Dr. Gias classical homoeopathy ctg

Dr. Gias classical homoeopathy ctg Dr. Gias Classical Homoeo. B-Alam tower, Arakan housing society, Badur tolla,
mobile :- 01759-152443

পুরুষ, মহিলা, ও শিশুর বিভিন্ন নতুন-পুরাতন, ও জটিল রোগিদের চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।

আলহামদুলিল্লাহ ১ম ও ২য় রমজান
03/03/2025

আলহামদুলিল্লাহ ১ম ও ২য় রমজান

জল বসন্ত প্রতিরোধে হোমিওপ্যাথি মেডিসিন  ❤️❤️❤️❤️❤️❤️❤️আমাদের শরিরের বিভিন্ন রোগ প্রতিরোধ অবশ্যই করতে হবে। এক্ষেত্রে ইমিউ...
02/03/2025

জল বসন্ত প্রতিরোধে হোমিওপ্যাথি মেডিসিন ❤️❤️❤️❤️❤️❤️❤️

আমাদের শরিরের বিভিন্ন রোগ প্রতিরোধ অবশ্যই করতে হবে। এক্ষেত্রে ইমিউনিটি বাড়িয়ে নেওয়াটাই হল মূল লক্ষ্য। এছাড়া কিছু বিশেষ রোগের ওষুধ রয়েছে যা রোগ প্রতিরোধ করে আমাদের রোগ থেকে বাঁচাতে পারে।
যেমন,:- জল বসন্ত প্রতিরোধে কার্যকরী দুইটি হোমিওপ্যাথি মেডিসিন হল
১: ভ্যারিওলিনাম ও
২:- ম্যালেড্রিনাম
এই ওষুধ দুইটি জল বসন্ত প্রতিরোধে দারুণ কার্যকরী। এই ২টি ওষুধই ২০০ শক্তির ব্যবহার করা হয়। তবে কী ভাবে খেতে হবে, এটা একজন বিশেষজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে সেবন করতে হবে। তহলে আমরা জল বসন্ত প্রতিরোধে করতে পারবো
বিঃদ্রঃ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন করবেন না।
ডা. মো: গিয়াস উদ্দিন চৌধুরী
গভঃ রেজিষ্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসক
রেজি নং ২৪৫৯২

সত্যবাদিতা বিদায় নিচ্ছে আমাদের জীবন থেকে। সত্যবাদী মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। সামান্য থেকে সামান্য কারণেও সত্য ক...
21/01/2025

সত্যবাদিতা বিদায় নিচ্ছে আমাদের জীবন থেকে। সত্যবাদী মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। সামান্য থেকে সামান্য কারণেও সত্য কথাকে ত্যাগ করছি আমরা। গ্রহণ করছি মিথ্যাকে এবং নিজের অজান্তেই জাহান্নামী মানুষের তালিকাভুক্ত করছি নিজেকে। বিশ্ব নবী হর্যরত মুহাম্মাদের (সা:) উম্মত হিসেবে যা কখনোই কাম্য নয়। মিথ্যা কেবল দুশ্চিন্তার সৃষ্টিই করে না, মিথ্যাবাদীরা দুর্বল চিত্তের অধিকারী হয়। তারা সবার সামনে ও বিভিন্ন মজলিশে উপস্থিত হতে চায় না, নিজের দূর্বলতা ঢাকতে বিভিন্ন ফন্দি ফিকির করতে থাকে। তাই আমাদের সবাইকে মিথ্যা বলা ত্যাগ করে সত্যবাদী হতে হবে।

সবসময়ই সবখানে যে অবস্থায় থাকিনা কেন, নিচের লিখাটা অনুসরণ করি ও নিজের মুখে চর্চা করি।
26/12/2024

সবসময়ই সবখানে যে অবস্থায় থাকিনা কেন, নিচের লিখাটা অনুসরণ করি ও নিজের মুখে চর্চা করি।

শরিরের রোগপ্রতিরোধ, কর্ম উদ্দীপনা, ফিটনেস, উজ্জ্বল ত্বক, শারিরীক ও মানষিক স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন এই খাবার গুলি নিয়...
26/12/2024

শরিরের রোগপ্রতিরোধ, কর্ম উদ্দীপনা, ফিটনেস, উজ্জ্বল ত্বক, শারিরীক ও মানষিক স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন এই খাবার গুলি নিয়মিত খেতে থাকুন।

আমার মা ও আমি।সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য।আল্লাহ যেন আমার মা,কে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দরাজ করেন,,আমিন।
25/12/2024

আমার মা ও আমি।
সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য।
আল্লাহ যেন আমার মা,কে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দরাজ করেন,,আমিন।

আপনার শরিরে কি কলেস্টেরলের মাত্রা বেশি,, তাহলে আপনি খেতে পারেন পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভাল ভ...
15/10/2024

আপনার শরিরে কি কলেস্টেরলের মাত্রা বেশি,, তাহলে আপনি খেতে পারেন পাঙ্গাস মাছ, কারণ পাঙ্গাস মাছ কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভাল ভূমিকা রাখে, এই মাছে রয়েছে Omega 3
কোলেস্টেরল কমাতে সাহায্য করে
যাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা আছে তারা এই মাছ খেতে পারেন। অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে। ফলে হার্টের সমস্যা কিছু প্রতিরোধ হয়।

হার্টের রোগ প্রতিরোধ করে
এই মাছের কিছু উপাদান কার্ডিওভাসকুলার সিস্টেমের সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধে সাহায্য করতে পারে। পাঙ্গাশ মাছে থাকা অসম্পৃক্ত চর্বি এই ধরনের রোগের প্রতিরোধে খুবই কার্যকর। পাঙ্গাশ মাছের মাংসে অসম্পৃক্ত চর্বির পরিমাণ এর মোট পুষ্টির মানের ৫০ শতাংশ পর্যন্ত আছে।

হাড়ের স্বাস্থ্য ভালো রাখে
পাঙ্গাশ মাছের হাড়ে এবং মেরুদণ্ডে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম রয়েছে। এই উচ্চ ফসফরাস এবং ক্যালসিয়াম উপাদান শরীরের ফসফরাস এবং ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা মেটায়। এ ছাড়াও স্বাস্থ্যকর হাড় এবং দাঁত বজায় রাখতে সাহায্য করে।

গর্ভে শিশুর বৃদ্ধিতে সাহায্য করে
গর্ভবতী মহিলাদের জন্য পাঙ্গাশ মাছ খুব উপকারী। গর্ভাবস্থায় ভ্রূণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য উপকারী হতে পারে এটি। এই মাছে প্রচুর ওমেগা ৩ থাকার কারণে এটি গর্ভে থাকা ভ্রূণের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে।

পেশি গঠনে সাহায্য করে
যারা পেশি বাড়াতে ও শক্তিশালী করার জন্য ডায়েট করছেন তাদের জন্য পাঙ্গাশ মাছ খাওয়া খুবই ভালো। এর উচ্চ প্রোটিন খুবই কার্যকর পেশি গঠনে। এর উপাদান পেশির ভর বাড়ায়, পেশি শক্তিশালী করে, পেশি শক্ত করে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে ও শরীরের শক্তি বাড়ায়।
ডা. গিয়াস উদ্দিন চৌধুরী
গভ: রেজিষ্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসক
মোবাইল : 01759-152443

14/10/2024

ডা. গিয়াস ক্ল্যাসিকেল হোমিওপ্যাথি, চট্টগ্রাম।

15/09/2024

রাসুল আমার ভালোবাসা,
রাসুল আমার আলোআশা
রাসুল আমার প্রেম বিরহের মুল আলোচনা,
রাসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।

ডা. গিয়াস উদ্দিন চৌধুরী
গভ: রেজিষ্ট্রার্ড হোমিওপ্যাথি চিকিৎসক
রেজি নং ২৪৫৯২

উৎ পেতে থাকা শেয়াল শকুন,,উৎ পেতে থাকা হায়না,,,ধ্বংসের খেলা খেলে চলে যায় যারা মানুষের ভাল চায়না,, তাদের জন্য সদা জাগ্রত স...
03/08/2024

উৎ পেতে থাকা শেয়াল শকুন,,
উৎ পেতে থাকা হায়না,,,
ধ্বংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভাল চায়না,,
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা।
স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলবাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল [স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল...
08/05/2024

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল [স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়] অধীনস্থ একটি সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হোমিওপ্যাথি কোর্সে স্নাতক এবং ডিপ্লোমা ডিগ্রি প্রদান করে।[১] স্বাধীনতার পর ১৯৭২ সালে হোমিওপ্যাথি চিকিৎসার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের অধীনে কোর্সের নামকরণ করা হয় ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস)। হোমিওপ্যাথিক কলেজ অনুমোদন, নিয়ন্ত্রণ ছাড়াও শিক্ষাক্রম প্রণয়ন ও পরিচালনা ছিলো এই বোর্ডের দায়িত্ব। ১৯৮২ সাল পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত ব্যক্তিরা এই বোর্ডের দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮৩ জারি হলে বোর্ডটি স্বায়ত্তশাসনের অধীনে আসে এবং সৃষ্ট পদসমূহে ব্যাপক রদবদল আসে। পরবর্তীতে ১৯৮৬ সালে বোর্ডটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হোমিওপ্যাথিক কলেজ গুলোতে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) ডিগ্রি চালু করে। বাংলাদেশ সরকার ও কাউন্সিল স্বীকৃত হোমিওপ্যাথিক শিক্ষা প্রতিষ্ঠান ও স্বীকৃত কোর্সে পাসকৃত ডিগ্রিধারী হোমিওপ্যাথিক ডা. (ডাক্তার)দের মানোন্নয়ন ও নিয়ন্ত্রণ, হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও উচ্চ শিক্ষা এবং গবেষণা ব্যবস্থা প্রভৃতির জন্য সময়ের চাহিদায় বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অধ্যাদেশ ১৯৮৩ রহিতকরণ করে ০২ নভেম্বর ২০২৩ তারিখে বাংলাদেশ জাতীয় সংসদে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২৩ সর্বসম্মতভাবে পাস হয়। ১৩ নভেম্বর ২০২৩ তারিখে আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত ও কার্যকর হয়ে আইন অনুযায়ী বাংলাদেশ সরকার এর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডকে প্রতিস্থাপিত করে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের জায়গা ও অবকাঠামো এবং জনবল নিয়ে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল প্রতিষ্ঠা হয়েছে।

বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল

গঠিত :- ১৯৭২
ধরন :- সরকারি
সদরদপ্তর:-
বাড়ি নং ১৬, রোড নং ১/এ, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা - ১২২৯, বাংলাদেশ।
যে অঞ্চলে :- বাংলাদেশ
পরিষেবা :- চিকিৎসা
দাপ্তরিক ভাষা :- বাংলা, ইংরেজি
চেয়ারম্যান (নির্বাহী পরিষদ):-
ডা. দিলীপ কুমার রায়
প্রধান প্রতিষ্ঠান:-
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
অনুমোদন:-
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
ওয়েবসাইট

The Bangladesh Homeopathic Board was established on 1972 at Dhaka as an autonomous institution under the ministry of health and family welfare according to ordinance 1983 and regulation 1985 .

Address

বি-আলম টাওয়ার, আরাকান হাউজিং সোসাইটি, বাদুর তলা, বহদ্দারহাট, চট্টগ্রাম।
Chittagong

Opening Hours

Monday 11:00 - 13:30
17:00 - 22:30
Tuesday 11:00 - 13:30
17:00 - 22:30
Wednesday 11:00 - 13:30
17:00 - 22:30
Thursday 11:00 - 17:00
17:00 - 22:30
Friday 17:00 - 22:30
Saturday 11:00 - 13:30
17:00 - 22:30
Sunday 11:00 - 13:30
17:00 - 22:30

Telephone

+8801759152443

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Gias classical homoeopathy ctg posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Gias classical homoeopathy ctg:

Share

Category