Nuvo Healthcare

Nuvo Healthcare Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nuvo Healthcare, 39, Road no. 5, block C, Panchlaish Residential Area, Chittagong.

Nuvo Healthcare is Headquartered in New Delhi, a preferred medical tourism destination with number of internationally accredited hospitals We provide the largest selection of internationally accredited Hospitals in India..

লিম্ফোমা হলো এমন এক ক্যানসার, যা লিম্ফেটিক সিস্টেমে হয়ে থাকে। লিম্ফনোড (লিম্ফ গ্র্যান্ড), স্পিন, থাইমাস গ্ল্যান্ড এবং বো...
23/09/2019

লিম্ফোমা হলো এমন এক ক্যানসার, যা লিম্ফেটিক সিস্টেমে হয়ে থাকে। লিম্ফনোড (লিম্ফ গ্র্যান্ড), স্পিন, থাইমাস গ্ল্যান্ড এবং বোনম্যারোর (অস্থিমজ্জা) মাধ্যমে লিম্ফেটিক সিস্টেম গঠিত। সাধারণত এসব অংশে লিম্ফোমা দেখা দেয়। এ ছাড়া শরীরের অন্যান্য অংশেও এ রোগ হতে পারে।

প্রকারভেদ : লিম্ফোমা বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রধান দুটি লিম্ফোমা হলো:

হজকিনস লিম্ফোমা এবং
নন হজকিনস লিম্ফোমা।

রোগের কারণ : লিম্ফোমার সুনির্দিষ্ট কোনো কারণ নেই। বিভিন্ন কারণে এ রোগের ঝুঁকি বেড়ে যায়।

লক্ষণ : এ রোগে আক্রান্তদের মধ্যে যেসব লক্ষণ দেখা যায় তা হলো : অবসাদ, ঘাড়ে শক্ত পি- দেখা দেওয়া, খাবার উগরে আসা, কর্কশ কণ্ঠস্বর, মাংসেপশিতে ব্যথা, মুখে ব্যথা, কুঁচকি ফুলে যাওয়া, মুখে ঘা, সারা শরীর শক্ত হয়ে যাওয়া, কাঁধে শক্ত পি- দেখা দেওয়া, কানে চুলকানি ইত্যাদি।

যাদের জন্য রোগটি ঝুঁকিপূর্ণ : হজকিনস লিম্ফোমার ঝুঁকিপূর্ণ বিষয়গুলো হলো আগে এপস্টাইন বার ভাইরাসের (এবিভি) কারণে ইনফেকশন অথবা মনোনিউক্লিওসিস দেখা দিলে। দুর্বল ইমিউন সিস্টেম। যাদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে এবং যাদের বয়স ৫৫ বছরের বেশি তাদের এ রোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে। ৫ শতাংশ ব্যক্তি বংশগত কারণে এ রোগে আক্রান্ত হয়ে থাকে।

নন হজকিনস লিম্ফোমার ঝুঁকিপূর্ণ বিষয়গুলো হলোÑ যাদের বয়স ৬০ বছরের বেশি, তাদের এ রোগ হতে পারে। নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থ, যেমন বেনজিন এবং কীটনাশকের সংস্পর্শে এলে এ রোগ হতে পারে।আগে কেমোথেরাপি অথবা রেডিয়েশন থেরাপি গ্রহণ করলে রোগের ঝুঁকি বেড়ে যায়। রেডিয়েশন এক্সপোজার। দুর্বল ইমিউন সিস্টেম এবং এইচআইভি ইনফেকশন। এইচআইভি, এইচটিএলভি-১, এইচএইচভি বা এপস্টাইন বার ভাইরাসে (এবিভি) ইনফেকশন দেখা দিলে রোগের ঝুঁকি বেড়ে যায়। হ্যালাকোব্যাকটার পেলোরাইয়ের কারণে ক্রনিক ইনফেকশন দেখা এ রোগের ঝুঁকি বাড়ে।

চিকিৎসা : এ রোগের ধরন, তীব্রতার ওপর নির্ভর করে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা হয়। কেমোথেরাপি, রেডিয়েশন, স্টেমসেল ট্রান্সপ্লান্ট এবং ওষুধ ব্যবহারের মাধ্যমে এ রোগের চিকিৎসা করা হয়।

পরামর্শ : লিম্ফোমা প্রতিরোধে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই। এইচআইভি, ইবিভি হেপাটাইটিস ভাইরাসের কারণে ইনফেকশন দেখা দিলে এ রোগ হয়ে থাকে। ঘন ঘন হাত ধোঁয়া, নিরাপদ যৌন সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এ ধরনের ইনফেকশন প্রতিরোধ করা যায়। এ ছাড়া অন্যের ব্যবহৃত ইনজেকশনের সুচ, রেজার, টুথব্রাশ ব্যবহার করাও উচিত নয়। হজকিনস লিম্ফোমা রোগ থেকে সহজেই মুক্তি মেলে। তবে হজকিনস লিম্ফোমা রোগে আক্রান্ত ব্যক্তির সুস্থ হতে বেশ সময় লাগে। অনেক ব্যক্তিই লিম্ফোমার চিকিৎসা করে সুস্থভাবে বেঁচেও আছেন।

31/07/2019

যারা পেঁপে পাতার রসকে ডেংগুর মহৌষধ মনে করেন,তারা প্লীজ এটা পরেন। যা করার প্লীজ বুঝে-শুনে করেন। রিস্ক বাড়ায়েন না
#পেঁপে_পাতা_ও_ডেঙ্গি
#শেষ_প্রযন্ত_পড়ুন
পেঁপে পাতা ডেঙ্গুর চিকিৎসা!?
ওয়েল, পেঁপে পাতা নিয়ে সম্ভাবত সর্ব প্রথম স্টাডি হয় শ্রীলঙ্কাতে সেখানে দেখানো হয়েছে পেঁপে পাতার রস খাইলে প্ল্যাটিলেট কাউন্ট বাড়ে!।
এরপরে কয়েক্টা স্টাডি হয়েছে ইন্ডিয়া তে তারাও সিগনিফিকেন্ট রেজাল্ট পেয়েছেন।
(লিঙ্ক কমেন্টে)
কথা হলো।
এটা কি আপনি খেলেই হবে??? ডাক্তারের কাছে যেতে হবেনা??????
সমস্যাটা এখানেই।
ডেংগির জন্য আমাদের ৩ ধরনের সমস্যা হয়।
১। শুধু ফিভার (Dengue Fever)
২। ডেংগি রক্তক্ষরণ ফিভার (Dengue Haemorrhagic fever)
৩। ডেংগি শক সিন্ড্রোম (dengue Shock syndrome)
৩ টা আবার একই সময় একই জনের নাও হতে পারে।
১।
#শুধু ডেঙ্গি ফিভারের চিকিৎসা হলো : পানি, পানি জাতীয় খাবার আর প্যারাসিটামল।
২ এবং ৩ দুটাতেই হাসপাতালে ভর্তি মাস্ট।
কারণ
২।
#ডেঙ্গি রক্তক্ষরণ ফিভারে : প্লাটিলেট কমিয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ক্ষরণ হতে পারে! এর এখন প্রযন্ত মেডিকেল চিকিৎসা হলো #রক্ত দেয়া :-
----- ----------------------------------
তবে হ্যাঁ শুধু মাত্র এই জায়গায় সম্ভাবত পেঁপে পাতার ইফেক্ট আছে প্লাটলেট বাড়াতে, তবে সেটা অবশ্যই হাসপাতালে ডাক্তারের সুপারভিশনে। বাসায় কোন অবস্থাতেই নয়!
আর ইফেক্ট পাওয়া গেলেও আমাদের ন্যাশনাল গাইডলাইন /বা পৃথিবীর কোন মেডিকেল সোসাইটি এটাতে এখনো বৈধতা দেয়নি, ফলে ডাক্তার আপনাকে পেঁপে পাতা খাইতে বলতে পারেনা, যতক্ষণ প্রযন্ত অফিশিয়াল বৈধতা আসতেছে ততক্ষণ কারণ এখন প্রযন্ত এটা ডাক্তার এর জন্য অপ-চিকিৎসা।
ফলে ডাক্তার কেন আপনাকে পেঁপে পাতা খাইতে দিলনা সেটা নিয়ে চিল্লানোর কিছু নাই।
আপনি নিজ ইচ্ছায় যেমন পানি পরা খাইতে পারেন তেমন এটাও নিজ ইচ্ছায় করতে হবে। তবে সেটা কোন অবস্থাতেই ১ ও ৩ এর ক্ষেত্রে নয়।
৩ :
শক সিন্ড্রোম :
এখানে ডেঙ্গি ভাইরাসের ইফেক্টের ফলে (ব্যাসিকাল্লি ইমিউন ইফেক্টের ফলে)
আপনার রক্ত নালীতে ছোট ছোট ছিদ্র তৈরী হবে বা আগের ছিদ্রগুলো বড় হয়ে যাবে : ----- ফলে রক্তের পানিয় অংশ রক্তনালীর বাইরে চলে আসবে > রক্ত ঘন হয়ে যাবে > রক্ত চলাচল কমে যাবে > শরীরের গুরুত্বপূর্ণ অর্গান যেমন ব্রেইন রক্ত পাবে না >আপনি মারা যাবেন।
দেখুন এখানে কিন্তু কমলো শুধুমাত্র পানি। রক্ত নয়!
ফলে এর চিকিৎসা স্যালাইন (রক্তের পানির সমতুল্য, খাওয়ার পানি নয়) সেটা অবশ্যই ইচ্ছে মত নয়, হিসেব করে। এবং
এটা অবশ্যই হতে হবে হাসপাতালে, না হয় আপনি শেষ।
এখানে যদি আপনি পেঁপে পাতা খান তাহলে হিতে বিপরীত হয়ে যাবে।
পেঁপে পাতা রক্তে প্ল্যাটিলেট (এমনকি RBC) আরো বাড়িয়ে দিবে।
রক্তের ঘনত্ব আরো বেড়ে যাবে > শক আরো বাড়বে >আপনি আরো তাড়াতাড়ি মারা যাবেন।
তাই সাবধান হওয়ারই ভালো।
২ লাইন জেনে পন্ডিতি করা অনেক সময় জীবন শেষ করে দিতে পারে।
----------------------------------------------------------
ডাঃ কাজী মুনিরুল ইসলাম
এম বি বি এস, বিসিএস
এমডি (কোর্স) স্টুডেন্ট (নিউরোমেডিসিন)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

 #ডায়াবেটিস   #নিয়ন্ত্রণযোগ্য  #সচেতনতা  #জরুরী
14/11/2018

#ডায়াবেটিস #নিয়ন্ত্রণযোগ্য #সচেতনতা #জরুরী

 #ক্যান্সার  #নিরাময়যোগ্য  #সচেতনতা  #জরুরী
13/11/2018

#ক্যান্সার #নিরাময়যোগ্য #সচেতনতা #জরুরী

অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। প্রতি ৮ জনের একজন নারী স্তন  ক্যান্সারে আক্রান্ত হয়। এই জন্য পরামর্শ দেওয়া হয় য...
23/10/2018

অক্টোবর মাস স্তন ক্যান্সার সচেতনতার মাস। প্রতি ৮ জনের একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। এই জন্য পরামর্শ দেওয়া হয় যে, ৪০ ঊর্ধ্ব সকল নারী যাদের পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস রয়েছে এবং ৫০ ঊর্ধ্ব সকল নারী যদি তাদের পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস নাও থাকে তাদের প্রতিবছর অন্তত একবার একজন স্তন ক্যান্সার বিশেষজ্ঞ দ্বারা তাদের স্তন পরীক্ষা করানো উচিত। স্তন সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন এবং স্তন এর যেকোনো অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্বের সাথে দেখা উচিত।
মনে রাখতে হবে সঠিক সময়ে ক্যান্সার সনাক্ত করা গেলে এর সম্পূর্ণ নিরাময় সম্ভব।
#ক্যান্সার #নিরাময়যোগ্য

23/10/2018

খাওয়ার পর যে কাজগুলো করা উচিৎ নয়......

10/10/2018

04/10/2018

আপনি জানেন কি??
প্রতিবছর বা প্রতিদিন গড়ে কতজন মানুষ বিশেষায়িত আধুনিক চিকিৎসা আর আরেকটু বেশি ভালো সার্ভিসের জন্য বিদেশে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাড়ি জমাচ্ছে? আর শুধুমাত্র প্রাক বা সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কত মানুষ হয়রানির শিকার হচ্ছে প্রতিনিয়ত?
একটু খেয়াল করলেই দেখবেন, আপনজন যখন অসুস্থ থাকে তখন আমরা থাকি অসহায়। তখন শুধুমাত্র একটি সঠিক দিকনির্দেশনা ও নির্ভুল চিকিৎসাই পারে প্রিয়জনের মুখে হাসি ফোটাতে।
#নুভো একটি নির্ভরযোগ্য, সর্বজনস্বীকৃত, নির্ভুল তথ্য সম্বলিত বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান I আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে আমরা আছি আরো কাছাকাছি কারণ আমরা বুঝি ওই হাসি গুলোর মর্মকথা I
হচ্ছে বাংলাদেশে ভারতীয় অধিকাংশ শীর্ষস্থানীয় শতাধিক হাসপাতাল গুলির একটি অন্যতম ও সুনামধন্য প্রতিনিধি (বা ওয়ান স্টপ কাস্টমার কেয়ার সেন্টার)I যেমন: মেদান্তা হাসপাতাল,জ্যায়পি হাসপাতাল,অ্যাপোলো হাসপাতাল, ফোর্টিস হাসপাতাল,ম্যাক্স হাসপাতাল, মানিপাল হাসপাতাল, গ্লোবাল হাসপাতাল,নারায়ণ হৃদয়ালায়া,সি এম সি ভেলোর ছাড়াও আরও অনেক হাসপাতালের বাংলাদেশ ইনফরমেশন সেন্টার I এ সকল হাসপাতাল গুলো ভারতের হায়দ্রাবাদ, কলকাতা, ব্যাঙ্গালোর, চেন্নাই,দিল্লি এবং মুম্বাই এর শীর্ষস্থানীয় ও বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান I এধরণের মাল্টি স্পেশালিটি এবং বিশেষজ্ঞ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলি বোনম্যারো ট্রান্সপ্লান্ট থেকে শুরু করে ফুসফুস ও কিডনির আধুনিক সব চিকিৎসা,আই ভি এফ, বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা,নিউরো,অটিজম এর চিকিৎসা,পুরোনো ও জটিল হার্ট সম্পর্কিত বিভিন্ন সার্জারি বা প্রসিডিউর ছাড়াও বিভিন্ন রোগ সম্পর্কিত সেবা দিয়ে আসছেI তে ঐ সমস্ত গুলিতে চিকিৎসা সেবা ও সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রাক-ব্যবস্থা সরবরাহ করে থাকে I যেমন: এর কনসালট্যান্সি এবং এপয়েন্টমেন্ট, চিকিৎসার খরচ, হাসপাতাল বেড এবং হোটেল রিজারভেশন, ফলো আপ ভিজিট ও চিকিৎসা পরবর্তী সেবা, বিমানের টিকেট ও ভিসা সংক্রান্ত ব্যাবস্থাপনা সহ সকল কিছু এক ছাদের নিচে I আমরা আছি আপনার পাশে সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাই I আগের থেকে আমরা আরো ফাস্ট আরো কেয়ারিং I তাই ভালো থাকুন আপনারা আগের থেকে আরো বেশি ভালো I
দেরি না করে বিস্তারিত তথ্যের জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়:
Nuvo healthcare Bangladesh
নুভো হেলথকয়ার বাংলাদেশ
Hepline : +8801711845051(WhatsApp/Viber)
Email : chittagong@nuvohealthcare.com
Web : www.nuvohealthcare.com

31/08/2018

The kidneys are vital for us and overall health too. These are in shape of a bean and filter 120-150 quarts urine, waste, and excess fluids every day, so they protect us. They are as big as a fist and are below the rib cage on each side. They regulate electrolytes and make hormones for bone healt

Address

39, Road No. 5, Block C, Panchlaish Residential Area
Chittagong

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Saturday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Telephone

+880 1711-845051

Alerts

Be the first to know and let us send you an email when Nuvo Healthcare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Nuvo Healthcare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram