27/08/2025
১৮৩৬) কেন মেয়েরা টিউমার, ক্যান্সারে মারা যায়, প্রতিকার কি….?
মেয়েদের_স্বাস্থ্য_ও_সতর্কতা :
মহিলাদের জরায়ু ও প্রজনন স্বাস্থ্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে জরায়ু ক্যান্সার আজকাল ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে। বিশেষজ্ঞ ডাক্তাররা গবেষণার মাধ্যমে দেখেছেন, কিছু ভুল অভ্যাসের কারণে এই রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়।
# যেসব বিষয়ে সচেতন থাকা দরকারঃ
১। সাবান ব্যবহার নয় ➝ যোনি পরিষ্কারের জন্য কখনো সাবান বা কেমিকেল ব্যবহার করবেন না। শুধু পরিষ্কার পানি যথেষ্ট। সাবানের কেমিক্যাল যোনির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে দেয় এবং দীর্ঘমেয়াদে সংক্রমণ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।
২। স্যানিটারি প্যাড ব্যবহারে সতর্কতা:
আল্ট্রা প্যাড সারাদিন ব্যবহার করবেন না। ৪-৫ ঘন্টার মধ্যে অবশ্যই পরিবর্তন করুন।
যতটা সম্ভব কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন।
সময়মতো প্যাড পরিবর্তন না করলে রক্ত জমে ছত্রাক তৈরি হয় এবং তা যোনি ও জরায়ুকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
৩। ব্যক্তিগত অভ্যাসে সতর্কতা:
কালো বা ভেজা প্যান্টি ব্যবহার করবেন না।
যোনিতে কোনো কেমিকেল, সুগন্ধি স্প্রে, কিংবা বিদেশী বস্তু ব্যবহার করবেন না।
পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করুন।
# সতর্কতার লক্ষণ:
✔ সাদা স্রাবের মতো তরল নির্গত হওয়া।
✔ হঠাৎ স্রাব বন্ধ হয়ে যাওয়া বা অস্বাভাবিক পরিবর্তন।
এমন হলে দেরি না করে দ্রুত ডাক্তারকে দেখান।
# মনে রাখবেন
সঠিক স্বাস্থ্যবিধি মানলে জরায়ু ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। আপনার সামান্য সচেতনতাই জীবন রক্ষা করতে পারে।
আপনি যদি জরায়ু ক্যান্সার বা টিউমারে আক্রান্ত হয়ে যান, সেক্ষেত্রে অপারেশন ছাড়াও কিছু গুরুত্বপূর্ন হার্বস দিয়েও আমরা অসংখ্য রুগিকে সুস্থ্য করে তুলতে সক্ষম হয়েছি। আজই আমাদের সাথে যোগাযোগ করুন।
“সুস্থ্য ও সুন্দর জীবনের প্রয়োজনে ওয়েব হেলথ্ কেয়ার সেন্টার”
উক্ত চিকিৎসা সেন্টারে কোন প্রকার ফি ছাড়া শুধুমাত্র ভিজিটের টাকায় ( 3D QUANTUM HEALTH TEST ANALYZER ) মেশিন দ্বারা পুরো শরীরের চেকাপ করা হয়। যা ৩০ টি অঙ্গের ২১৪টি রোগের তথ্যে প্রদান করে, ম্যানুয়ালী করতে গেলে যা প্রায় লাখ টাকার প্রয়োজন।
আপনার শরীরের বর্তমান অবস্থা ও কঠিন রোগ সমুহ জানার জন্য প্রতি ৬ মাস অন্তর এই চেকাপ টি করা প্রয়োজন। সুস্থ্যভাবে বেঁচে থাকার প্রয়োজনে আজই আমাদের সেন্টারে চলে আসুন।
ওয়েব হেলথ্ কেয়ার সেন্টার আইমন টাওয়ার, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম। মোবাইল: ০১৮১৯-৬২২৬৫৫/ ০১৭২০-৮১৮৫৯২.