24/09/2025
🌸 প্রবাসী দম্পতিদের জন্য বিশেষ পরামর্শ 🌸
প্রফেসর ডাঃ মাফরুহা খানম পরাগ
এমবিবিএস (ঢাকা), এমসিপিএস, এমএস (অবস ও গাইনী)
ফার্টিলিটি ও আইভিএফ বিশেষজ্ঞ,
ডিপ্লোমা এন্ড এমএসসি (সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ মেডিসিন), UK
Fellow of American College of Surgeons (FACS)
বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠী প্রবাসে বসবাস করেন। অনেকেই অল্প কিছুদিনের জন্য দেশে আসেন এবং আবার কর্মস্থলে ফিরে যান। এর ফলে স্বামী-স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য জীবন ব্যাহত হয়, আর অনেকেই অজান্তে বন্ধ্যাত্ব সমস্যায় ভোগেন।
তবে সুখবর হলো—কিছু রোগ ও সমস্যার আগাম চিকিৎসা ও সঠিক পরিকল্পনা নিলে গর্ভধারণের সম্ভাবনা বহুলাংশে বাড়ানো সম্ভব।
✨ নারীদের জন্য সচরাচর সমস্যাগুলো:
1️⃣ মাসিক অনিয়মিত → সাধারণত হরমোন সমস্যা (থাইরয়েড), PCOS-এর কারণে হতে পারে। আগে থেকে চিকিৎসা নিলে মাসিক স্বাভাবিক হয়।
2️⃣ PCOS (Polycystic Ovarian Syndrome) →অনিয়মিত মাসিক, ডিম্বস্ফোটন ব্যাহত হয়, গর্ভধারণে বাধা দেয়। ওজন কমানো, ডায়েট, লাইফস্টাইল মোডিফিকেশন, ওভুলেশনের জন্য ওষুধ ও হরমোন চিকিৎসায় নিয়ন্ত্রণ সম্ভব।
3️⃣ ফিলোপিয়ান টিউব ব্লক → শুক্রাণু ও ডিম্বাণুর মিলন বাধাগ্রস্ত হয়। আগে HSG পরীক্ষা করলে দ্রুত সমাধান পাওয়া যায়। প্রয়োজনে IVF-এর সাহায্য নেওয়া যায়।
4️⃣ এন্ডোমেট্রিওসিস (Endometriosis) → জরায়ুর আস্তরণ অস্বাভাবিক স্থানে চলে গেলে মাসিকের সময় তীব্র ব্যথা ও বন্ধ্যাত্ব হতে পারে। এন্ডোমেট্রিওসিস ওষুধ ও ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে ব্যবস্থা নেয়া যায়।
5️⃣ ফাইব্রয়েড (Fibroid) → জরায়ুর ভেতরে টিউমার থাকলে ভ্রূণের স্থাপন ব্যাহত হয়। আকার ও অবস্থার উপর নির্ভর করে ওষুধ বা অস্ত্রোপচার দরকার হয়।
প্রবাসী স্বামীরা সাধারণত অল্প সময়ের জন্য দেশে আসেন। তাই ৩–৪ মাস আগে থেকেই চিকিৎসা শুরু করলে চিকিৎসকরা আপনাদের জন্য কার্যকর পরিকল্পনা করতে পারেন। এতে মূল্যবান সময় বাঁচে এবং গর্ভধারণের সম্ভাবনা বহুলাংশে বৃদ্ধি পায়।
✨ পুরুষদের জন্য শুধু একটি সহজ পরীক্ষা—সিমেন অ্যানালাইসিস—করলেই শুক্রাণুর গুণগত মান বোঝা যায়। কোনো সমস্যা থাকলে সময়মতো চিকিৎসা নিলে IVF বা ICSI সহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমাধান সম্ভব।
📞 যোগাযোগ করুন: +8801781334400 (IMO)
+8801847204372 (WhatsApp)
🌐 ভিজিট করুন: https://www.facebook.com/share/17MA6Lp4uZ/?mibextid=wwXIfr
📧 Email: mafruhakhanamporag@gmail.com
🌸 আপনার পরিবারকে সম্পূর্ণ করতে আমরা পাশে আছি 🌸