Ma Homoeo Hall

Ma Homoeo Hall আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থতা দান করে
(1)

12/04/2025

হজমশক্তি বাড়াতে চান? কয়েকটা সহজ টিপস কাজে লাগাতে পারেন

✅ খাওয়ার আগে এক গ্লাস হালকা গরম পানি পান করুন
✅ খাবার ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে খান। এতটাই চিবাতে হবে যেন খাবারটা মুখের মধ্যে পানি হয়ে যায়।
✅ তেল-ঝাল ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খান
✅ নিয়মিত একটু হাঁটাচলা বা হালকা ব্যায়াম করুন
✅ প্রোবায়োটিক জাতীয় খাবার খান – যেমন ঘরের তৈরি টক টক দই

🍃 হজমে সহায়ক কিছু প্রাকৃতিক হার্বস:
🔸 আদা – গ্যাস ও বমিভাব কমায়
🔸 পুদিনা – পেট ঠান্ডা রাখে, গ্যাস কমায়
🔸 জিরা – হজম শক্তি বাড়ায়
🔸 ধনিয়া বীজ – হজমে সহায়ক
🔸 ত্রিফলা – কোষ্ঠকাঠিন্য দূর করে, পেট পরিষ্কার রাখতে সাহায্য করে
🔸ইসবগুলের ভুসি - হজমশক্তি বাড়ায়
🔸 দারচিনি: হজমশক্তি বাড়াতে খুব কার্যকর

💊 উপকারী সাপ্লিমেন্ট:
1. Probiotic capsules – হজমবান্ধব ব্যাকটেরিয়া যোগায়
2. Digestive enzymes supplements – হজমে সহায়ক
3. Apple Cider Vinegar (ACV) – খাওয়ার আগে পানিতে মিশিয়ে খেলে উপকার। এক চা চামচ ভিনেগার এক গ্লাস পানিতে গুলিয়ে খাবেন আহারের ১০ মিনিট আগে। দু বেলা। দু তিন মাস।নোমান
4. Vitamin B Complex: এটি হজমশক্তি বাড়াতে কার্যকর

👉 পেট ভরে কখনই খাবার খাবেন না
👉 সপ্তাহে দু তিনদিন রোজা রাখবেন
👉 পর্যাপ্ত পানি পান করবেন
👉 যাবতীয় বাজে খাবার বন্ধ করবেন
👉 রাতের খাবার সন্ধ্যা ৭ টার মধ্যে শেষ করবেন
👉 প্রতিদিন ৪০-৬০ মিনিট হাটাহাটি করবেন

07/01/2025

আসসালামু আলাইকুম।
#মা_হোমিও_হল
★অরিজিনাল জার্মানী ও দেশী ঔষধ দ্বারা চিকিৎসা করা হয়।
★সেবা সমূহ :
যৌন দূর্বলতা, চর্ম রোগ, ব্লাড (HBS Agপজেটিভ), আইবিএস(IBS), নতুন পুরাতন রোগ, শিশু ও মহিলাদের যাবতীয় জটিল রোগ, জন্ডিস, যক্ষ্মা বা টি.বি. রোগ, ডায়াবেটিস, গ্যাষ্টিক, আলসার, হাঁপানী, একজিমা, যে সকল বিবাহিত পুরুষ/মহিলাদের সন্তান হয়না, গর্ভবতী মহিলাদের সহজ প্রসবের চিকিৎসা, টিউমার, পিত্ত ও কিডনী পাথর, অর্শ, নাকের মাংস বৃদ্ধি, একশিরা, হার্নিয়া, আঁচিল, টনসিল প্রভৃতি সকল রোগের চিকিৎসা করা হয়।

★হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক সদৃশ্য বিধান। যেকোন ঔষধ ব্যবহারের ক্ষেত্রে রোগীর শারিরীক, মানসিক যাবতীয় লক্ষণের সহিত ঔষধের লক্ষণ মিলিয়ে ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে। হোমিওপ্যাথিক যেকোন ঔষধই ডাক্তারের পরামর্শ ব্যাতিত সেবন করা উচিত নয়।

★অরজিনাল জার্মানী ও দেশী ঔষধ দ্ধারা নতুন ও পুরাতন রোগ ও মেডিকেল ফেরত রোগীদের সফল চিকিৎসা করা হয়।

 #কোন_রোগের_জন্য_কী_টেস্ট_করা_হয়ঃ**********************************★CBC যে যে রোগে করা হয়ঃ"""''''''''""""""""""""""'"''"...
19/10/2024

#কোন_রোগের_জন্য_কী_টেস্ট_করা_হয়ঃ
**********************************
★CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''
⏩জ্বর হলে কী কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য। অনেক সময় Blood Culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।

★Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারণে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু।
👉ডায়াবেটিস আছে কিনা।
👉প্রোটিন যায় কিনা।
👉রক্ত যায় কিনা।
👉কিডনীতে পাথর আছে কিনা।

★RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।

★Serum Creatinine: যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এই টেস্ট করা উচিত)।

★Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।

★Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়। একদম প্রাথমিক টেস্ট। জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।

★SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।

★Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়। শরীর দূর্বল লাগলে, বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ টেস্ট করা হয়।

★ HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ টেস্ট করা হয়।
★HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজের কয়েক মাসের গড় নির্ণয়ের জন্য এই টেস্ট করা হয়।
★LFT: লিভারের সমস্যা বুঝতে এ টেস্ট করা হয়।
★ BT-CT: রক্ত রােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
★ Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ টেস্ট করা হয়।
★TSH: Thyroid Stimulating Hormone এই টেস্ট হরমোন নির্ণয়ের জন্য করা হয়।
★ECG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
★Chest X-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।

22/08/2024

আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিতে সকল রোগীর চিকিৎসা করা হয়।

অর্শ বা গেঁজনানাবিধ কারনে অর্শ রোগ জন্মাইতে পারে।মলদ্বারে কৃমি জনিত উপসর্গে এই রোগ অধিক হয়। অলস প্রকৃতির রোগী যাহারা বস...
12/06/2024

অর্শ বা গেঁজ
নানাবিধ কারনে অর্শ রোগ জন্মাইতে পারে।মলদ্বারে কৃমি জনিত উপসর্গে এই রোগ অধিক হয়। অলস প্রকৃতির রোগী যাহারা বসিয়া বসিয়া দিন কাটায় তাহারা প্রায়ই এই পীড়ায় ভোগিতে দেখা যায়। কোষ্ঠকাঠিন্য ও এই রোগের কারণ। অর্শ রোগ বেশিরভাগই দুই প্রকার হয়ে থাকে। অন্ত বলি এবং বহি বলি। যে বলি মলদ্বার এর ভিতরে থাকে তাহা অন্ত বলি আর মলদ্বারের বাহিরে যে বলি থাকে সেটা বহি বলি।
বংশগত কারনেও এই রোগ হইতে পারে।
হোমিওপ্যাথিক চিকিৎসা একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা । হোমিওপ্যাথিক চিকিৎসায় যেকোন রোগের সমস্যার জন্য অসংখ্য ঔষধ আছে। চিকিৎসক রোগীর লক্ষনের সাথে মিল রেখে চিকিৎসার নিয়মনীতি অনুযায়ী চিকিৎসা করলে আল্লাহর রহমতে পুরো পুরি সুস্থ হওয়া সম্ভব।
ডাঃ সাখাওয়াত হোসেন
‌ডি.এইচ. এম.এস(ঢাকা)
রেজিষ্ট্রেশন নংঃ৩৮৮৮০
মোবাইলঃ 01632550043
https://www.facebook.com/drsakhawat1

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Ma Homoeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram