CPA High School Blood Bank

CPA High School Blood Bank This just to help people.

26/02/2017

েটিভ_রক্তদাতারা_এগিয়ে_আসুন

"চট্টগ্রামের পাচলাইশে" রক্তস্বল্পতায় আক্রান্ত এক মায়ের জন্য আজ (২৬/০২/১৭) দুপুর ১ টার মধ্যে এক ব্যাগ েটিভ + রক্তের প্রয়োজন।
স্থানঃ ট্রিটমেন্ট হাসপাতাল,পাচলাইশ,চট্টগ্রাম।
৮ম তলা, ১ নং কেবিন
যোগাযোগঃ 01815797338 (রোগীর আত্নীয়)

20/12/2016

পেজটা কারো ব্যাক্তিগত প্রচার বা প্রয়োজনে না।অনেককেই দেখি লাইক দিচ্ছেন পেজে। আপনার লাইক কোনো কাজেই আসবেনা যদি আপনি আপনার ব্লাড সম্পর্কিত তথ্যাদি না দেন। কিংবা নিজে তথ্য না দিয়ে যদি মনে করেন, যখন দরকার এখানে পোষ্ট দিয়ে রক্ত পাবেন তো সেটাও ভুল। আমার মনে হয় বন্দর স্কুলের মানুষদের রক্ত লাগে না। তাদের কেউ অসুস্থ হোন না। তাই নিজের তথ্য কেউ দিচ্ছি না। আর রক্ত প্রয়োজন এমন পোষ্ট ও দেখি না। যাই হোক আপনাদের পেজ। আপনাদের ইচ্ছা।
সবাইকে ধন্যবাদ।

29/08/2016

প্রতিশোধ অন্য ভাবেও নেয়া যায়।

কেউ তোমাকে মেরে রক্তাক্ত করে ফেললে তুমি অপেক্ষা করবে কবে তার রক্তের দরকার হবে এবং সেই রক্ত তুমি নিজে তাকে যোগাড় করে দিবে।

26/08/2016

নিজে সচেতন হউন এবং
অন্যদেরকে সচেতন করুন।
-
"শিশু জন্মের সময় গর্ভবতি মায়ের রক্তের
প্রয়োজন হতে পারে, তাই আগে থেকেই
কমপক্ষে ২ জন রক্তদাতা প্রস্তুত রাখুন"
-
পৃথিবীর ৬০% মানুষের কখনো না
কখনো রক্তের প্রয়োজন হয়।
আপনার আপনজনেরও রক্তের
প্রয়োজন হতে পারে, তাই আগে
থেকেই এমন ব্যবস্থা করে রাখুন-
যেন নিজেদের রক্তের প্রয়োজন হলে
নিজেরাই মেনেজ করতে পারেন।।।

12/08/2016

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) এর ছাত্রীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাজী নেহেলীন নামের এক ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন ছাত্রী। আজ বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট এলাকায়...

17/07/2016

#সবার_জেনে_রাখা_দরকারঃ

১. এন্টিবায়োটিক ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- শেষবার সেবনের কমপক্ষে ১ সপ্তাহ পর করা যাবে।
২. সর্দি-জ্বর অথবা কোন ভাইরাস জনিত রোগে আক্রান্ত অবস্থায় রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- জ্বর-সুস্থ হওয়ার কমপক্ষে ৭ দিন পর দেয়া যাবে।
৩. কোন প্রকার টিকা গ্রহণ করলে কতদিন পরে রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ২৮ দিন
৪. যক্ষ্মা হলে পূর্ণমাত্রার ওষুধ সেবনের কতদিন পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ২ বছর
৫. হেপাটাইটিস এ/হেপাটাইটিস-ই সুস্থ হওয়ার কত মাস পর রক্ত-দান করা যাবে?
উত্তরঃ- ৬ মাস
৬. হেপাটাইটিস বি, সি আক্রান্তরা রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- কখনই রক্ত-দান করতে পারবেনা।
৭. জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া অবস্থায় রক্ত-দান করা যায় কিনা ?
উত্তরঃ- রক্ত-দান করা যাবে।
৮. গর্ভাবস্থায় রক্ত দেয়া যাবে কিনা?
উত্তরঃ- না
৯. মেয়েলি সমস্যা চলাকালিন রক্ত দেয়া যাবে কিনা ?
উত্তরঃ- না
১০. ক্যানসার, হৃদরোগ, বাতজ্বর, সিফিলিস(যৌন রোগ., কুষ্ঠ বা শ্বেতী রোগীরা রক্ত-দান করতে পারবে কিনা ?
উত্তরঃ- কখনও রক্ত-দান করতে পারবে না
১১. কোন অসুস্থতার কারনে একজন মানুষ রক্ত-গ্রহণ করলে, উনি আবার কত দিন পর রক্ত-দান করতে পারবে ?
উত্তরঃ- ১ বছর
১২. হাঁপানি রোগীর ইনহেলার ও নিয়মিত ঔষধ সেবন করলে রক্ত-দান করা যাবে কিনা ?
উত্তরঃ- না
১৩. রক্তদানের কতদিন পর পুনরায় রক্তদান করা যায় ?
উত্তরঃ- পুরুষদের ক্ষেত্রে ৩ মাস অন্তর-অন্তর এবং নারীদের ক্ষেত্রে ৪ মাস অন্তর অন্তর।
১৪. রক্তদান করতে কতক্ষণ সময় লাগে ?
উত্তরঃ- ডোনারের স্যাম্পল নিয়ে বিভিন্ন প্রকার পরীক্ষা করতে সময় লাগে প্রায় ৫০ মিনিট, সব কিছু ঠিক থাকলে ১ ব্যাগ রক্ত দিয়ে সময় লাগবে সর্বোচ্চ- ১০ মিনিট। সব মিলিয়ে ১ ঘন্টাতে রক্তদানের কার্যক্রম শেষ করতে পারবেন।

সবাই দয়া করে পুরন করুন। ধন্যবাদ।
17/07/2016

সবাই দয়া করে পুরন করুন। ধন্যবাদ।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPA High School Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram