21/08/2019
# #সহস্রধারা ২ ঝর্না, ছোট দারোগার হাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম ....
একটা ঝর্না কতোটা ভয়ংকর রূপ ধারন করতে পারে তা এই ঝর্নাটার ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আমরা ১১ জন বন্ধু ও বড় ভাই মিলে গিয়েছিলাম ১৪ আগস্ট। এর আগে ২ দিন এর টানা বৃষ্টি হয়েছিল। যার ফলে এমন ভয়ংকর রূপ ধারন করে ছিল এই ঝর্নাটি। ঝর্নার সামনে দাড়িয়ে একটু ছবি তুলবো, ভিডিও করবো তা অসম্ভব হয়ে পড়েছিল পানির ফোটা এসে ক্যামেরা ভিজে যাচ্ছিল। বৃষ্টি ও হচ্ছিল সাথে তাই আমরা নিজেরা ও ভিজে গিয়েছিলাম।
যেভাবে যাবেনঃ ঢাকা থেকে সীতাকুণ্ড এর ছোট দারোগার হাট যাবেন বাস এ ভাড়া ভালো মান এর বাস এ ৪৭০ টাকা লোকাল অনেক বাস আছে ভাড়া ২০০- ৩০০ টাকা। চাইলে প্রথমে ঢাকা থেকে ফেনীর বাস এ ফেনীর মহিপাল যেতে পারেন ভাড়া ২৭০। মহিপাল থেকে সীতাকুণ্ড এর ছোট দারোগার হাট যাবেন ভাড়া ৫০ থেকে ৬০ টাকা। ছোট দারোগার হাট থেকে হাটা পথে সহস্রধারা লেক এর সামনে যাবেন হেটে। হেটে যেতে ৩০ মিনিট এর মতো লাগবে। সহস্রধারা লেক এ নৌকা রয়েছে নৌকোতে করে সহস্রধারা ঝর্নার সামনে যাবেন ভাড়া ৫০ টাকা। যেতে ২০ মিনিট লাগবে।
আর এখন যারা ঝর্নায় ঘুরতে যাবেন অবশ্যই প্রয়োজনীয় সর্তকতা মূলক ব্যবস্থা নিয়ে যাবে। যেখানে যাবেন অবশ্যই সেই জায়গা সম্পর্কে ভালো ভাবে খোঁজ খবর নিয়ে যেনে বুঝে যাবেন।
আর এখন ঝর্না ও ঝিরি পথে অনেক পানি থাকে ও পাহাড়ি পথ গুলো পিছলে ও অনেক সময় পাহাড়ি ঢল হয়ে থাকে। প্রয়োজনে দড়ি নিয়ে যাবেন।
আর যদি অবস্থা রাখাপ থাকে তবে কোন রিস্ক নিবেন না মনে রাখবেন আপনার জীনবের মূল্য বেশি।