Shahjalal Diagnostic Clinic

Shahjalal Diagnostic Clinic বিগত ৩৫ বছর ধরে চট্টগ্রামের আগ্রাবাদের সেরা বিশেষজ্ঞ চিকিৎসক গ্রুপ চেম্বার ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক সেন্টার ।

09/05/2025

🩺বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার 🩻 ডায়াগনস্টিক সেন্টার।
-আপনার কি বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন?
-শারীরিক পরীক্ষার জন্য নির্ভরযোগ্য একটি ডায়ানস্টিক সেন্টার খুঁজছেন?

🚨স্বাস্থ্য সেবার যেকোন প্রয়োজনে আমরা আছি আপনার পাশে ।

⏺️সেরা বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বিত চিকিৎসা সেবা কেন্দ্র ⤵️

🏥 শাহজালাল ডায়াগনস্টিক ক্লিনিক
১৪৩ শেখ মুজিব রোড,বাদামতলী জামে মসজিদের পূর্ব পার্শ্বে,আগ্রাবাদ,চট্টগ্রাম

📲হেল্পলাইন : 01842508851,02333311679

🔷 ৩৫ বছর ধরে আপনার প্রয়োজনে আপনার পাশে 🔷

-----------------------------------------------------------------------------------

#আগ্রাবাদ #চট্টগ্রাম #ডাক্তার #চিকিৎসক #হাসপাতাল #ক্লিনিক #পরীক্ষা #ডায়াগনস্টিক #বিশেষজ্ঞ, #রোগী #হাসপাতাল #ক্লিনিক #চেম্বার #স্বাস্থ্য #মেডিক্যাল #এম্বুলেন্স #ইমার্জেন্সী #আলট্রাসনোগ্রাফি #ইকোকার্ডিওগ্রাফি #রক্তপরীক্ষা

14/04/2025
যদি কেউ দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, কাশি, বা অন্য কোনো ফুসফুসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের পরামর...
11/02/2025

যদি কেউ দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, কাশি, বা অন্য কোনো ফুসফুসের সমস্যায় ভুগে থাকেন, তাহলে রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সময়মতো চিকিৎসা শুরু করলে রোগের জটিলতা কমে এবং দীর্ঘমেয়াদে সুস্থ থাকা সম্ভব।

রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ কেন প্রয়োজন এবং কাদের বেশি প্রয়োজন?

একজন রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ (Pulmonologist) মূলত ফুসফুস এবং শ্বাসতন্ত্রের রোগ যেমন এ্যাজমা নির্ণয় ও চিকিৎসা করে থাকেন। ফুসফুসের সুস্থতা আমাদের স্বাভাবিক জীবনযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং শ্বাসতন্ত্রের যেকোনো সমস্যা দীর্ঘমেয়াদে গুরুতর জটিলতা তৈরি করতে পারে।

রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞ কেন প্রয়োজন?

1. সঠিক রোগ নির্ণয় – আধুনিক পরীক্ষা যেমন পালমোনারি ফাংশন টেস্ট (PFT), এক্স-রে ইত্যাদির মাধ্যমে ফুসফুসের সমস্যা চিহ্নিত করা যায়।

2. বিশেষায়িত চিকিৎসা – হাঁপানি, COPD, ফুসফুসের সংক্রমণ বা অন্যান্য দীর্ঘমেয়াদি রোগের জন্য ইনহেলার, অক্সিজেন থেরাপি, এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

3. প্রতিরোধ ও ব্যবস্থাপনা – দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগ যেমন অ্যাজমা, COPD, ফাইব্রোসিস ইত্যাদি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং রোগের অবনতি রোধ করেন।

4. জরুরি চিকিৎসা সহায়তা – শ্বাসকষ্টজনিত জটিলতা, নিউমোনিয়া, COVID-19 সংক্রান্ত ফুসফুসের ক্ষতি, বা ICU রোগীদের ভেন্টিলেটর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

5. ধূমপানজনিত রোগের চিকিৎসা – ধূমপানের কারণে সৃষ্ট ফুসফুসের ক্যান্সার, এমফাইসিমা, ও অন্যান্য রোগ নির্ণয় ও চিকিৎসা করেন।

কারা রেসপিরেটরি মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত?

১. দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত ব্যক্তিরা:
• অ্যাজমা (হাঁপানি)
• ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (COPD)
• পালমোনারি ফাইব্রোসিস
• সিস্টিক ফাইব্রোসিস

২. যাদের মধ্যে কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে:
• দীর্ঘদিনের কাশি (৮ সপ্তাহের বেশি)
• শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া
• ঘন ঘন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের সমস্যা
• শ্বাস নেওয়ার সময় বাঁশির মতো শব্দ (Wheezing)

৩. গুরুতর ফুসফুস সংক্রমণ যাদের হয়েছে:
• যক্ষ্মা (টিউবারকিউলোসিস - TB)
• নিউমোনিয়া
• COVID-19 বা মরণব্যাধী করোনা- এর কারণে ফুসফুসের জটিলতা

৪. ধূমপান বা দূষিত পরিবেশে কাজ করা ব্যক্তিরা:
• দীর্ঘদিন ধূমপান করেছেন বা ধূমপানের ধোঁয়ার সংস্পর্শে থেকেছেন।
• কারখানা, খনি বা দূষিত বায়ুর পরিবেশে দীর্ঘদিন কাজ করেছেন।
• পরিবারের কারও ফুসফুসের রোগের ইতিহাস রয়েছে।

৫. বিশেষ ধরনের চিকিৎসা প্রয়োজন যাদের:
• অক্সিজেন থেরাপি বা ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন।
• স্লিপ অ্যাপনিয়া (ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া) ও CPAP থেরাপির দরকার।
• ফুসফুসের অস্ত্রোপচারের (সার্জারি) আগে ও পরে বিশেষ যত্ন প্রয়োজন।

প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও ফেলো ইন হেড নেক কেনসার সার্জারি বিশেষজ্ঞ  এখন নিয়মিত রোগী দেখছেন:-একজন ENT (Ear, Nos...
11/02/2025

প্রখ্যাত নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও ফেলো ইন হেড নেক কেনসার সার্জারি বিশেষজ্ঞ এখন নিয়মিত রোগী দেখছেন:-

একজন ENT (Ear, Nose, and Throat) এবং ক্যান্সার বিশেষজ্ঞ পাশাপাশি হেড ও নেক অনকোলজিস্ট বা ENT অনকোলজিস্ট ও বলা হয়, তিনি কানের, নাকের, গলার এবং সংশ্লিষ্ট অংশের ক্যান্সার নির্ণয় ও চিকিৎসায় বিশেষজ্ঞ।

কারা ENT ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?

• যাদের মধ্যে মাথা ও গলার ক্যান্সারের লক্ষণ রয়েছে, যেমন:
• দীর্ঘস্থায়ী গলার ব্যথা বা স্বর পরিবর্তন

• গিলতে সমস্যা বা গলায় কিছু আটকে যাওয়ার অনুভূতি

• গলা বা ঘাড়ে চাকা (লাম্প)

• কানে ব্যথা বা শ্রবণশক্তি হ্রাস

• মুখের ভেতরে দীর্ঘদিনের ক্ষত বা অস্বাভাবিক বৃদ্ধি

• বারবার নাক দিয়ে রক্ত পড়া বা দীর্ঘস্থায়ী সাইনাস সমস্যা

• যারা ইতোমধ্যে হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত – সঠিক চিকিৎসা ও ব্যবস্থাপনার জন্য।

যারা উচ্চ ঝুঁকিতে আছেন, যেমন:

• ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণকারীরা
• HPV (Human Papillomavirus) সংক্রমিত ব্যক্তিরা
• পারিবারিকভাবে হেড ও নেক ক্যান্সারের ইতিহাস রয়েছে যাদের

যদি কারও মধ্যে এই লক্ষণগুলো দেখা দেয়, তবে দ্রুত একজন ENT ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা শুরু করলে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

সিরিয়াল ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করুন : +8801842508851

Shahjalal Diagnostic and Specialist consultation center - এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ!  ঈদ ম...
16/06/2024

Shahjalal Diagnostic and Specialist consultation center - এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক মোবারকবাদ!

ঈদ মোবারক, সবাই সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন। ❤️

15/06/2024

এই দম্পতির সংসার দীর্ঘ ৩৬ বছর আগলে রেখেছিলেন আনোয়ারা বেগম।

সুদীর্ঘ ৩৩ বছর ধরে Shahjalal Diagnostic & Consultation Center আপনার রোগ নির্ণয়ে যেসব নির্ভুল সেবাসমূহ প্রদান করে আসছে তা...
13/06/2024

সুদীর্ঘ ৩৩ বছর ধরে Shahjalal Diagnostic & Consultation Center আপনার রোগ নির্ণয়ে যেসব নির্ভুল সেবাসমূহ প্রদান করে আসছে তার তালিকা!

তাই আপনার যেকোন শারীরিক অসুস্থতায় সেবা নিতে চলে আসুন আমাদের শাহজালাল ডায়াগনস্টিক ও স্পেশালিষ্ট কনসাল্টেশন সেন্টার এ।

ঠিকানা: ১৪৩/শেখ মুজিব রোড, বাদামতলী জামে মসজিদের পূর্ব পাশে, চট্টগ্রাম।
ফোন: 02333311679, 01842508851.

কখনো ভেবে দেখেছেন একজন অভিজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাদার যদি আপনার স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিটি খুটিনাটির খেয়াল রাখে তবে ব...
09/06/2024

কখনো ভেবে দেখেছেন একজন অভিজ্ঞ স্বাস্থ্যসেবা পেশাদার যদি আপনার স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রতিটি খুটিনাটির খেয়াল রাখে তবে ব্যাপার টা কেমন হয়? আপনি অনেকটা নির্ভার হয়ে যাবেন তাইনা!

জ্বী হ্যাঁ, আপনার সুস্বাস্থ্যের দায়িত্ব পুরোদমে নিজের কাঁধে বহন করতে প্রস্তুত আমাদের শাহজালাল ডায়াগনস্টিক ও স্পেশালিষ্ট কন্সাল্টেশন সেন্টার-এর এক্সপার্ট টীম।

এখন থেকে অভিজ্ঞতার উপর ছেড়ে দিন আপনার সুস্থতার ভার, নিজে থাকুন নির্ভার। তাই আপনার যেকোন শারীরিক অসুস্থতায় সেবা নিতে চলে আসুন আমাদের শাহজালাল ডায়াগনস্টিক ও স্পেশালিষ্ট কনসাল্টেশন সেন্টার এ।

ঠিকানা: ১৪৩/শেখ মুজিব রোড, বাদামতলী জামে মসজিদের পূর্ব পাশে, চট্টগ্রাম।
ফোন: 02333311679, 01842508851.

আপনি কি একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক হসপিটাল খুঁজছেন?  নানাবিধ অসুস্থতা যখন অল্প অল্প করে শরীরে দানা বাঁধতে শ...
06/06/2024

আপনি কি একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ডায়াগনস্টিক হসপিটাল খুঁজছেন?

নানাবিধ অসুস্থতা যখন অল্প অল্প করে শরীরে দানা বাঁধতে শুরু করেছে ঠিক তখনই ভেবে উঠতে পারছেন না কোথায় গেলে পাবেন সবথেকে নির্ভুল চিকিৎসা এবং আপনার সেই নির্ভরতার নিরাময়?

তাহলে এক মুহূর্তও বিলম্ব না করে আজই চলে আসুন দীর্ঘ ৩৩ বছর ধরে চট্টগ্রামের মানুষকে নির্ভুল চিকিৎসা দিয়ে আসা শাহজালাল ডায়াগনস্টিক এন্ড স্পেশালিষ্ট কনসাল্টেশন সেন্টার এ। যেখানে পাবেন আপনার রোগের এক বিজ্ঞানসম্মত প্রতিকার।

জেনে রাখুন, মাত্র কয়েক মুহূর্তের দুরত্বেই অপেক্ষা করছে আপনার নিরাময়!

ঠিকানা: ১৪৩/ শেখ মুজিব রোড, বাদামতলি জামে মসজিদের পূর্ব পাশে, আগ্রাবাদ, চট্টগ্রাম।

যোগাযোগ: 01842-508851, 02333311679.

𝐒𝐡𝐚𝐡𝐣𝐚𝐥𝐚𝐥 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 : 33 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐔𝐧𝐩𝐚𝐫𝐚𝐥𝐥𝐞𝐥𝐞𝐝 𝐂𝐚𝐫𝐞 𝐚𝐧𝐝 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭𝐢𝐬𝐞Bismillahir Rahmanir Rahim. For over three deca...
26/05/2024

𝐒𝐡𝐚𝐡𝐣𝐚𝐥𝐚𝐥 𝐃𝐢𝐚𝐠𝐧𝐨𝐬𝐭𝐢𝐜 𝐂𝐥𝐢𝐧𝐢𝐜 : 33 𝐘𝐞𝐚𝐫𝐬 𝐨𝐟 𝐔𝐧𝐩𝐚𝐫𝐚𝐥𝐥𝐞𝐥𝐞𝐝 𝐂𝐚𝐫𝐞 𝐚𝐧𝐝 𝐄𝐱𝐩𝐞𝐫𝐭𝐢𝐬𝐞

Bismillahir Rahmanir Rahim. For over three decades, Shahjalal Diagnostic Clinic has been at the forefront of the healthcare industry, providing exceptional diagnostic services to the people of Bangladesh. Since 1991, our commitment to excellence has never wavered, as we continue to push the boundaries of what is possible in the field of diagnostics.

At Shahjalal Diagnostic Clinic, we believe that every patient deserves the highest level of care and attention. Our team of highly skilled professionals, equipped with state-of-the-art technology, works tirelessly to ensure that each test result is accurate, reliable, and delivered with the utmost care.

Book your appointment today and enjoy the peace of mind that comes with knowing that your health is in the hands of true professionals.

Address

143, Sheikh Mujib Road, Agrabad (Opposite To Agrabad Badamtoli Jaam-E-Mosque)
Chittagong
4100

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 12:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801842508851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal Diagnostic Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shahjalal Diagnostic Clinic:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram