বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম

বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম for blood requesting please feel free to contact with us at +8801814714948,
+8801835955054
+8801988308338

21/12/2023

একটি মানবিক আবেদন
💁রোগীর সমস্যা: ক্যান্সার অপারেশন
🔴রক্তের গ্রুপঃ A+ (A পজেটিভ)
💉রক্তের পরিমাণ: 2 ব্যাগ
📆রক্তদানের তারিখঃ 21/12/23
⌚রক্তদানের সময়: 10 am
🏥রক্তদানের স্থান: মেডিকেল কলেজ হাসপাতাল, কুচাইতলি,কুমিল্লা
☎যোগাযোগ: 01941517942 / 01793323261

09/08/2021

#ঢাকায়_এবি_পজিটিভ_রক্তের_প্রয়োজন ৷

অপারেশন এর একজন রোগীর জন্যে ( ১০-০৮-২১ ) আগামীকাল সকাল ১০ টায় ২ ব্যাগ AB+ পজেটিভ রক্তের প্রয়োজন ৷
স্থান: ঢাকা বক্ষবেদি হাসপাতাল, মহাখালী ৷

যোগাযোগ: 01710926071 ( রোগীর আত্মীয় )

10/02/2021

#ইমার্জেন্সী
#এবি_পজেটিভ_রক্তের_প্রয়োজন।
|
এক্সিডেন্টের কারনে একজন রোগীর জন্য আজ (১০-০২-২১) রাতের মধ্যে যতদ্রুত সম্ভব ৩ ব্যাগ #এবি_পজেটিভ (AB+ve) রক্তের প্রয়োজন।
|
স্থান- চট্রগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম।
ওয়ার্ড- ২৫
বেডঃ ৪
৫ম তলা
যোগাযোগ-
01621929882 (রাসেল রোগীর আত্মীয় )
রেফাঃ Al Mamun

23/12/2020

আসসালামু আলাইকুম?

#একটি_মানবিক_আবেদন:
#আমার_বাবার_জন্য
💁রোগীর সমস্যাঃ রক্ত শূন্যতা
🔴রক্তের গ্রুপঃ AB+
💉রক্তের পরিমাণঃ 2 Bag
📆রক্তদানের তারিখঃ24/12/2020
⌚রক্তদানের সময়ঃযত দ্রুত সম্বভ
আগামীকালকে সকাল 10 টায় মধ্যে
🏥রক্তদানের স্থানঃ তাছলিমা মেটানিটি এন্ড ফাটিলিটি কেয়ার সেন্টার , ঝাউতলা, কুমিল্লা ।

☎যোগাযোগ: 01860591061

♥রক্তদিন জীবন বাঁচান♥
♥মানবতার পাশে থাকুন

27/05/2020

যারা প্লাজমা দিচ্ছেন তাদের জন্য কিছু জরুরী কথা:

প্লাজমা ডোনেশন খুবই সহজ ও নিরাপদ একটি প্রক্রিয়া। এ পদ্ধতিতে ডোনারের শরীর থেকে সংগ্রহীত রক্ত sterile tube এর মাধ্যমে সেন্ত্রিফিউজ মেশিনে যায়। Plasmapheresis পদ্ধতিতে রক্ত থেকে প্লাজমা আলাদা হয়ে একটি প্লাজমা ব্যাগ এ জমা হয়। আর রক্ত পুনরায় ডোনারের শরীরে দিয়ে দেওয়া হয়। সময় লাগে ৬০-৯০ মিনিট। ডোনারের কিছু মেডিক্যাল টেস্ট ও বিনামূল্যে করে দেওয়া হয়।

প্লাজমার ৯০% ই পানি। তাই, কেউ প্লাজমা দান করলে ২৪-৪৮ ঘণ্টার মধ্যে শরীর তা পূরণ করে ফেলে। স্বাভাবিক খাবার আর যথেষ্ট পরিমাণে পানি পান করলেই চলবে।

ডাক্তাররা শরীরের ডোনারের শরীরের ওজন এর হিসাবে ১০ মিলি লিটার/প্রতি কেজি প্লাজমা নিয়ে থাকেন। আপনার ওজন যদি ৫০ কেজি হয়, তবে মাত্র ৫০০ মিলি প্লাজমা নেওয়া হবে।

আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, একজন ব্যাক্তি প্লাজমা দান করার ৪৮ ঘণ্টা পর পুনরায় প্লাজমা দান করতে পারেন। অর্থাৎ সপ্তাহে ২ বার চাইলেই আপনি প্লাজমা দিতে পারেন নিরাপদে। এজন্য শুধু বেশি করে পানি আর স্বাভাবিক খাবার দাবার খেতে হবে। তারপরও যদি কেউ আশঙ্কিত থাকেন, অন্তত প্রতি সপ্তাহে ১ বার তো প্লাজমা ডোনেট করতেই পারেন।

Remeber! Everyone who got coronavirus is a SUPERHERO!

There is not WINNER or LOSER. Who lost their lives died fighting very hard. They are not losers, they are winners too! চলেন আরেকটা মুক্তিযুদ্ধ করি, এবার করোনার বিরুদ্ধে!!

You can keep saving lives daily.
2 donation in 6 days.
Saves 1 life Everyday!

আপনি প্লাজমা ডোনেশনের উপযোগী হলে হ্যাশট্যাগ ব্যাবহার করে পোস্ট করুন নিজের wall এ। আপনার availability সবাইকে জানান। হ্যাশট্যাগ সার্চ করে সবাই সহজেই আপনাকে খুঁজে পাবে।

বাকিরা পোস্ট যত খুশি শেয়ার করুন!

Courtesy: Salma Hoque Binthe

22/03/2020

চায়নিজরা ইতোমধ্যে এই ভাইরাসের বৈশিষ্ট্য বুঝতে সক্ষম হয়েছে।তাদের বিশেষজ্ঞদের কিছু পরামর্শ অনুবাদ করা হলো-

১/ ২০ মিনিট পর পর গরম তরল জাতীয় জিনিস পান করুন।যেমন- চা,কফি,স্যুপ,হালকা গরম পানি ইত্যাদি।

২/প্রতিদিন হালকা গরম পানির সাথে লেবু বা ভিনেগার অথবা লবন ইত্যাদি মিশিয়ে পান করুন।

৩/বাহির থেকে ঘরে প্রবেশ করলে, কোথাও না বসে গোসল করুন আগে।

৪/প্রতিদিন ব্যবহার্য কাপড় ধৌত করলে ভাল, না পারলে রোদে সূর্যের তাপে রাখুন।

৫/ধাতু জাতীয় পদার্থে এই ভাইরাস ৯ দিন জীবিত থাকে।তাই যেকোন হ্যান্ডেল,ফ্রীজের হ্যান্ডেল, দরজার লক ইত্যাদি কেউ স্পর্শ করার পর ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলুন।

৬/ কিছুক্ষণ পর পর হাত ধৌত করুন সাবান বা ডিটারজেন্ট দিয়ে।

৭/ বেশি বেশি শাক সব্জি খান।জিংক সমৃদ্ধ খাবার গ্রহন করুন।

৮/ ঠান্ডা জাতীয় পানীয় ও ধূমপান পরিহার করুন

৯/ কারো সাথে মুসাফা বা হ্যান্ডশেক আপাতত পরিহার করুন।

১০/ গলায় হালকা ব্যাথা বা কোন ব্যতিক্রম কিছু অনুভব করলে,উপরের নির্দেশনাগুলো আরো কঠুরভাবে পালন করুন।

আল্লাহ সুবাহানাল্লাহু তাআলা সবাইকে হেফাজত করুন।

Ahmed Shamim

collected

20/03/2020

যতদ্রুত সম্ভব রোড এক্সিডেন্ট এক ভাইয়ের জন্য (AB+VE) রক্তের প্রয়োজন।

লোকেশন ঃ Ustc
যোগাযোগ ঃ+8801824661931( রোগীর আত্মীয়)

18/03/2020

জেনে নিন করোনার সত্য-মিথ্যা

করোনাভাইরাসের সংক্রমণ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। এই সুযোগে অনেক ভুল তথ্যও ছড়াচ্ছে। মনে রাখতে হবে, করোনা প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে জরুরি। করোনা নিয়ে ছড়ানো ভুল তথ্যগুলোর ক্ষেত্রেও এই কথা প্রযোজ্য। ভাইরাসটি নতুন। এ নিয়ে এখন গবেষণা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সিডিসি করোনা বিষয়ে কী করবেন, কী করবেন না, তা তুলে ধরেছে।

১. একটু পরপর পানি, লবণ বা ভিনেগার মিশ্রিত পানি বা গরম পানি পান করলে কিংবা গলা ভেজালে অথবা রসুন মুখে রাখলে করোনা গলা থেকে ফুসফুসে যায় না। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের একটি তথ্য ঘুরছে। এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

২. গরমে করোনার সংক্রমণ হবে না, এই ধারণাও ভুল। আবহাওয়া ও পরিবেশের তাপমাত্রার সঙ্গে সংক্রমণের কোনো সম্পর্ক নেই। করোনা যেকোনো তাপমাত্রায় সংক্রমণ ঘটাতে পারে।

৩. থার্মাল স্ক্যানার কেবল শরীরের তাপমাত্রা নির্ণয় করে। এর মাধ্যমে করোনার সংক্রমণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। কাজেই থার্মাল স্ক্যানারে ধরা না পড়লে করোনা হয়নি, এমন মনে করা ঠিক নয়। সাধারণত উপসর্গ দেখা দিতে ২ থেকে ১০ দিন সময় লাগে। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের অন্তত ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

৪. করোনার প্রতিষেধক: মানুষের ব্যবহারের জন্য স্বীকৃত ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হতে বেশ সময় লাগে। ২০০৩ সালে ছড়ানো সার্সের প্রতিষেধক তৈরি করতে ২০ মাস এবং আফ্রিকার দেশগুলোয় ছড়ানো ইবোলার প্রতিষেধক তৈরি করতে ৭ বছরের বেশি সময় লেগেছে। করোনার প্রতিষেধক তৈরির জোর চেষ্টা চলছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষেধক তৈরি হতে কিছুটা সময় লাগবে অবশ্যই।

৫. ফেস মাস্কে করোনা প্রতিরোধ করা যায়, এটিও একটি ভুল ধারণা। সাধারণ সার্জিক্যাল মাস্ক পরার পর মুখ ও মাস্কের মধ্যে বেশ খানিকটা ফাঁকা থাকে, যা ড্রপলেট (মুখ নিঃসৃত ক্ষুদ্র তরল কণা) প্রবেশের জন্য যথেষ্ট। এন-৯৫ মাস্ক বাতাসের ৯৫ শতাংশ শূন্য দশমিক ৩ মাইক্রন বা তার চেয়ে বড় কণা আটকাতে পারে। তার মানে এই নয় যে এটি পরলে করোনা প্রতিরোধ করা যাবে। কোভিড-১৯ রোগী এবং রোগীর পরিচর্যাকারী, সেবাদানকারী, হাসপাতালের চিকিৎসক-নার্সদের মাস্ক পরা জরুরি।

বারবার হাত ধোয়া ও হাত নাকে-মুখে-চোখে না লাগানোই সবচেয়ে ভালো প্রতিরোধ। হাত ধোয়ার ক্ষেত্রে সাবান-পানি সবচেয়ে কার্যকর। করোনাভাইরাসের বাইরের আবরণটি চর্বির। কাজেই ক্ষারযুক্ত যেকোনো সাধারণ সাবান এ ক্ষেত্রে কার্যকর। কারণ, ক্ষারে চর্বির আবরণটি ভেঙে যায়, হাত ভাইরাসমুক্ত হয়। সাবান-পানি না থাকলে অ্যান্টিসেপটিক হ্যান্ডওয়াশ বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে পারেন।

করোনা ছড়ায় যেভাবে: সংক্রমিত ব্যক্তির শ্বাসপ্রশ্বাস, হাঁচি-কাশি কিংবা কথা বলার সময় মুখ থেকে নিঃসৃত তরল কণা বা ড্রপলেটের মাধ্যমে বেরিয়ে এসে যেকোনো বস্তু বা তলে লেগে যায় করোনাভাইরাস। সে জায়গা স্পর্শ করলে হাত থেকে ভাইরাসটি নাক-চোখ-মুখ দিয়ে সুস্থ ব্যক্তিও আক্রান্ত হতে পারে। তাই পারস্পরিক দূরত্ব বজায় রাখা জরুরি। অন্তত তিন ফুট দূরে থাকতে হবে।

ডা. তানজিনা হোসেন
সহযোগী অধ্যাপক, এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল

সূত্র: প্রথম আলো

10/02/2020

ডেলিভারি রোগীর জন্য বি+ রক্তদানের মত কেউ আছেন?

ব্লিডিং হওয়ায় সীতাকুণ্ড থেকে চমেকে নেওয়া হচ্ছে।

কেউ দিতে পারলে যোগাযোগ করুনঃ 01991956880(রোগীর আত্মীয়)

03/01/2020

ঢাকায় #এবি+ রক্তদাতারা এগিয়ে আসুন ৷

হার্ট অপারেশনের এক রোগীর জন্য আজ (০৩/০১/২০২০) যতদ্রুত সম্ভব ৪ ব্যাগ #এবি_পজিটিভ (AB+Ve) রক্তের প্রয়োজন।

স্থানঃ হার্ট ফাউন্ডেশন , মিরপুর ঢাকা ৷
ওয়ার্ডঃ ১৩
বেডঃ ১১
লিফটঃ ৮
যোগাযোগঃ 01313027140 (রোগীর বড় ভাই )

রেফারেন্সঃ Al Mamun

02/12/2019

#চট্টগ্রামের_পাঁচলাইশে_এ_পজিটিভ_রক্তের_প্রয়োজন।

ডেলিভারি পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াই আজ (০২/১২/১৯) রাত ৯টার মধ্যে ২ব্যাগ িটিভ (A+ve) রক্তের প্রয়োজন।

স্থান- মা ও শিশু জেনারেল হাসপাতাল,পাঁচলাইশ,চট্টগ্রাম।
(২য় তলা,কেবিন নং-২০৪)
যোগাযোগ : 01882788602 (রোগির আত্মীয়)

রেফারেন্স: মোহাম্মদ মহিউদ্দীন

01/12/2019

#ঢাকায়_পিজি_হাসপাতালে_বি_পজেটিভ রক্তের প্রয়োজন।
হার্টের অপারেশনের,এক বোনের জন্য আজ (০১/১২/১৯)ইং রাত ১০ টার মধ্যে ৫ ব্যাগ #বি_পজেটিভ (B+ve) রক্তের প্রয়োজন।

স্থানঃ ঢাকা P G hospital (D)er 8 tola
যোগাযোগঃ +8801859442131 / 01637674899
(রোগির আত্মীয়)

রেফারেন্স: Sheikh Abdul Barak

11/11/2019

#চট্রগ্রামে_বি_পজেটিভ_রক্তের_প্রয়োজন।

চট্টগ্রামে একজন বাবার অপারেশনের জন্য আজ (১২-১১-'১৯) দুপুর ১ টার মধ্যে দুই ব্যাগ (B+) রক্তের প্রয়োজন।

স্থানঃ চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতাল
কেবিন নংঃ ৩১৬
৪র্থ তলা
যোগাযোগঃ 01813672416(রোগীর ছেলে)
রেফারেন্সঃ Al Mamun

11/11/2019

"চট্টগ্রামের চকবাজারে"
এক ভাইয়ের কিডনি ডায়ালসিসের জন্য
আগামীকাল (১২/১১/১৯ইং) সকাল
১০টার মধ্যে ১ব্যাগ #বি_পজেটিভ
[B+VE] রক্তের প্রয়োজন।
স্থান: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।
(বহিঃ বিভাগ)
মোবা: 01812831994 (রোগী নিজে)
#রেফারেন্স Ashraf Bhuiyan Farhad

01/03/2019

কুমিল্লায় কেউ এ পজিটিভ রক্ত দিতে পারবেন?
01778853061

03/10/2018

#প্রশ্ন: সিসা, হুক্কা, বিড়ি-সিগারেট, গুল, জর্দা ইত্যাদি গ্রহণ করার হুকুম কি?

#উত্তর: ইসলামে ধুমপান ও সকল প্রকার নেশাদ্রব্য হারাম। আমাদের সমাজে ধুমপানের বিভিন্ন পদ্ধতি চালু রয়েছে। যেমন বিড়ি, সিগারেট, সিসা, হুক্কা ইত্যাদি।

অনুরূপভাবে মানুষ গুল, জর্দা, তামাক ইত্যাদি সেবন করে থাকে। এগুলো সব নেশাদ্রব্য। সে কারণে এগুলো সেবন করা হারাম। কেননা, বৈজ্ঞানিকভাবে এগুলো মানব দেহের জন্য মরাত্মক ক্ষতিকারক হিসেবে প্রমাণিত।

বিশেষজ্ঞগণ বলেন, সাধারণ বিড়ি-সিগারেটের চেয়ে সিসা বেশি ক্ষতিকর। সিসার ছোবলে বাড়ছে মরণব্যাধি ক্যান্সার। বিশেষজ্ঞরা বলছেন, একবার সিসা সেবন করলে তা ২০০টি সিগারেট পানের চেয়েও বেশি ক্ষতি বয়ে আনে।

এবার আসুন, জিনে নি কী কী কারণে ইসলামে ধুমপান হারাম।

যে সব কারণে ধুমপান হারাম:
▪ ১) ধুমপান স্বাস্থের জন্য ক্ষতি কারক ও বিভিন্ন রোগের কারণ। সুতরাং ধুমপান সেবন করা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়ার নামান্তর। ইসলামে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হারাম। (সূরা বাকারা: ১৯৫)
▪২) এটি মৃত্যুর অন্যতম একটি কারণ। সুতরাং ধুমপান আত্মহত্যার শামিল। আর ইসলামে আত্মহত্যা করা মারাত্মক অপরাধ।
▪৩) এর মাধ্যমে ধুমপায়ী নিজের যেমন ক্ষতি করে অন্যের ক্ষতি করে।
ইসলামে নিজের বা অন্যের ক্ষতি করা হারাম। (মুয়াত্তা মালিক)
▪৪) দূর্গন্ধময়। যা অন্যের কষ্টের কারণ। কোন মুসলমানকে কষ্ট দেয়া হারাম। (সূরা আহযাব: ৯৮)
▪৩) অর্থ অপচয়। “অর্থ অপচয়কারী শয়তানের ভাই।” (সূরা ইসরা: ২৭)
▪ ৫) এটি একটি নাপাক বস্তু। আল্লাহ তায়ালা নাপাক জিনিস ভক্ষণ করতে নিষেধ করেছেন। (আরাফ: ১৫৭)
▪৬) এটি একটি প্রকাশ্য পাপ। আর প্রকাশ্যে পাপাচার করার শাস্তি আরও বেশী।
▪৭) আল্লাহ নির্দেশের লঙ্ঘণ। কেননা, আল্লাহ তায়ালা পবিত্র ও হালাল জিনিস
ভক্ষণ করতে আদেশ করেছেন। (সূরা বাকারা: ১৭২)
▪ ৮) তামাক নেশাদ্রব্যের অন্তর্ভূক্ত। কম হোক বা বেশী হোক সকল প্রকার নেশাদ্রব্য ইসলামে হারাম। (তিরমিযী, আবুদাউদ, ইবনে মাজাহ)
➖➖➖➖➖➖➖
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ব্লাড ডোনারস ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram