21/10/2025
বডি শেইমিং না করে সুন্দরভাবে কাউন্সেলিং করেও মানুষকে ওজন কমাতে সহযোগিতা করতে পারেন!!!
আজ সমাজের সাথে জেদ করে স্ট্রিক্ট ডায়েট করে ৩০/৩৫ কেজি সে কমালো সাথে জীবনের সমাপ্তি ঘটলো!! সমাজ আসলে কি দেয় মানুষকে?!
খুব করে বলি সবাইকে আপনারা নিজেদের মত কঠিন ডায়েট করে ওজন কমাতে যাবেন না। ডায়েট যদি নিজেরা করে সুস্হ থাকা সম্ভব হতো আমাদের এই লাইনে এতো পড়াশোনা আর এতো প্র্যাকটিজ করা লাগতোনা!!!!
সময় থাকতে সচেতন হন !!! জীবন অনেক মূল্যবান।