Mommy & Baby Care

Mommy & Baby Care গর্ভকালীন সময়ে মায়েদের জন্য আরামদায়ক পন্য।আপনি নিরাপদ থাকুন এবং গর্ভে থাকা সন্তানকে নিরাপদ রাখুন

আপনি কি মা হতে চলেছেন?আপনার প্রিয় মানুষটি মা হতে  চলেছে? 🌍বিশ্বব্যাপী বহু জনপ্রিয় 🌍💕গর্ভকালীন সময় মায়েদের কাত হয়ে ঘুমা...
23/01/2024

আপনি কি মা হতে চলেছেন?আপনার প্রিয় মানুষটি মা হতে চলেছে?
🌍বিশ্বব্যাপী বহু জনপ্রিয় 🌍
💕গর্ভকালীন সময় মায়েদের কাত হয়ে ঘুমাতে অনেক কষ্ট হয় এবং বাচ্চার ক্ষতি হবার আশংকা থাকে।আমরা এই সময় নিজের স্ত্রীর সর্বোচ্চ্ যত্ন নেয়ার চেষ্টা করি। এই বালিশ আরামে নিরাপদ ঘুমে সাহায্য করবে।
💕 একজন গর্ভবতীর জন্য এই কম্বো সেটটি একটি দরকারি এবং আকৰ্ষণীয় উপহার ।
💕আমাদের কাছে ২ টি Pregnancy Pillow Combo Set পাবেন।
✅১। এই কম্বোতে পাবেন-৩ টি বালিশ সহ আরো ৬ টি পণ্য।বালিশ বাদে সকল পণ্য চীন থেকে ইম্পোর্ট করা।
👉পেট সাপোর্ট বালিশ-যা গর্ভবতী মাকে দিবে কষ্টমুক্ত ঘুম ।
👉হাটু সাপোর্ট বালিশ-এই পিলো টি পাশ ফিরে ঘুমানোর সময় দুই হাঁটুর মাঝে দিলে শিশুর ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকবে।
👉মাঝা বা এক্সট্রা সাপোর্ট বালিশ - নিজের মতো করে ব্যবহার করতে পারবেন।
👉 Pregnancy Belt- চলাফেরাই দিবে নিরাপত্তা এবং সিজারের পরেও সিজার বেল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।
👉Eye Mask-যা গর্ভবতী মা কে দিনের বেলায় দিবে রাতের মত ফ্রেশ ঘুম।
👉Ear Plug-বাইরের শব্দ দূষণ থেকে ঘুমাতে সাহায্য করবে।
👉Nursing Bra Pad- বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে জামা শুকনো রাখবে।
👉 Shower Cap
👉একটি Chain System বড় ব্যাগ -এই কম্বো সেটটি একটি আকর্ষণীয় ব্যাগের মাধ্যমে দেয়া হবে ,যা আপনারা পরবর্তীতে এই কম্বো সেট বহন এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন।
✅২ । সবকিছু ১ নম্বর এর প্যাকেজ যা আছে,শুধু মাত্র Pregnancy Belt ছাড়া।
💕পণ্যের দাম জানতে ও অর্ডার করতে ফেসবুকে মেসেজ করুন অথবা কল করুন ।
✅Helpline Number- 01928104082
🚛সারাদেশে হোম ডেলিভারি দেয়া হয়

 ্ব 🟩 গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা থেকে মুক্তির উপায়...🥰😍 গর্ভাবস্থায় মায়েরা অনেক ধরনের সমস্যার মুখোমু...
22/01/2024

্ব
🟩 গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা থেকে মুক্তির উপায়...🥰

😍 গর্ভাবস্থায় মায়েরা অনেক ধরনের সমস্যার মুখোমুখি হন। এমনই একটি হোল লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা। আমরা নিজেদের ইচ্ছানুসারে হাত বা পায়ের মাংসপেশী সংকুচিত বা প্রসারিত করে নড়াচড়া করি। কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধে হঠাৎ কোনো পেশী সংকুচিত হয়ে গেলে পেশীতে খিঁচুনি (spasm) তৈরি হয়। আর এটাকেই গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা বলা হয় ।

লেগ ক্র্যাম্প সাধারণত গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে শুরু হতে পারে। এবং সময় বাড়ার সাথে সাথে যায়ের পেট যত বড় হয় এর তীব্রতা তত বাড়তে পারে। পায়ে খিল ধরা দিনের বেলা হতে পারে তবে রাতে বেশী হয়। এর কারনে গর্ভাবস্থায় মায়েদের ঘুমেরও সমস্যা হতে পারে।😍

🟩গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা কেন হয়?🥰
গর্ভাবস্থায় কেন লেগ ক্র্যাম্প হয় তার কারণ এখনও অজানা। যদি এ উপসর্গ গর্ভাবস্থায় খুবই স্বাভাবিক তবু এর কোন কারন বিশেষজ্ঞরা এখন নির্ণয় করতে পারেননি। তবে গর্ভকালীন কিছু কিছু ব্যাপারকে এর সম্ভাব্য কারণ হিসেবে ধরা হয়-🥰
গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়ার কারণে এবং ওজন বেড়ে যাওয়ার কারনে পায়ের রক্তনালীতে অতিরিক্ত চাপ পড়ে। ফলে রক্তনালী গুলো সঙ্কুচিত হয়ে যায় যার কারনে পা থেকে হৃদপিণ্ডে রক্ত চলাচল স্বাভাবিকের চাইতে আস্তে হয়। এ কারনে পায়ে ক্র্যাম্প হতে পারে। এর ফলে গর্ভাবস্থায় পায়ে পানিও আসে যা ইডেমা নামেও পরিচিত।
গর্ভাবস্থায় মায়েদের অতিরিক্ত ওজন বহন করতে হয় যার বেশীরভাগটাই করতে হয় পা কে। এ কারনে পায়ের পেশী গুলো দুর্বল হয়ে যেতে পারে এবং লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা হতে পারে।🥰

গর্ভাবস্থায় মায়ের শরীরে অতিরিক্ত পুষ্টি দরকার হয়। এ সময় মায়ের শরীরে পটাসিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের অভাব হতে পারে।
পায়ে খিল ধরার কারণ হতে পারে অনেকক্ষণ একজায়গায় বসে থাকা। পায়ের পেশিতে অতিরিক্ত চাপ পড়া। এছারাও পানিশূন্যতাকেও লেগ ক্র্যাম্পের কারণ হিসেবে ধরা হয়ে থাকে।🥰

🟩লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরলে কি করা যেতে পারে?🥰
পায়ে খিল ধরার সাথে সাথে পা সোজা করে পায়ের কাফ মাসল স্ট্রেচ করুন। এরপর পায়ের গোড়ালি বাঁকা করে পায়ের আঙ্গুলগুলো পায়ের উপরের দিকে ওঠানোর চেষ্টা করুন। (তবে মনে রাখতে হবে পায়ের আঙ্গুলগুলো আলাদা ভাবে নাড়াবেন না। এর ফলে পায়ের পেশী কন্ট্রাক্ট করতে পারে এবং অবস্থা আরও খারাপ হতে পারে)।🥰

এভাবে বেশ কয়েকবার স্ট্রেচিং করুন। যদি এভাবে স্ট্রেচিং করতে সমস্যা হয় তবে ওড়না বা টাওয়েল পেঁচিয়ে পায়ের নিচ দিয়ে ঘুড়িয়ে এনে পা কে উপরের দিকে টানুন। এ ধরনের স্ট্রেচিং করতে প্রথমে একটু ব্যাথা করতে পারে। তবে আস্তে আস্তে তা কমে আসবে এবং ক্র্যাম্প থেকে স্বস্তি পাবেন।🥰
স্ট্রেচিং এর পড়ে পায়ের পেশী মাসাজ করুন বা হট ওয়াটার ব্যাগ ব্যাবহার করে পায়ের টিস্যুগুলোকে রিলাক্স করুন। কিছুক্ষন হাঁটাহাঁটি করলেও উপকার হতে পারে। ক্র্যাম্প চলে যাওয়ার পর পেশীতে ব্যাথা হতে পারে এবং নমনীয় হয়ে থাকতে পারে। এ সময় হাল্কা গরম পানিতে গোসল করে নিলে পেশীর নমনীয়তা কমতে পারে।🥰

🟩 গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা প্রতিরোধে কি করা যেতে পারে?🥰
গর্ভাবস্থায় লেগ ক্র্যাম্প বা পায়ে খিল ধরা প্রতিরোধের কোন নিশ্চিত উপায় নেয়। তবে কিছু কিছু নিয়ম মেনে চললে গর্ভাবস্থায় এর ঝুঁকি কম হতে পারে-🥰
বেশীক্ষণ দাঁড়িয়ে থাকলে বা পা নিচের দিকে মাটিতে রেখে বসে থাকলে শরীরের শিরার উপর চাপ পরে যার ফলে ক্র্যাম্প হতে পারে। তাই বেশীক্ষণ দাঁড়িয়ে না থেকে কিছুক্ষন পর পর কিছু সময় বসে থাকুন।
বসার সময় পা কিছুর উপর তুলে রাখতে পারেন বা পায়ের গোড়ালি ঘুড়িয়ে কিছুক্ষন ব্যায়াম করে নিতে পারেন। পায়ের উপর পা তুলে বেশিক্ষন বসে থাকা ও উচিত নয় কারণ এতে রক্ত প্রবাহ বাধাগ্রস্থ হয় । আরামদায়ক জুতা ব্যাবহার করুন। টাইট জুতা বা লম্বা হীলের জুতার কারণে এ সমস্যা আরও বেশী হতে পারে।🥰

পায়ের কাফ মাসল নিয়মিত মাসাজ করুন। শুতে যাওয়ার আগে স্ট্রেচিং করে নিন।নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম করার চেষ্টা করুন। তবে কোন কোন ব্যায়াম গর্ভাবস্থায় আপনার জন্য উপযোগী সে সম্পর্কে বিশেষজ্ঞের সাথে আলাপ করে নিন। নিয়মিত হাঁটাচলা করুন এবং মুভমেন্টে থাকার চেষ্টা করুন।🥰

প্রচুর পরিমানে পানি খান। গর্ভাবস্থায় এটা উপকারী। এতে আপনি যেমন হাইড্রেটেড থাকবেন তেমনি এর ফলে অতিরিক্ত তরল প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেড়িয়ে যাবে। তবে চিনি সমৃদ্ধ পানীয়, যেমন সোডা বা প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো।🥰
গর্ভাবস্থায় স্বাস্থ্যকর এবং সুষম খাবার চেষ্টা করুন। এতে শরীরে প্রয়োজনীয় উপাদানগুলো ঘাটতি থাকবেনা।🥰

🥰গর্ভাবস্থায় বাম পাশ ফিরে শোওয়ার চেষ্টা করুন। এতে আপনার মেরুদণ্ডের উপর চাপ যেমন কমবে তেমনি শরীরের পা থেকে হৃদপিণ্ডের দিকে রক্তপ্রবাহ বাঁধা গ্রস্থ হবেনা। এছাড়াও ঘুমানোর সময় দুপায়ের মাঝখানে বালিশ ব্যাবহার করতে পারেন যাতে উপরের পায়ের ভর বালিশের উপর পড়ে। পেটের নীচে বালিশ ব্যাবহার করতে পারেন বা পিঠের দিকে বালিশ দিয়ে সাপোর্ট দিতে পারেন। ৭১ তবে যেটা আপনার জন্য আরামদায়ক সেটাই করুন।🥰

🥰আপনার শোওয়ার ঘর যাতে ঠাণ্ডা, আরামদায়ক এবং বাতাস চলাচলের ব্যাবস্থা থাকে সেদিকে খেয়াল রাখুন।গর্ভাবস্থায় ঢোলা এবং আরামদায়ক কাপড় পরার চেষ্টা করুন যাতে শরীর কোন চাপ না পরে। এ ছাড়াও সুতির কাপড় পড়লে অতিরিক্ত গরম লাগার হাত থেকে মুক্তি পেতে পারে। অতিরিক্ত গরমের কারনে পায়ের শিরা সামান্য স্ফীত হয়ে যেতে পারে যার ফলে শিরায় অতিরিক্ত রক্ত এসে লেগ ক্র্যাম্প হতে পারে।🥰

🟩 কখন ডাক্তারকে জানাতে হবে?
যদি অনবরত পায়ে ব্যাথা হতে থাকে, পায়ের কাফ মাসল ফুলে যায় বা নমনীয় মনে হয় এবং যদি আক্রান্ত স্থানে গরম অনুভুত হয় এবং লাল রঙ ধারন করে তবে দেরী না করে দ্রুত ডাক্তারকে জানাতে হবে।

🟩 আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। সবায় ভাল থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।

🟩 আগামী পর্বে গর্ভবতী মায়ের অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করবো,ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।


🟩 আমাদের এই সমাধান পেতে কল করুন 01928-104082
🎤পৃথিবীর সকল মা এবং অনাগত সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক।

আপনি কি মা হতে চলছেন? আপনার প্রিয় মানুষটি মা হতে চলছে?Maternity Belt / Pregnancy support belt 🌏বিশ্বব্যাপী বহু জনপ্রিয়...
19/01/2024

আপনি কি মা হতে চলছেন? আপনার প্রিয় মানুষটি মা হতে চলছে?
Maternity Belt / Pregnancy support belt

🌏বিশ্বব্যাপী বহু জনপ্রিয়🌏

🌟ম্যাটারনিটি বেল্ট ব্যবহারের উপকারিতা🌟

👉মাতৃকালীন সময়ে মায়ের কোমর ও তলপেট এবং পায়ের মাংসপেশির ব্যথা দূর করার জন্য কার্যকর।

👉গর্ভে থাকা সন্তানকে সঠিক অবস্থানে থাকতে সাহায্য করে।

👉ক্রমবর্ধমান পেটের জন্য সম্পূর্ণরূপে সামঞ্জস্যযোগ্য।

👉অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে একজন মা খুব সহজেই রক্ষা পেতে পারে।

👉এই বেল্টটি ব্যবহার করে ঘরে এবং ঘরের বাইরের সকল ধরনের কাজকর্ম খুবই স্বাচ্ছন্দের সাথে করা যায়।

👉পিঠ, পা এবং পেটে ব্যথা এবং চাপ উপশম করে।

❤️❤️ আপনি নিরাপদে থাকুন, গর্ভে থাকার অনাগত সন্তানকে নিরাপদে রাখুন। ❤️❤️

🔹আমরা প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কমপ্রোমাইজ করি না।🔹

আরো বিস্তারিত জানতে আপনার মোবাইল নম্বরটি আমাদের সাথে শেয়ার করুন আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে। অথবা যোগাযোগ করুন 01928104082

ডেলিভারি সময়ঃ-
✅ ঢাকা মেট্রোর ভিতরে (সর্বোচ্চ ৪৮ ঘণ্টা): ৭০ টাকা।
✅ ঢাকার বাহিরে (সর্বোচ্চ ৭২ ঘণ্টা): ১৩০ টাকা।

🚛 ঘরে বসেই পছন্দ করুন এবং অর্ডার করুন অনলাইনে । আপনার বাসা / অফিসে হোম ডেলিভারি বা নিকটস্থ কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে প্রোডাক্ট হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করুন।

& Baby care

Address

Chittagong
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mommy & Baby Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram