26/06/2022
কোভিডের প্রথম ডোজের টিকা নিয়ে নিলেও দ্বিতীয় ডোজের টিকা নিতে দেরি করছেন? ভাবছেন দ্বিতীয় ডোজের টিকা যখন খুশি নিয়ে
নিলেই হবে? কিন্তু বিজ্ঞানীরা কিন্তু তা বলছেন না।
আমেরিকার সেন্টার ফর ডিজিজেস অ্যান্ড কন্ট্রোল (CDC)-এর পরামর্শ হচ্ছে দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত সময়ের যত কাছাকাছি সম্ভব টিকা দিয়ে দেওয়া উচিত।
ভ্যাকসিন ভেদে দ্বিতীয় ডোজ টিকার সময়েও আছে ভিন্নতা। যেমন: ফাইজারের ক্ষেত্রে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া উচিত ২১ দিন পর, মডার্নার ক্ষেত্রে
এই সময়টা ২৮ দিন। অ্যাস্ট্রোজেনেকার ক্ষেত্রে ১২ সপ্তাহও অপেক্ষা করা যায়।
এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, যদি কেউ নির্ধারিত সময়ের ভিতরে দ্বিতীয় ডোজ দিতে না পারে তাহলে কী ঘটবে। CDC-র মতে একেবারে কাঁটায়
কাঁটায় নির্দিষ্ট দিনে না পারলেও প্রথম ডোজ দেওয়ার ৬ সপ্তাহ বা ৪২ দিনের ভিতরে দ্বিতীয় ডোজ দেওয়া উচিত।
তবে এর চাইতে বেশি দেরি করলে সেটার কোনো প্রভাব রোগপ্রতিরোধ ক্ষমতার ওপরে পড়ে কি না সেটা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
অন্যদিকে টিকা নেওয়ার পর আমাদের রোগপ্রতিরোধী তন্ত্র করোনার ভাইরাসের বিরুদ্ধে কতদিন কার্যকর থাকে সেটি এখনও সঠিকভাবে বের করা
সম্ভব হয়নি। দেরি হলেও তাই দ্বিতীয় ডোজ দিয়ে দিতে হবে। তাই ঝুঁকি না নিয়ে বরং যেদিন তারিখ পড়ে, সেদিনই টিকা দিয়ে দেওয়াই ভালো।
আবার নির্ধারিত সময়ের আগেও ভ্যাকসিন দেওয়া যাবে না। নির্দিষ্ট দিনের সর্বোচ্চ ৪ দিন আগে ভ্যাকসিন দেওয়া যেতে পারে।
মনে রাখতে হবে, বাংলাদেশে যেসব ভ্যাকসিন দেওয়া হয় সেগুলোর সবগুলোরই একাধিক ডোজ দেওয়া লাগে। এজন্য দ্বিতীয় ডোজ টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ ১ম ডোজে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা উদ্দীপ্ত হয় সেটা করোনার বিরুদ্ধে পূর্ণ প্রতিরক্ষা তৈরির জন্য যথেষ্ট শক্তিশালী নাও হতে পারে।
তাই মাত্র এক ডোজে করোনার বিরুদ্ধে প্রতিরক্ষা অর্জিত হলেও, সর্বোচ্চ সুরক্ষার জন্য দ্বিতীয় একটি ডোজ দেওয়া জরুরি।
তাই সারকথা হচ্ছে, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিতে দেরি করা যাবে না। নির্ধারিত সময়ে অথবা অনিবার্য কারণে না পারলে যত কাছাকাছি পারা যায় ভ্যাকসিন
দিয়ে দিতে হবে। তারপরেও যদি কারো বেশি দেরি হয়েই যায়, তাহলে দ্বিতীয় ডোজ না দিয়ে থাকা যাবে না। অবশ্যই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়া উচিত হবে।
তথসুত্র–
Why Two Doses of COVID-19 Vaccine for Pfizer and Moderna? (healthline.com)
COVID-19 Vaccines that Require 2 Shots | CDC