Best Healthy Protein Powder

Best Healthy Protein Powder আল্লাহর দেওয়া প্রতিটি ভাল বা খারাপ সময়কে তার নেয়ামত হিসেবে দেখুন। ইনশাআল্লাহ পথ অনেক সহজ হয়ে যাবে

01/12/2023

❤️বাদাম মিক্স প্রোটিন পাউডার- (গর্ভবতী মা) দের জন্য।

❤️আসসালামু আলাইকুম
কী অবস্থা সবার?
❤️মা কথাটি ছোট্ট হলেও এর মূল্য অনেক।
🌿একজন নারীর জীবনে সব থেকে মূল্যবান পরিচয় হল তিনি একজন মা।
🌿দীর্ঘ দশ মাস সন্তানকে নিজ গর্ভে ধারণ করার পর মাতৃত্বের স্বাদ পায়।

🌿একজন মায়ের কাছে গর্ভকালীন সময়টি হল সব থেকে বেশি ঝুকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সময়।

🌿একজন গর্ভবতী মায়ের গর্ভাবস্থায় বিভিন্ন রকম শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়।
🌿শুধু তাই নয় বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয় নানা প্রকার সমস্যা। যেমন:-
★✅বমি বমি ভাব
★✅খাবারে অরুচি
★✅রক্তশূন্যতা
★✅পুষ্টিহীনতা
★✅শরীর দূর্বল
ইত্যাদি।

🌿একজন গর্ভবতী মায়ের এসকল সমস্যার সমাধানে রয়েছে "বাদাম মিক্স প্রোটিন পাউডার"

❤️"বাদাম মিক্স প্রোটিন পাউডার" হতে পারে একজন গর্ভবতী মায়ের জন্য best choice

💚এটি প্রস্তুত করা হয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদাম, আখরোট, সাদা তিল, চিয়া সিড, সয়া বীজ, কুমড়ো বীজ, সূর্যমুখী বীজ, জাফরান, দুলাল ভরের তাল মিছরি ইত্যাদি খাদ্য প্রনালী দ্বারা।

❤️যার মাঝে রয়েছে আয়রন, ফলিক এসিড, হাই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন-ই, অ্যান্টি অক্সিডেন্ট, পটাশিয়াম, ওমেগা থ্রি ফ্যাটি এসিডসহ আরও খাদ্য উপাদান।

💚"বাদাম মিক্স প্রোটিন পাউডার" সেবনের ফলে-
★✅খাবারে অরুচি
★✅বমি বমি ভাব
★✅রক্ত শূন্যতা
★✅পুষ্টিহীনতা
★✅শরীর দূর্বলসহ
🌿❤️বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং শরীর ভালো রাখবে।

❤️🌿হয়ত অনেকের মনে প্রশ্ন জাগতে পারে প্রোটিন পাউডার মানেই কেমিক্যাল এর ব্যবহার।

💚কিন্তু Best quality BD সবমসময় এসব কেমিক্যাল এর বিরুদ্ধে কাজ করে থাকে। Best quality BD সবসময় চেষ্টা করে গ্রাহকদের কাছে খাটি পন্য পৌঁছে দেওয়ার জন্য।

❤️তাই কোনো প্রকার কেমিক্যাল এর ব্যবহার ছাড়া সম্পুর্ন খাটিভাবে প্রস্তুত এই "বাদাম মিক্স প্রোটিন পাউডার"- এর মাঝে থাকছে না কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া।

💚এছাড়া এটি খুব সহজে সেবন করা সম্ভব। যেমন:-
★✅দুধ
★✅পানি
★✅জুস
★✅পায়েস

🌿❤️ইত্যাদি খাবারের সাথে প্রতিদিন সকালে এবং রাত্রে ২/৩ চামচ মিশিয়ে খেতে হবে।

🌿শুধু তাই নয় এই " বাদাম মিক্স প্রোটিন পাউডার"-টিকে ফ্রিজে ২/৩ মাস সংরক্ষণ করে রাখা সম্ভব।

❤️তাহলে আর দেরী কেন?

🌿একজন গর্ভবতী মায়ের সুস্থতা কামনায় আজই অর্ডার করুন "বাদাম মিক্স প্রোটিন পাউডার"।

🌿অর্ডারের জন্য অথবা বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন অথবা 01616746922 (ফোন নাম্বার) যোগাযোগ করুন।

❤️একজন মা সুস্থ থাকলে সুস্থ থাকবে তার সন্তান।

❤️ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা।

☎️01616746922📞

FB page link : https://www.facebook.com/bestqualitybd.official?mibextid=ZbWKwL

🔴*সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রী( সাথে ইউনিক গিফট* )*
Landing Page link : https://bestmonoara.xyz

🟢**CASH ON DELIVERY**

23/10/2023

❤️সুপারফুড চিয়া সীডের ১৩ টি উপকারিতা:

১। চিয়া বীজ ওজন কমাতে সহায়তা করে।

২। চিয়া সীড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে।

৩।এটা শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে।

৪। চিয়া সিড ব্লাড সুগার (রক্তের চিনি) স্বাভাবিক রাখে, ফলে ডায়াবেটিস ঝুঁকি কমায়।

৫। চিয়া বীজ হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারি।

৬। চিয়া সিড মলাশয় (colon) পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।

৭। চিয়া সিড শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করে দেয়।

৮। চিয়া সীড প্রদাহজনিত সমস্যা দূর করে।।

৯। চিয়া সীড ভাল ঘুম হতে সাহায্য করে।

১০। চিয়া বীজ ক্যান্সার রোধ করে।

১১। চিয়া সিড হজমে সহায়তা করে।

১২। চিয়া বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে।

১৩। চিয়া সিড ত্বক, চুল ও নখ সুন্দর রাখে।

21/10/2023

🌿“রাগ মানুষের ঈমানকে নষ্ট করে, হিংসা মানুষের নেক আমল কে ধ্বংস করে, আর মিথ্যা মানুষের হায়াত কমিয়ে দেয় ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

🌿“পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হলো অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী (রাঃ)

21/10/2023

❤️আস্তে- আস্তে হারিয়ে যাচ্ছে প্রিয় মানুষগুলো। – হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা কর দেন।

💚চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ। ঠিক তেমনি। নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ।

🧡চোখের পানি তাহাজ্জুত নামাজের মুনাজাতে ফেলো। -দেখবে পুরো জীবনটাই বদলে যাবে ইনশাল্লাহ।

20/10/2023

🟢 বাদাম মিক্স প্রোটিন পাউডার কেন খাবেন?
🟢 এই পুষ্টি সমৃদ্ধ মিশ্রণ পাউডার টি তৈরি করতে এ-গ্রেড প্রিমিয়াম কোয়ালিটির বড় দানাদার দেশি বিদেশি অনেক
আইটেম দিয়ে বাদাম,কাজুবাদাম,কাঠবাদাম,পেস্তাবাদাম,
চিনাবাদাম, আখরোট,কুমড়ো বীজ,সূর্যমুখী বীজ,খুরমা,
সাদা তিল,ওটস,চিয়া বিজ,সয়াবিন বিজ, কাবলি বুট, তীনফল,গুড়োদুধ,এলাচ,জাফরান এবং সাথে দুলাল ভরের তালমিশ্রি ব্যবহার করা হয়েছে। দেশি বিদেশি আইটেম দিয়ে তৈরি পুষ্টিকর সুপার ফুড একসাথে দিয়ে পাউডারটি সম্পূর্ণ অর্গানিক ভাবে তৈরি। এতে কোন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় না। যেকোন সময় যে কোন বয়সেই এটি খুবই উপকারী। যা প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ হবে।

🟢 প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দরকার : আয়রন, ফলিক অ্যাসিড, হাই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও কত কী যে আছে, যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখে।

🟢আপনি অন্য জায়গায় থেকে কম দামে এই বাদাম মিক্স প্রোটিন পাউডার কিনে প্রতারিত হচ্ছেন না তো?
🟢 কারা প্রতারিত হয় ? কখন প্রতারিত হয়?

🟢 অনলাইনে কেনাকাটা করে প্রতারিত তখনি হবেন,যখন ৩০০০ টাকার পণ্য ডিস্কাউন্টে ১০০০ টাকায় কিনার লোভ করবেন।

20/10/2023

💚আপনি কি গর্ভবতী মা ও আপনার সন্তানের পুষ্টি সমৃদ্ধ খাবার নিয়ে চিন্তিত?
তাহলে এই বাদাম মিক্স প্রোটিন পাউডার টি আপনার জন্য।কারণ বাড়ন্ত শিশুর দ্রুত শারীরিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানসিক বৃদ্ধিও ঘটে।তার উপর এই বয়সে শিশুদের ছুটোছুটি আর দৌড়ঝাঁপ করে প্রচুর শক্তিও খরচ করে। তাই উড়ন্ত বয়সে
শিশুর জন্য চাই পুষ্টিগুনে ভরপুর একটি প্রোটিন খাবার ।এই সময় বাচ্চারা খেতে চায় না তাই তাদের বাড়তি যত্নের ❤️প্রয়োজন হয়। অনেক সময় প্রোটিনে এর ঘাটতি দেখা দেয়।বয়সের তুলনায় বেড়ে উঠার ক্ষমতা কম থাকে।
মিক্স বাদাম প্রোটিন পাউডার বাচ্চাদের ব্রেইনের কর্মক্ষমতা বৃদ্ধি ,মেধা বিকাশ ও হাড় গঠনে সহায়তা করে এবং দৃষ্টি শক্তি বৃদ্ধি করে।
এছাড়া যে কোন বয়সের ব্যক্তির স্মৃতি শক্তি বৃদ্ধিতে দারুণ কাজ করে এবং শরীরের ব্যাথা কমিয়ে রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। এই মিক্স প্রোটিন পাউডার সবার জন্য।


🟢 তাই প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা দরকার : আয়রন, ফলিক অ্যাসিড, হাই প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও কত কী যে আছে, যা নানাভাবে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখে। আর এই বাদাম মিক্স প্রোটিন পাউডারে রয়েছে সব রকমের প্রোটিন উপাদান যা যে কোন বয়সে খাওয়ার উপযোগী।

🟢 বাদাম মিক্স প্রোটিন বাদাম
কেন খাবেন?
✅ মস্তিষ্কের কর্মক্ষমতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
✅ক্যান্সার নামক মরণব্যাধি প্রতিরোধ করে।
✅ দৃষ্টিশক্তি উন্নত করতে খুবই কার্যকরী।
✅ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
✅শিশু ভুলে যাওয়া রোগ প্রতিরোধ সহায়তা করে।
✅ গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী।
✅ পেটের গ্যাস দূর করে। মাথা ঘোরা, স্নায়বিক দুর্বলতা কমায়।
✅গর্ভবতী মায়ের বাচ্চার জন্মের পরে মায়ের ওজন কমাতে সাহায্য করে।
✅ মা ও শিশুর দৃষ্টিশক্তি উন্নত করে, সুস্বাস্থ্য গঠনে সাহায্য করে।
✅মাতৃগর্ভে সন্তানের ও মায়ের মাংসপেশী, হাড় ও দাঁত গঠনে সহায়তা করে।
🟢মিক্স বাদাম প্রোটিন পাউডার কেন বারবার খেতে মন চায়?
খুবই সুস্বাদু হওয়ায় মন ও শরীরে প্রফুল্ল আনে। বারবার খাওয়ার ইচ্ছে হয়। হোমমেড প্রক্রিয়ায় স্বাস্থ্যসম্মত উপায়ে প্রস্তুতকৃত জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি তাৎক্ষণিক শারীরিক ক্লান্তিভাব দূর করবে এবং কাজে নতুন উদ্দীপনা যোগাতে সাহায্য করবে। পরিবারের সকলের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে আজই অর্ডার করুন।
🟢
আমাদের মিক্স বাদাম প্রোটিন পাউডার টি অন্যদের চেয়ে ব্যাতিক্রম করার চেষ্টা করেছি, যেহেতু আমাদের পণ্যের গুনগত মান এবং হোমমেড খাঁটি অর্গানিক বিষয়টা প্রাধান্য বেশি দিয়ে থাকি।
কাজেই আমাদের থেকে এই বাদাম মিক্স প্রোটিন পাউডারটি কিনলে কোয়ালিটির দিক থেকে আপনি পাবেন বেষ্ট কোয়ালিটির নিশ্চয়তা।

👉অর্ডার বাটনে ক্লিক করে : আপনার নাম, মোবাইল নাম্বার ও পণ্যের নাম ও পরিমান লিখে কমেন্ট, ম্যাসেজ অথবা কল করুন।

19/10/2023

❤️💚 Successful তো সেই দিন হবো। – যেদিন পুলসিরাত পাড় করে জান্নাতে যাবো। প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ্।

19/10/2023

🌿🌿চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ। ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজা বন্ধ। কাউকে বারবার ডাকলে সে রাগ হয়। -কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।

Address

House No : E/H-4, East Ferozshah, Akhbarshah, Chattogram
Chittagong
4207

Alerts

Be the first to know and let us send you an email when Best Healthy Protein Powder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram