Chittagong Square clinical laboratory

Chittagong Square clinical laboratory Chittagong Square Clinical Laboratory.
195, Plot No- 20, Road No- 11, Panchlish, Chittagong.

প্রতি বছরের ন্যায় এবারো উদযাপিত হল আমাদের প্রতিষ্ঠান চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরি পক্ষ থেকে আনোয়ারা পার্রকি সম...
01/03/2024

প্রতি বছরের ন্যায় এবারো উদযাপিত হল আমাদের প্রতিষ্ঠান চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরি পক্ষ থেকে আনোয়ারা পার্রকি সমুদ্র সৈকত,বঙ্গবন্ধু টানেল , DC পার্ক পরিদর্শনের মধ্যে দিয়ে বার্ষিকী বনভোজন অনুষ্ঠিত হয়।এই যাত্রায় অংশগ্রহনকারী সকল কর্মকতাগনের সহযোগীতায় চমৎকার এবং সফল একটা পিকনিক সম্পন্ন করার জন্য সবাইকে ধন্যবাদ।

আমাদের মাঝে উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দীন আলী স্যার ও ম্যানেজিং ডিরেক্টর ডাক্তার আতিকুর রহমান স্যার এবং রেসিডেন্ট ডিরেক্টর ডাঃ জাফর আলম স্যার, ফাইন্সেস ডিরেক্টর আব্দুর রহিম স্যার।

চিটাগাং স্কয়ার পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীদের জানাই 2023  ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।নতুন বছরটি সবার...
01/01/2024

চিটাগাং স্কয়ার পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষীদের জানাই 2023 ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।নতুন বছরটি সবার জন্য বয়ে আনুক সুখ, শান্তি,সমৃদ্ধি,সুস্থতার এক নতুন দিগন্ত।।

১১ বছরের এই পথচলায় স্কয়ার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষি, শুভানুধ্যায়িনীগনকে  জানাই আন্তরিক অভিবাদন। বাণিজ্যিক দৃষ...
14/06/2023

১১ বছরের এই পথচলায় স্কয়ার পরিবারের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষি, শুভানুধ্যায়িনীগনকে জানাই আন্তরিক অভিবাদন।

বাণিজ্যিক দৃষ্টিভঙ্গীর বাইরে এসে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে চিকিৎসা সেবাকে সবার নাগালে পৌঁছে দিতে চিকিৎসাসেবায় নিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে ১১ বছরের দীর্ঘ পথ পেরিয়ে সর্বাধুনিক প্রযুক্তির সমৃদ্ধ মানবাতার সেবার কল্যানে গঠিত চিটাগাং স্কয়ার ল্যাব আজ গ্রাহকদের আস্থা ও নির্ভরতার প্রতীক। আমাদের স্বচ্ছতা ও শতভাগ দক্ষতা সহিত উন্নত প্রযুক্তি পরিষেবা নিয়ে আগামী দিনগুলোতে আপনাদের সেবায় এই অগ্রযাত্রা থাকবে অব্যাহত।

19/01/2023

বাংলাদেশের সকল দিবস সমূহ জেনে রাখুন।
-
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। জাতীয় গণহত্যা দিবস- ২৫ শে মার্চ
৫০। মহান স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
৫১। বিমা দিবস - ১লা মার্চ

স্কয়ার ল্যাবের ১০ বছরের পথচলায়....শুভজম্মদিন
14/06/2022

স্কয়ার ল্যাবের ১০ বছরের পথচলায়....শুভজম্মদিন

14/06/2021
আমাদের প্রতিষ্ঠান চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরি সকল কর্মকতাগনের সহযোগীতাই আজ আনোয়ারা পার্রকি সমুদ্র সৈকত বার্ষিক...
12/03/2021

আমাদের প্রতিষ্ঠান চিটাগাং স্কয়ার ক্লিনিক্যাল ল্যাবরেটরি সকল কর্মকতাগনের সহযোগীতাই আজ আনোয়ারা পার্রকি সমুদ্র সৈকত বার্ষিকী বনভোজন অনুষ্ঠিত হয়।এই যাত্রায় অংশগ্রহনকারী সকল কর্মকতাগনের সহযোগীতায় চমৎকার এবং সফল একটা পিকনিক সম্পন্ন করার জন্য সব্বাইকে ধন্যবাদ। হাতে হাতে সকল কাজ আপন ভেবে করে গেছেন। কেউ কোন ভুল ধরতে যায়নি...
এই না হলে সহকর্মী ? জীবনের এই ছোট পরিসরে এই সব মুহুর্ত গুলো বেচে থাকাকে অনেক বেশী যৌক্তিক এবং আনন্দময় করে তোলে।
এই পিকনিক উদ্যোগ নেওয়ার জন্য জাফর স্যারকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের সম্মানিত চেয়ারম্যান লায়ন সালাউদ্দীন আলী স্যার ও ম্যানেজিং ডিরেক্টর লায়ন আতিকুর রহমান স্যার এবং আব্দুর রহিম স্যারকে।
তবে বিশেষ ধন্যবাদ প্রাপ্য দুইটা ভাই.. মাহমুদ এবং বাদশাহ ভাই... পিকনিকের বাস, বাবুর্চি, বাজার, রান্নায় সহযোগীতা করার জন্য
|এছাড়া অন্য সকল ভাই বোনকে ধন্যবাদ জানাই|| 

কোভিড-১৯ পজিটিভ হলে বা উপসর্গ থাকলে আতঙ্কিত হবেন না ।এখানে করোনা উপসর্গ থেকে শুরু করে,কোথায় টেস্ট করাবেন,এম্বুলেন্স,পুলি...
01/06/2020

কোভিড-১৯ পজিটিভ হলে বা উপসর্গ থাকলে আতঙ্কিত হবেন না ।

এখানে করোনা উপসর্গ থেকে শুরু করে,কোথায় টেস্ট করাবেন,এম্বুলেন্স,পুলিশ ইনফোরমেশন,অক্সিজেন সিলিন্ডার এবং সাধারণ চিকিৎসা গাইডলাইন আছে।

👉Most common symptoms:

জ্বর
শুষ্ক কাশি
ক্লান্তি অনুভব করা

👉Less common symptoms:

শরীর ব্যাথা,গলা ব্যাথা,ডায়ারিয়া,চোখ লাল হওয়া(conjunctivitis),মাথা ব্যাথা,খাবারের স্বাদ না পাওয়া,শরীরে র‍্যাশ হওয়া,
আঙ্গুল ফ্যাকাশে হয়ে যাওয়া ।

👉Serious symptoms:

শ্বাসকষ্ট হওয়া(difficulty breathing or shortness of breath)
বুকে ব্যাথা অথবা চাপ অনুভব করা
চলাফেরা অথবা কথা বলতে না পারা

👉 কোভিড-১৯ আপনার শরীরে ঢোকার পর সাথে সাথে আপনি ক্রিটিকাল হবেন না। সিম্পটম দেখা দেয়ার পর ৫/৬ দিন আপনি সময় পাবেন। শ্বাসকষ্ট হোক বা রক্ত জমাট বাঁধুক, তার আগে আপনি কয়েকদিন সময় পাবেন, যখন কিছু সতর্কতা আর কিছু মেডিসিনে ভাইরাসের লোড কমাতে পারবেন।

👉 ঐ ৫/৬ দিনকে যারা অবহেলা করেছে বা পাত্তা দেয়নি, ভেবেছে আমার করোনা হবেনা, বা এগুলো সাধারণ জ্বর/পেট খারাপ, তারা পরবর্তীতে critically ill হয়ে গেছেন।

👉যেকোনো উপসর্গ থাকুক, বা কোভিড-১৯ টেস্ট পজিটিভ থাকুক (উপসর্গ যুক্ত/ছাড়া), বাসায় থাকবেন। পরিচিত ডাক্তার বা টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা নিয়ে ঘরে চিকিৎসা করবেন। ফেইসবুকে ঘুরে বেড়ানো চিকিৎসা (মেডিসিন) নিজে নিজে চালাবেন না****

আতঙ্কিত হবেন না ও হসপিটালে দৌড়াদৌড়ি করবেন না।

👉 বেশীরভাগ ক্ষেত্রে জ্বর মেপে পাবেন না। বা ৯৮/৯৯ ডিগ্রি ফা. থাকবে। বা জ্বর জ্বর বোধ হবে। মাঝে মাঝে দু'এক বেলা বা দু'এক দিন জ্বর ফ্রি থাকতে পারেন। বিরতি দিয়ে জ্বর বারবার আসতে পারে। কারো কারো জ্বর ১০২ ডিগ্রি ফা. এর উপর যেতে পারে। ১০/১১ দিন যাবত হালকা জ্বর থেকে যেতে পারে।

👉 পরিবারের ৫/৭/১০ জনের বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। প্রত্যেকের উপসর্গ আলাদা আলাদা হতে পারে। কারো জ্বর, তো কারো পেট খারাপ, ইত্যাদি। এতজনের কোভিড-১৯ টেস্ট করানো হয়রানিসাধ্য ও ব্যয়সাধ্য। সম্ভব না। সে ক্ষেত্রে বয়স্ক জন এবং উপসর্গ বেশি এমন জনের টেস্ট করাতে পারেন।
তারা পজিটিভ হলে বাকিরাও পজিটিভ ধরে নিবেন।

👉টেস্ট এর জন্য চট্টগ্রামে BITID অথবা জেনারেল হাসপাতালে যোগাযোগ করুন। এই ২ জায়গায় নমুনা সংগ্রহ হয় এবং টেস্ট ও হয়। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে ও টেস্ট চালু হয়েছে। এক্ষেত্রে প্রসেস টা বলছি...

👉চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালঃ
করোনা উপসর্গ দেখা দিলে -> প্রথমে মেডিসিন আউটডোরে টিকেট নিয়ে যোগাযোগ(সকাল ৯ টা থেকে-১২ টা পর্যন্ত) ->করোনা সাসপেক্টেড ->অবসারভেশন সেল -> টেস্টের জন্য পাঠানো হয়->(ভর্তি হওয়া বাদেও আউটডোর পেশেন্টের স্যাম্পল নেওয়া হয়)
যদি পজেটিভ আসে -> করোনা ডেডিকেটেড হাসপাতাল। এক্ষেত্রে চট্টগ্রামে করোনা ডেডিকেটেড হাসপাতাল গুলো হল-
( চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল /BITID/চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল,পার্ক ভিউ হস্পিটাল(উপসর্গের উপর নির্ভর করে)
👉চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ>আউটডোরে(ফ্লু কর্ণার)-টিকেট নিয়ে যোগাযোগ করতে হবে ->স্যাম্পল কালেকশন রুম(সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত) >যদি টেস্ট পজেটিভ হয় >উপসর্গের উপর নির্ভর করে -হোম আইসোলেশান/ভর্তি।

👉BITID=করোনা উপসর্গ>হটলাইনে ফোন করতে হবে (০২৪৪০৭৫০৪২,০২৪৪০৭৫৪৩) >স্যাম্পল কালেকশন এবং টেস্ট >রিপোর্ট অনুযায়ী চিকিৎসা।

#টিকেট ফি ছাড়া টেস্টের জন্য আলাদা কোন ফি প্রয়োজন নেই। 🌬
👉 সামান্য শ্বাসকষ্টের চিকিৎসা (অক্সিজেন স্যাচুরেশন না কমলে) বাসায় বসেই করা সম্ভব। তাই ভয় পেয়ে হসপিটালে ঘুরে হয়রান হতে যাবেন না। বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে নিবেন বা ভাড়া নিবেন। অনলাইনে পাওয়া যাচ্ছে।
( এখানে বলে রাখছি অক্সিজেন কোথায় পাবেন...
১. বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনে(লিন্ডে বাংলাদেশ),একমাত্র রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান যারা সর্বোচ্চ গুনোগত মানসম্পন্ন ম‍েডিকেল অক্সিজেন সরবরাহ করে।সরাসরি প্রতিষ্ঠানের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে ভালো সহযোগিতা পাবেন। তাদের চট্টগ্রামে নিজস্ব প্লান্ট আছে।
ঠিকানা : সাগরীকা।
২. স্পেক্ট্রা ইন্টারন‍্যাশনাল, এদের নিজস্ব প্লান্ট আছে।ঠিকানা: কালুরঘাট রোড।
৩. ফারহানা এন্টারপ্রাইজ , এখানে বিভিন্ন কোম্পানির অক্সিজেন সিলিন্ডার পাবেন।হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৭০৭০১০৬১৯
৪. নাজিম অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়।
যোগাযোগ : ০১৬১৫৪৯৮৮২৬
৫. ইয়াসির অক্সিজেন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ : ০১৬৮৬২২৭৬৯৩
৬. লাইফ লাইন,
হোম ডেলিভারি দেয়। যোগাযোগ :০১৮১৮২৭৪৪৪৮
৭. Oxygen Cylinder is available now in Chittagong.
Plz let us know if anyone need at this pandemic.
Call
017 0472 6184
019 1193 2804
for details

আশাকরি উপোরোক্ত যে কোনো কারো সাথে যোগাযোগ করলে আপনি আপনার প্রয়োজনীয় সেবা পেয়ে যাবেন।

👉 অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে যখন হসপিটালের প্রয়োজন দেখা দিবে, তখন রোগীকে নিয়ে হসপিটালে হসপিটালে ঘুরবেন না। রোগীর অক্সিজেন চলতে থাকবে বাসায়। এবং আপনি সিট খুঁজতে থাকবেন হসপিটালে। *
নাহলে আতঙ্কিত রোগীর শ্বাসকষ্ট আরো বেড়ে যাবে।
এখানে প্রশ্ন করতে পারেন, অক্সিজেন স্যাচুরেশন কিভাবে বুঝবেন??
পালস্ অক্সিমিটার কিনে রাখুন বাসায়। অক্সিজেন স্যাচুরেশন দেখার জন্য। চাইনিজটার দাম ২৫০০ টাকা থেকে শুরু। চাইলে একটু বেশি দামে জার্মানিরটাও কিনতে পারেন। গ্লুকোমিটারের চেয়েও ছোট একটা মেশিন এটা।
উপসর্গ দেখা দেয়ার পর বা পজিটিভ হওয়ার পর ৫/৬ দিন যাবত বাসায় বসে অক্সিজেন স্যাচুরেশন দেখবেন। স্যাচুরেশন ৯৪-৯৩% কমে গেলে হসপিটালের কথা ভাববেন, তার আগে না।
এবার তার পরের ধাপ, যদি রোগী ক্রিটিকাল হয়, এবং ইমারজেন্সি হস্পিটালাইজড করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবেন?? কোথায় পাবেন এম্বুল্যান্স??

🚑চট্রগ্রামের এম্বুলেন্স সার্ভিস। সকল পেশেন্টদের জন্য।
তবে করোনা সাসপেক্ট ও পজিটিভ রোগীদের জন্য প্রথম ৫ টা( মিডিয়া,চট্রগ্রাম,আলফা,ডলফিন,আলিফ)
এই এম্বুল্যান্স এর নাম্বার গুলো তে কল দিলে তারা ম্যানেজ করে দিবেন।

"হাতে-হাত পরিবার" চট্টগ্রাম নিজ উদ্যোগ এ এম্বুলেন্স সার্ভিসে যোগাযোগ এর ঠিকানা সংগ্রহ করেছেন। যাতে রোগীরা এম্বুলেন্স এর অভাবে কষ্ট না পান এবং ভোগান্তির শিকার না হন।তাদের অসংখ্য ধন্যবাদ। 😊

চট্রগ্রাম বিভাগ এ্যাম্বুলেন্স

মিডিয়া এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০৩১৬৫০০০০
২) ০১৮১৯৩৭৯৫৯৫
৩) ০১৭১১৭৫০০০০

চট্টগ্রাম এ্যাম্বুলেন্স
ফোনঃ০১৬১৭৪৪৫৫৫৫

আলফা এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০১৮১৯৩২৭০৭০
২)০১৮১৯৩৭১৯১৯
৩)০১৭৬৫৪১০০০০

ডলফিন এ্যাম্বুলেন্স
ফোন: ১) ০১৮১৯৩৯৬১৬১
২) ০১৯৭৭৮৮০০০০
৩) ০১৯৭৬৮৮৯৯৯৯
৪) ০১৭২১৪৪৩২৩২

আলিফ এ্যাম্বুলেন্স
ফোন:
১) ০৩১৬৫৭৫৭৪
২) ০১৮১৯৩৮০০০০

ফায়ার বিগ্রেড এ্যাম্বুলেন্স
ফোন:
১) ০৩১৬৩০৩৩৪

সেন্টার পয়েন্ট হাসপাতাল প্রাইভেট লিমিটেড
ফোন:
১) ০১৮১৯৬১৩৫০৫

চট্রগ্রাম সদর জেনারেল হাসপাতাল
আন্দরকিল্লা রোড, চট্রগ্রাম
ফোন:
১) ০১৮৭৪৮০৮৩৮৮
২) ০১৮১৪৪৮০৯০০

চট্রগ্রাম মেডিকেল কলেজ
৫৭, কে বি ফজলুল কাদের রোড
ফোন:
১) ০১৮১৯৬৩৭৬৮৫

উপশম হাসপাতাল
ফোন:
০৩১৬৩৭২৩৪

রেলওয়ে হাসপাতাল
সি আর বি ডি রোড
ফোন:
১) ০৩১৫০২২০

পলি হসপিটাল
সি আর বি ডি রোড
ফোন:
১) ০৩১-৫০২০২৪
২) ০৩১-৫০৫০২১
৩) ০৩১-৫০৫০২২
৪) ০৩১-৫০৫০২৩
৫) ০৩১-৫০৫০২৪

মর্ডান এ্যাম্বুলেন্স সার্ভিস
২০, কে বি ফজলুল কাদের রোড
ফোন:
১) ০৩১৬৩৯৭৩০
২) ০১৫৪৬৩৩২১৪
৩) ০১৭১৬০৭৪৪৯৭

এখানে আমি পুলিশের নাম্বার ও দিয়ে রাখছি,এই সময়ে উনারাই সব থেকে বেশি পাশে আছেন আমাদের,

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ - সিএমপি কন্ট্রোল রুম:
মোবাইল: 01400400400
টিএন্ডটি: 031-630352

আবারও বলছি, চিকিৎসা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী করবেন,

আমার এই পোস্ট আপনাদের শুধুমাত্র কিছু গাইডলাইন দিতে পারলেই সার্থক.

চট্টগ্রামে করোনার নমুনা নেবে ব্র্যাকের ৬ বুথ====================================নমুনা দিতে গিয়ে ভোগান্তি এবং করোনা রোগীর...
30/05/2020

চট্টগ্রামে করোনার নমুনা নেবে ব্র্যাকের ৬ বুথ
====================================
নমুনা দিতে গিয়ে ভোগান্তি এবং করোনা রোগীর সংখ্যা দ্রুতগতিতে বেড়ে যাওয়ার কারণে চট্টগ্রাম নগরীতে এবার ছয়টি বুথ স্থাপন করে সেখানে নেওয়া হবে করোনাভাইরাস পরীক্ষার নমুনা।

বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় রোববার (৩১ মে) ও সোমবার (১ জুন) নগরীজুড়ে এই ছয়টি বুথ চালু হতে যাচ্ছে।

জানা গেছে, প্রথম পর্যায়ে এই ছয়টি বুথ বসবে নগরীর জামালখানের চট্টগ্রাম প্রেস ক্লাব, আগ্রাবাদ বেপারীপাড়ার এমএ সালাম নগর স্বাস্থ্যকেন্দ্র, বিবিরহাট নগর স্বাস্থ্যকেন্দ্র, চান্দগাঁও হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর কাট্টলী আর্বান দাতব্য চিকিৎসালয় এবং ফিরিঙ্গিবাজারে।

দ্বিতীয় পর্যায়ে আন্দরকিল্লার পুরাতন নগর ভবন, মেনন-২ হাসপাতাল, অক্সিজেন আবদুর রহিমা দাতব্য চিকিৎসালয়, বন্দরটিলা মাতৃসদন হাসপাতালসহ আরও ছয়টি বুথ বসানোর পরিকল্পনা রয়েছে।

বেসরকারি সংস্থা ব্র্যাক এ কাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অবকাঠামো সহায়তা নিচ্ছে।

সঠিক নিয়মে মাস্ক ব্যবহার না করলে এর মাধ্যমে রোগ ছড়াতে পারে। তাই মাস্ক ব্যবহার করার সময় নিচের নিয়ম গুলো মেনে চলুনঃ 😷 মাস্...
04/04/2020

সঠিক নিয়মে মাস্ক ব্যবহার না করলে এর মাধ্যমে রোগ ছড়াতে পারে। তাই মাস্ক ব্যবহার করার সময় নিচের নিয়ম গুলো মেনে চলুনঃ

😷 মাস্ক দিয়ে নাক ও মুখ ঢাকার সময় নিশ্চিত করুন মুখ এবং মাস্কের মাঝে যেন কোন ফাঁকাস্থান না থাকে।

✋ মাস্ক পরে থাকা অবস্থায় মাস্কে হাত দেওয়া থেকে বিরত থাকুন।

🚫 যেসকল মাস্ক কেবল একবার ব্যবহারযোগ্য, সেগুলো পুনরায় ব্যবহার করা যাবে না। ব্যবহৃত মাস্ক স্যাঁতসেঁতে হয়ে যাওয়া মাত্র নতুন মাস্ক ব্যবহার করতে হবে।

🚮 মাস্ক খোলার সময় পিছন দিক থেকে খুলতে হবে, মাস্কের সামনের অংশে হাত দেওয়া যাবেনা, এবং মাস্ক খোলার সাথে সাথে তা ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলে দিতে হবে।

👏 খেয়াল রাখবেন, মাস্ক পরার পূর্বে, ব্যবহারকালীন সময় মাস্কে হাত দিলে এবং মাস্ক খোলার পর অবশ্যই সাবান ও পানি বা অ্যালকোহল-ভিত্তিক স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিতে হবে।

Chittagong Square Clinical Laboratory Ltd EGM
24/01/2020

Chittagong Square Clinical Laboratory Ltd EGM

Address

Muktijudda Vaban,Opposode Of Chittagong Medicale College Main Gate
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Square clinical laboratory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category