18/08/2025
কম বয়সে হাটু ব্যথা ও ক্ষয় রোগের ৮০% রোগী প্যাটেলো-ফিমোরাল পেইন সিন্ড্রোমে ভোগেন।
আপনার বয়স ২৫-৪০ বছর, আপনার হাটু ব্যথা করে, সিড়ি বাইতে গেলে, ৩০ মিনিটের বেশি হাটলে বা নামাজের সিজদাহ থেকে বসে উঠে দাড়াতে কস্ট হয়, হাটু কটমট করে। লো-কমোডে বসলে কস্ট হয়। আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার এক্স-রে করে অল্প স্বল্প ক্ষয় পেলেন বা পেলেন না। ডাক্তার বললো, আপনি কি আঘাত পেয়েছেন? আপনি হ্যা বললে বলবে, আঘাতের পর হাড় ক্ষয়ে গেছে, বা অপারেশনের পর হাড় দ্রুত ক্ষয় হয়, অথবা লিগামেন্ট ছিড়ে গেলে জয়েন্ট স্পেস কমে ক্ষয় হয়। আর যদি আঘাতের হিস্ট্রি না থাকে, বলবে ক্যালসিয়াম কমে গেছে বা ভিটামিন ডি এর অভাবে হাড় দ্রুত ক্ষয় হচ্ছে। সব হাইপোথিসিস, বা অনুমান। আপনার যদি শুরুর দিকের উপসর্গ থাকে তবে আপনার প্যাটেলো-ফিমোরাল পেইন সিন্ড্রোম হবার সম্ভাবনা শতকরা ৮০ ভাগ।
https://doi.org/10.1016/j.jbmt.2003.12.001
এ রোগ নির্নয় করতে বেশির ভাগ সময় ফিজিক্যাল এক্সামিজনেশন ও ফিজিক্যালি কিছু স্পেশাল টেস্ট করতে হয়, যার সেন্সিটিভিটি ৪০-৫০%, রিলায়েবিলিটি আরো কম।
Patellofemoral Pain: Guidelines from the American Physical Therapy Association | AAFP https://share.google/pBlO35xM7mbJQUXfR
এ ক্ষেত্রে মাস্কুলোস্কেলিটাল আল্ট্রাসনোগ্রাফি খুব চমৎকার কাজ করে। আমরা স্পেসিফিক করে বুঝতে পারি যে শুরুতে কোন কোন সফট টিস্যু ইঞ্জুরি আছে, বা ডিসফাংশন আছে। শুধু তাই নয় প্যাটেলো-ফিমোরাল জাংশনের ক্ষয় আমরা আগেই নির্ধারণ করতে পারি।
https://doi.org/10.1179/1753614615Z.00000000099
ডা: কে এম আমরান পিটি
যেকোন প্রকার বাত ব্যথা; ঘাড়, কোমর,হাটুর ব্যথা,প্যারালাইসিস; স্ট্রোক,টি.বি., সেরেব্রাল পলসি, নিউরোপ্যাথি,মায়োপ্যাথি, ডায়াস্ট্যাসিস রেকটাই ( গর্ভদান পরবর্তী মায়ের মুটিয়ে যাওয়া), টি.এম.যে. ডিস্ফাংশন এবং হাড় ভাঙ্গা পরবর্তী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করতে
যোগাযোগ করুন:
উপশম ফিজিও সেন্টার
১৫৫৮,সেঞ্চুরি টাওয়ার, হাজীপাড়া,
আগ্রাবাদ অ্যাক্সেস রোড, চট্টগ্রাম
মোবাইলঃ ০১৩০৭-৭৬২১৪৩, ০২৩৩৩৩২০৬৮৬