Sitakund

Sitakund The Queen of Bangladesh.

21/08/2019

# #সহস্রধারা ২ ঝর্না, ছোট দারোগার হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম ....
একটা ঝর্না কতোটা ভয়ংকর রূপ ধারন করতে পারে তা এই ঝর্নাটার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা ১১ জন বন্ধু ও বড় ভাই মিলে গিয়েছিলাম ১৪ আগস্ট। এর আগে ২ দিন এর টানা বৃষ্টি হয়েছিল। যার ফলে এমন ভয়ংকর রূপ ধারন করে ছিল এই ঝর্নাটি। ঝর্নার সামনে দাড়িয়ে একটু ছবি তুলবো, ভিডিও করবো তা অসম্ভব হয়ে পড়েছিল পানির ফোটা এসে ক্যামেরা ভিজে যাচ্ছিল। বৃষ্টি ও হচ্ছিল সাথে তাই আমরা নিজেরা ও ভিজে গিয়েছিলাম।

যেভাবে যাবেনঃ ঢাকা থেকে সীতাকুণ্ড এর ছোট দারোগার হাট যাবেন বাস এ ভাড়া ভালো মান এর বাস এ ৪৭০ টাকা লোকাল অনেক বাস আছে ভাড়া ২০০- ৩০০ টাকা। চাইলে প্রথমে ঢাকা থেকে ফেনীর বাস এ ফেনীর মহিপাল যেতে পারেন ভাড়া ২৭০। মহিপাল থেকে সীতাকুণ্ড এর ছোট দারোগার হাট যাবেন ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। ছোট দারোগার হাট থেকে হাটা পথে সহস্রধারা লেক এর সামনে যাবেন হেটে। হেটে যেতে ৩০ মিনিট এর মতো লাগবে। সহস্রধারা লেক এ নৌকা রয়েছে নৌকোতে করে সহস্রধারা ঝর্নার সামনে যাবেন ভাড়া ৫০ টাকা। যেতে ২০ মিনিট লাগবে।

আর এখন যারা ঝর্নায় ঘুরতে যাবেন অবশ্যই প্রয়োজনীয় সর্তকতা মূলক ব্যবস্থা নিয়ে যাবে। যেখানে যাবেন অবশ্যই সেই জায়গা সম্পর্কে ভালো ভাবে খোঁজ খবর নিয়ে যেনে বুঝে যাবেন।
আর এখন ঝর্না ও ঝিরি পথে অনেক পানি থাকে ও পাহাড়ি পথ গুলো পিছলে ও অনেক সময় পাহাড়ি ঢল হয়ে থাকে। প্রয়োজনে দড়ি নিয়ে যাবেন।
আর যদি অবস্থা রাখাপ থাকে তবে কোন রিস্ক নিবেন না মনে রাখবেন আপনার জীনবের মূল্য বেশি।

21/08/2019

সীতাকুণ্ড ইকো পার্কের সুপ্তধারা ঝরনাটা বলতে গেলে খুব সহজ পথের একটা ঝরনা... কিন্তু সাধারনত সবাই নিচের ধাপ থেকেই ঘুরে ব্যাক করে... এই নিয়ে ৪ বার গেলাম সুপ্তধারায় কখনো উপরে জাওয়ার রাস্তা খুজে পাইনাই... এইবার ই প্রথম রাস্তা খুজে নিয়ে যখন উপরে উঠলাম! আমি জাস্ট অবাক! উপরে এতো সুন্দর ক্যাস্কেড আর ঝরনা থাকবে চিন্তাও করতে পারিনাই. সীতাকুণ্ড মিরসরাই বড়দারোগাহাট যতগুলো পরিচিত ঝর্না আছে প্রায় সব খানেই কম বেশি ভালোই ট্রিইলিং করতে হয়..সুপ্তধারা সেই তুলনায় সহজ ও সকলের সাধ্যের মধ্যে বেশ ভালোই উপভোগ্য একটি ঝর্না...কেবল ঝর্নার আপস্টিম এ গেলেই আসল রূপ টা দেখতে পাবেন । বলতে গেলে একদম ই মানুষ জন এর কোন আনাগোনা নাই সেখানে... ঝরনা গুলা চারিদিক থেকে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে পানি গড়িয়ে পড়ে একদম সুপ্তধারার নীচ পর্যন্ত ... জোকের ভয় কিছুটা ছিল বাট তেমন প্যারা দেয় নাই...শুনলাম এই ঝরনার পথ ধরে ৪/৫ ঘন্টা হাটতে থাকলে ফটিকছড়ি হাজারিখিল ট্রেইল পাওয়া যায়.. একদম অপরিচিত ও নতুন পথ বলে বেশিদূর আগানোর সাহস করিনাই... এই সিতাকুন্ডে কত শত ঝরনা যে এখনো লোকচোক্ষুর আড়ালে রয়ে গেছে তা হয়তো কেউ জানে না...
যেভাবে যাবেন - চট্টগ্রাম শহরের একে খান থেকে বাসে(৪০ টাকা ভাড়া)
সিতাকুন্ড ইকোপার্ক নামলেই পাহাড়ি পিচঢালা রোড বেয়ে ২০/৩০ মিনিট উপরে উঠলেই দুইটি ঝর্না পাবেন ।প্রথমে সুপ্তধারা ঝর্ণা এর কিছুটা পর সহস্রধারা ঝর্না । প্রায় ২২০০ ফুট নিচে সিড়ি বেয়ে গেলেই দেখা পাবেন সুপ্তধারা ঝর্নার।

04/01/2018

Address

DT Road
Chittagong
4310

Telephone

0181133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sitakund posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram