13/06/2025
“রক্ত দাও, আশা দাও: একসাথে বাঁচাই প্রাণ”
১৪ জুন – বিশ্ব রক্তদাতা দিবস
স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে রক্তদানে অংশ নেওয়া প্রতিটি সাহসী হৃদয়কে জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।
১৪ জুন—একটি দিন, যেদিন গোটা বিশ্ব স্মরণ করে সেইসব মানুষদের, যারা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচান। এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং প্রতিজ্ঞা করার—আরও বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার।
বাংলাদেশে এই চেতনার অগ্রদূত "স্পৃহা"
২০১৪ সাল থেকে বাংলাদেশে, স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি দেশের মানুষের মাঝে রক্তদানের প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতে নির্বিচারে কাজ করে যাচ্ছে "স্পৃহা"
দীর্ঘ এই যাত্রায় স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি পেয়েছে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহায়তা।
আজ, স্পৃহা'র এই পথচলায় যুক্ত হয়েছে অনেক সংগঠন, যারা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে—রক্তের অভাবে যেন আর একটি প্রাণও ঝরে না যায়।
বিশ্ব রক্তদাতা দিবসে, আমরা কৃতজ্ঞতা জানাই সেইসব মানুষদের, যাদের রক্ত অন্য কারও শরীরে জীবন হয়ে প্রবাহিত হয়।
শুভকামনা জানাই সেইসব সংগঠনকে, যারা প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ে অংশ নিচ্ছে।
'Give blood, give hope: together we save lives'.
-WHO