Today"s Blood bank for you and me

Today"s Blood bank for you and me Donate blood save life This page for those person who need blood and who want to donate blood.please if u r 18 + please donate blood.

and its also good for our health.

প্রবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক শান্তি ,ভালোবাসা , বিশ্বাস। ছড়িয়ে দিক উদারতার মহিমা। ❤️❤️সকলকে জানাই "ঈদ মোবারাক" 🧨✨
11/04/2024

প্রবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক শান্তি ,ভালোবাসা , বিশ্বাস।

ছড়িয়ে দিক উদারতার মহিমা। ❤️❤️

সকলকে জানাই "ঈদ মোবারাক" 🧨✨



২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাকে সারা দিয়ে আজ বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত। ৩০ লক্ষ শহী...
25/03/2024

২৬শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর সেই স্বাধীনতার ডাকে সারা দিয়ে আজ বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে পরিচিত।

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা।

তাই সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। 💗🇧🇩

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ডিসেম্বর মাসে পেয়েছি মহান স্বাধীনতা। এই স্বাধীনতার বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ হিস...
19/12/2023

৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই ডিসেম্বর মাসে পেয়েছি মহান স্বাধীনতা।
এই স্বাধীনতার বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি।

তাই আসুন এই বিজয়ের মাসে স্বেচ্ছায় রক্তদান করি। রক্ত দানের মাধ্যমে একজন মানুষকে বাঁচানো সম্ভব।

আসুন করি রক্তদান ,
বাঁচিয়ে তুলি মানুষের প্রাণ।





#রক্তই
#রক্তদিন

রক্ত দিবো মোরা,করবো না ভয়। রক্ত দিয়ে বাঁচাবো মোরা সকলের হৃদয়। একজন অপারেশন এর রোগীর জন্য রক্তের প্রয়োজন। আসুন রক্ত দানের...
02/04/2023

রক্ত দিবো মোরা,করবো না ভয়।
রক্ত দিয়ে বাঁচাবো মোরা সকলের হৃদয়।

একজন অপারেশন এর রোগীর জন্য রক্তের প্রয়োজন।
আসুন রক্ত দানের মাধ্যমে ওনার জীবন ফিরিয়ে দিতে সাহায্য করি।

রক্ত দানের মাধ্যমে আসুন সকলের মধ্যে গড়ে তুলি সহানুভূতির চিত্র।

রক্ত দানে এগিয়ে আসুন। এর ফলে আপনি এবং সকলের বাঁচার সুযোগ করে দিন। আপনার একটু সহযোগিতার কারণে একজনের জীবন বেঁচে যেতে পারে...
25/03/2023

রক্ত দানে এগিয়ে আসুন।
এর ফলে আপনি এবং সকলের বাঁচার সুযোগ করে দিন।

আপনার একটু সহযোগিতার কারণে একজনের জীবন বেঁচে যেতে পারে।
তাই আসুন সহযোগিতার হাত বাড়িয়েদি।

আগামীকাল সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেলে কিডনি ডাইলাইসিস করার জন্য একব্যাগ O+ রক্ত প্রয়োজন, অনুগ্রহ করে সাহায্য করুন।
নাসিমা- 01814103783

24/03/2023
আসুন রক্ত দানে এগিয়ে আসি। আগামী ২৮ তারিখ একজন ওপেন হার্ট সার্জারি রোগীকে রক্ত দিয়ে সাহায্য করি। এতে আপনি একজন রক্ত দাতা ...
24/03/2023

আসুন রক্ত দানে এগিয়ে আসি।

আগামী ২৮ তারিখ একজন ওপেন হার্ট সার্জারি রোগীকে রক্ত দিয়ে সাহায্য করি।
এতে আপনি একজন রক্ত দাতা হিসেবে অন্যের জীবন রক্ষা করছেন।
তাই সকলের নিকট অনুরোধ ,রক্ত দানে এগিয়ে আসুন।

B- রক্ত প্রয়োজন, অনুগ্রহ করে সাহায্য করুন, নয়ন সাহা 01884867568

18/03/2023

🙏🙏মানবিক আবেদন 🙏🙏
একজনের বোনের ছেলে ১৪ বছর বয়স
বিদ্যুৎ সর্টে আহত হয়ে ঢাকা মেডিকেল ভর্তি।
ছয় ব্যাগ AB+এবি পজেটিভ রক্তের প্রয়োজন
যদি কোনো হৃদয় বান ব্যক্তি রক্ত দান করুন।
তাহলে দয়া 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
করে এই নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ।
মিজানুর 01750-675531
,জাহাগীর 01703-288502
Blood group AB+
স্থান: ঢাকা মেডিকেল ৪র্থ তলা
ওয়ার্ড নাম্বার: ৪২০
পরিমাণ : প্রতিদিন ২ ব্যাগ করে মোট ৬ব্যাগ
আজকের টা আল্লাহ রহমতে মেনেজ হইছে
আগামী কাল থেকে দরকার।

আপনার একফোঁটা রক্ত বাঁচাতে পারে অন্যের জীবন তাই রক্ত দানে এগিয়ে আসুন।

18/03/2023

জরুরী সিজার রোগীর জন্য A+ রক্ত প্রয়োজন।
ঠিকানা: মিরপুর ১১
কেও থাকলে ইনবক্স করুন।
যোগাযোগ: 01997030918

যারা রক্ত দিতে চান তারা 01964475145 ফোন দিবেনআজকে।রক্ত দিন জীবন বাঁচান।
15/03/2023

যারা রক্ত দিতে চান তারা 01964475145 ফোন দিবেনআজকে।
রক্ত দিন জীবন বাঁচান।

14/03/2023

চট্টগ্রামে এবি পজেটিভ রক্তদাতারা এগিয়ে আসুন।

★ রুগির সমস্যা: থ্যালাসেমিয়া
★রক্তের গ্রুপ: এবি পজেটিভ AB+
★রক্তের পরিমান: ২ ব্যাগ।
★রক্তদানের সময়: আগামিকাল ১৫ তারিখ সকাল ১০ টায় ১ ব্যাগ আর আগামিপরশু সকালে ১ ব্যাগ লাগবে।
★রক্তদানের স্থান: চট্টগ্রাম মেডিকেল।
★যোগাযোগ: +8801842772843

রক্ত দিন জীবন বাঁচান।

রক্তদানই যথার্থ দান,জীবন বাঁচাতে এর কোনো বিকল্প নেই। মানুষের বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন, তাই কখনও কখনও হাসপাতালে র...
26/02/2023

রক্তদানই যথার্থ দান,
জীবন বাঁচাতে এর কোনো বিকল্প নেই।
মানুষের বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন, তাই কখনও কখনও হাসপাতালে রক্তের অভাব হয়। রক্তদান এই সমস্যা সমাধানে সাহায্য করতে পারে, তবে এটি গুরুত্বপূর্ণ যে লোকেরা সর্বাধিক মানুষকে সাহায্য করার জন্য নিয়মিত রক্ত দান করে। আপনি যখনই ভালো বোধ করবেন তখনই আপনি রক্ত ​​দান করতে পারেন এবং আপনি আপনার বন্ধু ও পরিবারকেও একই কাজ করতে উৎসাহিত করতে পারেন।
রক্ত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কখনও কখনও লোকেরা পর্যাপ্ত রক্ত ​​​​ পায় না কারণ তাদের শরীর যথেষ্ট পরিমাণে রক্ত তৈরি করে না। এটি ম্যালেরিয়া, হেপাটাইটিস বি এবং সি এর মতো রোগ বা দুর্ঘটনা থেকে হতে পারে। কিন্তু অনেক দেশে, লোকেরা এখনও তাদের পরিবারের কারও বা তাদের বন্ধুদের কাছ থেকে রক্ত ​​দান করে রক্তের প্রয়োজন হলে রক্ত ​​পেতে পারে।
এবং কখনও কখনও লোকেরা অর্থের জন্য রক্ত ​​​​দান করে, যা রক্ত ​​​​সরবরাহে সহায়তা করে।কিন্তু পেশাদার রক্তদাতারা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনি পারেন রক্তদান করুন। কারণ রক্তদান করা গুরুত্বপূর্ণ, কারণ এটি জীবন বাঁচাতে সাহায্য করতে পারে।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today"s Blood bank for you and me posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category