Dohazari Green Hospital & Diagnostic Centre

Dohazari Green Hospital & Diagnostic Centre It is a modern private hospital with fully equiped dignostic centre.

26/11/2025
দোহাজারী গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০ম বর্ষপূর্তি উদযাপিত। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সায়েন্টিফি...
26/11/2025

দোহাজারী গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ১০ম বর্ষপূর্তি উদযাপিত। এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সায়েন্টিফিক সেমিনারে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান জনাব মোঃ সোলায়মান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মোহাম্মদ নুরুন নবী। বক্তারা গ্রীন হাসপাতালের গত ১০ বছরের সেবার প্রশংসা করেন এবং গ্রীন হাসপাতালের আরো সমৃদ্ধি কামনা করেন।

সেবা নিন, সুস্থ থাকুন।
15/02/2025

সেবা নিন, সুস্থ থাকুন।

হজ্ব যাত্রীদের জন্য সুখবর!
10/05/2023

হজ্ব যাত্রীদের জন্য সুখবর!

গতকাল ৩ই ডিসেম্বর ‘২২ দোহাজারী গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ৭ম বর্ষপূর্তি উদযাপন ও ফ্রী মেডিকেল হার্ট ক্যাম...
04/12/2022

গতকাল ৩ই ডিসেম্বর ‘২২ দোহাজারী গ্রীন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ৭ম বর্ষপূর্তি উদযাপন ও ফ্রী মেডিকেল হার্ট ক্যাম্প অনুষ্টিত হয়। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবার অংশগ্রহনের মাধ্যমে আমাদের আয়োজনকে সাফল করার জন্য।

দোহাজারী গ্রীন হাসপাতালের ৭ম বর্ষপুর্তিতে দোহাজারীবাসীর জন্য আমাদের আয়োজন…..
27/11/2022

দোহাজারী গ্রীন হাসপাতালের ৭ম বর্ষপুর্তিতে দোহাজারীবাসীর জন্য আমাদের আয়োজন…..

আপনার নবজাতকের জন্ডিসের চিকিৎসায় আমরা আনছি কোরিয়ার বিখ্যাত Bistos BT-400 পটোথেরাপী মেশিন , যা অত্যন্ত নিরাপদ ও নবজাতকের ...
11/10/2021

আপনার নবজাতকের জন্ডিসের চিকিৎসায় আমরা আনছি কোরিয়ার বিখ্যাত Bistos BT-400 পটোথেরাপী মেশিন , যা অত্যন্ত নিরাপদ ও নবজাতকের জন্ডিসের চিকিৎসায় অধিক কার্যকরী। আসুন, সেবা নিন, সুস্থ থাকুন।

13/07/2021

সবার জানা খুব জরুরি......বাইরে বেরুলে অবশ্যই মাস্ক ব্যাবহার করুন।।

1. Covid রোগীর গায়ে হাত দিলেই Covid ছড়ায় না...
এটি এক প্রকার Droplet infection. একমাত্র তার হাঁচি, কাশি বা কথা বলার সময়েই লালার সূক্ষ্ম কণিকার মাধ্যমে ভাইরাস তার শরীর থেকে বেরোতে পারে। এবং তাও আপনার গায়ে লাগলে, পিঠে লাগলে, এমনকি তা খাবারের সঙ্গে আপনার পেটে গেলেও আপনি আক্রান্ত হবেন না। ভাইরাস একমাত্র আপনার শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে গেলেই সংক্রমণ সম্ভব।
তাই কোনো Covid রোগী মাথা ঘুরে পরে গেলে তাকে তুলতে গেলে আপনারও Covid হয়ে যাবে না। বিপদে পাশে থাকুন। তবেই আপনারও বিপদে মানুষকে পাশে পাবেন। শুধু মনে রাখবেন নাকে বা মুখে হাত দেবেন না। ভয় করলে Covid রোগীর সংস্পর্শে আসার পর হাত Alcohol Sanitizer দিয়ে Sanitise করে ফেলুন বা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। খুব ভয় করলে পরনের পোশাক কেচে ফেলুন এবং স্নান করে নিন।

2. Covid হলেই মানুষ মরে না, এটি কোনো মারন ব্যাধি নয়। এর Death Rate দুই শতাংশেরও কম। কিন্তু Covid রোগী isolation-এ থেকে প্রচণ্ড ভাবে মানসিক ভাবেও অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তার immunity বা অনাক্রমনতা কমে যায়। তাই রোগীকে সহজপাচ্য পুষ্টিকর খাবার দিন..

3. বাড়িতে Covid Patient না থাকলে বাড়ির মধ্যে Mask পরে থাকবেন না। ঘর থেকে না বেরোলে মনের বিকার ঘটা এবং immunity কমে যাওয়া স্বাভাবিক। তাই বিকেলবেলা রাস্তায় না, বাগান থাকলে সেখানে বা না থাকলে ছাদে একটু হেঁটে ও শরীর চর্চা করে আসুন। এতে ঘরে বসে বসে ওবেসিটির সম্ভাবনাও কমবে। (মনে রাখবেন শুধুমাত্র immunity boosting খাবার খেয়ে আদৌ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে না, প্রকৃতির সংস্পর্শে না এলে কখনোই বাড়বে না।) শরীরচর্চা করা বা নির্জন ছাদে হাঁটার সময় মাস্ক পড়বেন না। সাবধানতা অবলম্বনের এক দারুণ অস্ত্র Mask. কিন্তু এর Overuse করবেন না তথা বিনা কারণে (যেমন গাড়ি চালানোর সময় Helmet এর ভিতরে) পড়বেন না। এতে এমনিতেই আপনার শরীরে Oxygen এর ঘাটতি দেখা দেবে।

4. Oximeter থাকলে বিনা কারণে ঘন ঘন Saturation check করবেন না। এতে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। একমাত্র জ্বর কিংবা অসুস্থ হলে check করবেন। 95 অবধি saturation খুব স্বাভাবিক। তাছাড়াও এই পরিস্থিতিতে Mask ব্যবহারের ফলে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম দেখানোও একদমই অস্বাভাবিক না। Panic করবেন না।

5. রোগ না হয়ে থাকলে আগে থেকে ভয় পেয়ে ওষুধ কিনে বা অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করে রাখবেন না। এও এক প্রকার কালোবাজারি। এতে যাদের প্রয়োজন তারা পাচ্ছেন না। দাম বেড়ে যাচ্ছে। after all সমগ্র মানবজাতির ক্ষতি করবেন না একা হাতে।

6. কোভিড সংক্রান্ত কোনো রকম সমস্যা হলেই নিকটবর্তী হাসপাতালে যান। সেখানে তৎক্ষণাৎ বেড না পেলেও আপনাকে Oxygen দেওয়ার ব্যবস্থা করা হবে এবং Rapid Test করানো হবে।

7. অতি ঝুকিপূর্ণ এলাকায় কাপড়ের মাস্ক পরা, না পরা সমান। N95 এবং Sanitizer এখন essential commodities. তাই এদের দাম এখন বেঁধে দেওয়া। N95 এবং Sanitizer ব্যবহার করুন।। N95 সম্ভব না হলে KN95 অথবা কাপড়ের মাস্ক এর সাথে একটা সার্জিক্যাল মাস্ক ব্যাবহার করুন।। Office-এ বা বাইরে থাকলে কিছুক্ষণ অন্তর হাত Sanitise করুন। একটু হাত ঘষে ফেলার মতো একটি ক্ষুদ্র অভ্যেস যদি আপনার জীবন বাঁচিয়ে দিতে পারে তাহলে তা করবেন না কেনো?
এ বিষয়ে Face Shield - ও একটি দারুণ সুরক্ষা প্রদানকরী বস্তু। ব্যবহার করতে পারেন।

8. Covid Virus এর কিন্তু ডানা নেই, উড়ে উড়ে ছড়ায় না এই রোগ। তাই প্রতিবেশীর বাড়িতে Covid হলে একদমই panic করবেন না। বরং তাকে সাহায্য করুন। ওষুধ, খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস ঘরের দরজায় পৌঁছে দিন। এতে আপনার Covid হবে না। ভয় করলে Mask, Face Shield, হাতে rubber gloves use করতে পারেন।
সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করুন। কিন্তু তাই বলে মানুষের পাশে দাঁড়ানোর থেকে সরে আসবেন না। মনে রাখবেন তাদের বিপদের আপনি দাঁড়ালে একদিন আপনার বিপদেও তারা দাঁড়াবে।
আর এটুকুতেই ভয় পাওয়ার আগে মনে রাখবেন ডাক্তার এবং নার্সরা হাজার হাজার কোভিড রোগীকে নিয়ে কাজ করছেন। তারা কিন্তু সবাই সংক্রমিত হয়ে যাচ্ছেন না। তাই আপনার প্রতিবেশী, বন্ধু, আত্মীয় বা পরিচিত কেউ আক্রান্ত হলে যতোটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিন।

আবারও বলছি, সময়টা খুব কঠিন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এখন আপনি হেলাফেলা করলে আপনার জীবন বা আপনার পরিবারের মানুষদের জীবনও কিন্তু হেলাফেলা হয়ে যেতে পারে।
তাই নিজের যত্ন নিন।
মানুষের পাশে থাকুন।
সাবধানে থাকুন।.. জনস্বার্থে প্রচারিত।

দোহাজারী গ্রীন হাসপাতালের সকল রোগী সাধারণ, শুভাকাঙ্ক্ষী, সকল ডাক্তারবৃন্দ ও কর্মকর্তা -কর্মচারীদেরকে জানাই নববর্ষের শুভে...
13/04/2020

দোহাজারী গ্রীন হাসপাতালের সকল রোগী সাধারণ, শুভাকাঙ্ক্ষী, সকল ডাক্তারবৃন্দ ও কর্মকর্তা -কর্মচারীদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা। আমরা দোয়া করছি, করোনা মহামারী থেকে আাল্লহ পাক আমাদের সকলকে হেফাজত করুন।

Address

Arkan Road, Dohazari, Chandanaish
Chittagong
4382

Telephone

01977447761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dohazari Green Hospital & Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dohazari Green Hospital & Diagnostic Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category