Spriha Blood Donation Society-SBDS

Spriha Blood Donation Society-SBDS Donate Blood Save Life.......

connect our official youtube channel :: www.youtube.com/SprihaBloodDonationSociety

স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুল হোসেন ভাইয়ের জন্মদিনে স্পৃহা পরিবার এর পক্ষ থেকে ...
02/08/2025

স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য জনাব কামরুল হোসেন ভাইয়ের জন্মদিনে স্পৃহা পরিবার এর পক্ষ থেকে জানাই নান্দনিক শুভেচ্ছা এবং অফুরন্ত ভালোবাসা রইলো।

৩১-০৭-২০২৫ ইং"আলহামদুলিল্লাহ"প্রিয় মানুষের ২৭-তমও+পজিটিভ লাল ভালোবাসা উপহার।
02/08/2025

৩১-০৭-২০২৫ ইং
"আলহামদুলিল্লাহ"
প্রিয় মানুষের ২৭-তম
ও+পজিটিভ লাল ভালোবাসা উপহার।

০১-০৮-২০২৫ ইং"আলহামদুলিল্লাহ"প্রিয় ভাইয়েরা এন্তাজুল, সিফাত, বাদশা, জাহাঙ্গীর এর ও+পজিটিভ লাল ভালোবাসা উপহার। ❤️❤️❤️❤️
01/08/2025

০১-০৮-২০২৫ ইং
"আলহামদুলিল্লাহ"
প্রিয় ভাইয়েরা এন্তাজুল, সিফাত, বাদশা, জাহাঙ্গীর এর ও+পজিটিভ লাল ভালোবাসা উপহার। ❤️❤️❤️❤️

21/07/2025

#আমরা_গভীরভাবে_শোকাহত স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি পরিবার।
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।
এই দুঃসময়ে আমরা সকলে একসাথে তাদের জন্য প্রার্থনা করি।

21/07/2025

💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ

রক্তদানে আগ্রহীরা এই হাসপাতাল গুলোতে আসুন, প্রচুর রক্ত প্রয়োজন। দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্থ করবেন না প্লিজ।

"আলহামদুলিল্লাহ"রোমানিয়া প্রবাসী প্রিয় ভাই মোঃ রুবেল এর লাল ভালোবাসা উপহার। ❤️❤️❤️"কবুল হোক ভাইয়ের দান, দ্রুত সুস্থ হয়ে ...
04/07/2025

"আলহামদুলিল্লাহ"
রোমানিয়া প্রবাসী প্রিয় ভাই মোঃ রুবেল এর লাল ভালোবাসা উপহার। ❤️❤️❤️
"কবুল হোক ভাইয়ের দান, দ্রুত সুস্থ হয়ে উঠুক গ্রহীতার প্রাণ"।

দয়া করে সবাই শেয়ার করুন।ছবির ছেলেটি আমাদের সংঘটন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি'র একজন সদস্যর ছোটভাই মোঃ জুনায়েদ হোসেন দারু...
16/06/2025

দয়া করে সবাই শেয়ার করুন।

ছবির ছেলেটি আমাদের সংঘটন স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি'র একজন সদস্যর ছোটভাই মোঃ জুনায়েদ হোসেন
দারুল হিদায়া মাদ্রাসা(পাচঁলাইশ) হতে আরও দুই জনের সাথে সকাল ১০:০০ টায় বের হয়ে যায়।তাদের এখন কোনো খোঁজ পাওয়া যায়নি।দয়া করে কেউ দেখে থাকলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন
01820116342(বাবা)
01819873887(মামা)
01816812837(মামা)
সবাই দয়া করে শেয়ার করে সহযোগিতা করবেন।

“রক্ত দাও, আশা দাও: একসাথে বাঁচাই প্রাণ”১৪ জুন – বিশ্ব রক্তদাতা দিবসস্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে রক্তদানে অংশ ...
13/06/2025

“রক্ত দাও, আশা দাও: একসাথে বাঁচাই প্রাণ”

১৪ জুন – বিশ্ব রক্তদাতা দিবস
স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে রক্তদানে অংশ নেওয়া প্রতিটি সাহসী হৃদয়কে জানাই গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।

১৪ জুন—একটি দিন, যেদিন গোটা বিশ্ব স্মরণ করে সেইসব মানুষদের, যারা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচান। এই দিনটি কেবল উদযাপনের নয়, বরং প্রতিজ্ঞা করার—আরও বেশি মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করার, ভালোবাসা ছড়িয়ে দেওয়ার।

বাংলাদেশে এই চেতনার অগ্রদূত "স্পৃহা"
২০১৪ সাল থেকে বাংলাদেশে, স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি দেশের মানুষের মাঝে রক্তদানের প্রয়োজনীয়তা ছড়িয়ে দিতে নির্বিচারে কাজ করে যাচ্ছে "স্পৃহা"

দীর্ঘ এই যাত্রায় স্পৃহা ব্লাড ডোনেশন সোসাইটি পেয়েছে সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহায়তা।

আজ, স্পৃহা'র এই পথচলায় যুক্ত হয়েছে অনেক সংগঠন, যারা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে—রক্তের অভাবে যেন আর একটি প্রাণও ঝরে না যায়।

বিশ্ব রক্তদাতা দিবসে, আমরা কৃতজ্ঞতা জানাই সেইসব মানুষদের, যাদের রক্ত অন্য কারও শরীরে জীবন হয়ে প্রবাহিত হয়।

শুভকামনা জানাই সেইসব সংগঠনকে, যারা প্রতিদিন মানুষের পাশে দাঁড়ানোর লড়াইয়ে অংশ নিচ্ছে।

'Give blood, give hope: together we save lives'.
-WHO

আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দুর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুত...
06/06/2025

আত্মত্যাগের মহিমায় পরিশুদ্ধ হওয়ার মহোৎসব ঈদুল আযহা বয়ে আনুক অনাবিল শান্তি। দুর হয়ে যাক মানুষে-মানুষে বিভেদ। কিছু মুর্হুতের জন্য হলেও থমকে যাক সকল রাগ-অনুরাগ কুপমন্ডুকতা। নির্বাপিত হোক সকল আধাঁর, আলোয় আলোকময় হোক পৃথিবী। অগনন সুহৃদের প্রতি অবারিত শুভেচ্ছা। সবার উপর শান্তি বর্ষিত হোক, # ঈদ মোবারক।
#শুভেচ্ছান্তে:-
"স্পৃহা"ব্লাড ডোনেশন সোসাইটি।
সৎ ও মানবতার সন্দ্বানে,আলোকিত স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত, একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

05/06/2025

প্রবাসে থাকা সকল রক্তদাতা ভাই-বোন, কলাকৌশলী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।

Address

Block-A, Halishahar
Chattogram
4219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Spriha Blood Donation Society-SBDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Spriha Blood Donation Society-SBDS:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category