Dr. Meshkat Uddin Khan

Dr. Meshkat Uddin Khan Hi I'm a specialist in general & Laparoscopic surgery got FCPS in surgery and specially trained in laparoscopy.Here you can share your problems with me

16/07/2023

আসসালামু আলাইকুম,,, আগামী ১৭/৭/২৩ ও ১৮/৭/২৩ আমার ব্যাক্তিগত চেম্বার ও অপারেশন বন্ধ থাকবে,,,,সাময়িক অসুবিধার জন্য আন্তরিক ভাবে দু:খ প্রকাশ করছি

বয়স্ক রোগী,, প্রায় ৫৫ বছর,,২৫ বছর আগে হাত পোড়া গেছে,,,সেই পোড়া যায়গায় অনেক দিন ধরে ক্ষত,,,দিনের পর দিন অবহেলা,,,যার ফল ন...
07/06/2023

বয়স্ক রোগী,, প্রায় ৫৫ বছর,,২৫ বছর আগে হাত পোড়া গেছে,,,সেই পোড়া যায়গায় অনেক দিন ধরে ক্ষত,,,দিনের পর দিন অবহেলা,,,যার ফল নিচের ছবি,,,,স্কোয়ামাস সেল কার্সিনোমা (ক্যান্সার) 😢😢😢😢,,, আশার কথা অনেক বড় হওয়া স্বত্তেও পুরোপুরি এক্সসিশান(ফেলে) করে রি কন্সট্রাকশন করা গেছে,,,🤗🤗🤗

অবহেলা নয় সচেতন হোন,,,যেকোন রোগ দেখা যাওয়া মাত্র চিকিৎসক এর পরামর্শ নিন৷ সঠিক সময়ে সঠিক চিকিৎসা করালে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা যেমন বেশি তেমনি চিকিৎসা খরচ ও অনেক কম হয়।

ভাবা যায়,,এত বড় টিউমার নিয়ে রোগী প্রায় ১৫/১৬ বছর বসে ছিলো,,,😲😲😲😲😲 এইটার কেতাবি নাম এনজিওলাইপোমা,,,কিডনি পুরোটাই শেষ,,,বা...
17/05/2023

ভাবা যায়,,এত বড় টিউমার নিয়ে রোগী প্রায় ১৫/১৬ বছর বসে ছিলো,,,😲😲😲😲😲 এইটার কেতাবি নাম এনজিওলাইপোমা,,,কিডনি পুরোটাই শেষ,,,বাধ্য হয়েই কিডনী ও ফেলে দিতে হলো,,যদিও রোগী এখন ভালো আছে কিন্তু সারাজীবন একটা কিডনী নিয়ে বেঁচে থাকতে হবে🥹🥹🥹🥹🥹🥹,,,,আর নয় অবহেলা,,আসুন সচেতন হই।

আসসালামু আলাইকুম, অনেক দিন পর নতুন করে একেবারে নতুন চেম্বার নিয়ে হাজির হলাম।আল্লাহর রহমতে চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য ...
22/10/2022

আসসালামু আলাইকুম, অনেক দিন পর নতুন করে একেবারে নতুন চেম্বার নিয়ে হাজির হলাম।

আল্লাহর রহমতে চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান শেভরন এ চেম্বার শুরু করলাম।এখন থেকে নিচের সময় অনুযায়ী নিয়মিত পাওয়া যাবে।

সময়সূচিঃ প্রতিদিন সন্ধ্যা ৭টা হতে রাত ৯টা পর্যন্ত (শুক্রবার ও ছুটির দিন ব্যাতিত)।

রুম নং- ৯১৮(৯তলা)

বিঃদ্রঃ পূর্বের চেম্বার পিয়ারলেসেও পাওয়া যাবে।
সময়ঃ প্রতিদিন দুপুর ৩টা হতে বিকাল ৪ টা পর্যন্ত।

সিরিয়ালঃ ০১৮২৩২৯২৩৭৭(উভয় চেম্বারের জন্য)

04/06/2022

এপেন্ডিসাইটিস পর্ব ০২

আসসালামু আলাইকুম,,, গত পর্বে আমরা এপেন্ডিসাইটিস কি,কেন হয়,কেন গুরুত্বপূর্ণ,, কি জটিলতা হতে পারে ইত্যাদি নিয়ে বলেছি। এই পর্বে আমরা রোগের উপসর্গ, রোগ নির্নয়,, চিকিৎসা নিয়ে আলোচনা করবো।

উপসর্গ কি কি?

★ মাঝপেটে অথবা নাভীর চারপাশে ব্যাথা অনুভব হওয়া( central or peri umbilical pain)
★ কিছু সময় পর ব্যাথাটা পেটের ডান দিকের নিচের অংশে বেশি অনুভব হওয়া মনে হবে যেন ব্যাথাটা ডান পাশে সরে আসছে( pain shifted to the rt. Illiac fossa)
★ হালকা বমি হওয়া( few episode of vomiting)
★ বমি বমি ভাব হওয়া( nausea)
★ ক্ষুদা মন্দা( anorexia)
★ হালকা জ্বর(fever),, ইত্যাদি।

এই উপসর্গ গুলি বিশেষ করে ব্যাথা,, জ্বর,,বমি বেশি হতে পারে যদি প্রদাহের( inflammation) এর মাত্রা বেশি হয় অথবা রোগের জটিলতা বৃদ্ধি পেলে।

এখানে আরেকটি কথা খুবই প্রাসঙ্গিক যে উপরে যে লক্ষন গুলি বলা হয়েছে সেগুলি রোগের ক্ল্যাসিক্যাল প্রেজেন্টেশন। সব উপসর্গ গুলি সব সময় থাকবে বা একই রকম হবে তা নয়,,,রোগী ভেদে উপসর্গ যেমন ভিন্ন হতে পারে তেমনি তীব্রতা ও কম বেশি হতে পারে।

এর পাশাপাশি প্রসাব(urine) এবং মেয়েদের ক্ষেত্রে মাসিকের(menstruation) এর ইতিহাস গুরুত্বপূর্ণ। আপনার চিকিৎসক আপনার কাছ থেকে এইগুলি জানতে চাইবে।

রোগ নির্নয়ের উপায়????

এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ,,,, কারন এপেন্ডিসাইটিস এমন একটি রোগ যা বেশিরভাগ সময় চিকিৎসক রোগীর গায়ে হাত দিয়ে পরীক্ষা করে (clinical examination) নির্নয় করে থাকেন।শারীরিক পরীক্ষা নিরীক্ষা এইখানে ইনভেস্টিগেশন এর চেয়ে বেশি ভুমিকা রাখে।তবুও কিছু সাপোর্টিভ তথ্য পাওয়ার জন্য কিংবা অন্য রোগের সম্ভাবনা বাতিল করার জন্য সাধারণত কিছু ইনভেস্টিগেশন করানো হয়।যেমনঃ

★ CBC
★ urine r/e
★ X-ray KUB
★ USG

আমাদের সমাজে একটা ধারনা প্রচলিত আছে আল্ট্রাসনো করলে এপেন্ডিসাইটিস পাওয়া গেলেই শুধুমাত্র এপেন্ডিসাইটিস বলা যাবে তা না হলে এপেন্ডিসাইটিস না।।।এই ধারনা একেবারেই ভুল,,,বরঞ্চ আল্ট্রাসনোতে এপেন্ডিসাইটিস ধরতে না পারাটাই স্বাভাবিক।।। খুব ভালো আল্ট্রাসাউন্ড মেশিন এবং দক্ষ সনোলজিস্ট না হলে আল্ট্রাসনোতে এপেন্ডিসাইটিস ধরতে পারা খুব কঠিন।।।।

আমরা সার্জনরা আল্ট্রাসনো করতে দেই সাধারণত অন্য সম্ভাবনা গুলো সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য।।।

আল্ট্রাসনো তে ধরা না পড়লে চিকিৎসক এর মতামত এর উপর নির্ভর করুন,,,কখনোই এপেন্ডিসাইটিস নাই ধরে নিয়ে অবহেলা করবেন না।

চিকিৎসা কি???

এখন পর্যন্ত এপেন্ডিসাইটিস এর একমাত্র চিকিৎসা অপারেশন,অপারেশন, অপারেশন।।।।।

যা দুই ভাবে করা যায়
★ ওপেন (কথ্য ভাষায় যাকে বলে পেট কেটে অপারেশন)
★ ল্যাপারোস্কপিক( কথ্য ভাষায় মেশিনের মাধমে অপারেশন)

অনেকেই বলে থাকেন ল্যাপারোস্কপিক সার্জারীতে অনেক সময় আবার পেট কাটা লাগে,, তাহলে কেন ল্যাপারোস্কপিক অপারেশন করাবো?

হ্যা,, কথা যে একেবারে ভুল তা নয়,, এটাকে আমরা বলি conversion( কনভারশন)। তবে এটি প্র‍য়োজন হয় খুব খুব কম ক্ষেত্রে।।।।ল্যাপারোস্কপিক অপারেশন এর সুবিধার তুলনায় যা খুবই নগন্য অসুবিধা।

ল্যাপারোস্কপিক অপারেশন এর সুবিধা কি??

★ অপারেশন পরবর্তী ব্যাথা খুব সামান্য।
★ অপারেশন পরবর্তী ইনফেকশনের সম্ভাবনা একেবারেই কম।
★ অপারেশন পরবর্তী দাগ হয়না বললেই চলে।
★ হসপিটালে থাকতে হয় কম সময়
★ তাড়াতাড়ি কাজে যোগদান করা যায়।
★ অপারেশন পরবর্তী জটিলতার সম্ভাবনা কম।ইত্যাদি।

মেডিসিন(ওষুধ) দিয়ে চিকিৎসা করা যায় কি???

এটি যে একেবারে অসম্ভব বা করা হচ্ছে না তা বলছি না,,,কিন্তু সমস্যা হচ্ছে এদের বেশিরভাগ এর আবার এপেন্ডিসাইটিস হয়,,,এবং মনে রাখবেন এপেন্ডিসাইটিস এর ব্যাথা যত বার হবে অপারেশন পূর্ববর্তী এবং পরবর্তী জটিলতার সম্ভাবনা তত বেশি হবে।।।।তাই অপারেশন এবং জটিলতার তুলনা করলে বেশিরভাগ চিকিৎসক এর মতে প্রথম বার অপারেশন করে ফেলাটাই সবচেয়ে ভালো।।।

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এপেন্ডিসাইটিস খুব বেশি জটিল রোগ নয় কিংবা অপারেশন ও অত জটিল নয়,,,তাই ব্যাথার ওষুধ খেয়ে ব্যাথা কমানোর চেষ্টা করবেন না,,,এতে আপনার জটিলতার সম্ভাবনা বাড়তেই থাকবেই।।

সঠিক সময়ে সঠিক পদক্ষেপই আপনাকে দেবে সঠিক চিকিৎসা।।। তাই আর নয় অবহেলা।।।।।

# # কারো প্ররোচনায় চিকিৎসা সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিবেন না,,,আপনার চিকিৎসক এর সাথে পরামর্শ করুন,, তারপর সিদ্ধান্ত নিন।

# # ছোট/বড়,অল্প/বেশি,সামান্য/অসামান্য সব ধরনের উপসর্গ কেই গুরুত্ব দিন,,কারন আপনি জানেন না কোন উপসর্গের আড়ালে কোন রোগ লুকিয়ে আছে।

এপেন্ডিসাইটিস পর্ব ০১আসসালামু আলাইকুম,, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।মাহে রামাদান ও ব্যাক্তিগত কারনে বেশ কিছুদিন...
30/05/2022

এপেন্ডিসাইটিস পর্ব ০১

আসসালামু আলাইকুম,, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।মাহে রামাদান ও ব্যাক্তিগত কারনে বেশ কিছুদিন কোন পোস্ট দেয়া হয়নি।যার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।

আমাদের আজকের আলোচনার বিষয় হলো

এপেন্ডিসাইটিস (appendicitis)।

এই বিষয় টি এক পোস্টে লিখলে অনেক বড় হয়ে যাবে, তাই ধারাবাহিক কয়েকটি পোস্টে আলোচনা করবো।

এপেন্ডিক্স কি???

এটি আমাদের শরীরে পেটের ভিতর একটি টিউব লাইক স্ট্রাকচার যা সিকাম(cecum) এর সাথে লাগানো থাকে এবং সাধারণত ৭.৫ সেমি- ১০সেমি লম্বা হয়।এর গোড়ার পজিশন নির্দিষ্ট থাকলে পরবর্তী অংশের পজিশন বিভিন্ন রকম হতে পারে(ছবি-১)।

এপেন্ডিসাইটিস কি???

এপেন্ডিক্স এর প্রদাহকে(inflammation) এপেন্ডিসাইটিস বলে।এটি নারী পুরুষ যে কারো হতে পারে।সাধারণত শিশু,কিশোর, যুবক বয়সে বেশি হয় এবং মধ্য বয়সের পর এপেন্ডিসাইটিস হওয়ার প্রবনতা কমতে থাকে।

কেন হয়???

যদিও কোন একটি সুনির্দিষ্ট কারন বলা কঠিন তবে নিন্মলিখিত ফ্যাক্টর গুলো এপেন্ডিসাইটিস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে

★ আঁশযুক্ত খাবার কম খাওয়া
★ রিফাইন্ড কার্বোহাইড্রেট বেশি খাওয়া
★ ব্যাক্টেরিয়া সংক্রমণ
★ ফিকোলিথ( মলের ছোট্ট দানা)
★ ফরেন বডি( যেমন মাছের কাঁটা)
★ সিকাম এর টিউমার( Ca. Cecum)
★ কৃমি (Oxyuris vermicularis)

কেন গুরুত্বপূর্ণ????

আমাদের সমাজের প্রচলিত ধারনা এপেন্ডিসাইটিস তেমন কোন সিরিয়াস রোগ না,,হইলেও ওষুধ খেলে ভালো হয়ে যায়,, আর যদি অপারেশন লাগেও এইটা এমন কোন মেজর সার্জারী না।

এখানেই আসল সমস্যা।

আমাদের দেশে অবহেলাই এপেন্ডিসাইটিস পরবর্তী সকল জটিলতার প্রধান কারন। আসলেও রোগটা অত জটিল কিছু না,,প্লাস অপারেশন ও অত জটিল কিছু না,,,কিন্তু এটাই আপনার দীর্ঘ মেয়াদি ভোগান্তি এমনকি মৃত্যুর কারন ও হতে পারে,,,যদি আপনি রোগের গুরুত্ব না দেন কিংবা সময় মত চিকিৎসা না করান।

জটিলতা কি কি???
★রিকারেন্ট এপেন্ডিসাইটিস (বারেবারে হওয়া)
★মিউকোসিল
★ gangrenous appendix (পঁচে যাওয়া)
★ Burst appendix( ফেটে গিয়ে ভিতরের ময়লা পেতে ছড়িয়ে যাওয়া)
★ Appendicular abcess( পুঁজ হয়ে পেটের ভিতর ছড়িয়ে যাওয়া)
★ Appendicular lump(আশেপাশের আতুড়ীর সাথে লেগে চাকা হয়ে যাওয়া)

যখন উপরোক্ত এই জটিলতা গুলো হয় তখন অপারেশন তো করতে হয়ই উপরন্তু অপারেশন এর ব্যাপ্তি হয় অনেক বড়, খরচ ও বেড়ে যায় অনেক,,,প্লাস অপারেশন পরবর্তী জটিলতার সম্ভাবনা ও বেড়ে যায় অনেক গুন যা হয়ে উঠতে পারে রোগীর জন্য দীর্ঘ যন্ত্রনা দায়ক এমনকি মৃত্যুর কারন।

অপারেশন পরবর্তী কি কি জটিলতা হতে পারে???
★ ইনফেকশন ( ছবি ৩)
★ Intra abdominal abcess( পেটের ভিতর পুজ জমে ফোড়া হওয়া)
★ f***l fistula( অপারেশন এর জায়গা দিয়ে মল বের হওয়া,ছবি ৪),,,ইত্যাদি ইত্যাদি।

এই জটিলতা গুলো এড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো দ্রুত রোগ নির্নয় এবং প্রাথমিক অবস্থায় চিকিৎসা করানো।

আজকে এই পর্যন্ত,, আগামী পর্বে রোগের উপসর্গ,,,রোগ নির্নয়,,, চিকিৎসা ইত্যাদি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।।।

গ্যাস্ট্রিক পর্ব - ৩গত দুই পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা GERD এর মেডিকেল ও সার্জিক্যাল চিকিৎসা নিয়ে কথা বলবো।বিগত দুই পর...
06/04/2022

গ্যাস্ট্রিক পর্ব - ৩
গত দুই পর্বের ধারাবাহিকতায় আজকে আমরা GERD এর মেডিকেল ও সার্জিক্যাল চিকিৎসা নিয়ে কথা বলবো।

বিগত দুই পর্বের লিঙ্কঃ

https://www.facebook.com/1370897466311774/posts/4821763591225127/

https://m.facebook.com/story.php?story_fbid=4805338679534285&id=1370897466311774

আসলে নিয়ম কানুন মেনে চলাটাই এই রোগের প্রধান চিকিৎসা,,,, তবে যারা যথাযথ নিয়ম মেনে চলার পরেও সমস্যা থেকে যায় বা যারা যথাযথ নিয়ম মেনে চলতে পারেন না তাদের জন্য পরবর্তী ধাপের চিকিৎসার প্রয়োজন হয়।

★★মেডিকেল ট্রিটমেন্ট★★

আমাদের দেশের বেশিরভাগ রোগী যেটা করে সেটা হলো সমস্যা হলেই দোকান থেকে গ্যাস্ট্রিক এর ওষুধ কিনে খেয়ে নেয় যা তাকে সাময়িক আরাম দেয় কিন্তু রোগের চিকিৎসা হয়না মোটেও।যার কারন সাধারণত দুইটা।
১। নিয়ম কানুন না মেনে চলা
২। অপর্যাপ্ত ও অনিয়ন্ত্রিত ওষুধ সেবন।

তাই যারা জীবন ধারা পরিবর্তন করার পরেও সমস্যার সমাধান হয়নি তারা অবশ্যই চিকিৎসক এর পরামর্শ নিবেন।প্রথমত নিশ্চিত হতে হবে আসলেই আপনি এই রোগে ভুগছেন কিনা আর দ্বিতীয়ত রোগের লক্ষন ও তীব্রতা অনুযায়ী ওষুধ এর ডোজ নির্ধারণ।

সাধারণত এইসব ক্ষেত্রে রোগিদেরকে ২ মাসের জন্য PPI জাতীয় ওষুধ দেয়া হয় যা লক্ষনের উন্নতির সাথে কমিয়ে আনা হয়।যারা অল্প কিছুদিন ওষুধ খেয়ে ভালো লাগলে ওষুধ খাওয়া বন্ধ করে দেন তারা আসলে ভুল করছেন।।আপনার কত দিন ওষুধ খেতে হবে কি ডোজে খেতে হবে তা ঠিক করবে আপনার চিকিৎসক।

★★ সার্জিক্যাল চিকিৎসা ★★

খুব অল্প কিছু ব্যাতিক্রম ব্যাতিত এই রোগে সার্জিক্যাল চিকিৎসার প্রয়োজন পড়েনা বললেই চলে।।তাই এই ব্যপার টা লিখে পোস্ট অহেতুক বড় করছিনা।

★★★ GERD নিয়ে আলোচনা এই পর্বেই শেষ করছি।সবশেষে বলবো অল্প কিছু নিয়ম কানুন মেনে চলেই এই রোগ থেকে মুক্ত থাকা সম্ভব তাই নিজের জীবন ধারায় পরিবর্তন আনুন,,সুস্থ থাকুন।★★★

# # কারো প্ররোচনায় চিকিৎসা সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিবেন না,,,আপনার চিকিৎসক এর সাথে পরামর্শ করুন,, তারপর সিদ্ধান্ত নিন।

# # ছোট/বড়,অল্প/বেশি,সামান্য/অসামান্য সব ধরনের উপসর্গ কেই গুরুত্ব দিন,,কারন আপনি জানেন না কোন উপসর্গের আড়ালে কোন রোগ লুকিয়ে আছে।

সবাইকে রমজানের শুভেচ্ছা। এই কয় দিন একটি গবেষণা কার্যক্রম এর শেষ পর্যায়ের কাজ নিয়ে অত্যন্ত ব্যাস্ত থাকায়  ধারাবাহিক পোস্ট...
02/04/2022

সবাইকে রমজানের শুভেচ্ছা।

এই কয় দিন একটি গবেষণা কার্যক্রম এর শেষ পর্যায়ের কাজ নিয়ে অত্যন্ত ব্যাস্ত থাকায় ধারাবাহিক পোস্ট এর পরবর্তী পর্ব দেয়া সম্ভব হয়নি বলে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ কাজটি সফল ভাবে শেষ করতে পেরেছি।আশা করি এখন থেকে নিয়মিত পোস্ট দিতে পারবো,ইনশাআল্লাহ।

গ্যাস্ট্রিক  পর্ব - ২গ্যাস্ট্রিক নিয়ে ধারাবাহিক আলোচনায় প্রথম পর্বে আমরা GERD ও Peptic ulcer দুটি রোগের মধ্যে GERD কি এব...
09/03/2022

গ্যাস্ট্রিক পর্ব - ২

গ্যাস্ট্রিক নিয়ে ধারাবাহিক আলোচনায় প্রথম পর্বে আমরা GERD ও Peptic ulcer দুটি রোগের মধ্যে GERD কি এবং রোগের লক্ষন নিয়ে বলেছিলাম।আজকে আমরা রোগ নির্নয়,, রোগীর করনীয়,, চিকিৎসা ইত্যাদি নিয়ে কথা বলবো

যারা প্রথম পর্ব মিস করেছেন তাদের জন্য
প্রথম পর্বের লিংক
https://www.facebook.com/1370897466311774/posts/4805338679534285/

★★রোগ নির্নয় ★★

সাধারণত রোগীর লক্ষন শুনেই এই রোগ ডায়াগনোসিস করা হয়,,তবে বিশেষ ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষার প্র‍য়োজন হতে পারে।যেমনঃ

★রোগীর ঢোক গিলতে কোন সমস্যা থাকলে,,
★ডায়াগনোসিস নিয়ে কোন সন্দেহ থাকলে
★অথবা ঔষধ কার্যকরী না হলে
এইসব ক্ষেত্রে সাধারণত oesophageal manometry,24 hr pH recording,,endoscopy এই পরীক্ষা গুলি করানো হয়।

★★চিকিৎসা ★★

এই রোগটির চিকিৎসা সাধারণত রোগী নিজেই করতে পারেন অর্থাৎ কিছু নিয়ম মেনে চললে রোগ মুক্ত থাকা সম্ভব যেমনঃ
★ধুমপান পরিহার করা
★ওজন কমানো
★এলকোহল ও এই জাতীয় পানীয় পরিহার করা
★অতিরিক্ত চা,কফি পান না করা
★রাতের খাবার আগে আগে খেয়ে ফেলা
★কোন বেলাতেই অতিরিক্ত না খাওয়া
★অতিরিক্ত তেল/ঝাল/মসলা /চর্বি জাতীয় খাবার বর্জন করা।
★বিছানার মাথার দিক উচু করে দেয়া(বালিশ দিয়ে নয়,,বিছানার পায়ার নিচে কাঠ বা ইট দিয়ে পুরো মাথার দিকটা উচু করে দেওয়া)
★পর্যাপ্ত পানি পান করা

ইত্যাদি নিয়ম মেনে চললে এই রোগের লক্ষন গুলো থাকে না বললেই চলে।

চলবে........

আগামী পর্বে মেডিকেল এবং সার্জিক্যাল চিকিৎসা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন।

# # কারো প্ররোচনায় চিকিৎসা সংক্রান্ত কোন সিদ্ধান্ত নিবেন না,,,আপনার চিকিৎসক এর সাথে পরামর্শ করুন,, তারপর সিদ্ধান্ত নিন।

# # ছোট/বড়,অল্প/বেশি,সামান্য/অসামান্য সব ধরনের উপসর্গ কেই গুরুত্ব দিন,,কারন আপনি জানেন না কোন উপসর্গের আড়ালে কোন রোগ লুকিয়ে আছে।

গ্যাস্ট্রিক পর্ব ১ আসসালামু আলাইকুম,, আজকে এমন একটি রোগ  নিয়ে কথা বলবো যেই সমস্যায় পড়ে নাই এমন মানুষ অন্তত আমাদের দেশে খ...
03/03/2022

গ্যাস্ট্রিক পর্ব ১

আসসালামু আলাইকুম,, আজকে এমন একটি রোগ নিয়ে কথা বলবো যেই সমস্যায় পড়ে নাই এমন মানুষ অন্তত আমাদের দেশে খুঁজে পাওয়া মুস্কিল।

কিছু কমন ডায়লগ ----
★★★ গ্যাস্ট্রিক বেড়ে গেছে / গ্যাস্ট্রিক খুব জ্বালাইতেছ / আমার অনেকদিন ধরেই গ্যাস্ট্রিক এর সমস্যা / গ্যাস্ট্রিক এর জ্বালায় মরেই যাবো মনে হচ্ছে,,,,ইত্যাদি

কি এই গ্যাস্ট্রিক? আসলেই কি গ্যাস্ট্রিক বলে কিছু আছে?

মেডিকেল এর ভাষায় গ্যাস্ট্রিক বলে কোন রোগ নেই তবে গ্যাস্ট্রিক বলে রোগীরা যে উপসর্গ গুলি বর্ননা করে সেই গুলি আছে এবং সাধারণত দুই কারনে হয়ে থাকে,,,,
১। GERD
২। peptic ulcer (পাকস্থলীর আলসার)

আমরা ধাপে ধাপে এই রোগ দুটি নিয়ে আলোচনা করবো,,,

GERD রোগটি খুবই সাধারণ একটি রোগ এবং বেশির ভাগ গ্যাস্ট্রিকের রোগী আসলে এই রোগেই ভুগে থাকেন।

কি হয়?

খুব সহজ ভাবে বললে এই রোগে যা হয়ে থাকে তা হলো পাকস্থলীর(stomach) খাবার বা খাদ্য রস খাদ্যনালীতে (esophagus) চলে আসে,,,স্বাভাবিক নিয়মে মুখ দিয়ে খাবার খাওয়ার পর খাদ্যনালী হয়ে পাকস্থলীতে যায় এবং উলটোপথে পথে আসার সুযোগ নেই,,যখনই এর ব্যাতিক্রম হয় অর্থাৎ উল্টো পথে চলে আসে তখনই রোগীদের বিভিন্ন সমস্যা হয়।

কি উপসর্গ থাকে?
১। Heart burn ( বুক জ্বালা পোড়া)
২। epigastric pain( উপরের পেটে মাঝখানে ব্যাথা হওয়া)
৩। regurgitation ( ওগরানো/ মনে হয় খাবার বের হয়ে আসছে বা উপরে উঠে আসছে)
৪। belching (ডেকুর আসা)
৫। acid/ bitter taste( ডেকুর এর পরপর মুখে অম্ল বা তিতা স্বাদ অনুভব করা)
৬। এছাড়াও আরো কিছু উপসর্গ থাকতে পারে যেমন- বুকে চাপ অনুভব করা/ গলা ধরে থাকা/ গলা ব্যাথা হওয়া ইত্যাদি।

চলবে,,,,,,,,,,,,,

আগামী পর্বে কখন বেশি হয়/ রোগীর করনীয়/চিকিৎসা /জটিলতা ইত্যাদি নিয়ে আলোচনা করবো,,সেই পর্যন্ত সবাই ভালো থাকুন,, সুস্থ থাকুন।

অসাধারণ,,,,,ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাইট ব্যাক,,অভিনন্দন,, আফিফ-মিরাজ জুটি
23/02/2022

অসাধারণ,,,,,ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাইট ব্যাক,,অভিনন্দন,, আফিফ-মিরাজ জুটি

একুশ হলো রক্তে লেখাসিক্ত বাংলা বর্নমালাএকুশ হলো মুক্তির পথেদৃড় পায়ে চলা।
21/02/2022

একুশ হলো রক্তে লেখা
সিক্ত বাংলা বর্নমালা
একুশ হলো মুক্তির পথে
দৃড় পায়ে চলা।

Address

Chevron Clinical Lab Limited, , 12/12 O. R. Nizam Road, Panchlaish, Chattagram
Chittagong

Opening Hours

Monday 19:00 - 21:00
Tuesday 19:00 - 21:00
Wednesday 19:00 - 21:00
Thursday 19:00 - 21:00
Saturday 19:00 - 21:00
Sunday 19:00 - 21:00

Telephone

+8801716396048

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Meshkat Uddin Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Meshkat Uddin Khan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category