(বদনজর-হিংসা) আক্রান্ত তাদের জন্য ছোট একটা টিপস।

♦️বদনজর হিংসা

১, ফজর পরে মাসনুন আমল (সকাল-সন্ধ্যার জিকির)।আদায় করে দৌড়াদৌড়ি করবেন অথবা দড়ি লাফ দিবেনএমনভাবে যেনো শরীর থেকে গাম ঝড়ে মোট কথা গাম ঝড়ানো এই গামের সাথে যাদু-আইন-হাসাদ বাহির হয়।

২, বাসায় গিয়ে একটা বালতিতে ঠান্ডা নরমাল পানি নিবেন দুই হাতের কনুইসহ ডুবিয়ে তারপর পরবেন দুরুদ,সুরা ফাতেহা,আয়াতুল কুরসি, চার কুল আবারও দুরুদ সবগুলো ৭ বার করে পরবেন। তারপর এই রুকইয়্যাহ'র পানি দিয়ে গোসল করবেন এভাবে লাগাতার কয়েকদিন করলে ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন।
..

১,শরীর প্রচুর দুর্বল লাগা
২,সারাদিন ঘুম ঘুম ভাব লাগা
৩,রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া/আসা
৪,চেহারা, চুল শরীরে কালো কালো ছুপ হয়ে যাওয়া।
৫,অসুস্থ,ডিপ্রেশনে চলে যাওয়া,একা একা লাগা।
৬, খাওয়াদাওয়াতে অরুচি হওয়া।
৭,এলার্জি

ইত্যাদি,ইত্যাদি

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
18/11/2024

Celebrating my 7th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Address

একে খান মোড়, পাহাড়তলী।
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Hijama center chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama center chittagong.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram