Qrex Diagnostic & Consultation

Qrex Diagnostic & Consultation Qrex diagnostic centre and consultancy is a private owned limited company based in the city of Chittagong in Bangladesh.

Qrex diagnostic centre and consultancy was established to provide first class independent health care to our local community. Qrex was established keeping in mind the dream of all medical diagnostic facilities under one roof.

07/11/2022
05/08/2022

শিশুদের দাঁতের যত্ন ও বাবা মা'র করণীয়:

▫️সাধারণত: ৬ মাস বয়সে শিশুদের মুখে দাঁত উঠতে শুরু করে। আমরা সেগুলোকে "বেবী টুথ" বলে থাকি। দাঁত উঠার পর থেকেই দিনে মিনিমাম ২ বার নরম সুতির কাপড় নিয়ে পানিতে ভিজিয়ে শিশুর দাঁতে আলতো করে চাপ দিয়ে দিয়ে পরিস্কার করে দিতে হবে। এই প্রক্রিয়ায় শিশু কুলি করতে শেখা পর্যন্ত দাঁত পরিস্কার করে দিতে হবে। কুলি করতে শিখে গেলে তাদের নিজেদের ব্রাশ নিজেরা করতে অভ্যস্ত করার চেষ্টা চালাতে হবে। এসময় ফ্লুরাইডমুক্ত টুথপেস্ট ব্যাবহার করবেন। টুথপেস্টের পরিমাণ হবে খুবই কম। কারণ, এসময় শিশুরা টুথপেস্ট গিলে ফেলে সাধারণত:। এসময় চেষ্টা করুন শিশুদের অভ্যস্ত করতে যাতে তারা নিজেরা নিজেদের দাঁত ব্রাশ করতে শেখে। একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যে, এত কম বয়সের এক শিশুর পক্ষে সঠিকভাবে দাঁত ব্রাশ করা সম্ভব নয় বাস্তবে। তাই অভিভাবকগণকেই এসময় নিজেদের এগিয়ে আসতে হবে সক্রিয়ভাবে । তাঁরাই মূলত: শিশুকে ব্রাশ করিয়ে দেবেন। বেশীর ভাগ ক্ষেত্রেই দেখা যায়, শিশুরা নিজেরাই নিজেদের দাঁত ব্রাশ করতে চায়, অন্যকে তার ব্রাশ ধরতে দিতে দেয় না। এমতাবস্থায় তাকে প্রথমে তার মত করে দাঁত ব্রাশ করতে দিন। এর পর পরই আপনি তাকে ব্রাশ করিয়ে দিন- আশা করা যায় এবার সে না করবে না।

▫️খাবার দাবারের ব্যাপারে আঁঠালো ও মিস্টিজাত খাবার, বেশী গরম ও বেশী ঠান্ডা খাবার শিশুকে খাওয়াবেন না। এসব খাবার তার দাঁতের ক্ষতি করে। আর আঁঠালো ও মিস্টিজাতীয় খাবার খেলে তাকে সঙ্গে সঙ্গে তাকে ভালভাবে কুলি করিয়ে দিন।

26/06/2022

কোভিডের প্রথম ডোজের টিকা নিয়ে নিলেও দ্বিতীয় ডোজের টিকা নিতে দেরি করছেন? ভাবছেন দ্বিতীয় ডোজের টিকা যখন খুশি নিয়ে

নিলেই হবে? কিন্তু বিজ্ঞানীরা কিন্তু তা বলছেন না।

আমেরিকার সেন্টার ফর ডিজিজেস অ্যান্ড কন্ট্রোল (CDC)-এর পরামর্শ হচ্ছে দ্বিতীয় ডোজের জন্য নির্ধারিত সময়ের যত কাছাকাছি সম্ভব টিকা দিয়ে দেওয়া উচিত।

ভ্যাকসিন ভেদে দ্বিতীয় ডোজ টিকার সময়েও আছে ভিন্নতা। যেমন: ফাইজারের ক্ষেত্রে প্রথম ডোজের পর দ্বিতীয় ডোজ দেওয়া উচিত ২১ দিন পর, মডার্নার ক্ষেত্রে

এই সময়টা ২৮ দিন। অ্যাস্ট্রোজেনেকার ক্ষেত্রে ১২ সপ্তাহও অপেক্ষা করা যায়।

এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, যদি কেউ নির্ধারিত সময়ের ভিতরে দ্বিতীয় ডোজ দিতে না পারে তাহলে কী ঘটবে। CDC-র মতে একেবারে কাঁটায়

কাঁটায় নির্দিষ্ট দিনে না পারলেও প্রথম ডোজ দেওয়ার ৬ সপ্তাহ বা ৪২ দিনের ভিতরে দ্বিতীয় ডোজ দেওয়া উচিত।

তবে এর চাইতে বেশি দেরি করলে সেটার কোনো প্রভাব রোগপ্রতিরোধ ক্ষমতার ওপরে পড়ে কি না সেটা সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

অন্যদিকে টিকা নেওয়ার পর আমাদের রোগপ্রতিরোধী তন্ত্র করোনার ভাইরাসের বিরুদ্ধে কতদিন কার্যকর থাকে সেটি এখনও সঠিকভাবে বের করা

সম্ভব হয়নি। দেরি হলেও তাই দ্বিতীয় ডোজ দিয়ে দিতে হবে। তাই ঝুঁকি না নিয়ে বরং যেদিন তারিখ পড়ে, সেদিনই টিকা দিয়ে দেওয়াই ভালো।

আবার নির্ধারিত সময়ের আগেও ভ্যাকসিন দেওয়া যাবে না। নির্দিষ্ট দিনের সর্বোচ্চ ৪ দিন আগে ভ্যাকসিন দেওয়া যেতে পারে।

মনে রাখতে হবে, বাংলাদেশে যেসব ভ্যাকসিন দেওয়া হয় সেগুলোর সবগুলোরই একাধিক ডোজ দেওয়া লাগে। এজন্য দ্বিতীয় ডোজ টিকা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

কারণ ১ম ডোজে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যতটা উদ্দীপ্ত হয় সেটা করোনার বিরুদ্ধে পূর্ণ প্রতিরক্ষা তৈরির জন্য যথেষ্ট শক্তিশালী নাও হতে পারে।

তাই মাত্র এক ডোজে করোনার বিরুদ্ধে প্রতিরক্ষা অর্জিত হলেও, সর্বোচ্চ সুরক্ষার জন্য দ্বিতীয় একটি ডোজ দেওয়া জরুরি।

তাই সারকথা হচ্ছে, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিতে দেরি করা যাবে না। নির্ধারিত সময়ে অথবা অনিবার্য কারণে না পারলে যত কাছাকাছি পারা যায় ভ্যাকসিন

দিয়ে দিতে হবে। তারপরেও যদি কারো বেশি দেরি হয়েই যায়, তাহলে দ্বিতীয় ডোজ না দিয়ে থাকা যাবে না। অবশ্যই দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়া উচিত হবে।

তথসুত্র–

Why Two Doses of COVID-19 Vaccine for Pfizer and Moderna? (healthline.com)

COVID-19 Vaccines that Require 2 Shots | CDC

23/06/2022

কিউরেক্স ইউনিট-১ হালিশহরে প্রতি শুক্রবার রোগী দেখছেন ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) এর অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাঃ ইফতেখার আহমেদ।

সিরিয়াল বা তথ্য জানতে যোগাযোগ করতে পারেন 01828880299 নাম্বারে।

23/06/2022

হালিশহরবাসীর জন্য সুখবর!

কিউরেক্স ইউনিট-১ হালিশহরে প্রতি শুক্রবার রোগী দেখছেন হালিশহর এলাকায় একমাত্র মহিলা মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজমুন নাহার। যারা মহিলা বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন পরিবারের মহিলা সদস্যদের জন্য তারা ও নিশ্চিন্তে সেবা নেওয়ার জন্য কিউরেক্স ডায়াগনস্টিক সেন্টার এ চলে আসতে পারেন।

সিরিয়াল বা তথ্য জানতে যোগাযোগ করতে পারেন 01828880299 নাম্বারে।

14/06/2022
03/04/2022

ইফতারে যেমনটা করা উচিত ......

Address

Block # G, Halisahar Housing Estate, Chittagong.
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when Qrex Diagnostic & Consultation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram