Prof Dr Mafruha Khanam Porag - Surgiscope Fertility Centre

Prof Dr Mafruha Khanam Porag - Surgiscope Fertility Centre Bangladesh’s leading fertility expert.Nurturing your dream of a happy family with care. For serial : 01781-334400, 01781-334422

24/09/2025

🌸 প্রবাসী দম্পতিদের জন্য বিশেষ পরামর্শ 🌸

প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস, এমএস (অবস ও গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ,
ডিপ্লোমা এন্ড এমএসসি (সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন), UK
Fellow of American College of Surgeons (FACS)

বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী প্রবাসে বসবাস করেন। অনেকেই অল্প কিছুদিনের জন্য দেশে আসেন এবং আবার কর্মস্থলে ফিরে যান। এর ফলে স্বামী-স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য জীবন ব্যাহত হয়, আর অনেকেই অজান্তে বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন।

তবে সুখবর হলো—কিছু রোগ ও সমস্যার আগাম চিকিৎসা ও সঠিক পরিকল্পনা নিলে গর্ভধারণের সম্ভাবনা বহুলাংশে বাড়ানো সম্ভব।

✨ নারীদের জন্য সচরাচর সমস্যাগুলো:
1️⃣ মাসিক অনিয়মিত → সাধারণত হরমোন সমস্যা (থাইরয়েড), PCOS-এর কারণে হতে পারে। আগে থেকে চিকিৎসা নিলে মাসিক স্বাভাবিক হয়।
2️⃣ PCOS (Polycystic Ovarian Syndrome) →অনিয়মিত মাসিক, ডিম্বস্ফোটন ব্যাহত হয়, গর্ভধারণে বাধা দেয়। ওজন কমানো, ডায়েট, লাইফস্টাইল মোডিফিকেশন, ওভুলেশনের জন্য ওষুধ ও হরমোন চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব।
3️⃣ ফিলোপিয়ান টিউব ব্লক → শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বাধাগ্রস্ত হয়। আগে HSG পরীক্ষা করলে দ্রুত সমাধান পাওয়া যায়। প্রয়োজনে IVF-এর সাহায্য নেওয়া যায়।
4️⃣ এন্ডোমেট্রিওসিস (Endometriosis) → জরায়ুর আস্তরণ অস্বাভাবিক স্থানে চলে গেলে মাসিকের সময় তীব্র ব্যথা ও বন্ধ্যাত্ব হতে পারে। এন্ডোমেট্রিওসিস ওষুধ ও ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ব্যবস্থা নেয়া যায়।
5️⃣ ফাইব্রয়েড (Fibroid) → জরায়ুর ভেতরে টিউমার থাকলে ভ্রূণের স্থাপন ব্যাহত হয়। আকার ও অবস্থার উপর নির্ভর করে ওষুধ বা অস্ত্রোপচার দরকার হয়।

প্রবাসী স্বামীরা সাধারণত অল্প সময়ের জন্য দেশে আসেন। তাই ৩–৪ মাস আগে থেকেই চিকিৎসা শুরু করলে চিকিৎসকরা আপনাদের জন্য কার্যকর পরিকল্পনা করতে পারেন। এতে মূল্যবান সময় বাঁচে এবং গর্ভধারণের সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়।

✨ পুরুষদের জন্য শুধু একটি সহজ পরীক্ষা—সিমেন অ্যানালাইসিস—করলেই শুক্রাণুর গুণগত মান বোঝা যায়। কোনো সমস্যা থাকলে সময়মতো চিকিৎসা নিলে IVF বা ICSI সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান সম্ভব।

📞 যোগাযোগ করুন: +8801781334400 (IMO)
+8801847204372 (WhatsApp)

🌐 ভিজিট করুন: https://www.facebook.com/share/17MA6Lp4uZ/?mibextid=wwXIfr

📧 Email: mafruhakhanamporag@gmail.com

🌸 আপনার পরিবারকে সম্পূর্ণ করতে আমরা পাশে আছি 🌸

17/09/2025

✨ আজকের বিশেষ আয়োজন ✨

“প্রফেসর ডা. মাফরুহা খানম পরাগ-এর ইনফার্টিলিটি রিসার্চ সেন্টার”-এ আজ অনুষ্ঠিত হয়েছে পিসিওএস সচেতনতা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার।

এই আয়োজনে দেশের নামকরা ও খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত ছিলেন এবং পিসিওএস সম্পর্কিত সাম্প্রতিক গবেষণা, চিকিৎসা পদ্ধতি ও নারীদের স্বাস্থ্যসচেতনতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

👉 সেমিনারে বিশেষজ্ঞরা পিসিওএস সমস্যার কারণ, প্রতিরোধ এবং চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
👉 উপস্থিত তরুণ চিকিৎসক, শিক্ষার্থী এবং অংশগ্রহণকারীরা আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে মূল্যবান জ্ঞান অর্জনের সুযোগ পান।

🔹 নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সঠিক চিকিৎসা প্রদানে এ ধরনের বৈজ্ঞানিক সেমিনার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

15/09/2025

দীর্ঘ ১২ বছরেরও অধিক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ফার্টিলিটি ও IVF বিশেষজ্ঞ-

প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস, এমএস (অবস ও গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ,
ডিপ্লোমা এন্ড এমএসসি (সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন), UK
Fellow of American College of Surgeons (FACS)

চেম্বার ০১:
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।
সিরিয়ালের জন্য : ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
শুক্রবার বন্ধ

চেম্বার ০২:
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিঃ (ইউনিট-২), রুম ৪২১ (৪র্থ তলা)
কাতালগন্ঞ্জ, চট্টগ্রাম-৪২০৩।
সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
সময়: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
শুক্রবার বন্ধ

13/09/2025

দীর্ঘ ১ যুগেরও অধিক বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ-

প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস, এমএস (অবস ও গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ,
ডিপ্লোমা এন্ড এমএসসি (সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন), UK
Fellow of American College of Surgeons (FACS)

চেম্বার ০১:
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।
সিরিয়ালের জন্য : ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
শুক্রবার বন্ধ

চেম্বার ০২:
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিঃ (ইউনিট-২), রুম ৪২১ (৪র্থ তলা)
কাতালগন্ঞ্জ, চট্টগ্রাম-৪২০৩।
সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
সময়: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
শুক্রবার বন্ধ

07/09/2025

🌸✨ চট্টগ্রামে নতুন আশার আলো — প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ এর - ফার্টিলিটি রিসার্চ সেন্টার উদ্বোধন ✨🌸

স্বপ্ন পূরণের পথ কখনো সহজ হয় না। অনেক দম্পতির জীবনেই সন্তানহীনতার বেদনা এক অদৃশ্য ক্ষত হয়ে থাকে। সেই অশ্রু, অপেক্ষা আর দীর্ঘশ্বাসকে আশায় রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ২৮শে আগস্ট, ২০২৫ চট্টগ্রামে সূচনা হলো প্রফেসর মাফরুহা খানম পরাগ- এর ফার্টিলিটি রিসার্চ সেন্টার।

এটি শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয় — এটি এমন এক নিরাপদ আশ্রয়, যেখানে স্বপ্নগুলো লালন করা হয়, যেখানে প্রতিটি দম্পতির হাত ধরা হয় ভালোবাসা ও আস্থার বন্ধনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুসহ তাদের পিতা-মাতা, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, কর্পোরেট ব্যাংক কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাধারণ রোগী ও তাদের পরিবারবর্গ। বিশেষ আকর্ষণ ছিল ১১ দিন থেকে ১১ বছর বয়সী শিশুদের উপস্থিতি, যারা অনুষ্ঠানে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দিল। অতিথি বৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এরপর প্রফেসর ডা. মাফরুহা খানম পরাগ শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন, যা পুরো পরিবেশকে আনন্দ, ভালোবাসা আর আশায় ভরিয়ে তোলে।

প্রফেসর ডা. মাফরুহা খানম পরাগ ২০০৮ সাল থেকে নিঃসন্তান দম্পতিদের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর অভিজ্ঞতা, নিবেদন এবং মানবিক দৃষ্টিভঙ্গি আজ এই কেন্দ্রকে করে তুলেছে এক নতুন সম্ভাবনার দ্বার।

🔬 এখানে থাকছে —

দক্ষ চিকিৎসক, অ্যান্ড্রোলজিস্ট ও টেকনিক্যাল টিম

আধুনিক চিকিৎসা প্রযুক্তি, গবেষণার এবং (ART) প্রশিক্ষণের সুযোগ

সর্বোপরি আন্তরিক যত্ন ও মানবিক চিকিৎসা

💠 আমরা বিশ্বাস করি —
“একটি শিশুই পারে একটি পরিবারকে পূর্ণতা দিতে।”
প্রতিটি হাসি আমাদের কাছে একেকটি বিজয়, প্রতিটি নবজাতক একেকটি নতুন সূর্যোদয়।

👉 আমরা চাই এই পথচলায় আপনিও আমাদের সঙ্গে থাকুন।

☎️ যোগাযোগ:
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।
📞সিরিয়ালের জন্য : ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
🕓 সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
❌ শুক্রবার বন্ধ

04/09/2025

✨ বন্ধ্যাত্ব চিকিৎসার নতুন অধ্যায়ের সূচনা ✨

হাজারো দম্পতির স্বপ্ন এখন বাস্তবায়নের পথে।
চট্টগ্রামে উদ্বোধন হয়ে গেল আন্তর্জাতিক মানের ফার্টিলিটি রিসার্চ সেন্টার,
যেখানে আছে—
• বিশ্বমানের বন্ধ্যাত্ব চিকিৎসা
• অভিজ্ঞ ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক দল
• সর্বাধুনিক প্রযুক্তি ও গবেষণাভিত্তিক সেবা
• তুলনামূলক কম খরচ
• সর্বোচ্চ সফলতার হার (Best Success Rate)

আমাদের একমাত্র লক্ষ্য—
অপেক্ষার প্রহর শেষ করে হাজারো বাবা-মায়ের মুখে হাসি ফুটানো।

আমাদের ঠিকানা:
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।
সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
শুক্রবার বন্ধ

৬ বছরের অপেক্ষা…PCOS-এ ভুগছিলেন এক মা। অবশেষে মাত্র একবারের IUI এর মাধ্যমে, অধ্যাপক ডাঃ মাফরুহা খানম পরাগের নিবিড় তত্ত্ব...
03/09/2025

৬ বছরের অপেক্ষা…
PCOS-এ ভুগছিলেন এক মা। অবশেষে মাত্র একবারের IUI এর মাধ্যমে, অধ্যাপক ডাঃ মাফরুহা খানম পরাগের নিবিড় তত্ত্বাবধানে, তিনি পেলেন জীবনের সবচেয়ে বড় উপহার – মাতৃত্বের স্বাদ।

এটি কেবল একটি চিকিৎসার সাফল্য নয়; এটি এক মায়ের বিশ্বাস, পরিবারের শক্তি আর আমাদের অভিজ্ঞতার মিলিত প্রতিচ্ছবি।

আমাদের প্রতিটি IUI ও IVF সফলতার পেছনে রয়েছে—
• অভিজ্ঞতা
• নিষ্ঠা
• সর্বোচ্চ পেশাদারিত্ব

আমাদের ঠিকানা :
চেম্বার -০১
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।

সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
শুক্রবার বন্ধ

চেম্বার - ০২
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিঃ (ইউনিট-২), রুম ৪২১ (৪র্থ তলা)
কাতালগন্ঞ্জ, চট্টগ্রাম-৪২০৩।

সময়: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
শুক্রবার বন্ধ

প্রফেসর ডাঃ মাহরুফা খানম পরাগ ম্যামের আরও একটি সফলতার গল্পস্ত্রীর পিসিওস এবং স্বামীর কম শুক্রাণু ও গতিশীলতা নিয়ে রোগী এ...
01/09/2025

প্রফেসর ডাঃ মাহরুফা খানম পরাগ ম্যামের আরও একটি সফলতার গল্প

স্ত্রীর পিসিওস এবং স্বামীর কম শুক্রাণু ও গতিশীলতা নিয়ে রোগী এসেছিল। রোগী অন্য সেন্টারে তিন বার আইইউআই করেও সফল হতে পারে নি। কিন্তু আল্লাহর অশেষ রহমত, দৃঢ় বিশ্বাস আর সঠিক চিকিৎসায় ১৭ বছর পর IVF এর মাধ্যমে সন্তান লাভ।
স্বপ্ন হারায় না তাদের, যারা আশা হারায় না। সঠিক সময়ে সঠিক চিকিৎসাই এনে দিতে পারে আপনার কোলে হাসি-খুশি সন্তান।

আমাদের ঠিকানাঃ

📍 চেম্বার ০১:
ফার্টিলিটি রিসার্চ সেন্টার
“হাবিব’স”, লেভেল-৫, ১৫৭৪/এ, বায়েজিদ বোস্তামি সড়ক
(শামিয়ানা রেস্টুরেন্ট ও বেলাপিজারিয়ার উপরে, ৫ম তলা)
বাদশামিয়া পেট্রোল পাম্পের বিপরীতে, ১৬ তলা বিল্ডিং, চট্টগ্রাম।
📞সিরিয়ালের জন্য : ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
🕓 সময়: বিকাল ৪টা – সন্ধ্যা ৭টা
❌ শুক্রবার বন্ধ

📍 চেম্বার ০২:
সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিঃ (ইউনিট-২), রুম ৪২১ (৪র্থ তলা)
কাতালগন্ঞ্জ, চট্টগ্রাম-৪২০৩।
📞 সিরিয়ালের জন্য: ০১৭৮১-৩৩৪৪০০, ০১৭৮১-৩৩৪৪২২
🕖 সময়: সন্ধ্যা ৭টা – রাত ৯টা
❌ শুক্রবার বন্ধ

আইভিএফ চিকিৎসায় সফলতা। দীর্ঘ ১১ বছর পর একটি ফুটফুটে সন্তানের জন্ম হল।   অসীম কৃতজ্ঞতা আল্লাহর প্রতি। প্রফেসর ডাঃ মাফরুহা...
26/08/2025

আইভিএফ চিকিৎসায় সফলতা।
দীর্ঘ ১১ বছর পর একটি ফুটফুটে সন্তানের জন্ম হল।
অসীম কৃতজ্ঞতা আল্লাহর প্রতি।

প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস, এমএস (অবস ও গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ,
ডিপ্লোমা এন্ড এমএসসি (সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন), UK
Fellow of American College of Surgeons (FACS)

চেম্বার ০১ : ফার্টিলিটি রিসার্চ সেন্টার

চেম্বার ০২ : সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার, সার্জিস্কোপ হসপিটাল লিমিটেড, চট্টগ্রাম, বাংলাদেশ

সিরিয়ালের জন্য যোগাযোগ করুন : 01781334400, 01781334422

06/06/2025
04/06/2025

১২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাফরুহা খানম পরাগ / সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার / Whatsap/ IMO 01781-334400

01/06/2025

১২ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মাফরুহা খানম পরাগ / সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টার / Whatsap/ IMO 01781-334400

Address

Surgiscope Fertility Centre (3rd Floor), Room No 421, Surgiscope Hospital Ltd. (Unit-2), 445/466, Katalgonj
Chittagong

Opening Hours

Monday 17:00 - 21:00
Tuesday 17:00 - 21:00
Wednesday 17:00 - 21:00
Thursday 17:00 - 21:00
Saturday 17:00 - 21:00
Sunday 17:00 - 21:00

Telephone

8801781334400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof Dr Mafruha Khanam Porag - Surgiscope Fertility Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Prof Dr Mafruha Khanam Porag - Surgiscope Fertility Centre:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram