আলোকিত আনোয়ারা

আলোকিত আনোয়ারা “আসুন আমরা সবাই মিলে আমাদের প্রিয় আনো?

15/02/2016

# # সমাস মনে রাখার কৌশল:::::::::::
সমাস প্রধানত ৬ প্রকার:
১) দ্বন্দ্ব সমাস
২) দ্বিগু সমাস
৩) কর্মধারয় সমাস
৪) বহুব্রীহি সমাস
৫) অব্যয়ীভাব সমাস
৬) তৎপুরুষ সমাস
# # কৌশলটি নিম্নরূপ:-------
ও-এবং-আর মিলে যদি হয় "দ্বন্দ্ব",
সমাহারে "দ্বিগু" হলে নয় সেটা মন্দ |
যে-যিনি-যেটি-যেটা-
তিনি "কর্মধারায়",
যে-যার
শেষে থাকলে তারে বহুব্রীহি কয় |
অব্যয়ের অর্থ প্রাধান্য পেলে "অব্যয়ী"
মেলে,
বিভক্তি লোপ পেলে তাকে "তৎপুরুষ"
বলে |

01/06/2015

পিপড়া ইংরেজি ant.....
সবচেয়ে বড় সাইজের ant কে আমরা কি বলি?
:Elephant.
সবচেয়ে মেধাবী ant কে আমরা কি নামে ডাকি?
:Brilliant.
স্থায়ী ভাবে যে ant আপনার বাসায়
থাকে,তাকে কি নামে ডাকেন?
: Permanant.
যে ant সুন্দর পোষাক পড়ে থাকে তার নাম কি?
:Eligant.
টাকা পয়সার হিসাব রাখে যে ant-
:Accountant.
Ant ইন আ রিলেশনশিপ উইথ Tics
:Antics.
Ant কে সুস্থ করার জন্য যে ওষুধ -
:Antibiotic
যে ant এর বয়স ১০০ বছরের বেশী-
:Antique
Ant এর টুকরা
:Remnant
জমাট বাধা ant
:Coagulant
ট্রাফিক নিয়ন্ত্রণ করে যে ant
: Sergeant
দেশের ভিতর বিদেশী ant
:Immigrant
মা হতে চলেছে যে ant
:Pregnant
Ant এর বাচ্চা
:Infant
পরনির্ভরশীল ant
:Dependant
আপনাকে খুব জালাতন করে যে ant
:Irritant
জোড়া বেধে চলে যে ant
:Concomitant
আপনার সাহাজ্যকারী ant
:Assistant
খুবই গুরুত্বপূর্ণ যে ant
:Important
সেনাবাহিনীতে চাকরী করে যে ant
:Lieutenant
নিজের স্বাধীনতার ব্যাপারে সচেতন যে ant
:Independant
Ant এর খাবার বিক্রি হয় যেখানে:
:Restaurant
প্রতিদিন ভাতের সাথে Ant খেলে আপনি সুস্থ
থাকবেন, কারন তখন আপনার শরীরে থাকবে
অনেক
Antibody.

30/05/2015

দই এর. উপকারিতা :
•••••••••••••••••••••••••••••••••√√√
১. দইতে ল্যাকটিক অ্যাসিড থাকার
কারণে এটি কোষ্ঠকাঠিন্য,
ডায়রিয়া ও কোলন ক্যান্সার
কমায়।
২. দই হজমে সহায়তা করে।
৩. টক দইতে ক্যালসিয়াম ও
ভিটামিন ‘ডি’ আছে যা হাঁড় ও
দাঁতের গঠন ঠিক রাখতে ও মজবুত
করতে সাহায্য করে।
৪. কম ফ্যাটযুক্ত টক দই রক্তের
ক্ষতিকর কোলেস্টেরল ‘এলডিএল’
কমায়।
৫. দইয়ের আমিষ দুধের চেয়ে সহজে
ও কম সময়ে হজম হয়। তাই যাদের
দুধের হজমে সমস্যা তারা দুধের
পরিবর্তে এটি খেতে পারেন।
৬. টক দই রক্ত পরিশোধন করতে
সাহায্য করে।
৭. উচ্চ রক্তচাপের রোগীরা
নিয়মিত টক দই খেয়ে রক্ত চাপ
নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৮. ডায়বেটিস, হার্টের অসুখের
রোগীরা নিয়মিত টক দই খেয়ে এসব
অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারেন।
৯. টক দই শরীরে টক্সিন জমতে বাধা
দেয়। তাই অন্ত্রনালী পরিষ্কার
রেখে শরীরকে সুস্থ রাখে ও
বুড়িয়ে যাওয়া বা অকাল
বার্ধক্য রোধ করে। শরীরে টক্সিন
কমার কারণে ত্বকের সৌন্দর্যও
বৃদ্ধি পায়।
১০. ওজন কমাতে কম ফ্যাটযুক্ত ও
চিনি ছাড়া টক দই খেতে পারেন।
ভালো লাগলে আপনার ওয়ালে শেয়ার করবেন ।

30/05/2015

প্রশ্ন: প্রশান্ত মহাসাগরের সবচেয়ে
গভীরতম স্থানের নাম কি ?
উ: মারিয়ানা ট্রেঞ্চ ।
প্রশ্ন: "টাইটানিক জাহাজ" নিমজ্জিত
হয়েছিল কোন মহাসাগরে ?
উ: অ্যাটলান্টিক মহাসাগরে (১৫ এপ্রিল
১৯১২ সালে)।
প্রশ্ন: আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর
কোনটি ?
উ: অ্যান্টার্কটিকা মহাসাগর (দক্ষিণ
মহাসাগর) ।
প্রশ্ন: সর্বপ্রথম অ্যাটলান্টিক পাড়ি দেয়
কে ?
উ: Benoit Lecomte (ফ্রান্স)।
প্রশ্ন: আয়তনে বিশ্বের সর্ববৃহৎ সাগর
কোনটি ?
উ: দক্ষিণ চীন সাগর ।
প্রশ্ন: বিশ্বের সবচেয়ে গভীরতম সাগর
কোনটি ?
উ: ক্যারিবিয়ান সাগর ।
প্রশ্ন: কোন সাগরের তীরে সবচেয়ে
বেশী সংখ্যক দেশ অবস্থিত ?
উ: ভূমধ্যসাগরের তীরে ।

29/05/2015

Computer and Information Technology::

১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource
Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity
Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication
System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate
Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application
Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic
Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network
Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft
Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document
Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup
Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for
GSM [Global System for Mobile
Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless
Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area
Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.

28/05/2015

গুগল ( # Google ) সম্পর্কে ১৩ টি তথ্যঃ
১। গুগলের পূর্ণ নাম কি?
উঃ গুগল ইনকর্পোরেটেড
(ইংরেজি:Google Incorporated)
২। গুগল কোন দেশের কোম্পানী?
উ: গুগল একটি মার্কিন বহুজাতিক
কোম্পানী
৩। গুগল কি ধরনের কোম্পানী?
উ: ইন্টারনেট এবং সফটওয়্যার
কোম্পানী
৪। গুগল কেন বিখ্যাত?
উ: গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন
বিজ্ঞাপন সেবা এবং
ক্লাউড কম্পিউটিং'র জন্য বিশ্বখ্যাত
৫। গুগলের প্রধান কার্যালয় কোথায়?
উ: ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ
শহরে
৬। প্রাইভেট কোম্পানী হিসেবে গুগল
প্রথম ইনকর্পোরেট হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সনের ৪ই সেপ্টেম্বর
৭। গুগলের প্রথম শেয়ার ছাড়া হয় কত
তারিখে?
উ: ২০০৪ সনের ১৯শে আগস্ট
৮। গুগলের সেবাসমূহের মধ্যে অন্যতম
হচ্ছে...
উ: সার্চ ইন্জিন, জিমেইল, গুগল ডকস, গুগল+,
গুগল ক্রোম, পিকাসা, গুগল টক
৯। গুগল প্রতিষ্ঠিত হয় কত তারিখে?
উ: ১৯৯৮ সালের ৭ই সেপ্টেম্বর
১০। গুগলের প্রতিষ্ঠাতা কে?
উ: ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
১১। গুগল কত তারিখে পাবলিক
লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত
হয়?
উ: ২০০৪ সালের ১৯শে আগস্ট
১২। গুগলে বর্তমান কর্মী সংখ্যা কত?
উ: ৫২ হাজার প্রায়
১৩। গুগলের প্রথম কর্মীর নাম কি?
উ: ক্রেগ সিলভারস্টেইন

27/05/2015

গনিতের পরিমাপ সম্পর্কে কিছু তথ্যঃ
1 ফুট = 12 ইঞ্চি
1 গজ = 3 ফুট
1 মাইল = ১৭৬০ গজ
1 মাইল ≈ 1.61 কিলোমিটার
1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার
1 ফুট = 0.3048 মিটার
1 মিটার = 1,000 মিলিমিটার
1 মিটার = 100 সেন্টিমিটার
1 কিলোমিটার = 1,000 মিটার
1 কিলোমিটার ≈ 0.62 মাইল
# ক্ষেত্রঃ
1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি
1 বর্গ গজ = 9 বর্গ ফুট
1 একর = 43.560 বর্গ ফুট
# আয়তনঃ
1 লিটার ≈ 0.264 গ্যালন
1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি
1 ঘন গজ = 27 ঘন ফুট
# ওজনঃ
1 আউন্স ≈ 28.350 গ্রাম
1 cvDÛ= 16 আউন্স
1 cvDÛ ≈ 453.592 গ্রাম
1 এক গ্রামের এর্কসহস্রাংশ = 0.001 গ্রাম
1 কিলোগ্রাম = 1,000 গ্রাম
1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড
1 টন = 2,200 পাউন্ডের

26/05/2015

"GENERAL KNOWLEDGE"
১. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
২. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
৩. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৪. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৫. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ
৬. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
৭. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
৮. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
৯. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
১০. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর: ৬টি।

25/05/2015

# সংস্থা_সংগঠনের_বর্তমান_সদস্য_সংখ্যাঃ
১. জাতিসংঘ-১৯৩
২. ফিফা-২০৯
৩. ইন্টারপোল-১৯০
৪. EU-২৮
৫. WTO-১৬১
৬. ILO-১৮৫
৭. FAO-১৯৭
৮. WHO-১৯৪
৯. IMF-১৮৮
১০. UNESCO-১৯৫.

24/05/2015

মনে রাখুন , কাজে দিবে:::::
১। BLACK CAT- ভারতের কমান্ড বাহিনী।
২। BLACK SHIRT-মুসোলিনীর গেরিলা বাহিনী।
৩। BLACK SEPTEMBER-ফিলিস্তিনির গেরিলা
বাহিনী।
৪। BLACK DECEMBER-পাকিস্তানের গেরিলা
বাহিনী।
৫। BLACK PANTHER-যুক্তরাষ্ট্রের নিগ্রদের
সংগঠন।
৬।BLACK TIGER- দুর্ধষ যোদ্ধাদের কে বলা হয় ৷
৭। BLACK BENGAL- উন্নত জাতের ছাগল।
৮। BLACK DIAMOND-পেলে,সেরেনা উইলিয়্ম।
৯। BLACK GOLD-কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর
মধ্যে পাওয়া 'জিরকন 'নামক এক ধরনের মূল্যবান
পদাথ।
১০।BLACK NIGHT- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।

23/05/2015

মনে রাখুন কাজে দিবে
১) Yahoo - এর প্রতিষ্ঠাতা?
উঃ David Filo & Jerry Yang.
২) Google - এর প্রতিষ্ঠাতা?
উঃ Sergey Brin & Larry Page.
৩) Twitter - এর প্রতিষ্ঠাতা?
উঃ Evan Williams Biz Stone & Jack Dorsey.
৪) Facebook - এর প্রতিষ্ঠাতা?
উঃ MarkZuckerberg,Dustin Moskovitz,Chris
Hughes & Eduardo Saverin.
৫) Youtube - এর প্রতিষ্ঠাতা?
উঃ Jawed Karim,Steve Chen & Chad Hurley.
৬) Wikipedia -এর প্রতিষ্ঠাতা?
উঃ Jimmy Wales & Larry Sanger.
৭) Hotmail - এর প্রতিষ্ঠাতা?
উঃ Sabeer Bhatia.
৮) Wikileaks - এর প্রতিষ্ঠাতা?
উঃ Julian Assange.
৯) Orkut - এর প্রতিষ্ঠাতা?
উঃ Orkut Buyukkokten.
১০) MySpace - এর প্রতিষ্ঠাতা?
উঃ TomAnderson & Chris DeWolfe.
১১) eBay - এর প্রতিষ্ঠাতা?
উঃ Pierre Omidyar.
১২) Friendster - এর প্রতিষ্ঠাতা?
উঃ Jonathan Abrams.
নিয়মিত পোস্ট পেতে Like/Comment/Share করুন ।
ধন্যবাদ সবাইকে

22/05/2015

*** বাংলাদেশের ক্ষুদ্রতম ***
১। কোন বিভাগ আয়তনে ছোট?
উঃ সিলেট।
২। কোন বিভাগে জনসংখ্যা কম?
উঃ বরিশাল।
৩। আয়তনে ছোট জেলা কোনটি?
উঃ নারায়ণগঞ্জ।
৪। কোন জেলায় জনসংখ্যা কম?
উঃ বান্দরবান।
৫। বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি?
উঃ গোবরা।
৬। বাংলাদেশের সবচেয়ে ছোট হাওর কোনটি?
উঃ বুরবুর (সিলেট)
৭। আয়তনে সবচেয়ে ছোট উপজেল কোনটি?
উঃ বন্দর, নারায়ণগন্ঞ্জ।
৮। জনসংখ্যায় সবচেয়ে ছোট উপজেলা কোনটি?
উঃ থানচি, বান্দরবান।

21/05/2015

আবিষ্কারের সাল নিম্নে দেওয়া হল
Internet-কবে সালে আবিষ্কৃত হয়?
-1969
E-mail কবে আবিষ্কৃত হয়?
---1971
Hotmail কত সালে আবিষ্কৃত হয়?
--1996 সালে
Google কত সালে আবিষ্কৃত হয়?
--1998 সালে
ফেসবুক কবে আবিষ্কৃত হয়?
---Feb 4, 2004
Youtube কত সালে আবিষ্কৃত হয়?
--- 2005
টুইটার কত সালে আবিষ্কৃত হয়?
--- 2006 সালে।

20/05/2015

1.পোলিও টিকা আবিষ্কার করেন কে?
উঃ জোনাস সাল্ক
2.হোমিওপ্যাথির আবিষ্কারক কে?
উঃ এস সি এফ হ্যানিমেন
3.ডিনামাইট আবিষ্কার করেন কে?
উঃ আলফ্রেড নোবেল
4.আলফ্রেড নোবেল কোন দেশের
বিজ্ঞানী?
উঃ সুইডেন
5.আধুনিক কম্পিউটারের জনক কে?
উঃ চার্লস ব্যাবেজ
6.টাচ স্ক্রিন মোবাইল সেট উদ্ভাবন
করে কে?
উঃ স্টিভ জবস
7.বল পয়েন্ট কলম আবিষ্কার করেন কে?
উঃ Laszlo Biro
8.জেনেটিক্স এর জনক কে?
উঃ গ্রেগর জোহান মেন্ডেল
9.'বোসন' কণার সাথে কোন দুজনের নাম
জড়িত?
উঃ সত্যেন্দ্রনাথ বসু ও আইনস্টাইন
10.কোষ আবিষ্কার করেন কে?
উঃ রবার্ট হুক
11.মাদাম কুরি ও জুলিও কুরি কে
ছিলেন?
উঃ বিজ্ঞানী
12.সিগমন্ড ফ্রয়েড কে ছিলেন?
উঃ মনোবিজ্ঞানী
13.কোপার্নিকাস কে ছিলেন?
উঃ জ্যোর্তিবিজ্ঞানী
14.আবদুল কাদির খান কোন দেশের
পরমাণু বিজ্ঞানী?
উঃ পাকিস্তান
15.কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা কে?
উঃ জব চার্নক
16.শূণ্যের ধারণা কোন দেশের
গণিতবিদদের?
উঃ ভারত

19/05/2015

♥বোর্ড পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলে আপনার করনীয়♥
------------------------------------------------------------------

একটি ছাত্রের শিক্ষাজীবনের সবচেয়ে
মূল্যবান সম্পদ সার্টিফিকেট আর তা
হারিয়ে গেলে ভীষণ চিন্তায় পড়ে যান
অনেকেই। কী করবেন, কিভাবে
সার্টিফিকেট ফিরে পাবেন তা বুঝতে
পারেন না। সার্টিফিকেট বা এ ধরনের
মূল্যবান শিক্ষাসংক্রান্ত কাগজপত্র
হারালে বা নষ্ট হয়ে গেলে ঘাবড়ানোর
কিছু নেই।
প্রথমে যা করবেনঃ
সার্টিফিকেট, নম্বরপত্র বা
প্রবেশপত্র হারিয়ে গেলে দেরি না করে
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
এর জন্য প্রথমে আপনার এলাকার
নিকটবর্তী থানায় একটি সাধারণ
ডায়েরি (জিডি) করতে হবে।
জিডির একটি কপি অবশ্যই নিজের
কাছে রাখতে হবে। এরপর যেকোনো
একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি
দিতে হবে। বিজ্ঞপ্তিতে নাম, শাখা,
পরীক্ষার কেন্দ্র, রোল নম্বর, পাসের
সাল, বোর্ডের নাম এবং কিভাবে আপনি
সাটিফিকেট, নম্বরপত্র অথবা
প্রবেশপত্র হারিয়েছেন তা সংক্ষেপে
উল্লেখ করতে হবে।
থানায় জিডি ও পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের পর আপনাকে যেতে হবে যে
বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই
শিক্ষা বোর্ডে। শিক্ষাবোর্ডের
‘তথ্যসংগ্রহ কেন্দ্র’ থেকে
আবেদনপত্র সংগ্রহের পর
নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর
নির্ধারিত ফি সোনালী ব্যাংকের
ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বোর্ডের
সচিব বরাবর জমা দিতে হবে। টাকা
জমা হওয়ার পর আবেদন কার্যকর
হবে। আবেদনপত্রের সঙ্গে মূল ব্যাংক
ড্রাফট, পত্রিকায় বিজ্ঞপ্তির কাটিং
ও থানার জিডির কপি জমা দিতে হবে।
আবেদনপত্রে যা পূরণ করতে হবেঃ
আবেদনপত্র পূরণের ক্ষেত্রে প্রথমেই
উল্লেখ করতে হবে আপনি কোন
পরীক্ষার (মাধ্যমিক না
উচ্চমাধ্যমিক) কী হারিয়েছেন এবং কী
কারণে আবেদন করছেন।
আবেদনপত্রের বিভিন্ন অংশে ইংরেজি
বড় অক্ষরে এবং বাংলায় স্পষ্ট
অক্ষরে পূর্ণ নাম, মাতার নাম, পিতার
নাম, শিক্ষাপ্রতিষ্ঠা নের নাম, রোল
নম্বর, পাশের বিভাগ/জিপিএ, শাখা,
রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষাবর্ষ এবং
জন্মতারিখ সহ বিভিন্ন তথ্য লিখতে
হবে।
পরবর্তী অংশে জাতীয়তা, বিজ্ঞপ্তি
যে দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে
সেটির নাম ও তারিখ এবং সোনালী
ব্যাংকের যে শাখায় ব্যাংক ড্রাফট
করেছেন সে শাখার নাম, ড্রাফট নম্বর
ও তারিখ উল্লেখ করতে হবে।
আবেদনপত্রে প্রতিষ্ঠান প্রধানের
সুপারিশের প্রয়োজন হবে। এতে তার
দস্তখত ও নামসহ সিলমোহর থাকতে
হবে। আর প্রাইভেট প্রার্থীদের
আবেদনপত্র অবশ্যই গেজেটেড
কর্মকর্তার স্বাক্ষর ও নামসহ
সিলমোহর থাকতে হবে।
নষ্ট হয়ে যাওয়া সনদপত্র/
নম্বরপত্র/ একাডেমিক
ট্রান্সক্রিপ্টে র অংশবিশেষ থাকলে
পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে না বা
থানায় জিডি করতে হবে না। এ ক্ষেত্রে
আবেদনপত্রের সঙ্গে ওই অংশবিশেষ
জমা দিতে হবে। তবে সনদে ও
নম্বরপত্রের অংশবিশেষে নাম, রোল
নম্বর, কেন্দ্র, পাশের বিভাগ ও সন,
জন্ম তারিখ ও পরীক্ষার নাম না
থাকলে তা গ্রহণযোগ্য হবে না। আর
বিদেশি নাগরিককে ব্যাংক ড্রাফটসহ
নিজ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের
মাধ্যমে আবেদন করতে হবে।
কত টাকা লাগবেঃ
সাময়িক সনদ, নম্বরপত্র,
প্রবেশপত্র ফি (জরুরি ফিসহ) ১৩০
টাকা। এ ছাড়া ত্রি-নকলের জন্য
১৫০ টাকা এবং চৌ-নকলের জন্য
২৫০ টাকা ব্যাংক ড্রাফটের মাধ্যমে
জমা দিতে হয়।

19/05/2015

বাংলাদেশের আইন কানুন
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা মোতাবেক পুলিশ বিনা পরোয়ানায় ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই ৯টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যেকোন ব্যক্তিকে গ্রেফতার করতে করতে পারে।

· কোন ব্যক্তি কোন মামলাযোগ্য অপরাধের সাথে জড়িত থাকলে বা জড়িত বলে বিশ্বাসযোগ্য খবর বা অভিযোগ থাকলে পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার করতে পারে।

· আইনগত কোন অজুহাত (যুক্তি) ছাড়া কারো কাছে ঘর ভাঙার সরঞ্জাম থাকলে তাকে গ্রেফতার করা যেতে পারে।

· আইন অনুসারে বা সরকার আদেশ দ্বারা কাউকে অপরাধী বলে ঘোষণা করলে তাকে গ্রেফতার করা যায়।

· কারো কাছে থাকা মালপত্র চোরাই বলে সন্দেহ করার যুক্তি সঙ্গত কোন কারণ থাকলে।

· পুলিশের কাজে বাধা দিলে, বা কেউ পলায়ন করলে বা করার চেষ্টা করলে।

· বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী হতে পলায়ন করেছেন এই মর্মে যৌক্তিক সন্দেহ থাকলে।

· যে কাজ বাংলাদেশে করা হলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচনা করা হত তা বাংলাদেশের বাইরে করে থাকলে বা করেছেন এই মর্মে নির্ভরযোগ্য তথ্য বা যুক্তিসঙ্গত তথ্য সন্দেহ থাকলে।

· মুক্তিপ্রাপ্ত আসামী কাঃ বিঃ ৫৬৫ (৩) উপধারার নিয়ম লংঘন করলে। এই নিয়মানুযায়ী জেল থেকে মুক্তির পর ৫ বছর পর্যন্ত সদব্যবহারের নিয়ম রয়েছে।

· কাউকে গ্রেফতারের জন্য অন্য কোন পুলিশ অফিসারের কাছ থেকে রিকুইজিশন পাওয়া গেলে।

19/05/2015

১.বর্তমানে দেশে উপজেলার সংখ্যা
কতটি?
উঃ৪৮৯টি
২.বর্তমানে দেশে থানার সংখ্যা
কতটি?
উঃ৬৩৬টি
৩.বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা
কতটি?
উঃ৩১৯টি
৪.বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন
ডলার?
উঃ১১৯০
৫.জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি)কত?
উঃ১০১৫
জন
৬.দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা
কতটি?
উঃ১১০টি
৭.জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ
সচিবের
সংখ্যা কতজন?
উঃ১২জন
৮.সম্প্রতি বিমান বহরে যুক্ত হওয়া নতুন
উড়োজাহাজের
নাম কি?
উঃরাঙাপ্রভাত
৯.দেশে তৈরি প্রথম যাত্রীবাহী
স্টিমার
বা জাহাজের
নাম কি?
উঃএম ভি বাঙালি
১০.প্রস্তাবিত অটিস্টিক একাডেমি
স্থাপিত
হবে কোথায়?
উঃমহাখালী,ঢাকা
১১.পদ্মা সেতু নির্মাণ করবে কোন
কোম্পানি?
উঃচায়না মেজর ব্রিজ
ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি
১২.বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা
বিরোধ
নিষ্পত্তির
মামলা হয় কোন আদালতে?
উঃস্থায়ী সালিশি আদালত
(নেদারল্যান্ডস)
১৩.বাংলাদেশ-ভার তেরসমুদ্র
সীমা নির্ধারণী মামলার
রায় হয় কবে
উঃ৭ জুলাই ২০১৪
১৪.বাংলাদেশ-ভার তেরমধ্যে
বিরোধপূর্ণ
সমুদ্রসীমার
মধ্যে কত বর্গ কি.মি. বাংলাদেশ লাভ
করে
উঃ১৯৪৬৭
বর্গ কি.মি
১৫.বর্তমানে দেশে গ্যাসক্ষেত্র কতটি
উঃ২৬টি

18/05/2015

জেনে নিন রোগ বালাইয়ের ইংরেজি নাম!
1.Fever – (ফিভার) – জ্বর,
2.Pain – (পেইন) – ব্যথা,
3.Gripe – (গ্রাইফ) – পেট ব্যথা,
4.Pill – (পিল) – বড়ি,
5.Ulcer – (আলসার) – ক্ষত,
6.Leprosy – (লেপ্রসি) – কুষ্ঠ,
7.Cold – (কোল্ড) – সর্দি,
8.Cough – (কফ) – কাঁশি,
9.Cancer – (ক্যান্সার) – কাউট রোগ,
10.Diabetes – (ডায়াবেটিস) – বহুমূত্র,
11.Bandage – (ব্যান্ডেজ) – পট্টি,
12.Boil – (বয়েল) – ফোঁড়া,
13.Medicine – (মেডিসিন) – ঔষধ,
14.Piles – (পাইলস) – অশ্ব,
15.Patient – (পেশেন্ট) – রোগী,
16Asthma – (অ্যাজমা) – হাঁপানি,
17.Tumour – (টিউমার) – টিউমার,
18.Typhoid – (টাইফয়েড) – টাইফয়েড,
19.Tetanus – (টিট্যানাস) – ধনুষ্টংকার,
20.Treatment – (ট্রিটমেন্ট) – চিকিৎসা,
21.Malaria – (ম্যালেরিয়া) – ম্যালেরিয়া,
22.Headache – (হেডঅ্যাক) – মাথা ব্যথা,
23.Toothache – (টুথঅ্যাক) – দাঁত ব্যথা,
24.Jaundice – (জন্ডিস) – পান্ডুরোগ,
25.Sweat – ঘাম ; কঠোর শ্রম,
26.Thirst – পিপাসা ; তৃষ্ণা ; আকাঙ্খা বা ব্যাকুলতা,
27.Tubercular – ক্ষয়রোগগ্রস্ত,
28.Tuberculosis – ক্ষয়রোগ ; যক্ষ্ণা,
29.Urine – প্রস্রাব ; মূত্র,
30.Yawn – হাই তোলা,
31.Vertigo – ঘূর্ণি রোগ,
32.Yellow-fever – গ্রীষ্ম প্রধান দেশের মারাত্মক জ্বরবিশেষ,
33.Laprosy – কুষ্ঠ,
34.Maniac – ক্ষিপ্ত ব্যক্তি;পাগল; বায়ুগ্রস্ত ব্যক্তি ; উন্মাদগ্রস্ত ব্যক্তি ; যে লোক প্রলাপ বকিতেছে ; ক্ষিপ্ত।
Like & Share

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram