Asthma Treatment

Asthma Treatment সম্পূর্ণ প্রাকৃতিকভাবে হাঁপানি বা শ্বাসকষ্ট হতে স্থায়ী সমাধান নিন।

ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নি...
11/10/2023

ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নিউমোনিয়া আছে—এসব শুধু ফুসফুসজনিত কারণে হয়। আবার হার্টের কিছু কারণেও শ্বাসকষ্ট হয়। যেমন : একিউট লেফট ভ্যান্টিকুলার ফেইলিউর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো হলো কার্ডিয়াক কারণ। আবার অন্য কিছু আছে, যেমন—এনিমিক হার্ট ফেইলিউর। শরীরে রক্ত অনেক কমে গেছে। তাহলেও শ্বাসকষ্ট হবে। আবার অধিক মোটা মানুষের শ্বাসকষ্ট হয়।

সুগারের মাত্রা যদি বেশি বেড়ে যায়, তাহলেও শ্বাসকষ্ট হয়। আবার ফাংশনাল ডিজঅর্ডার বলে একটি বিষয় রয়েছে, মানে রোগ নেই এর পর শ্বাসকষ্ট হচ্ছে। তাই হাঁপানি বিভিন্ন কারণে হতে পারে। তবে অ্যাজমাই এর একটি কারণ নয়।

হঠাৎ শ্বাসকষ্ট হলে করণীয়হঠাৎ শ্বাসকষ্ট হলে করণীয় কি তা প্রতিটা মানুষই জানতে চায়, সমস্যা থাকুক আর না থাকুক। লক্ষ্য করেছি ...
11/10/2023

হঠাৎ শ্বাসকষ্ট হলে করণীয়
হঠাৎ শ্বাসকষ্ট হলে করণীয় কি তা প্রতিটা মানুষই জানতে চায়, সমস্যা থাকুক আর না থাকুক। লক্ষ্য করেছি সমস্যাটা কারো অল্প সময়ের জন্য হয় আবার কারো দীর্ঘস্থায়ী হয়। তবে সাধারণত ঠান্ডা কাশী হলে শ্বাস নিতে সমস্যা হতে পারে বা ফুসফুসে সংক্রমণ হলেও এই সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও মানুষের জীবন কখন কোথায় কোন মুহুর্তে কি হবে তাতো কেউতো বলতে পারেনা। একজন সুস্থ মানুষও সারাদিন বাইরে ধুলাবালি থেকে বাসায় এসে রাতে ভালো ও সুস্থ মানুষের মতো বিছানায় শোতে যাওয়ার পর গভীর রাতে শ্বাস নিতে কষ্ট হতে পারে। এটা স্বাভাবিক বিষয়। তবে এমন টাইমে পরিবারের সবাই মারাত্মক দুঃশ্চিন্তার মধ্যে ডাক্তার বা চিকিৎসক কোথায় পাবে কি করবে এসব ভেবেই অস্থির হয়ে উঠে। এরকমটা না করে যদি আপনার হঠাৎ এই ধরনের সমস্যা হয় তাহলে প্রথমেই আপনাকে যেটা করতে হবে তাহলো শান্ত থাকার চেষ্টা করে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করতে হবে এবং শ্বাসকষ্ট হলে করণীয় হিসাবে নিচে কয়েকটি প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করতে পারেন আপনি। যেমন-

শীত আসতেই সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। তবে সাধারণ ভেবে এ সময় সর্দি-কাশি কিংবা শ্বাসকষ্ট অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বে...
11/10/2023

শীত আসতেই সর্দি-কাশির সমস্যা বেড়ে যায়। তবে সাধারণ ভেবে এ সময় সর্দি-কাশি কিংবা শ্বাসকষ্ট অবহেলা করা উচিত নয়। বিশেষ করে বেশ কয়েকদিন ধরেই কাশি, শ্বাসকষ্ট কিংবা বুকে চাপ ধরে থাকার সমস্যা দেখা দিলে সতর্ক থাকুন।

শ্বাস-প্রশ্বাস ছাড়া কেউ বাঁচে না। দেহঘড়ির এই অত্যাবশ্যকীয় এই উপাদান আমাদের স্বাভাবিক জীবন দেয়। শ্বাসকষ্ট মানুষের নিঃশ্বা...
11/10/2023

শ্বাস-প্রশ্বাস ছাড়া কেউ বাঁচে না। দেহঘড়ির এই অত্যাবশ্যকীয় এই উপাদান আমাদের স্বাভাবিক জীবন দেয়। শ্বাসকষ্ট মানুষের নিঃশ্বাস কেড়ে নিয়ে তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই যাদের শ্বাসকষ্ট রোগ রয়েছে, তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত।

শ্বাসকষ্ট শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে সমস্যা হওয়া, রেসপিরাটরি ডিসট্রেস নামেও পরিচিত। এই রোগীর কষ্টের কোনো শেষ। শিশু থেকে বৃদ্ধ সব বয়সি মানুষ এই সমস্যায় ভুগতে পারে।

ঘন ঘন শ্বাস ফেলা বা নেওয়া, বুকের পাঁজর ওঠানামা, শ্বাসের গতি দ্রুত বা ঘন হওয়া, দম বন্ধ অনুভূতি—এসব উপসর্গ দেখা দিলেই আম...
11/10/2023

ঘন ঘন শ্বাস ফেলা বা নেওয়া, বুকের পাঁজর ওঠানামা, শ্বাসের গতি দ্রুত বা ঘন হওয়া, দম বন্ধ অনুভূতি—এসব উপসর্গ দেখা দিলেই আমরা বলি শ্বাসকষ্ট হচ্ছে। তবে শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয়, নানা রোগের উপসর্গ। শ্বাসকষ্ট হলে প্রথমেই মনে পড়ে হৃদ্‌রোগ আর ফুসফুসের রোগের কথা। এসব রোগকে আমরা বেশি ভয় পাই।

শ্বাসকষ্ট এমন একটি শারীরিক অবস্থা যখন একজন মানুষ মনে করে যে সে যথেষ্ট ভাল করে ও আরামদায়কভাবে শ্বাস নিতে পারছে না। একে ই...
11/10/2023

শ্বাসকষ্ট এমন একটি শারীরিক অবস্থা যখন একজন মানুষ মনে করে যে সে যথেষ্ট ভাল করে ও আরামদায়কভাবে শ্বাস নিতে পারছে না। একে ইংরেজি চিকিৎসাবৈজ্ঞানিক পরিভাষায় ডিসপ্নিয়া (Dyspnoea) বলে। শ্বাসকষ্ট পরিমাপ করার জন্য এ সংক্রান্ত বিভিন্ন ধরনের অনুভূতির তীব্রতা, কষ্টের তীব্রতা এবং দৈনন্দিন জীবনযাপনে এর প্রভাব - এই তিনটি নিয়ামক বিবেচনায় গ্রহণ করতে হয়। শ্বাসকষ্টের বিভিন্ন অনুভূতির মধ্যে আছে শ্বাস নেওয়ার জন্য কাজ করতে হচ্ছে এরকম অনুভূতি, বুক চেপে আসা এবং বাতাসের জন্য আকুতি (অক্সিজেনের অভাব হয়েছে এমন অনুভূতি

Address

Jalalplaza, Muradpur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asthma Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram