Chittagong Eye Care Centre

Chittagong Eye Care Centre One stop eye care service
Patient waiting area
Doctor chamber
Cabin
Modern equipment
Phaco surgery
Squint surgery
Glaucoma surgery
Laser
Operation theatre

03/09/2024
ডাক্তার শামস নোমান এর আর্টিকেল
12/08/2023

ডাক্তার শামস নোমান এর আর্টিকেল

চোখে র টিউব  ইমপ্লান্টেশন জটিল গ্লুকোমা রোগের শেষ ভরসা Bangladesh Eye Hospital Uttara Limited. Eye specialist Dr Shams M...
01/06/2023

চোখে র টিউব ইমপ্লান্টেশন
জটিল গ্লুকোমা রোগের শেষ ভরসা
Bangladesh Eye Hospital Uttara Limited.
Eye specialist Dr Shams Mohammed Noman
Bnsb Eye Hospital






Bangladesh ophthalmic research forum

Ophthalmological Society of Bangladesh-Chattogram branch (OSB-CTG)

ফ্যাকো সার্জারী  বা আধুনিক ছানি অপারেশন ডাক্তার শামস মোহাম্মদ নোমান .FCPSচিটাগাং আই কেয়ার সেন্টার FCPS017289333162/01715...
19/08/2022

ফ্যাকো সার্জারী বা আধুনিক ছানি অপারেশন

ডাক্তার শামস মোহাম্মদ নোমান .FCPS
চিটাগাং আই কেয়ার সেন্টার FCPS
017289333162/01715299695

ফ্যাকো সার্জারি, ছানি অপারেশনের এক যুগান্তকারী আবিষ্কার। এটি একটি সহজ অপারেশন। একটি ছোট ছিদ্রের মাধ্যমে ফ্যাকো মেশিনের সাহায্যে ঘোলা লেন্সটিকে ভেঙ্গে ছোট ছোট টুকরায় বের করে আনা হয় এবং তার জায়গায় একটি নতুন কৃত্রিম লেন্স বসানো হয়.





পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে ১০-১৫ মিনিট সময় লাগে। এই কৃত্রিম লেন্সটি পূর্বের স্বাভাবিক লেন্সের মত কাজ করবে। একে Intraocular Lens বা চোখের প্রতিস্থাপিত লেন্স বলে।

ফ্যাকো সার্জারীর সুবিধাসমূহঃ

১) এই পদ্বতিতে ঘোলা লেন্সটিকে ভেঙ্গে ছোট ছোট টুকরায় বের করে আনা হয়। ফলে না কেটে, শুধুমাত্র একটি ক্ষুদ্র ছিদ্র (২.২-৩.২ মি.মি.) করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সম্ভব।

২) সেলাই বিহীন।

৩) রক্তক্ষরণ সাধারণত হয় না, হলেও সামান্য।

৪) অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালে থাকতে হয় না,অপারেশনের পরেই বাড়ী চলে যাওয়া যায়।

৫) খাবারের ব্যাপারে কোন বিধি নিষেধ নেই।

৬) চোখ সামান্য কাটা হয় বলে দ্রুত সেরে উঠে।

৭) প্রায় ব্যাথামুক্ত।

প্রচলিত ছানি অপারেশনের অসুবিধাঃ

১) এই অপারেশনে ঘোলা লেন্সটিকে একসাথে বের করে আনা হয়। ফলে বেশি কাটতে হয়।

২) বেশি কাটার কারনে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে, ব্যাথা অনুভব হতে পারে এবং সেরে উঠতে বেশি সময় নেয়।

প্রতিস্থাপিত লেন্স ( Intraocular Lens) কি?

চোখের ভিতরে অস্বচ্ছ লেন্সটিকে সরিয়ে যে কৃত্রিম লেন্সটি বসানো হয়,তাকে প্রতিস্থাপিত লেন্স বলে।

এটি দুরকমের হয়ঃ

১) শক্ত লেন্স (Rigid Lens)

২) নরম লেন্স (Foldable Lens)

শক্ত লেন্সের ( Rigid/Foldable Intraocular Lens) অসুবিধাঃ

১) শক্ত বলে ভাঁজ করা যায় না। ফলে বেশি কাটতে হয়।

২) বেশি কাটার কারনে প্রদাহ, রক্তক্ষরণ, ব্যাথা সবকিছুই বেশি হয় এবং সেরে উঠতে দীর্ঘ সময় লাগে।

৩) পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা থাকে(শতকরা ৩০-৩৫ ভাগ)। সেক্ষেত্রে দৃষ্টিশক্তি পুনরায় কমে যায়।

নরম লেন্স ( Soft Foldable Intraocular Lens) এর সুবিধাঃ

১) নরম হওয়ায় ভাঁজ করা যায়। ফলে শুধুমাত্র একটি ক্ষুদ্র ছিদ্র করে লেন্স প্রতিস্থাপিত করা যায়।

২) কম কাটার কারনে প্রদাহ, ব্যাথা এবং রক্তক্ষরণের সম্ভাবনা প্রায় থাকে না এবং খুব দ্রুত সেরে উঠে।

৩) পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা শক্ত লেন্সের চেয়ে অপেক্ষাকৃত অনেক কম। শতকরা ১-১০ ভাগ।

লেন্স প্রতিস্থাপনের পর পুনরায় কি ছানি হতে পারে?

ছানি পুনরাবৃত্তি হতে পারে।

লেন্সের চারপাশের একটি আবরণ থাকে, সামনের আবরনের ঠিক পেছনে একজাতীয় কিছু কোষ থাকে, এগুলোকে বলা হয় লেন্স ইপিথিলিয়াল কোষ

( LEC ) আধুনিক ছানি অপারেশনে সামনের কিছু অংশ কেটে,ভিতর থেকে লেন্সের অস্বচ্ছ অংশ বের করে আনা হয়। ফলে সামনের আবরনের কিছু অংশ এবং পিছনের আবরন সম্পূর্ন থেকে যায়, যার সহায়তায় কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করা হয়। থেকে যাওয়া সামনের আবরনের সাথে লাগানো কোষগুলো পরবর্তীতে বৃদ্ধি পেয়ে পিছনে চলে আসে এবং পুনরায় পেছনের স্বচ্ছ আবরণকে অস্বচ্ছ করে, যার ফলশ্রুতিতে রোগি আবার কম দেখে। একে বলা হয় Posterior Capsule Opacification(PCO) অথবা পুনরায় ছানি।

কিভাবে ছানি পুনরাবৃত্তি ( PCO) প্রতিরোধ করা যায়ঃ

আধুনিক ছানি অপারেশনের মূল লক্ষই হচ্ছে, ছানির পুনরাবৃত্তি প্রতিরোধ করা কিংবা এটিকে সহনীয় মাত্রায় নিয়ে আসা। অনেকগুলো পদ্বতিতে ছানির পুনরাবৃত্তি প্রতিরোধ করা যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে-

১) ফ্যাকো পদ্ধতিতে ছানি অপারেশন-কারন মেশিনের সাহায্যে সামনের আবরনের কোষ এবং লেন্সের অস্বচ্ছ অংশ ভালভাবে পরিষ্কার করা যায়, যা প্রচলিত ছানি অপারেশনে খুবই কষ্টসাধ্য

২)উন্নতমানের লেন্স প্রতিস্থাপন

Alcon Lens ( আমেরিকায় তৈরী এবং FDA Approved)

1. Alcon PMMA ( শক্ত লেন্স )

2. Alcon AcrySof Single Piece ( নরম লেন্স )

3. Alcon AcrySof IQ ( নরম লেন্স )

AcrySof Single Piece



১) নরম লেন্স তাই সহজে ভাঁজ করে চোখে ঢুকানো যায়।

২) চোখে ক্ষুদ্র (২.২-৩ মি.মি. ) ছিদ্র করে লেন্স প্রবেশ করানো হয়, ফলে চোখে প্রদাহ কম হয়।

৩)সিঙ্গেল পিস এবং AcrySof নামক Acrylic উপাদানে তৈরি, যা সহজে ভাঁজ হয় এবং দীর্ঘমেয়াদী উন্নত দৃষ্টি দেয়।

৪)হাইড্রোফোবিক ( Hydrophobic ) উপাদানে তৈরি বলে লেন্সের পুনরায় ঘোলা হওয়ার সম্ভাবনা খুবই কম । (

18/03/2022
12/03/2022
08/03/2022
Keratoprosthesisনষ্ট চোখের সম্ভাবনা
01/03/2022

Keratoprosthesis
নষ্ট চোখের সম্ভাবনা

Address

Wood Land Building. . Chittagong Medical East Gate. . . Near Ma Moni Hospital. Upstair Of Wood Land Diagnostic Centre
Chittagong
4000

Telephone

01715299695

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Eye Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category