11/10/2023
ফুসফুসের অনেক রোগ আছে। অ্যাজমা মানে হলো হাঁপানি রোগ। কিন্তু হাঁপানি যে শুধু অ্যাজমার কারণেই হয়, সেটি নয়। সিওপিডি আছে, নিউমোনিয়া আছে—এসব শুধু ফুসফুসজনিত কারণে হয়। আবার হার্টের কিছু কারণেও শ্বাসকষ্ট হয়। যেমন : একিউট লেফট ভ্যান্টিকুলার ফেইলিউর, মায়োকার্ডিয়াল ইনফেকশন, এগুলো হলো কার্ডিয়াক কারণ। আবার অন্য কিছু আছে, যেমন—এনিমিক হার্ট ফেইলিউর। শরীরে রক্ত অনেক কমে গেছে। তাহলেও শ্বাসকষ্ট হবে। আবার অধিক মোটা মানুষের শ্বাসকষ্ট হয়।
সুগারের মাত্রা যদি বেশি বেড়ে যায়, তাহলেও শ্বাসকষ্ট হয়। আবার ফাংশনাল ডিজঅর্ডার বলে একটি বিষয় রয়েছে, মানে রোগ নেই এর পর শ্বাসকষ্ট হচ্ছে। তাই হাঁপানি বিভিন্ন কারণে হতে পারে। তবে অ্যাজমাই এর একটি কারণ নয়।