A.T. Dental Care

A.T. Dental Care দাঁতের সমস্যা? তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়. চাঁদপুর বাজার, বাঁশখালী।

22/05/2021

সমালোচনার দরোজা খোলা রাখুন
********************************
আপনি আলোচনা সমালোচনায় আছেন মানে কাজেই আছেন।আপনার গুরুত্ব আছে। আপনি কোনো না কোনো ভাবেই মানুষের মস্তিষ্কে নাড়া দিচ্ছেন। কারো কাছে পজিটিভ আবার কারো কাছে নেগেটিভ। কিন্তু আপনি গুরুত্বপূর্ণ। তাই আপনার সমালোচনা হয়।

বাংলাদেশে চল্লিশের কাছাকাছি নিবন্ধিত রাজনৈতিক দল। কয়টা আলোচনায় আছে বা সমালোচনায় আছে? জাসদ বাসদের সমালোচনা কখনো দেখেছেন? কিংবা আপনার আশপাশের ইসলামী সংগঠন গুলোর? না,সেভাবে সমালোচনা হচ্ছে না তাদের। কারণ ওরা কাজে নেই। তাই ভূল ও নেই শুদ্ধ ও নেই। সুতরাং সমালোচনা ও নেই।

দেশে সবচেয়ে সমালোচিত আওয়ামী লীগ। কারণ ওরা ক্ষমতায়।ওদের কদর ও বেশী সমালোচনা ও বেশী। আবার আওয়ামী লীগের এম পি মন্ত্রীরা মাইক পেলেই বি এন পি জামায়াতে কে ধুয়ে দিচ্ছে, কারণ ওরা জানে আজ পর্যন্ত ক্ষমতা হারাতে হলে এদের হাতেই হারাতে হবে।তাই তাদের সমালোচনা ও কম না।

হেফাজত শক্তি দেখিয়েছে। তাই ওরাও আলোচনা সমালোচনায় চলে এসেছে।ইসলামী আন্দোলন দেশব্যাপী প্রচুর কাজ করছে। এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এককভাবে একটা দল ক্ষমতার দাপট ছাড়া এতো দ্রুত এগিয়েছে তার নজীর নেই। তাই তাদের শত্রু - মিত্র দুটোই তৈরী হয়েছে। আলোচনা সমালোচনা হচ্ছে। তারমানে আপনার কাজের রিয়েক্শন দেখা দিচ্ছে সমাজে।প্রভাব বিস্তার করছে ইসলামী আন্দোলন। এই সমালোচনা তারই বহিঃপ্রকাশ।
এই সমালোচনা থামিয়ে দেয়া মানে আপনি থেমে যাওয়া। দল থেমে যাওয়া। মনে রাখবেন যার সমর্থক আছে তার সমালোচক ও আছে।যার সমর্থক নেই তার সমালোচক ও নেই।

সমালোচনা মানে চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করা নয়। আবার সমালোচনার জবাব মানে কাউকে নাজেহাল করা নয়। সমালোচনা হবে গঠন মূলক।জবাব হবে সহনশীল উত্তম পন্থায়। যে উলঙ্গ সমালোচনা করে তার কথা কানে নিতে নেই।যে গঠন মূলক সমালোচনা করে তাকে লাঞ্চিত করতে নেই। বুদ্ধিবৃত্তিক সমালোচনার জবাব আপনি কতোটা দক্ষতার সাথে দিতে পারছেন, সেটাই মুল বিষয়। এটাও মনে রাখবেন, উলঙ্গ সমালোচককে এড়িয়ে যাওয়ার ধৈর্য, সক্ষমতা অর্জন ও একটা বড়ো গুণ।

আপনার জবাব আপনার দলের মান নির্ণয় করবে। আপনি কতোটা সভ্য, আপনার দল কতোটা যোগ্য ব্যাক্তি তৈরী করছে, তার উৎকৃষ্ট উদাহরণ আপনার আচরণ। আপনার ব্যবহার বলে দেবে আপনার দল কতোটা উন্নত।

সুতরাং সমালোচনার দরোজা বন্ধ করে দিয়েন না। বরং আলোচনা সমালোচনার মাঝেই থাকার চেষ্টা করুন এবং নিজেকে নিজের দলকে উত্তম প্রমাণের চেষ্টা করুন আচারে, ব্যবহারে। এটাই একজন নিষ্ঠাবান কর্মির আদর্শ কর্মকান্ড।

12/05/2021

ফিলিস্তিনের উপর ইসরায়েল বর্বর হামলার প্রতিবাদে এবার সামিল হলেন ইউরোপ মাতানো মুসলিম ফুটবলাররা। মোহাম্মদ সালাহ ব...

05/08/2018

দয়া কইরা এই বোনটির কথা একবার শুনুন

Address

Farid Market, (2nd Floor), Chandpur Bazar, Banskhali
Chittagong
60

Telephone

01823726818

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.T. Dental Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram